![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাপান প্রাকৃতিক সৌন্দর্য এবং পাহাড় পর্বতের কারনে মানুষের হৃদয় জয় করে। চার ঋতুর এই দেশে সব সময় যেন রঙের মেলা । মানুষ প্রকৃতি প্রেমে উৎসবে মাতোয়ারা । এখানে শিশু থেকে বৃদ্ধা প্রকৃতির অপার আনন্দে নিজেদের মুগ্ধ হয়ে থাকে । জাপান এর সব চেয়ে উত্তর এর আইল্যান্ড হল হোক্কাইডো ।অদ্ভুত সুন্দর এই দ্বীপে অসুখী মানুষ খুঁজে পাওয়া কঠিন । এখানকার মানুষ যেমন পরিশ্রমী ঠিক তেমন সৃষ্টিশীল । জীবন আর প্রকৃতির প্রতি তাদের অপরিসীম শ্রদ্ধা । এখন হোক্কাইডোতে চলছে হানা উৎসব । জাপানিজ শব্দ হানা অর্থ ফুল । জাপানিজরা ফুল খুব ভালবাসে । তাদের জীবন সংস্কৃতিতে ফুল অনেকটা জায়গা জুড়ে থাকে । ফুল নিয়ে থাকে তাদের অনেক আয়োজন । এখানকার বৃদ্ধাদের আছে অনেক অনেক স্বেচ্ছাসেবী সংগঠন । সেসব সংগঠন থেকে অনেক রকম মানবিক স্বেচ্ছাসেবকমুলক কাজ সহ নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। এতো সুন্দর সব আয়োজন বৃদ্ধারা করে থাকে যে কোন মানুষ কে মুগ্ধ করবে ।এই হানা উৎসব কে কেন্দ্র করে চলছে পুরো হোক্কাইডো নানা আয়োজন । গান আর নৃত্তে তাদের ইতিহাস ,ঐতিহ্য আর সংস্কৃতি কে তুলে ধরে । যে দিকে চোখ যায় যেন ফুলে ফুলে ঢাকা । ফুল আর মানুষের আয়োজনে এই যেন স্বপ্নময় কোন দেশ জাপান । যেখানে বয়স কোন বাঁধা নয় । মন দিয়ে জয় করা যায় স্বপ্নের সব চাওয়া । বৃদ্ধ বৃদ্ধারা ও জীবন উপভোগ করে । বৃদ্ধদের জীবন ও ফেলে আসা স্বপ্নের মতো । স্বপ্ন দিয়ে লালন করে তাদের সব চাওয়া পাওয়া । এই ভাবে যেন পৃথিবীর সব বৃদ্ধ বৃদ্ধারা তাদের ক্লান্ত জীবন উপভোগ করতে পারে ।ঠিক নিজেদের মতো করে ।
০৩ রা জুলাই, ২০১৫ ভোর ৬:৪৪
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: একদিন সময় করে দিব।শেয়ার করলে অনেকে বুঝতে পারবে আমাদের বৃদ্ধা মা ,দাদি নানিরা শুধু এক জীবন ক্লান্তি ,টেনশন .।ছেলের চাকরি .।মেয়ের বিয়ে নিয়ে টেনশন করতে করতে জীবন পার করে আর এখানে জীবন অনেক বেশি উপভোগ করে বৃদ্ধারা । অনেক পরিশ্রমী এবং সৃষ্টিশীল ।
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০১৫ রাত ৮:৪৫
হাসান মাহবুব বলেছেন: ভিডিও দিলে ভালো হৈতো।