![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কারওয়ান বাজারের কাঁচাবাজার দ্রুত সরিয়ে নেওয়া হোক। বাজার সরিয়ে নেওয়া হলে ওই এলাকার যানজট থেকে মানুষ কিছুটা সস্তি পাবে।
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১১
ছাসা ডোনার বলেছেন: খুব ভাল একটা উদ্দোগ, তবে বিকল্প আরেকটা জায়গার ব্যবস্থা করে তারপর বন্ধ করা হোক।
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৮
চাঁদগাজী বলেছেন:
কয়েক বিলিয়ন ডলারের যায়গা পাবে মেয়র সাহেব, ভুমি ডাকাতি
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২১
শতদ্রু একটি নদী... বলেছেন: জায়গায় জায়গায় মাল্টিস্টোরিড কাচাবাজার করা যায় নাকি এইটা ভাবা দরকার। এক জায়গায় কেন্দ্রীভুত কইরা জ্যাম না লাগাইয়া জটটা চতুর্দিকে ছড়াইয়া দিলে ভালো হয়। সবকিছু সুউচ্চ ভবনে জাওগা নিএ পারলে কাচাবাজার পারবেনা কেন?
৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৪
দস্যুরাজা বলেছেন: গুলিস্তানের হকারও উচ্ছেদ করেছিল..৬/৭ ঘন্টার জন্য।
৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৮
এহসান সাবির বলেছেন: কারওয়ান বাজারের জন্য জাম বেশি হয় নাকি বসুন্ধরা সিটির জন্য ঐ এলাকায় বেশি জাম হয় সেটা জানা জরুরি। দিনের বেলাতে তো কারওয়ান বাজারে ট্রাক ভ্যান আসা যাওয়া করে না।
৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২১
সাঈক আহসান বলেছেন: খুব ভাল একটা উদ্দোগ । এবার জমি গুলা নিজেদের মাঝে ভাগা ভাগি হবে ।
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন: সস্তায় কিছু তরিতরকারী পেতাম তাও বন্ধ হবে !!