নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

নূর আলম হিরণ

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!

নূর আলম হিরণ › বিস্তারিত পোস্টঃ

৭১\'র ইতিহাস না মেনে এদেশে রাজনীতি করতে হলে একাত্তরের চেয়েও আরেকটি বড় ইভেন্ট ঘটাতে হবে!

২৬ শে জুন, ২০২৫ রাত ১১:৪৬


বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবময় এবং সবচেয়ে বড় ইভেন্টের নাম হচ্ছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। এই যুদ্ধ শুধু একটি রাষ্ট্রের স্বাধীনতা অর্জনের গল্প নয়, এটি একটি জাতির অস্তিত্ব রক্ষার সংগ্রাম, একটি আত্মপরিচয়ের লড়াই।
৭ই মার্চের বজ্রকন্ঠে উচ্চারিত বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ এবং ২৬শে মার্চের স্বাধীনতার ঘোষণা গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে তোলে। জাতির সমস্ত স্তরের মানুষ অস্ত্র তুলে নেয় পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। কিন্তু সেই সময়েও একটি রাজনৈতিক দল জামাতে ইসলাম—এই জাতির স্বপ্ন, ত্যাগ আর মুক্তির পথে দাঁড়িয়েছিলো প্রতিবন্ধক হয়ে। তারা দাঁড়িয়েছিল জাতির শত্রু পাকিস্তানি বাহিনীর পক্ষে। এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, লক্ষ লক্ষ মানুষ হত্যার পরও তাদের অবস্থানে বিন্দুমাত্র পরিবর্তন ঘটেনি।

স্বাধীনতার কিছু বছর পর যখন দেশে পুরোদমে রাজনীতি করার অনুমতি পেল জামাতে ইসলাম, তখনও তারা মুক্তিযুদ্ধবিরোধী অবস্থান থেকে সরেনি। সময়ের পরিক্রমায় তাদের ভাষা পাল্টেছে, কখনো "প্রেক্ষাপট", কখনো "রাজনৈতিক বাস্তবতা", কখনো "ঐতিহাসিক বিভ্রান্তি" যদি, কিন্তু এইসব শব্দ দিয়ে নিজেদের কালিমাময় অতীতকে ঢাকতে চেয়েছে। কিন্তু সেই অতীত এমন এক ইতিহাস, যেটা রক্তে লেখা। সেটি ঢাকার সাধ্য কারও নেই।

ড. শফিকুর রহমানের ‘ক্ষমা’ এবং তার অস্পষ্টতা
গতকাল জামাতে ইসলামের আমির ড. শফিকুর রহমান এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন,
“১৯৪৭ সাল থেকে আজকের দিন পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছে, সবার কাছে আমরা ক্ষমাপ্রার্থী।”

এই বক্তব্য শুনে প্রথমেই যে প্রশ্নটি আসে—তারা আসলে কিসের জন্য ক্ষমা চাইছে?
'৪৭ থেকে আজ'—এই পরিসর একদিকে যেমন অদ্ভুত রকম বড়, তেমনি এর মধ্যে থাকা সবচেয়ে বড় অপরাধ—১৯৭১-এর ভূমিকার প্রসঙ্গটিকে যেন ইচ্ছাকৃতভাবে ধোঁয়াটে করে ফেলা হয়েছে।
এই ধরনের ‘ক্ষমা চাওয়া’ কোনো আন্তরিক অনুশোচনার বহিঃপ্রকাশ নয়, বরং একটি কৌশলী সরলতার ভান।

কারণ: এখানে মুক্তিযুদ্ধবিরোধী অবস্থানের জন্য আলাদা করে দায় স্বীকার করা হয়নি।
শহীদ পরিবার, নির্যাতিত মা-বোন, যুদ্ধাহতদের প্রতি কোনো স্পষ্ট দুঃখপ্রকাশ নেই।
এবং সবচেয়ে বড় কথা, নিজেদের আদর্শিক অবস্থানে কোনো পরিবর্তনের ইঙ্গিতও নেই।

৭১ এর বিপরীতে ২৪-এর রাজনীতি
বাংলাদেশের ইতিহাসে আরেকটি বড় ঘটনা হিসেবে ২০২৪ সালের ৫ আগষ্ট,। ‘২৪-এর ঘটনাটিকে’ জামাত ইসলাম বারবার সামনে আনার চেষ্টা করেছে। তারা চেয়েছে এই ঘটনার রাজনৈতিক ও ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে ৭১-কে আড়াল করতে। শুরুতে তারা এটিকে ৭১-এর চেয়েও বড় ইভেন্ট বানাতে চেয়েছিল। সেটা সম্ভব না হওয়ায় তারা দ্বিতীয় অপচেষ্টা নেয় ৭১-এর সঙ্গে তুলনা করার, সেটাও বেশিরভাগ মানুষ মানতে নারাজ!

