নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার গল্পটা হোক পৃথিবীর সেরা গল্প ।কারন আমি হতে চাই একজন সত্যিকারের জীবন শিল্পী ।

নুরুন নাহার লিলিয়ান

নুরুন নাহার লিলিয়ান › বিস্তারিত পোস্টঃ

ফ্লেভার মিউজিক ক্যাফেতে লেখক-পাঠক সাহিত্য সন্ধ্যা।

০১ লা মে, ২০১৮ সন্ধ্যা ৭:১০



গত ২৮ এপ্রিল ধানমন্ডির ফ্লেভার মিউজিক ক্যাফেতে শিখা প্রকাশনী এবং লিলিয়ান লিটারেচার ক্যাফের যৌথ উদ্যোগে লেখক ,পাঠক এবং প্রকাশক সহ সকল সাহিত্য প্রেমীদের এক সুন্দর আড্ডাময় সন্ধ্যা ছিল । বিভিন্ন পেশায় কর্মরত থাকা সাহিত্য প্রেমীদের এই আড্ডায় লেখকদের পরিচয় পর্ব , লেখকদের নিজেদের লেখালেখি নিয়ে নানা অভিজ্ঞতা শেয়ার , লেখক উন্নয়ন ,লেখা এবং লেখকদের সমস্যা ,বই নিয়ে আলোচনা হয়।
রাজধানীর জ্যাম ঠেলে সেই উত্তরা থেকে লেখক শবনম চৌধুরী এবং লেখক মোস্তফা শাওন সাহিত্য সন্ধ্যায় উপস্থিত হন । রাজশাহী থেকে শুধু এই সাহিত্য আড্ডার জন্য আসেন লেখক মাহমুদা লাভলী । লেখক মাহমুদা লাভলীর এই বছর প্রকাশিত বই " মাটির ঐশ্বর্য " আগত অনেক লেখক ও পাঠক কে উপহার দেন ।যুক্ত প্রকাশনী থেকে লেখক সায়িদা সাইদের প্রকাশিত বই " ভালোবাসার মেঘমালা" নিয়ে তিনি সংক্ষিপ্ত আলোচনা করেন । সেই সাথে তিনি কিভাবে লিখতে শুরু করলেন কিংবা লেখার জগতে প্রবেশ করলেন মুগ্ধকর উপস্থাপনায় তুলে ধরেন ।

(লেখক সায়িদা সাইদ তাঁর লেখক হওয়ার গল্প বলছেন )

লেখক মোস্তফা শাওন এবং অনলাইন লেখক শাহনাজ মুন্নী বই প্রকাশ করতে গিয়ে তাদের নিজেদের কিছু অনাকাংক্ষিত অভিজ্ঞতা তুলে ধরেন ।যা লেখক এবং প্রকাশক কারও কাছ থেকেই কাম্য নয় । আজকাল তথ্য প্রযুক্তির উৎকর্ষতায় প্রিন্ট মিডিয়া থেকে অনলাইন লেখক পাঠক বেশি বেড়েছে । তারপর ও কি প্রিন্ট দুনিয়া থেমে আছে ? নাকি একটা নিরব হুমকির সম্মুখীন । যতো যাইহোক ফেসবুক কল্যানে এখন সারা পৃথিবী ব্যাপী অনলাইন লেখক এক্টিভিস্ট বেড়েছে । সেই সাথে অনেকের ধারনা পাঠকের সংখ্যা বাড়েনি ।
একটা সময়ে লেখা প্রকাশ করতে লেখকদের অনেক প্রকাশকদের কাছে দৌড়াতে হতো । এখন প্রকাশনায় অনেক নতুন নতুন প্রকাশনা সংস্থা ও সৃষ্টি হচ্ছে । কোন না কোন ভাবে লেখক তাঁর পান্ডুলিপি প্রকাশ করতে পারছে । তবে অনেকেই বলে থাকেন যে যথেষ্ট মানসম্মত বইয়ের অভাব । আবার কেউ বলে থাকেন উপযুক্ত পাঠকের অভাব ।


( লেখক লিলিয়ান এই বছর প্রকাশিত বই উপহার দিচ্ছেন এক পাঠককে )

কিন্তু তারপর ও বইমেলা শেষে কোটি টাকার বই বিক্রির খবর ও প্রকাশ পায় । পুরো বিষয়টায় আছে অনেক অনেক প্রশ্ন আর ধুম্রজাল ।
দিনের পর দিন আর বছরের পর বছর লেখক লিখে লিখে যায় । বেশির ভাগ লেখকই বঞ্চিত হয় তাদের লেখার পারিশ্রমিক থেকে । সারা বছরই শুনতে হয় বই বিক্রি হয় না । তারপর ও কোটি কোটি টাকার বিনিয়োগে একুশে বই মেলার আয়োজন হয় । হাতেগোনা কয়েক জন লেখক নিজেদের প্রচেষ্টায় প্রচারনা আর নিজেদের বইয়ের পাঠক তৈরি করছেন । বই বাজারজাতকরন কিংবা পাঠকের কাছে পৌঁছে দিতে অনেক অনেক উদ্যোগ গ্রহন করা যেতে পারে । আর এই জন্যই এই সাহিত্য সন্ধ্যার আয়োজন । সকলের অভিজ্ঞতা এবং স্বপ্নের কথা শোনা ।


