নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার গল্পটা হোক পৃথিবীর সেরা গল্প ।কারন আমি হতে চাই একজন সত্যিকারের জীবন শিল্পী ।

নুরুন নাহার লিলিয়ান

নুরুন নাহার লিলিয়ান › বিস্তারিত পোস্টঃ

আমার চোখে একুশে বইমেলা

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৫


গতকাল বই মেলার ছয়দিন অতিক্রম হয়েছে ।আর ধিরে ধিরে জমে উঠেছে । প্রানের অপার আনন্দে আর বইয়ের ঘ্রান নিতে বই প্রেমীরা বইমেলায় যাচ্ছেন । আর খুঁজে নিচ্ছেন নিজের পছন্দের প্রকাশনী আর লেখকের বই । তবে তুলনামূলক এইবারের বই মেলা আগের গুলো থেকে বেশ পরিসরে আর বিস্তৃত । লিটল ম্যাগ চত্বরের অনেক প্রকাশনী এই বার সোহারা ওয়ার্দি উদ্যানে স্টল পেয়েছে । স্টল বিন্যাসে ও এসেছে নানা রকম নতুন সব নান্দনিকতা । তাই বড় মানে একের অধিক ইউনিট নিয়ে যে প্রকাশনী গুলো বই মেলায় আছে তা প্যাভিলিয়ন নামে পরিচিত ।


কিছু পাঠক আছে যারা সত্যিই বই খুঁজতে আসে বই মেলায় । কেউ কেউ দল ধরে শুধু ঘুরতে যায় । অনেক রাজনীতির বিভিন্ন ব্যক্তিদের দেখা যায় দলবলে ।তারা বিভিন্ন স্টল ঘুরে বেড়ায় । কার ও আবার নিজেদের জীবনী নিয়ে বই ও আছে । অনেক খুচরা বিক্রেতা ও আছে । দুই এক জন ধান্দা বাজ ও আছে । পুলিশ আর র‍্যাব ভাই বোনেরা ডিউটি করছেন । কেউ কেউ আবার বই ও খুঁজছেন । কেউ কেউ খাবার খাচ্ছেন বা বিশ্রাম নিচ্ছেন ।



তবে এবারের বই মেলার মিডিয়া কর্নার অনেক গুলো দেখা গেল । লেখক ,পাঠক আর প্রকাশকদের মধ্যে এক অদ্ভুত যোগাযোগ স্থল । দল ধরে কবি সাহিত্যিকরা গল্প করছেন । নিজেদের বই বিনিময় এবং অটোগ্রাফ ও চলছে । সব কিছু ভাল লাগলেও স্টল খুজে পাওয়া পাঠকদের জন্য একটু কঠিন । এই বিষয়টা মাথায় রেখে ডিজিটালাইজেশন করা উচিত ছিল । এতো বড় একটা বই মেলার আয়োজন খুব স্বাভাবিক ভাবেই পথ বের করা একটু কঠিন । তাই কোথায় কি আছে তার একটা নির্দেশনা থাকা উচিত ছিল ।



তবে এইবারের বইমেলার স্টল গুলোর নান্দনিকতায় নতুনত্ব দেখা গিয়েছে । বই বিক্রি ও বেশ ভাল । একটা ভুল কথা ছড়ান আছে যে বই বিক্রি হয় না বা বই কেউ কিনেনা । এটা খুব ভুল একটা কথা । তরুন লেখকেরা এবং শিশুদের মা বাবাদের হাত ধরে আসতে দেখা যায় । সব মিলিয়ে মেলার প্রথম সপ্তাহেই অনেক বেশি মুখর প্রানের একুশে বই মেলা ।






মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০২

সৈয়দ ইসলাম বলেছেন: ভালো লাগলো।

কিছু বই পরিচিতি তুলে দিলে আরো ভালো হত।
আপনার কোন বই প্রকাশ করেন নাই?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৮

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: এই বই মেলায় তিন প্রকাশনীতে আমার চার বই আছে ।

১। শিখা প্রকাশনী - উপন্যাস অরোরা টাউন এবং গল্প গ্রন্থ অহর্নিশ
২। আগামী প্রকাশনী - উপন্যাস ইন্দিরা রোড
৩। এক রঙ্গা এক ঘুড়ি - জাপানি ভূতের গল্প

বই পরিচিতির আলাদা ব্লগ লিখছি । ধন্যবাদ ।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৪

মনির হোসেন মমি বলেছেন: শুভ কামনা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০১

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আপনাকে ধন্যবাদ ।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৩

ফাহমিদা বারী বলেছেন: শুভকামনা লিলিয়ান আপা। আমার নিজের প্রথম একক বই এসেছে এবার। অথচ থাকতে পারলাম না।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০২

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আপা আপনাকে ও শুভ কামনা । ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.