![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগামী বই মেলা ২০১৮ তে আসছে আমার লেখা তিনটি বই।দুটি গল্প গ্রন্থ এবং একটি যৌথ কাব্য গ্রন্থ ।ভালোবাসার গল্প গ্রন্থ "অহর্নিশ " প্রকাশ করছে বাংলাদেশের শীর্ষস্থানীয় এবং শক্তিশালী প্রকাশনা সংস্থা শিখা প্রকাশনী । ভূত ভালোবাসা আর রহস্যে ঘেরা জাপানের পটভূমিতে রচিত গল্প গ্রন্থ " জাপানি ভূতের গল্প" প্রকাশ করছে সৃজনশীল এবং প্রতিশ্রুতিশীল প্রতিষ্ঠান এক রঙা এক ঘুড়ির প্রকাশনা মেঘ ফুল । আর কবি রওনক নূরের সম্পাদনায় যৌথ কাব্য গ্রন্থ "প্রভাতের কাব্য" শব্দমালা প্রকাশনী থেকে ।
।
ভালোবাসার গল্প গ্রন্থে আছে ১৭ টি ভিন্ন ভিন্ন ভালোবাসার গল্প । ২০১০ সাল থেকে ২০১৭ সালের বিভিন্ন সময়ে রচিত গল্পে আছে কল্পনা আর বাস্তবতার মিশ্র ছোঁয়ায় জাপান, ঢাকা, চট্টগ্রাম , বিক্রমপুর মুন্সিগঞ্জ সহ অনেক জায়গার বর্ণনা । সাত বছরে জীবন কিংবা জীবীকার প্রয়োজনে নতুন নতুন জায়গা যেমন মুগ্ধতা দিয়েছে। তেমনি দিয়েছে জীবনে আসা যাওয়ার পালাক্রমে বিচিত্র মানুষের মানবিক ভালোবাসার বিচিত্রতা । প্রতিটি মানুষের জীবনে ক্রান্তিকাল গুলো যেমন তিক্ততা কিংবা শুদ্ধতা দেয় ।তেমনি দেয় ভবিষ্যৎ পৃথিবীর প্রতি ভিন্ন আসক্তি ।করে তুলে তীব্র কৌতূহলী । প্রতি মুহূর্তেই মানুষ মরে যায় পৃথিবীর কাছে । আবার প্রতি মুহূর্তেই মানুষ বেঁচে উঠে নতুন নিয়মে স্বপ্নের আঁধার নিয়ে । এই পৃথিবীতে প্রতিটি মানুষের ভেতরেই এক টুকরো অদ্ভুত ভালোবাসা লুকিয়ে থাকে । সে বুকের ভেতরে একান্তে লুকিয়ে থাকা ভালোবাসাটার জন্য কখনও জীবনে তিলে তিলে অর্জন করা সব নিয়ম ভেঙ্গে দিতে ও দ্বিধা করে না ।অহর্নিশ আমরা ভালবাসার মধ্যেই বেঁচে থাকতে চাই । জীবনে যা কিছু এক টুকরো ভালোবাসার জন্যই । সেসব ভালবাসার পসরা নিয়েই ভালোবাসার গল্প গ্রন্থ " অহর্নিশ" । আশাকরি ভালোবাসার গল্প গ্রন্থটি সবার ভালোবাসার মন কে স্পর্শ করবে ।
জাপানের অসম্ভব প্রাকৃতিক সৌন্দর্যের ছোঁয়ায় আর রহস্যে জাপানিদের বিচিত্র জীবন যাপন আমার মস্তিস্কে অনেক রকম গল্পের ভ্রুন তৈরি করেছিল । প্রতিদিনের সুন্দর নিয়ম কানুন আর পরিশ্রমের ভেতরেও একটা মন ভীষণ শূন্য আর একা থাকতো। সব সময় সে মন টা রহস্য আর ভয়ের দেখা পেতো।পাহাড় , সমুদ্র আর সুবিশাল সফেদ তুষার আকাশ আমাকে কেবল গল্পের ভেতরেই টেনে নিয়ে যেতো । কখন ও মনের আনন্দে নিজের বাসা থেকে দুই ঘণ্টা হেটে হেটে মারুয়ামা পাহাড়ে চলে যেতাম । পাহাড় দেখাত অজস্র জীবন আর মানুষের ভেতরের শূন্যতা । কখন ও একা একা থাকা মানুষ গুলোর আত্মউপলব্ধি , অনুশোচনা ,অপরাধ বোধ আর বিবেচনা বোধের বিচিত্র অনুভূতির স্পর্শ।একটা একলা ভয় সবার থাকে । কিছু রহস্যের কুল কিনারা কখন ও হয়না । কিছু প্রশ্নের উত্তর কোথাও থাকে না । তবু ও মানুষ অনাদিকাল খুঁজে ফিরে । অদ্ভুত রহস্যে ঘেরা জীবনের জালে পেঁচিয়ে মুহূর্তের জীবনের খোঁজে । এই বইয়ের গল্প গুলো মানুষকে আর ও একবার নিজেকে ভাবতে শেখাবে । কখনও ভালোবাসায় সিক্ত হতে চাইবে অদেখা ভুবনে ।
আমার লেখা পাঁচটি কবিতা আছে যৌথ কাব্য গ্রন্থ প্রভাতের কাব্যে । মাঝে মাঝে সবার ভেতরে একটা কবি মানুষ নিভৃতে দেখা করে যায় । সব সময় তাঁর দেখা মিলে না । কোন কোন সময়ে হঠাৎ মস্তিস্কে আসা শব্দ গুলো ছন্দ কিংবা বিদগ্ধ গদ্যে কবিতা নামে আমার হাত ধরে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে । আর সে সব কবিতা গুলোর মাঝে পাঁচটি কবিতা আছে "প্রভাত কাব্য" গ্রন্থে ।
এছাড়া ও ৩ টি অনুবাদ এবং ২ টি ভ্রমন কাহিনি অপেক্ষায় আছে ।
বাংলাদেশের শিল্প চর্চা সমৃদ্ধ হউক । পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের নামটি আর ও নান্দনিক পরিস্ফুটিত হউক । বাংলাদেশের লেখালেখির জগত আরও গতিশীল এবং বিকশিত হউক ।
সবার দোয়া কামনা করছি ।
০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৭
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।দোয়া করবেন ।
২| ০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৪
প্রথমকথা বলেছেন: সংগ্রহ করার ইচ্ছা আছে। ভাল থাকবেন। দোয়া অফুরান।
০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৬
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । দোয়া করবেন ।
৩| ০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৯
মোস্তফা সোহেল বলেছেন: অনেক শুভ কামনা রইল আপু।
০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৯
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক ধন্যবাদ ।
৪| ০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১০
তারেক ফাহিম বলেছেন: শুভ কামনা
০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৯
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
৫| ০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৩