( লেখক মোস্তফা শাওনের বইয়ের সাথে কবি রুমানা আখতার )

সন্ধ্যা ছয়টা থেকেই সকল লেখক কবির আগমন ঘটতে থাকে । অনেকেই অনেক কে ব্যক্তিগত ভাবে চিনেন ।আবার অনেকেই চিনেন না । শুরু হয় পরিচয় পর্ব । কফির সাথে নিজেদের উষ্ণ আড্ডা । সাংবাদিক কাজী রফিক শুরুতেই একটা সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরেন । বাংলা সাহিত্যকে আরও গতিশীল করতে , পাঠক তৈরিতে কি কি করনীয় এবং শুদ্ধ সাহিত্য চর্চার নানা দিক তুলে ধরেন । সেই সাথে প্রকাশনা সংস্থা এক রঙ্গা এক ঘুড়ির প্রকাশক ,ব্লগার ,লেখক নীল সাধু ও লেখালেখির বিষয়ে তাঁর নিজস্ব চিন্তা ধারা ব্যক্ত করেন । তাঁর সাথে উপস্থিত ছিলেন লেখক পত্নী কবি শিমুল আহমেদ ।


( লেখকের কাছ থেকে বই সংগ্রহ করছেন কবি মাহমুদা লাভলী )

লেখক লিপি শেঠ এবং লেখক মশিউর রহমান ভূঁইয়া নিজেদের প্রকাশিত বই সম্পর্কে পরিচিতি এবং আলোচনা তুলে ধরেন । ধীরে ধীরে জমে উঠে আড্ডা । এর মধ্যে উপস্থিত হয় সাংবাদিক কাজী রফিক কন্যা কন্ঠশিল্পী নাদিয়া ডোরা ।তাঁর কণ্ঠের লালন গীতি সাহিত্য সন্ধ্যাকে আরও মুখরিত আর আনন্দময় করে তোলে । এরপর লেখক নুরুন নাহার লিলিয়ান এই আয়োজনের উদ্দেশ্য এবং কারনকে সবার কাছে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করেন । সেই সাথে নিয়মিত সাহিত্য আড্ডার প্রয়োজনীয়তা ,বই বাজারজাতকরন , সাহিত্য বাজার আধুনিকীকরণে সবার সহযোগিতা কামনা করেন ।


(লেখক পাঠকদের জমে উঠা আড্ডা )

বুফে ডিনার শুরু হয় ৭ টা ৩০ মিনিটে । খাবার দাবারের আয়োজনের ফাঁকে ফাঁকে লেখকেরা নিজেদের ছবি আর আনন্দ আড্ডায় মেতে উঠেন ।এরপর আসেন লেখক সাহাদাত সোহাগ এবং প্রকাশক নজরুল ইসলাম বাহার ।লেখক সাহাদাত সোহাগ তাঁর প্রকাশিত বই এবং ব্যক্তিগত পরিচয় তুলে ধরেন ।আরও উপস্থিত ছিলেন বিজ্ঞানী ডঃ মোহাম্মাদ নজরুল ইসলাম ভূঁইয়া ,শিক্ষক ডঃ মোশারফ হোসেন রিয়াজ , পাঠক সানজিদা আক্তার ,ব্যাংকার এবং কবি আসিফ ইকবাল , পাঠক বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব আনাম সহ অনেকে।

সব শেষে শিখা প্রকাশনী থেকে প্রকাশক নজরুল ইসলাম বাহার উপস্থিত সকল লেখক কে বই উপহার দেন । সব মিলিয়ে যারা এমন আয়োজন কে ভালোবেসে উপভোগ্য করে তুলেছেন সবার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানান লিলিয়ান লিটারেচার ক্যাফের পক্ষ থেকে লেখক নুরুন নাহার লিলিয়ান ।
বাংলা সাহিত্য বিকাশে এবং সাহিত্যের বাজার কে আরও সমৃদ্ধ করতে সকলকে এগিয়ে আসতে হবে । তবেই সারা পৃথিবীতে বাংলা সাহিত্য পাকা পোক্ত আসন তৈরি করতে পারবে ।



( প্রকাশক বাহারের কাছ থেকে বই উপহার নিচ্ছেন কবি শিমুল আহমেদ )


( লেখক সায়িদা সাইদ এবং লেখক লিপি শেঠ )



( সাহিত্য আড্ডা শেষে সবার দলীয় ছবি )

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

আহমেদ জী এস বলেছেন: নুরুন নাহার লিলিয়ান ,




একটি প্রত্যয় জাগানিয়া পোস্ট । এরকম সাহিত্য( পাঠক-লেখক) সন্মেলন নিঃসন্দেহে লেখার মান বাড়াতে সাহায্য করবে ।
আপনাদের এই সাহিত্য সন্ধ্যা লেখার জগতে জোছনা ছড়িয়ে যাক ।

