নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার গল্পটা হোক পৃথিবীর সেরা গল্প ।কারন আমি হতে চাই একজন সত্যিকারের জীবন শিল্পী ।

নুরুন নাহার লিলিয়ান

নুরুন নাহার লিলিয়ান › বিস্তারিত পোস্টঃ

লেখকদের লেখার ন্যায্য মূল্য দেওয়া হোক ।

০২ রা মে, ২০১৮ বিকাল ৫:৫৫



শব্দের শক্তি মহাকাল অতিক্রম করে । সেই শব্দ প্রকাশের আছে নানাবিধ মাধ্যম । সেই মাধ্যমের মধ্যে লেখার মাধ্যম অন্যতম । যা সাধারন মানুষ প্রকাশ করতে পারে না ।লেখকেরা তাদের লেখার শক্তি দিয়ে আবেগিয় সকল শব্দ প্রকাশ করতে পারে অবলীলায় । তাই হয়তো লেখকেরা ঠিক সাধারনের চেয়ে একটু আলাদা । তথ্য প্রযুক্তির এই যুগে অনলাইনে লেখার সুযোগ অনেক মানুষের মধ্যেই লেখার অভ্যাসকে বাড়িয়ে দিয়েছে । কিন্তু অনেকে মনে করেন প্রিন্ট মিডিয়ার আকর্ষণ কমে গিয়েছে । এটা সত্যি একটা সময়ে মানুষের বিনোদনের কিংবা জ্ঞান চর্চার অন্যতম মাধ্যম ছিল বই পড়া এবং সিনেমা দেখা ।
সময়ের দাবী পূরণে এখন চারিদিকে আনন্দ উৎযাপনের অনেক উপকরন আছে । তাই কিছুটা হলেও বই পড়ার আকর্ষণ থেকে মানুষের মন বিচ্যুত ।
বাংলাদেশে একুশে বই মেলা একটি অন্যতম আকর্ষণীয় আয়োজন । যে মেলায় শত শত লেখকের বই প্রকাশ হয় । বই মেলায় বই প্রকাশের জন্য সারা বছর লেখক এবং প্রকাশকদের ব্যস্ততা থাকে ।
বই লেখা এবং প্রকাশ করা কে কেন্দ্র করে গড়ে উঠছে অনেক অনেক প্রকাশনা সংস্থা ।
বই মেলায় সত্যিকারের পাঠক কয়জন আছে সেই পরিসংখ্যান কার ও কাছে নেই । তবে বই মেলায় ঘুরতে প্রচুর মানুষ যায় । যদি ও বই মেলার প্রয়োজনটা প্রকাশনা সংস্থা গুলোর জন্য অনেক গুরুত্বপূর্ণ । কারন অন্য আর দশটা প্রতিষ্ঠানের মতো প্রকাশনা সংস্থা গুলো ও বই নিয়ে ব্যবসা করেন । বই বিক্রির উপর নির্ভর করে তাদের ব্যবসায়িক অস্তিত্ব । অন্যদিকে যারা দিনের পর দিন লিখে চলেছে তারা শুধু একটু নামের জন্য লিখেন । কারন এখন ও লেখকদের জন্য প্রফেশনাল স্পেস বাংলাদেশে তৈরি হয়নি । যদি ও দুই একজন লেখক নিজ তাগিদে নিজেদের ব্রান্ডে পরিনত করে তাদের লেখা বইয়ের বিশাল পাঠক শ্রেণী করতে পেরেছেন ।