আসলে ৭১ ছিল আমাদের জাতির অস্তিত্ব রক্ষার সংগ্রাম, আর ২৪ ছিল একটি অপশাসনের বিরুদ্ধে মানুষের সংগ্রাম। একটিকে আরেকটির পাশে দাঁড় করানোর চেষ্টা মানেই ৭১'র জাতির রক্তঋণের প্রতি চূড়ান্ত অবমাননা।

জামাত ইসলামকে ক্ষমা চাইতে হলে সবার আগে সত্যকে স্বীকার করতে হবে, অতীতের ভুলের দায় নিজেদের কাঁধে তুলে নিতে হবে। কিন্তু তারা সেটা কখনোই করেনি। তারা বরং বারবার ইতিহাসকে বিকৃত করতে চেয়েছে, জাতির স্মৃতিকে ধোঁয়াশায় আচ্ছন্ন করতে চেয়েছে।
ড. শফিকুর রহমানের বক্তব্যে কোনো নতুন দৃষ্টিভঙ্গি নেই, নেই কোনো স্পষ্ট অনুশোচনার ভাষা। বরং এটি আবারও প্রমাণ করে, জামাত এখনও ইতিহাসের মুখোমুখি হতে ভয় পায়।

একাত্তরের মুক্তিযুদ্ধ এই জাতির হৃদয়, চেতনা ও আত্মপরিচয়ের কেন্দ্রবিন্দু। সেই ঐতিহাসিক সত্যের বিপরীতে দাঁড়িয়ে কেউ যদি ক্ষমা চায়, তাকে সেটি অপরাধের বিশ্লেষণসহ, দায় স্বীকার করে, অনুশোচনায় ভেজা স্পষ্ট ভাষায় বলতে হবে। না হলে তা কেবলই একটা রাজনৈতিক অভিনয়, যার পিছনে সত্য নেই, সাহস নেই, শ্রদ্ধা নেই!

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০২৫ রাত ১২:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে অনেককে দেখি মুক্তিযুদ্ধকেই হেয় করে। ’৭১ বাংলাদেশপন্থি সবার। যে ঘটনায় একটা স্বাধীন দেশের জন্ম হয়েছে, নতুন মানচিত্র হয়েছে তার সাথে অন্যকিছুর তুলনা চলে না।

২৭ শে জুন, ২০২৫ ভোর ৫:৫৪

নূর আলম হিরণ বলেছেন: ’৭১ বাংলাদেশপন্থি সবার।
সঠিক বলেছেন।

২| ২৭ শে জুন, ২০২৫ রাত ২:৪৩

এইচ এন নার্গিস বলেছেন: সত্যি কথা ন্যায় কথা লেখার জন্য ধন্যবাদ ।

২৭ শে জুন, ২০২৫ ভোর ৫:৫৫

নূর আলম হিরণ বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

৩| ২৭ শে জুন, ২০২৫ ভোর ৬:৫০

কলাবাগান১ বলেছেন: ব্লগের জামাতি-রাজাকার এর সাপোর্টার দের কাছে এই খবর
"বৈশ্বিক শান্তি সূচকে ৩৩ ধাপ পেছালো বাংলাদেশ" কোনই বার্তা দেয় না...৫০ ধাপ পিছালেও তাদের মনে শান্তি যে ১৯৭১ এর পরাজিত শক্তি এখন ক্ষমতায়.......।আর আওয়ামী আমলে দুই ধাপ পিছালেই ব্লগ গরম করে ১০-১২ টা পোস্ট পড়ে যেত

"অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) এ বছরের গ্লোবাল পিস ইনডেক্স (জিপিআই) বা শান্তি সূচক প্রকাশ করেছে। এ সূচকে গতবারের চেয়ে ৩৩ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের বর্তমান অবস্থান ১২৩। চলতি বছরের জুন মাসেই এ সূচকটি প্রকাশিত হয়।"

২৭ শে জুন, ২০২৫ সকাল ১১:২৮

নূর আলম হিরণ বলেছেন: দেশে যারা টুকটাক ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত আছে তারা জানে কি ভয়াবহ পরিস্থিতি চলছে! লাভ তো দূরের কথা দৈনন্দিন খরচই উঠে না!

