![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন আমার এই দেহটাও আত্মহত্যা করবে ,
সেদিন অসহায় আত্মাটাও হবে নিখোঁজ ।
সুখি চোখে দেখা সাজানো সংসার হবে রক্তাক্ত ,
টুকরো হবে সব স্বপ্নীল রঙে সাজানো ভাঁজ গুলো।
নিস্তব্ধ নিরুপায় চার দেয়ালের আর্তনাদ কেউ অনুভব করবে না ,
মধ্য রাতের ঘুম ভাঙ্গা প্রতিশ্রুতি কিংবা
প্রহৃত প্রতিজ্ঞা হারাবে নিজস্ব অস্তিত্ব ।
সবই তুচ্ছ হয় সময়ের নিষ্ঠুর বেখেয়ালি নির্যাতনে
লাল কার্পেটের তলায় ভালোবাসায় জমানো ধুলিকনারাও
একদিন প্রতিবাদি হয়ে উঠবে নিজেদের প্রয়োজনে
নিয়মমাফিক ভোরের চেনা আকাশ ও আর চাইবে না
ভালোবাসা , যা কিছু প্রেমিক মন হারিয়েছে রূঢ় জীবনের আয়োজনে।
নিষ্প্রাণ ছোট ছোট স্মৃতিমাখা দিন গুলো কেটে যায় নিদারুন অবহেলায় ।
আজন্ম প্রেমের প্রতিশ্রুত কথা গুলো অদ্ভুত নির্বাক রয়ে যায়
অচেনা জীবনের বাঁকে চেনা পথচলা
চেনা প্রিয় মুখ গুলোর ভিড়ে অচেনা লোমহর্ষক প্রতিচ্ছবি
প্রতি সেকেন্ডের কাঁটায় কেবল দূরত্ব টানে সম্পর্ক
সত্য আর মিথ্যার ভিন্ন জাল বুনে নিজেদের নিয়মে ।
প্রিয় বন্ধুত্বে কেবলই দহন ,প্রেমাস্পদ সত্য প্রেমে কি অদ্ভুত প্রতারনায়
নির্বোধ প্রেমিক বুঝে না যা থাকে তার হৃদয়ের একান্ত কিনারায়
একদিন এমন সব দৃশ্যের পুনরাবৃত্তি আমাকে অচেনা করবে
জানি একদিন আমার এই দেহটাও আত্মহত্যা করবে
সেদিন অসহায় আত্মাটাও হবে নিখোঁজ
সেদিন ও প্রেমিক খুঁজবে না যে হারিয়েছে পৃথিবীর সবুজ রঙ,
প্রেমিকার কোমল পবিত্র ভালবসার স্পর্শ কিংবা প্রেমিকার হৃদয় ।
০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০০
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ছবি আপু ।
২| ০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫১
শামচুল হক বলেছেন: ভালো লাগল।
০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৬
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক ধন্যবাদ ।
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আসলে আমাদের সব কিছু ছেড়ে যেতে হবে। আমাদের শূন্যস্হান আরেকজন পূরণ করবে। সময়ের ব্যবধানে হারিয়ে যাব যোজন যোজন দূরে।
০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৬
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: প্রকৃতি খুঁজে নেয় সকল পূর্ণতা , যতোটুকু থাকে মানুষের জীবনে শূন্যতা .।।।অনেক ধন্যবাদ ।
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৮
সৈয়দ ইসলাম বলেছেন: ভালোলাগা জানবেন ++++++
০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০১
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অসংখ্য ধন্যবাদ জানবেন ।
৫| ০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৭
নিতাই পাল বলেছেন: ভালো ল্বগেছে আপনার কবিতা।
ভালো লাগা রেখে গেলাম।
আমি নিতাই বাবু।
০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১০
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: দাদা বাবু আপনাকে ব্লগে দেখে ভাল লাগল । অনেক দিন পর ব্লগে কথা বলছি । ভাল থাকবেন । অনেক ধন্যবাদ জানবেন ।
৬| ০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৭
তারেক_মাহমুদ বলেছেন: সত্যিই তাই আমাদের আত্মাটাও একদিন নিখোঁজ হবে, পড়ে রবে নিথর দেহ, সেই দেহটা সবাই ধরা ধরি করে কবরে দিয়ে আসবে।
০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১১
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আসলেই তাই শুধুই পাওয়া আর না পাওয়ার হাহাকার । বেঁচে থাকার কি নিদারুন কষ্ট .।।সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
৭| ০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রতি সেকেন্ডের কাঁটায় কেবল দূরত্ব টানে সম্পর্ক
সত্য আর মিথ্যার ভিন্ন জাল বুনে নিজেদের নিয়মে । সুন্দর বলেছেন।
০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৫
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: শ্রদ্ধেয় গিয়াস ভাই নতুন বছরের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানবেন ।
৮| ০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৬
তারেক ফাহিম বলেছেন:
ক্ষনিকের আবাস এ দুনিয়ার মোহ।
যেতে হবে সবাইকে আগে কিংবা পরে।
সুন্দর লিখেছেন কবিতা।
০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৪
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: তাই তো ক্ষনিক জীবনের কান্নাসাক্ত হাহাকার .।সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ।
৯| ০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: জীবনবোধ কবিতায় সুন্দর করে ফোটায়ে তোলেছেন। ইহাই চীরন্তন।
০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১০
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ চিরন্তন । অনেক ভাল থাকবেন ।
১০| ০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৮
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার লেখা !!!!
