![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার এক পরিচিত বৃদ্ধ । তার বয়স প্রায় ৭২ হবে । গত ১০/১২ বছর ধরে এক ধরনের চর্ম রোগে আক্রান্ত । এই রোগে তিনি নিয়মিতই ডাক্তারের পরামর্শ নিচ্ছেন ।
( হাতের তালুতে চামড়া উঠে বা ফেটে রক্ত বের হয় আর চুলকায় )
( পায়ের গোড়ালি আর পায়ের পাতার চামড়ায় চুলকায় তারপর রক্ত বের হয় )
কিন্তু দীর্ঘদিন ধরে তিনি কোন সমাধানই পাচ্ছেন না । এর মধ্যে ঢাকার পিজি হাসপাতাল , ল্যাব এইড সহ অনেক হাসপাতালেই গিয়েছেন । স্কিন টেস্ট , রক্ত টেস্ট , মাংস কেটে সেটা টেস্ট , পারমানবিক শক্তি কমিশনে আর্সেনিক টেস্ট , অ্যালার্জিক সমস্যা কিনা সে টেস্ট ও করা হয়েছে । প্রায় সব ডাক্তারই তাকে এন্টিবায়োটিক , চুলকানির জন্য মলমই দিচ্ছেন । অয়েন্টমেন্ট জাতীয় মলম সাময়িক চুলকানি কমায় কিন্তু ভাল সমাধান নেই ।
দিনের পর দিন বৃদ্ধ নিদারুন কষ্ট নিয়ে বেঁচে আছেন । রোগ শোকের কাছে কম বেশি পৃথিবীর সব মানুষ অসহায় । রোগ সঠিক ভাবে নির্ণয়ের অভাবে ভুল ওষুধ সেবনে অনেক সময় মানুষের অনেক বড় রোগ বা অন্য রোগ হওয়ার আশংকা থাকে । তাছাড়া শরীরের জন্য ভয়ংকর ।
আমি ব্লগে সবার কাছ থেকে মানবিক সহযোগিতা পেতেই লিখলাম । ব্লগে বেশ বিদেশে বসবাসরত অনেক গবেষক এবং চিকিৎসক থাকেন । যারা লেখালেখি করতে ভালবাসেন । কার ও যদি এই রোগটা সম্পর্কে কোন ধারনা বা চিকিৎসা নিয়ে কোন পরামর্শ থাকে জানায় তাহলে একটা মানবিক সহযোগিতা হয় । সময় থাকতে আমরা সচেতন হই । আশেপাশের সবাইকে সচেতন করি ।
১৮ ই মে, ২০১৮ দুপুর ১:০৪
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: বৃদ্ধ মানুষ প্রচণ্ড কষ্ট পাচ্ছে ।দয়া করে ভদ্র লোকের জন্য দোয়া করবেন । এটা একটা চর্ম রোগ । কি ধরনের রোগ বা সঠিক নিরাময় পাচ্ছেন না ।
২| ১৮ ই মে, ২০১৮ দুপুর ১:৩২
রাজীব নুর বলেছেন: এই রোগ আমার দাদিরও হয়েছিল।
ঘা গুলো কিছুতেই শুকায় না।
২০ শে মে, ২০১৮ রাত ১:০২
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: হুম ঘা গুলো সহজে শুঁকায় না । আপনার দাদি কি চিকিৎসা নিত ?
৩| ১৮ ই মে, ২০১৮ দুপুর ২:১০
নতুন বলেছেন: মহে হয় কোন এক প্রকারের একজিমায় আক্রান্ত তিনি।
https://nationaleczema.org/eczema/types-of-eczema/
আর যদি একজিমাই হয়ে থাকে তবে তার পুরুপুরি কোন কিউর নেই। এটাকে ম্যানেজ করতে হবে যাতে কম থাকে।
What treatments and medications are available for eczema?
There is no cure for eczema but there are treatments, and more are coming. Depending on the type of eczema and severity, treatments include lifestyle changes, over-the-counter (OTC) remedies, prescription topical, oral and injectable medications, phototherapy and biologic drugs.
Remember that eczema symptoms can be different for everyone. Not everyone will respond to a treatment in the same way, so it’s best to familiarize yourself with all of the options and talk to your doctor to find a treatment regimen that works for you.
২০ শে মে, ২০১৮ রাত ১:০৩
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আন্তরিক ধন্যবাদ
৪| ১৮ ই মে, ২০১৮ দুপুর ২:১১
নতুন বলেছেন: Click This Link
২০ শে মে, ২০১৮ রাত ১:০৩
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ
৫| ১৮ ই মে, ২০১৮ বিকাল ৪:১৯
কাওসার চৌধুরী বলেছেন: বৃদ্ধের জন্য মায়া হচ্ছে।
২০ শে মে, ২০১৮ রাত ১:১১
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: রোগের কাছে পৃথিবীর সব চেয়ে ক্ষমতাবান লোকরাও অসহায় । বৃদ্ধ মানুষ গুলো আসলেই অসহায় ।
৬| ১৯ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৪
টারজান০০০০৭ বলেছেন: খুব ছোটবেলায় এক প্রতিবেশীকে দেখিতাম ফাঁকা জায়গায় চেয়ার পেতে পায়ে ঘি ঢালিতেন ! তাহারও এক্সিমা ছিল। একটি নেই কুত্তাকে আসিয়া তাহার পায়ের সেই ঘি চাটিয়া চাটিয়া খাইত ! ভালো হইয়াছিল কিনা জানিনা !!!!!!
২০ শে মে, ২০১৮ রাত ১:১৪
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আপনার প্রতিবেশীর যেহেতু ছিল আপনার ও হতে পারে সাবধানে থাকবেন । পরে পায়ে ঘি ঢালতে হতে পারে ।আবার কুকুর ও পা চাটতে পারে । কখন কার যে কি হয় বলা যায় না । রোগের উপর ভরসা নেই ।
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৮ দুপুর ১২:৪৮
মিরোরডডল বলেছেন: oh no!!! কি ভয়ঙ্কর!
কিভাবে এটা হল?
May Allah bless him!