০১ লা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ।

২| ০১ লা মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

কাওসার চৌধুরী বলেছেন: আপনার লেখাটি খুব মনযোগ দিয়ে পড়লাম। একজন নতুন লেখক হিসাবে তা আমার কাছে অনেকটা দিকনির্দেশক। ভাল লাগলো লেখকদের আড্ডার আয়োজন দেখে। গুণী মানুষের আড্ডা যত বেশি হবে সমাজটা ততো কপটতা মুক্ত হবে, পরিচ্ছন্ন হবে। আপনি বিষয়টি তুলে না ধরলে জানা হতো না।

আপনার সাথে পরিচয় পর্বটা হয়নি। কোন বই পড়ারও সুযোগ পাইনি। চেষ্টা করবো বইগুলো সংগ্রহ করে পড়তে। ফেইসবুক আর গুগলে যতই পড়া হোক না কেন ভাল মানের বইয়ের মর্যাদা আগেও ছিল এখনো আছে। অনেক শুভ কামনা আপনার জন্য।

সময় সুযোগে আমার ব্লগ বাড়িতে ঘুরে গেলে খুশি হব।

০১ লা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আপনার আন্তরিকতার জন্য অনেক অনেক ধন্যবাদ । আমার বই গুলো রকমারি অনলাইন বুক শপ থেকে ঘরে বসেই সংগ্রহ করতে পারবেন ।
আপনার ব্লগ বাড়ি বেশ সমৃদ্ধ । ঘুরে এলাম ।ভাল লাগল ।

৩| ০১ লা মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মিস করলাম খুব !!
জানলে সামিল হতাম
লেখক মেলায়।

০১ লা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: দুঃখিত । এরপরের বার ব্লগে পোষ্ট দিব ।সারা বছর ব্যাপী এই ধরনের আয়োজন থাকবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

৪| ০১ লা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

শামচুল হক বলেছেন: মিস করলাম, তারপরেও অভিনন্দন

০১ লা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: দুঃখিত ভাই । এরপরের বার আশাকরি উপস্থিত হতে পারবেন । আন্তরিকতার জন্য ধন্যবাদ ।

৫| ০১ লা মে, ২০১৮ রাত ১০:৪৩

রাজীব নুর বলেছেন: ছবি গুলো খুব মন দিয়ে দেখলাম।

মারিজুয়ানা কি শেষ? আর পর্ব নাই?

০২ রা মে, ২০১৮ রাত ১২:৪৫

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ছবি গুলোতে মন দেওয়ায় ধন্যবাদ ।
মারিজুয়ানা ১৭ পর্ব পড়েছেন ? আসছে নতুন পর্ব ।

৬| ০২ রা মে, ২০১৮ দুপুর ১২:৫৩

আখেনাটেন বলেছেন: চমৎকার লেখক আড্ডা-সমাবেশ। অরগানাইজ করলেন কীভাবে? কোনো সংগঠন আছে নাকি লিলিপা।

এখনও কিছু মানুষের বইয়ের প্রতি ভালোবাসা আছে দেখে ভালো লাগে। নিজে বই প্রেমী তো। :D

০২ রা মে, ২০১৮ বিকাল ৪:৩২

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ । জি শুরুতেই লিখেছি কারা উদ্যোগ নিল । লিলিয়ান লিটারেচার ক্যাফে নামে একটা সাহিত্য গ্রুপ আছে । এখানে দেশি প্রবাসী লেখক নিয়মিত লিখেন । এই বছর এই গ্রুপ থেকে ২০ জন দেশি প্রবাসী নতুন লেখকের লেখা নিয়ে "বৃত্ত " নামে সংকলন প্রকাশ হয়েছে বই মেলায় । আর এই গ্রুপ আর সুপ্রতিষ্ঠিত প্রকাশনা সংস্থা শিখা প্রকাশনীর উদ্যোগেই এই আয়োজন ।

৭| ০২ রা মে, ২০১৮ দুপুর ১:০৯

এস এম মামুন অর রশীদ বলেছেন: সুন্দর একটি সমাবেশ, বিস্তৃত হোক প্রয়াস। "প্রসঙ্গ ব্যাবহারিক বাংলা" বইটির নামে ব্যাবহারিক বানানটি ভুল। আশা করি লেখক পরবর্তী সংস্করণে সংশোধন করে নেবেন।

০২ রা মে, ২০১৮ বিকাল ৪:৩৪

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আমিও জানতাম ব্যবহারিক বানান এমন হয় "ব্যবহারিক" । ভদ্রলোকের বইয়ের নামটার বানান নাকি ঠিকই আছে ।
কি আর বলব বাংলা বানান ই- কার দীর্ঘ -কার পরিবর্তন আর অনেক বানান সমস্যার কারনে নিজেও বিভ্রান্ত হই । আপনাকে ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.