![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কখনও অলস দুঃখের ভিড়ে,
জীবন বড় বেশি পোড়ায় আর কাঁদায়....
তবুও আশায় বাঁচতে হয় নিকষ আঁধার নিয়ে,
যদিবা কখনও ভোর হয়...
নব নব বর্ষ আসুক, নব সুখের ভেলা ভাসুক
পুরনো দুঃখ গুলো উড়ে যাক,
নূতন সাহসী স্বপ্ন জাগুক।
কোথায় যেন থেমে থাকা জীবন,
নব পথের দ্বার করুক উন্মোচন।
২| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৩
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আন্তরিক ধন্যবাদ ।
৩| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৬
এডওয়ার্ড মায়া বলেছেন: সুন্দর এবং বিশাল অর্থবহ কবিতা -
পড়ে খুব ভাল লাগলো
১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৪৯
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
৪| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৩৩
বুদ্বিমান গাধা বলেছেন: বেশ সাদামাটা সরল কবিতা। কিন্তু, এর ভিতরেই প্রচন্ড আকুতি, প্রত্যাশা প্রচন্ডভাবেই ফুটে উঠেছে। ছোট-খাটো এই কবিতার মধ্যে পেলাম স্বপ্ন ও স্বপ্ন ভঙ্গের বিরাট গল্প। খুব উপভোগ করেছি কবিতা'টি ।
১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৪৪
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: এতো সুন্দর কমেন্ট করে হয় .।।এমন সব উৎসাহ গুলো চিরদিন মনে রয় .।।।অনেক ধন্যবাদ ।
৫| ১৭ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:০১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ, সুন্দর।
১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৪৫
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক ধন্যবাদ ।
৬| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৪৫
দিবা রুমি বলেছেন: কবিতা ভাল হয়েছে আপু,
♥শুভ নববর্ষ ১৪২৫♥
এবারের বৈশাখে নিজের হাতে তৈরি পান্তা, ইলিশ ও সপ্তপদী ভর্তা নিয়ে এলাম সবার জন্য
আপনাকেও দাওয়াত
ইলিশ ভাজা
বেগুন ভাজা
ধনেপাতা ভর্তা
১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০১
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ওরে বেগুন ভর্তাটা এতো এতো মজা হয়েছে । ভাত কই .।।ভাত দিলেন না । ভাত ছাড়া সব খেয়ে ফেললাম .।।।অনেক ধন্যবাদ।
৭| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪৪
ইমরান আল হাদী বলেছেন: ভালো কবিতা।
১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৯
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আন্তরিক ধন্যবাদ ।
৮| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৬
সুমন কর বলেছেন: সুন্দর।
১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০২
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক ধন্যবাদ।
৯| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০১
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ।
১০| ১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৮
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আন্তরিক ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:২৪
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লিখেছেন।।