![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ব্যক্তিগত ভাবে গ্রাম আর বিচিত্র জীবনকে ভালবাসি । অগ্নি সারথি তেমন একজন ব্লগার ।তার ব্লগের ছবির মাঝেই ফুটে উঠে প্রান্তিক জীবনের শত দুঃখ কষ্ট । জটিল জীবনের নানা টানা পোড়েন । বেঁচে থাকা যেন এক রহস্যময় গোলক ধাঁধা । তার প্রতিটি ছবি আর লেখা জীবনকে ছুইয়ে যায় । তিনি পুরুষ , মহিলা নাকি ভিন গ্রহের কেউ আমি জানিনা । তবে পৃথিবীকে দেখানোর বিষয় বস্তু যে কোন সচেতন মানুষকে তার চিন্তার ব্যাপারে আগ্রহী করে তুলবে । সামু ব্লগের সদস্য হিসেবে তার জন্য রইল অনেক শুভ কামনা ।
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৮
নকীব কম্পিউটার বলেছেন: তিনি পুরুষ , মহিলা নাকি ভিন গ্রহের কেউ আমি জানিনা ।
-
-
-
-
সামু ব্লগের সদস্য হিসেবে তার জন্য রইল অনেক শুভ কামনা ।