নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

দিল্লিকা লাড্ডু !!

৩০ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:২৪


দিল্লিকা লাড্ডু !!
© নূর মোহাম্মদ নূরু

বিয়ে বিয়ে করে যারা ভাসছো হাওয়ার দোলায়,
কি সুখ আছে বিয়ের মাঝে, টাকা আসবে ঝোলায়?
বিয়ের মাঝে সুখ নাই পাগল পড়বে পায়ে বেড়ি,
ঝামটা খাবে বউয়ের কাছে ফিরতে হলে দেরি?

দিল্লিকা লাড্ডু বিয়া যে খায়া ও পস্তায়
যে এখনো নেহি খায়া ও ভি পস্তায়।
জীবনটতো সুখে কাটে যত দিন না বিয়া,
বিয়ের পরে সুখ পাখিটা যাবে উড়াল দিয়া।

বিয়েটা কি মজা নাকি, দুঃখ কেন করা,
যে করেছে সে বুঝেছে জীয়ন্তে সে মরা।
বিয়ে করে কে কবে হয়ে গেছে বড়?
সময় আছে বিয়ে করার বদ চিন্তা ছাড়ো।

এটা চাই, ওটা দাও, সেটা কেনো নাই,
রাত দিনে ঘ্যানর ঘ্যানর দড়ি কমা নাই।
বাড়ি দিলে গাড়ি চাবে রূপা দিলে সোনা,
কিসে তাদের মন ভরিবে কারোরই নাই জানা।

তার পরেও বিয়ে যদি করতে কেহ চাও,
চোঁখে ঠুলি, মুখে কলুপ তবে এটে নাও।
অন্ধ আর বোবা স্বামীর আছে বড় গুণ,
তানা হলে কুরুক্ষেত্র, লাগবে যে আগুন।

সুখে ঘর বাঁধতে পারো করবা যারা বিয়া,
যদি পারো এক বাঁধনে বাধতে দুটি হিয়া।
তা না হলে সুখের পাখি যাবে উড়াল দিয়া,
দিল্লিকা লাড্ডু এ যে পস্তাও করে বিয়া।

উৎসর্গঃ যারা আগামীতে বিয়ে করার জন্য এক পা উনুনে দিয়ে রেখেছে!
প্রকাশকালঃ ঢাকা-বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২ ইং

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪৮

মোহাম্মদ গোফরান বলেছেন: করার প্প্র পস্তাবে হয়তো। আমি কিন্তু বেশ আছি। দুইজনই একই মেন্টালিটি।

৩০ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি ভাগ্যবান, চোখে ঠুঁলি আর
মুখে কুলুপ এটে থাকলে সুখে থাকা
যায় বৈকি!

২| ৩০ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:০৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ইয়ে শাদি শালা
দিল্লী কা লাড্ডু
যো খায়া উয়ো পাছতায়া
যো না খায়া উসনে ভি পাছতায়া
লে কিন ইয়ে পুছ তা হু
কিসনে উসে বানায়া
অর কিসনে উসে বি কা...

৩০ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জানিনা ভাই কে বানিয়ে ছিলো এই দিল্লিকা লাড্ডু!
তবে যে বানিয়েছিলো তার হয়ত মরিবার হয়ে ছিলো সাধ!

কাল রাতে— ফাল্গুনের রাতের আঁধারে
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
মরিবার হ’লো তার সাধ;
বধূ শুয়েছিলো পাশে— শিশুটিও ছিলো;
প্রেম ছিলো, আশা ছিলো— জ্যোৎস্নায়– তবু সে দেখিল
কোন্ ভূত? ঘুম কেন ভেঙে গেল তার?

বিয়ে করলে আর বাঁচার সাধ জাগবেনা!
আপনি বোকা মানুষ তাই আপনাকে একটা গোপন কথা বলিঃ
এক রোগী বেশী দিন বাঁচার জন্য ডাক্তারের কাছে জিজ্ঞাসা করলো;
রোগী: ডাক্তার সাব! বেশীদিন বাচোনের কোন উপায় আছে কি?
ডাক্তার: যান বিয়ে করে ফেলুন।

রোগী: ক্যান? বিয়া করলে কি বেশিদিন বাচন যায়?
ডাক্তার: তা বলতে পারব না। তবে এটা বলতে পারি যে আপনি বিয়ে করার পর আর বেশিদিন বাঁচার চেষ্টাই করবেন না।

৩| ৩০ শে জুন, ২০২২ রাত ৯:০৫

সোনাগাজী বলেছেন:



বিয়েই সুখের মুল।

৩০ শে জুন, ২০২২ রাত ৯:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

৪| ৩০ শে জুন, ২০২২ রাত ১০:১১

শূন্য সারমর্ম বলেছেন:

বিবাহিত পুরুষের মুখে সবসময় প্যারা' শব্দটাই থাকে।

৩০ শে জুন, ২০২২ রাত ১১:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পুরুষ দুই শ্রেণির,
এক শ্রেণি বিবাহিত
আর এক শ্রেণি মৃত!
আপনি কোন শ্রেণির?