৪| ২৭ শে জুন, ২০২৫ সকাল ৮:১১

কামাল১৮ বলেছেন: ৭১ চেয়ে বড় ইভেন্ট হলো সমাজ পরিবর্তনের ইভেন্ট।তার জন্য বড় রকমের প্রস্তুতি চাই।

২৭ শে জুন, ২০২৫ সকাল ১১:২৯

নূর আলম হিরণ বলেছেন: আমার মতে ৭১' র চেয়ে বড় কোনো ইভেন্ট ঘটানো জাতির পক্ষে সম্ভব নয়।

৫| ২৭ শে জুন, ২০২৫ সকাল ৯:৫৪

সৈয়দ কুতুব বলেছেন: জামাত মানেই মুনাফিক।

২৭ শে জুন, ২০২৫ সকাল ১১:৩১

নূর আলম হিরণ বলেছেন: গণতান্ত্রিক রাজনীতি করতে হলে অন্তত জাতির সবচেয়ে বড় ইভেন্ট মুক্তিযুদ্ধ সম্পর্কে নিজেদের অবস্থান পরিস্কার থাকতে হবে।

৬| ২৭ শে জুন, ২০২৫ সকাল ১১:৪১

গেঁয়ো ভূত বলেছেন: দেশের কিছু কিছু রাজনীতিবিদ ভণ্ডামি আর রাজনীতিকে বোধহয় সমার্থক মনে করছেন।

২৭ শে জুন, ২০২৫ দুপুর ২:৪৬

নূর আলম হিরণ বলেছেন: জাতির বেসিক ও সবচেয়ে মর্যাদাপূর্ণ ইভেন্ট মুক্তিযুদ্ধ নিয়ে ভন্ডামি করে কোনো রাজনৈতীক দল বেশি দুর এগুতে পারেনা।

৭| ২৭ শে জুন, ২০২৫ দুপুর ১২:০৭

রাজীব নুর বলেছেন: জামাতের কোনো ক্ষমা নেই। এরা ক্ষমার অযোগ্য অপরাধ করেছে।
মহান মুক্তিযুদ্ধকে যারা কটাক্ষ্য করে তারা জাতির কু-সন্তান।

২৭ শে জুন, ২০২৫ দুপুর ২:৪৭

নূর আলম হিরণ বলেছেন: সময়ের সাথে সাথে তারা খুব ধীরগতিতে নিজেদের অবস্থান জানান দিচ্ছে। অথচ তাদেরকে যখন রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছে তখনই তারা স্পষ্ট স্টেটমেন্ট নিয়ে মানুষের কাছে নিজেদের অবস্থান তুলে ধরতে পারতো, তাহলে এত বছর পরে এসে তাদের এত যদি, কিন্তু, প্রেক্ষাপট এসব বলতে হতো না।

৮| ২৭ শে জুন, ২০২৫ দুপুর ১২:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ক্ষমা চাইলে আয়োজন করে আনুষ্ঠানিকভাবে চাইতে হবে।

২৭ শে জুন, ২০২৫ দুপুর ২:৫০

নূর আলম হিরণ বলেছেন: সেটাই, এবং সেটা হতে হবে স্পষ্ট ও সত্যিকারের অনুশোচনাময়।

৯| ২৮ শে জুন, ২০২৫ রাত ১:১৪

ইফতেখার ভূইয়া বলেছেন: জামাত যেমন দেশের বিরাট জনসংখ্যার ধর্মানুভূতিকে পুঁজি করে ধান্দা করছে তেমনি আওয়ামী লীগও ৭১- কে পুঁজি করে ক্ষমতায় এসে দেশের তেরটা বাজিয়ে গেছে। বি.এন.পি.-ও জাতীয়তাবাদের কথা বলে অতীতে ক্ষমতায় এলেও এরাও লুটপাট করেছে। এদের সমর্থন করা আর দেশের সাথে গাদ্দারি করা একই কথা।

২৮ শে জুন, ২০২৫ দুপুর ১২:৩৬

নূর আলম হিরণ বলেছেন: এখন যারা আছে তাদের ব্যাপারে কি মন্তব্য, তারা কি দেশের মেরামত করছে নাকি তারাও ১৪টা বাজানোর চেষ্টায় আছে?

১০| ২৮ শে জুন, ২০২৫ দুপুর ১২:২০

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

২৮ শে জুন, ২০২৫ দুপুর ১২:৩৬

নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ।

১১| ২৮ শে জুন, ২০২৫ দুপুর ১:১৮

নতুন বলেছেন: বাংলাদেশের জন্ম হয়েছে ১৯৭১ এ যারা এই ১৯৭১ এর মুক্তিযুদ্ধ নিয়ে গর্ববোধ করেনা তাদের গদামের উপরে রাখা উচিত। তাদের পাকিস্থানে হিজরত করতে পাঠানো উচিত।

মুক্তিযুদ্ধ, ১৯৭১, মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর ঐ সময়ের ভুমিকা, মেজর জিয়ার ভুমিকা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে, বিদেশে যারা বাংলাদেশের পক্ষে প্রচারনা করেছেন জনমত তৌরি করেছেন তাদের বিষয়ে যারা তেনা পেচানোর চেস্টা করবে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

২৯ শে জুন, ২০২৫ রাত ২:৩৩

নূর আলম হিরণ বলেছেন: ঠিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.