ব্যক্তিগত পরিচিতি যাদের ভাল ।তাদের লেখা বই ও ভাল বিক্রি হয় । কিন্তু নানা রকম সমস্যা থাকে লেখকদের । সব লেখকের পক্ষে সম্ভব না নিজের লেখা বই সব শ্রেণীর পাঠকের কাছে পৌঁছে দেওয়া ।যদি ও এই বাজারজাতকরনের দায়িত্বটা প্রকাশনা সংস্থার । কিন্তু অধিকাংশ ক্ষেত্রে প্রকাশনা সংস্থা গুলো জানেই না কিভাবে বই নামক প্রোডাক্টটি কিভাবে বাজারজাত করতে হয় । যে কারনে তারা সমাজে যারা যে কোন প্রফেশনে প্রতিষ্ঠিত কিংবা সমাজে সুপরিচিত তাদের দিকেই ঝুকে পড়ে । যারা সত্যিকার অর্থেই সাহিত্য চর্চা করে । সাহিত্য সাধনা করে তাদের অনেকেই যারা সমাজে খুব একটা প্রতিষ্ঠিত না তাদের প্রকাশিত বইয়ের বাজার তেমন একটা থাকে না ।
এই সুযোগে কিছু প্রকাশনা সংস্থা লেখকের সাথে প্রতারনা করতেও দ্বিধা করে না । প্রকাশক সমাজে শিক্ষিত ব্যক্তির অভাব ও এই শিল্পের পিছিয়ে যাওয়ার আর ও একটি কারন । সরকারের উচিত যথাযথ ভাবে প্রকাশকদের ট্রেইনিং এর ব্যবস্থা করা ।
পৃথিবীতে অনেক অনেক বিখ্যাত লেখক আছেন যারা নিজেরা ব্যক্তিগত ভাবে সমাজ থেকে বিচ্ছিন্ন ছিলেন । কিন্তু তাদের লেখা বই পৃথিবীর কাছে নিজেদের পরিচিত করে তুলেছে ।
অথচ এই দেশে লেখকদের শ্রমিকদের মতোই খাটতে হয় । অনেক খেটে ও প্রকাশকদের কাছ থেকে শুনতে হয় বই তেমন বিক্রি হয়নি । বরাবরের মতো লেখক তাদের লেখার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় ।প্রকাশনা শিল্প জগতে যোগ্য ,সৎ আর শিক্ষিত মানুষের প্রয়োজন । কতো কপি বই প্রকাশ হল , কতো খরচ হয় , কতোটা বিক্রি হল সেই হিসেব প্রকাশকরা লেখকদের দেয় না ।কিংবা এই হিসেব নিকেশের বিষয়টি তারা বরাবর এড়িয়ে যায় । এমনকি কখন ও কোন লেখকদের সৌজন্য কপি ও দেওয়া না ।
আমার মনেকরি এই ডিজিটাল পৃথিবীতে এখন সময় এসেছে প্রকাশনা শিল্পের হিসেব নিকাশের স্বচ্ছতা কিংবা জবাব্দিহিতার ।প্রকাশনা শিল্পের আর ও বেশি ডিজিটালাইজেশন করা । প্রকাশনা শিল্পের উন্নয়নে সকলের এগিয়ে আসা । স্কুল ,কলেজ আর বিশ্ববিদ্যালয়ে নিয়মিত বই মেলার আয়োজন থাকা । সুপ্ত প্রতিভা বিকাশে বইয়ের বিকল্প কিছু নেই । তাই প্রকাশক এবং লেখকের উৎকর্ষতায় সবাইকে এগিয়ে আসতে হবে ।
যারা প্রফেশনালি লিখছেন সেই সব কলম শ্রমিকদের মানে লেখকদের লেখার ন্যায্য মূল্য দেওয়া হোক ।

#কলম শ্রমিক বা লেখকদের লেখার মুল্যায়ন হোক
# নুরুন নাহার লিলিয়ান

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সময়ের দাবী।
লেখার মূল্যায়ন হলে
ভাল লেখক তৈরী হবে,
আমার মতো আগাছা বিদায় নিবে।
ধন্যবাদ লিলিয়ান আপু, লেখকদের
পক্ষে আওয়াজ তোলার জন্য।

০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:১০

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আসলে লেখালেখি করা একটা শিল্প চর্চার অংশ । এই যুগে প্রকাশনা একটা বিশাল মাধ্যম । লেখকদের মুল্যায়ন হওয়া উচিত । আপনাকে ধন্যবাদ ।

২| ০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: সুন্দর বিষয়ের অবতারণা করেছেন।
লেখকদের মধ্যে যেমন সবাই সাধু না, প্রকাশকদের মধ্যেও এমনটি আছে।
দেশে মান যাচাই করে লেখা প্রকাশের কোনো ব্যবস্থা নেই। টাকা হলেই বই প্রকাশ করা যায়।
প্রকাশকেরা ব্যবসায়ী মনোভাব পোষণ করেন অনেকেই। তারা এই সুযোগটা লুফে নেয়।
ফলে ভাল মানের লেখকদের পাওনা তারা অনেক সময় মিটিয়ে দিতে চায় না, গড়িমসি করে। কেউবা ছলছুতার আশ্রয় নেয়।
এর পেছনে কতকটা আমরা দায়ী। আর কতকটা সিস্টেম।
শুভ কামনা।

