![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক গুলো বছর চলে গিয়েছে । জীবনের অনেক গল্প ও পাল্টে গেছে । কিন্তু জীবনের অনেক গুলো সুন্দর সময় পার করেছিলাম ঢাকা বিশ্ব বিদ্যালয়ে । এইচ এস সি পাস করার পর আমি শুধু একটাই স্বপ্ন দেখতাম । অপরাজেয় বাংলার সাথে আমার স্মৃতি তৈরি করা নিয়ে আমার স্বপ্ন ! গত ১ জুলাই ঢাকা বিশ্ব বিদ্যালয় চুরানব্বই বছর পার করল গৌরবময় ইতিহাস বুকে নিয়ে ।অর্থনীতি বিষয়ের ছাত্রী ছিলাম । তাই দেশের অনেক গুণী মানুষের ক্লাস এবং তাদের কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলাম । আজ সময় এবং যুগের চাহিদায় অনেক বিশ্ব বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে ।কিন্তু ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ইতিহাস এবং ঐতিহ্যকে কোন প্রতিষ্ঠান অতিক্রম করতে পারেনি । বাংলাদেশের অনেক মেধাবীদের শিক্ষা জীবন ঢাকা বিশ্ব বিদ্যালয়ে । যারা অনেকেই এখন সারা পৃথিবীতে তাদের মেধা আর মননে বাংলাদেশের নাম উজ্জ্বল করছে । ভাষা আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত যেকোন আন্দোলন আর প্রতিবাদ এই বিশ্ব বিদ্যালয় থেকে শুরু হয় । দেশের বড় বড় সাংস্কৃতিক অনুষ্ঠান গুলো আজও এই বিশ্ব বিদ্যালয় কেন্দ্রিক ।সমৃদ্ধ ইতিহাস নিয়ে সমগ্র প্রতিকুলতা আর প্রতিবন্ধকতার সাথে সন্ধি করে এই ঢাকা বিশ্ব বিদ্যালয় চিরঞ্জীব হউক । অনেক শুভ কামনা ।
২| ০২ রা জুলাই, ২০১৫ দুপুর ১২:১৮
হাসান মাহবুব বলেছেন: শু.জ ঢাবি।
০২ রা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৫
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: হাসান মাহবুব .।ধন্যবাদ ।
৩| ০৯ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫২
শহুরে আগন্তুক বলেছেন: পড়ছি এখনও
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০১৫ সকাল ৮:৫২
চাঁদগাজী বলেছেন:
আন্দোলন চর্চা কেন্দ্র?