![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দীর্ঘ নয় বছর বিরতির পর গত বছর আমার চতুর্থ উপন্যাস " অরোরা টাউন" শিখা প্রকাশনী থেকে প্রকাশ হয় । তাই গত বই মেলাটা বেশ আনন্দের ছিল । আবার নতুন করে অনেক অনেক লেখক প্রকাশক আর সাহিত্য প্রেমীদের সাথে পরিচয় হয় । এমনি করে
বইমেলায় এক সাহিত্যপ্রেমি ব্লগারের মাধ্যমে লিটল ম্যাগ চত্তরে "এক রঙা এক ঘুড়ি" প্রকাশনার কর্ণধার এবং সামু ব্লগার নীল সাধু ভাইয়ার সাথে পরিচয় ।ভদ্র লোক স্বভাব সংস্কৃতি কর্মী । সারা বছর জুড়েই তার উদ্দ্যোগে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন থাকে । ফুল উৎসব , ফল উৎসব , বন্যা কবলিত অসহায় মানুষদের সাহায্যে নানা রকম মানবিক কাজ করা । নিয়মিত ফেসবুক এবং ব্লগ সহ অনলাইনের বিভিন্ন মাধ্যমে তাদের কাজ গুলো দেখছিলাম । তাদের সাথে কাজ করার কিছুটা আগ্রহ মনে মনে উঁকি দিল । তারপর টুকটাক ফেসবুক এবং ব্লগে যোগাযোগ থাকে । সামু ব্লগে কয়েক মাস পর তিনি বই প্রকাশের জন্য লেখকদের কাছ থেকে পান্ডুলিপি আহবান করেন ।আমার কাছে সম্পূর্ণ কোন পান্ডুলিপি ছিল না । তবে কয়েক বছর ধরে জাতীয় পত্রিকায় এবং অনলাইনে প্রকাশিত গল্প গুলো আছে । খেয়ালের বশেই আমি নিজের গল্প গুলো একত্রিত করে তাদের ক্যাটাগরি এবং নিয়ম অনুযায়ী পান্ডুলিপি পাঠাই । তাদের নির্ধারিত বাছাইকৃত ১২ টি সেরা পান্ডুলিপির মধ্যে আমার গল্প গ্রন্থ " জাপানি ভূতের গল্প" স্থান করে নেয় । এই গ্রন্থের ১২ টি গল্প দৈনিক প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত এবং পাঠক সমাদৃত ।
" জাপানি ভূতের গল্প " প্রতিযোগিতার মাধ্যমে পাণ্ডুলিপি জিতে গ্রন্থাকারে বই মেলায় আসছে ।একটা ভিন্ন ভাল লাগার অনুভূতি মনে দোল দিয়ে যাচ্ছে । এবারের বই মেলা গতবারের চেয়ে অনেক বেশি পরিধি ,আয়োজন আর নান্দনিকতা নিয়ে আসছে । আমাদের সকলের অংশগ্রহণ বইমেলাকে আরও বেশি সমাদৃত করবে ।
বই কিনুন বই পড়ুন ।
বই পড়ার সংস্কৃতি গড়ে তুলুন
বইটি পেতে যোগাযোগ করুন
গল্প গ্রন্থঃ জাপানি ভূতের গল্প
প্রকাশনাঃ এক রঙ্গা এক ঘুড়ি
মূল্যঃ ১২০ টাকা
স্টল নাম্বারঃ ৬৫৪
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০০
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আপনাকে ধন্যবাদ ।
২| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:১০
সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন আপনাকে ।
৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০০
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক ধন্যবাদ
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৯
দীপঙ্কর বেরা বলেছেন: শুভ কামনা রইল।
৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০০
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক ধন্যবাদ।
৪| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৫
জনৈক অচম ভুত বলেছেন: বাংলাদেশি ভূতেদের তরফ থেকে অভিনন্দন এবং শুভকামনা।
৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০১
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: হা হা হা ভাল বলেছেন। অনেক ধন্যবাদ ।
৫| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪২
আটলান্টিক বলেছেন: আপনার জন্য শুভকামনা রইলো
৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০২
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
৬| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৮
চাঁদগাজী বলেছেন:
অভিনন্দন।
পুরো বাংলাদেশের লেখকেরা কি ভুত নিয়েই লিখছে এবার? আমাদের সাহিত্যকে ভুতে পেয়েছে?
৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০২
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ ।
৭| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৪
রাজীব নুর বলেছেন: ভূতের গল্প আমার খুব প্রিয়।
৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৯
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভাই আমার ও প্রিয় । কিছু কিছু সময় মানুষই বড় ভূত ! এখানে সেই ধরনের কিছু গল্প লেখা হয়েছে । ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫০
বিজন রয় বলেছেন: অভিনন্দন।