০৩ রা মে, ২০১৮ রাত ১২:৪৩

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: লেখক এবং প্রকাশক সবাইকে এগিয়ে আসতে হবে । তা না হলে এই শিল্প এগিয়ে যেতে পারবে না । সিস্টেমেই সমস্যা । আমাদের ও সচেতনতার অভাব । প্রকাশকদের দায়িত্ব সচেতন হতে হবে । আপনাকে ধন্যবাদ।

৩| ০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

রাজীব নুর বলেছেন: এই জন্যই আমি ঠিক করেছি একটা প্রকাশনী খুলব। দোয়া প্রার্থী।

০৩ রা মে, ২০১৮ রাত ১২:৪৪

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: দোয়া করে দিলাম । ধন্যবাদ ।

৪| ০২ রা মে, ২০১৮ রাত ৮:১২

কাওসার চৌধুরী বলেছেন: খুব সময়োপযোগী একটা পোস্ট। হ্যা, লেখকরা যাতে কোন ভাবেই প্রতারিত না হন সে বিষয়টি সরকারকে বিশেষ গুরুত্ব দিতে হবে। লেখক/সাহিত্যিকরাই দেশের প্রাণ। এভাবে অবহেলা ও প্ররারণার শিকার হয়ে অনেক সম্ভাবনাময় লেখক হারিয়ে গেছেন।

আপনাকে ধন্যবাদ।

০৩ রা মে, ২০১৮ রাত ১২:৪৫

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক ধন্যবাদ ।

৫| ০২ রা মে, ২০১৮ রাত ৮:২৯

আল ইফরান বলেছেন: আপু, অফ দ্য টপিক একটা প্রশ্নঃ আপনি মুন্সীগঞ্জ শহরে বড় হয়েছেন?
আমি আপনাকে চিনি, আমার বড় ভাইয়ের ক্লাসমেট আপনি খুব সম্ভবত :-B

০৩ রা মে, ২০১৮ রাত ১২:৪৭

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আপনার বড় ভাইয়ের নাম কি ?
আমার ছোট বেলা কেটেছে বিক্রমপুর মুন্সীগঞ্জে । বড় হয়েছি অনেক জায়গায় .।।

৬| ০২ রা মে, ২০১৮ রাত ৮:৩৫

আবু আফিয়া বলেছেন: একান্ত বাস্তব বিষয় তুলে ধরার জন্য ধন্যবাদ

০৩ রা মে, ২০১৮ রাত ১২:৪৭

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আপনাকে ও ধন্যবাদ ।

৭| ০২ রা মে, ২০১৮ রাত ৯:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বই পড়ার অভ্যাস না বাড়ালে প্রকাশকরা আরো কমিয়ে দিবে হিসাব দেয়া...

১৮ ই মে, ২০১৮ দুপুর ১২:১৪

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: একদম সত্য ।

৮| ০২ রা মে, ২০১৮ রাত ১০:৩১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তথ্যপ্রযুক্তির আগ্রাসী আক্রমনে বই পড়ার অভ্যাস আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে দিনের পর দিন। একুশের বইমেলায় যে বই বিক্রি হয়, তা' দেখে এরকম ভাবা ঠিক হবে না যে সব ক্রেতাই বইগুলো বাসায় নিয়ে গিয়ে পড়ে। মেলায় বই কেনা অনেকটা স্ট্যাটাস সিম্বল হয়ে দাঁড়িয়েছে। এর ওপর পুশিং সেল তো আছেই।

তাই লেখকদের সম্মানী নিয়ে আপনার ন্যায্য বক্তব্যে আমি আশাবাদী হতে পারছি না।

১৮ ই মে, ২০১৮ দুপুর ১২:১৬

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভাল বলেছেন । তারপর ও আশা করতে হয় । আশা নিয়ে বাঁচতে হয় । ধন্যবাদ ।

৯| ০৩ রা মে, ২০১৮ দুপুর ১:৪৮

আল ইফরান বলেছেন: আমি মালপাড়ার ইমরান ভাইয়ের ছোট ভাই। :-B

১৮ ই মে, ২০১৮ দুপুর ১২:১৭

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: মালপাড়ার ইমরানের ছোট ভাই পরিচয় জানানোর ধন্যবাদ ।

১০| ০৬ ই মে, ২০১৮ বিকাল ৩:১০

সেলিম আনোয়ার বলেছেন: লেখকের যথার্থ মূল্যায়ন ভালো লেখাকে উৎসাহিত করবে। ভালো লিখেছেন ।

১৮ ই মে, ২০১৮ দুপুর ১২:০১

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আমি তা-ই বুঝাতে চেয়েছি । অনেক অনেক ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.