শূন্যতা প্রকৃতি পছন্দ করে না ; পূর্ণ হয়েই রয় ।কেবল আমারা ই চলে যাই ।
লেখায় ভাললাগা ।
০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪২
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । অনেক ভালবাসা ।
১১| ০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৯
রাজীব নুর বলেছেন: এবার বই মেলায় আপনার আপনার কোনো বই বের হবে?
০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৬
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: এবার আমার দুইটি গল্প গ্রন্থ আসছে ।
১। ভালবাসার গল্পগ্রন্থ 'অহর্নিশ' - শিখা প্রকাশনী
২। জাপানি ভূতের গল্প- মেঘ ঘুড়ি প্রকাশনী ।
একটি ভ্রমন কাহিনি আসতে পারে আলোচনা হচ্ছে ফাইনাল না । আপনাকে ধন্যবাদ
০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:১১
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: Click This Link
১২| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫২
চাঁদগাজী বলেছেন:
ওয়াও, পরিপুর্ণ হতাশার চাষ
০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৪
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ' পরিপূর্ণ ' বানান জানিতাম এমন। কবে হইল পরিপুর্ণ? বলেন কেমনে করিব আশায় বাস ? তাই পরিপূর্ণ হতাশার চাষ .।.।
১৩| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৯
আহমেদ জী এস বলেছেন: নুরুন নাহার লিলিয়ান ,
দিন চলে যায় , সবই বদলায়............
০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৮
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ঠিক তাই.।.।।মাঝে মাঝে কবিতার ভূতে ধরে ভাই .।.।মন্তব্যের জন্য ধন্যবাদ ।
১৪| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৫
আকিব হাসান জাভেদ বলেছেন: হারিয়ে যাওয়ার হাহাকার , কাব্যের শুরুতেই মনটা কেমন করে যেন গলে গেলো , ইহা কবির ক্রেডিট। ভালো লাগলো ।
০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩০
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: হাহাকার দিয়ে হলেও ভাইটির মন একটু হলেও গলাতে পেরেছি .।।।সুন্দর মায়া ভরা মন্তব্যের জন্য ধন্যবাদ ।
১৫| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৫
রুদ্র জাহেদ বলেছেন: বিষাদময় সুন্দর!
০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৮
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আপনাকে ধন্যবাদ ।
১৬| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৬
সৈয়দ ইসলাম বলেছেন:
নির্মল ভালো লাগলো, যদিও কবিতা বেদনাময়।
ধন্যবাদ
০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৭
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: নির্মল ধন্যবাদ ।
১৭| ০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: চিরন্তন সত্যকে সুন্দরভাবে কবিতায় ফুটিয়ে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ।
০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৭
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আপনাকে ও ধন্যবাদ । ভাল থাকবেন ।
১৮| ০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমি থাকবনা অথচ কি নির্বকিার সবারিই সব চলবে!
ভালবাসবে গাইবে যেমন আমিও করেছি করছি
কাটাকুটি হা হা হা
শুণ্যতার মাঝেও স্বপ্ন বাঁচায়, বেঁচে থাকি একদিন শুন্য হবো বলে - - -
+++
০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৯
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: তবুও শূন্যতার মাঝেও স্বপ্ন নিয়ে বাঁচতে হয় .।অনেক অনেক ধন্যবাদ ।
১৯| ০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৫
পালক পালক বলেছেন: খুব সুন্দর। তবে বেদনাদায়ক
০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৯
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ।
২০| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪০
মলাসইলমুইনা বলেছেন: জীবনের ঝরে পড়ে হারিয়ে যাওয়ার নীল কষ্টের কবিতায় ভালোলাগা রইলো |
০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৬
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল কবিতা