![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসন্ন হজ মৌসুমে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এক হাজার ফিলিস্তিনি মুসলমানকে হজ করানোর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। সৌদি সরকারের পক্ষ থেকে ওই ফিলিস্তিনিদের হজের যাবতীয় খরচ বহন করা হবে। খবর আরব নিউজের।
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৯
রামন বলেছেন: হজ্জ শেষে পাছায় লাথি দিয়ে বলবে,শালা বাহির হ জলদি।
যদি ফিলিস্তিনীদের ন্যুনতম আত্মমর্যদা ও অহংকারবোধ থাকে তাহলে এই বাদশার টাকায় তারা হজ্জ করবে না৷
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৭
কালীদাস বলেছেন: হারামজাদা আর কারে বলে! আইসিসের কারণে আটলাখ রিফিউজি সাগর পার হয়ে জীবন বাঁচাতে ইউরোপে যায়, আর উনি আসছেন হজ করাইতে। কত টাকা লাগত কিছু রিফিউজিকে সাময়িক আশ্রয় দিলে? আর প্যালেস্টাইনের সাথে রাজনৈতিক সম্পর্কটা কেমন গত বিশবছর ধরে, সেটা কি বাকি মুসলিম বিশ্ব দেখেনি?
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩
যোগী বলেছেন:
একেই বলে নিজের তেলে নিজের মাছ ভাজা। ফিলিস্তিনিদের উপর হজ্জ কী ফরয? যাদের থাকার যায়গা নাই, নাই জীবনের নিরাপত্তা। অন্য দেশ সাহায্য না করলে তার ঠিকমত খেতে পায় না।
তাদের এখন দরকার নিজেদের স্বাবলম্বি হওয়া। বিশ্ব রাজনীতিতে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করা। আরব সরকার যদি তাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য উচ্চ শিক্ষার ব্যাবস্থা করে দিত যেটা তাদের জন্য ফরয তাহলে আরবকে ধন্যবাদ দেয়া যেত।