চিন্তিত নিরন্তর বলেছেন: আপনি নারী ব্লগারদের জন্য আদর্শ হয়ে থাকবেন। দির্ঘ পাচ বছর ধরে আপনাকে ব্লগে চিনি। আলো ব্লগের সেই দিন গুলি খুন মনে পরে।
০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ২:১০
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: দোয়া করবেন । অসংখ্য ধন্যবাদ ।
৬| ০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অভিনন্দন নিন। মেলা চলা কালিন পোস্টটি আবার দিবেন। নইলে অনেকে ভুলে যেতে পারেন।
০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ২:১০
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: সুন্দর পরামর্শের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া । ভাল থাকবেন ।
৭| ০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ২:১১
আমানউল্লাহ রাইহান বলেছেন: অভিনন্দন
০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৮
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
৮| ০২ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৫
রাজীব নুর বলেছেন: আপনার 'ইন্দিরা রোড' বইটি পড়েছি।
এটাও পড়বো।
০২ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১১
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক ধন্যবাদ ।
৯| ০২ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৫
রাসেল উদ্দীন বলেছেন: "প্রভাতের কাব্য" গ্রন্থে কবিতার সংখ্যা কি পাঁচটা?
০২ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১১
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: যৌথ কাব্য গ্রন্থ একটি সংকলন বই ।২০ জন লেখকের ৫ টি করে মোট ১০০কবিতা ।
১০| ০২ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩০
যূথচ্যুত বলেছেন: কনগ্র্যাটস..
০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১২:৫২
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ।
১১| ০২ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৯
ধ্রুবক আলো বলেছেন: শুভ কামনা ও অভিনন্দন রইলো।
০৩ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৮
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ
১২| ০২ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৩
দীপঙ্কর বেরা বলেছেন: বইয়ের জন্য অভিনন্দন রইল।
০৩ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৮
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক ধন্যবাদ
১৩| ০২ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৬
হাতুড়ে লেখক বলেছেন: জাপানি ভূতের গল্পের প্রচ্ছদটা ভালো হয়েছে। শুভ কামনা রইলো।
০৩ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৯
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক ধন্যবাদ
১৪| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:৩১
সুমন কর বলেছেন: শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।
০৩ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩০
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক ধন্যবাদ
১৫| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৫
মনিরা সুলতানা বলেছেন: শুভ কামনা আপু !!!
০৩ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩১
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক ধন্যবাদ
১৬| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:৫০
ফাহমিদা বারী বলেছেন: শুভকামনা আপনার প্রতি।
০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১২:৫৩
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: প্রিয় লেখক ফাহমিদা বারী আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১৭| ০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৩
কানিজ রিনা বলেছেন: ভিষন ভাললাগা রইল নারীর মেধা বিকশিত
হোক এই কামনায় ব্লগ সুর্যরশ্বী হয়ে থাকুন
অভিনন্দন।
০৩ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩২
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অসংখ্য ধন্যবাদ
১৮| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:২১
নূর-ই-হাফসা বলেছেন: অনেক অনেক শুভকামনা রইলো আপু ।
২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:২৪
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
১৯| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৬
শামছুল ইসলাম বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন । আপনার সবগুলো গ্রন্থ পাঠক প্রিয় হোক - এই কামনা করি ।
২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৬
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনেক দোয়া করবেন।
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫০
মোটা ফ্রেমের চশমা বলেছেন: আপনি তো একবারে হ্যাটট্রিক করে ফেললেন বইমেলায়!
অনেক অনেক শুভকামনা রইলো।