৫| ৩০ শে জুন, ২০২২ রাত ১০:৪২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বিবাহিত জীবনই উপভোগ্য।

৩০ শে জুন, ২০২২ রাত ১১:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বলা সহজ তবে
প্রমাণ করা কঠিন!

৬| ৩০ শে জুন, ২০২২ রাত ১১:২১

ফারহানা শারমিন বলেছেন: ভাই কি ভাবির উপর চটে আছেন নাকি? এমন করেন ক্যা?

০১ লা জুলাই, ২০২২ রাত ১২:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপু শুধু আমি না, মৃতদের কথা না হয় বাদই দুলাম,
এছড়া তাবত বিবাহিত পুরুষ ভাবীদের উপর পিলা!
আপনারা যেমন ভাইদের বলেন " আমি দেখে তোমার
ঘর কিরলাম...... "
উপরে নিচে দেখুন কয়জন দিল্লিকা
লাড্ডু খেয়ে বহাল তবিয়তে আছে!

৭| ৩০ শে জুন, ২০২২ রাত ১১:২৪

শূন্য সারমর্ম বলেছেন:


আমি মৃত শ্রেণীর।

০১ লা জুলাই, ২০২২ রাত ১২:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মৃত থেকে লাভ কি,
পস্তাতে যখন হবেই
খেয়েই পস্তান!

৮| ০১ লা জুলাই, ২০২২ রাত ১২:০১

জ্যাক স্মিথ বলেছেন: দুনিয়ায় এত খাবার থাকতে শুধু শুধু দিল্লির লাড্ডু খেয়ে পেট খারাপ করার দরকার কি? ভুলেও দিল্লির লাড্ডু খাওয়া যাবে না।
কবিতা ভাল হয়েছে।



০১ লা জুলাই, ২০২২ রাত ১২:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দিল্লিকা লাড্ডুর চাক চিক্য দেখে
লোভ সামলানো যায় নাকি?
আগুনে পুড়ে মরবে যেনেই
পতংগ আগুনে ঝাপ দেয়!

৯| ০১ লা জুলাই, ২০২২ রাত ১:৩৬

রাজীব নুর বলেছেন: বিয়ে করার দরকার আছে।

০১ লা জুলাই, ২০২২ বিকাল ৩:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
৪ টা পর্যন্ত জায়েজ আছে!
করবেন নাকি আর একটা?
সুরিভীর একটু সেবা যত্ন
হবে!

১০| ০১ লা জুলাই, ২০২২ রাত ১:৫৭

ভার্চুয়াল তাসনিম বলেছেন: দিল্লি গিয়ে লাড্ডু খাইছি বহুবার। আমি মৃত। এখন আমার আত্না মন্ত্য করছে বউকে লুকিয়ে।

০১ লা জুলাই, ২০২২ বিকাল ৩:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কি আর করা!
খাইয়াই যখন ফেলছেন
তখন মরার মতো পইরা
থাকেন! নড়া চড়া করলেই
বিপদ!

১১| ০১ লা জুলাই, ২০২২ সকাল ৭:৫১

নজসু বলেছেন:




দিল্লীকা লাড্ডু খেলেও পস্তাতে হয়, না খেলেও পস্তাতে হয়।
এখন আবার আপনার এই ছড়া পাঠ করে আফসোস করছি।
আরও আগে কেন লিখলেন না? আরও আগে জানলে এতো পস্তাতে হতো না। B-)

০১ লা জুলাই, ২০২২ বিকাল ৩:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নজসু ভাই, গরীবের কথা বাসি হইলেই ফলে,
আগে কইলে মানতেননা! উপরে শারমিন
আপা কইলো আমি একাই নাকি বউর উপর
বিলা, এখনতো দেখি আমার দলই ভারী!

১২| ০১ লা জুলাই, ২০২২ দুপুর ১২:২২

রবিন.হুড বলেছেন: ধন্যবাদ নুরু ভাইকে সত্য কথা বলার জন্য।

০১ লা জুলাই, ২০২২ বিকাল ৩:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিতো সদা সত্য কথা বলি,
তবে কেউ বোঝে কেউ বোঝেনা।

১৩| ০১ লা জুলাই, ২০২২ বিকাল ৫:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
পাঠক এই সবে কান দিবেন না
ঝাপিয়ে পুরন।

০১ লা জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভাইজান শখ থাকলে কইয়া ফালান!
অন্যকে যুদ্ধে যেতে বলার মানে কি?
আশ্রমে একজন সাথী হলে মন্দ হবেনা
কি ব বলেন!

১৪| ০১ লা জুলাই, ২০২২ বিকাল ৫:৪৮

জুল ভার্ন বলেছেন: শিরোনাম "খাইলেও পস্তাইবেন, না খাইলেও পস্তাইবেন"!

০১ লা জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শিরোনামের বাকীটুকু পাঠক
ভেবে বলবেন, তারা খেয়ে
পস্তাবে না কি না খেয়ে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.