![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২৬ শে মার্চ। অামাদের মহান স্বাধীনতা দিবস। অনেক গুলো প্রজন্ম ছুঁয়ে ৪৫ বছর অতিক্রম করেছে।
কিন্তু জাতিগত দিক দিয়ে আমরা কতোখানি স্বাধীন হতে পেরেছি। এইদিনে আমরা স্বাধিনতার বীজ বোপন করেছিলাম। যুদ্ধ করতে করতে অামরা শিখে নিয়েছিলাম যুদ্ধে জয়ী হতে হয় কিভাবে। কিন্তু অর্জিত এই স্বাধিনতা প্রতিনিয়ত পরাজিত আর কলংকিত হচ্ছে।আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি।নিজ দেশের সম্পদ নষ্ট করি। নিজ দেশের মানুষের সাফল্য অামরা বেশিক্ষণ সহ্য করতে পারিনা। দেশপ্রেমের প্রকৃত চেতনা অামাদেন নেই।অামাদের দেশের প্রতিটি জায়গায় মানুষের ভিতর সত্যিকারের ভালবাসা কিংবা দেশপ্রেম নেই।স্বাধীন দেশের মানুষ হয়েও অামরা নিজ ঘরে নিরাপদ অনুভব করিনা। সামািজক মুল্যবোধের চরম অবক্ষয় সর্বত্র। মানুষের প্রতি সম্মানবোধ শূণ্যের কোঠায়।হয়তো দেশের অবকাঠামো উন্নয়ন হচেছ। তথ্য প্রযুক্তি সবাইকে অারও কাছে এনে দিয়েছে। মানুষের ভিতরের মন, চিন্তা , জীবনের দৃষ্টিপট কোন পরিবর্তন হয়নি।সেই যৌতুক, বাল্যবিবাহ, বহুবিবাহ, মাদক, পারিবারিক নির্যাতন সব অাগের মতোই অাছে। স্বাধিনতার ৪৫ বয়স প্রকৃত কোন স্বাধীনতা দিতে পারেনি। তবু ও নতুন প্রজন্ম স্বপ্ন দেখে বাংলাদেশ সব বাধা পেরিয়ে একদিন সত্তিকারের স্বাধীনতার স্বাদ গ্রহন করবে। বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে নিজেদের অস্তিত্ব কে সাফল্যরূপে চিত্রিত করবে।
'
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৯:০৩
বিজন রয় বলেছেন: স্বাধীনতা কিভাবে পরাজিত হচ্ছে?