![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(ছবিঃ আমি গতকাল মসুর ডালে এই কনা গুলো পেয়ে আমার আই ফোনে তুলেছি । )
মসুর ডালে আর চালের ওজন বাড়াতে পাথর কনা মিশিয়ে দেওয়া নতুন কোন ঘটনা নয় । রমজান মাস সংযমের মাস । অথচ বাংলাদেশে খাদ্য ব্যবসায়ীদের ভেতরে মহান আল্লাহ্র সামান্য রহমত নেই । সাধারন মানুষরা সবাই টাকা দিয়ে এক প্রকার অসুখ আর মৃত্যু নিত্য দিন কিনে খায় । খাদ্য ব্যবসায়ী গুলো পুরাই সাইলেন্ট কিলার । দুই দিন ধরে পত্রিকা আর টিভি নিউজে দেখছি ভেজাল বিরোধী অভিযানে সুপার সপ স্বপ্নের দশ লক্ষ টাকা আর নিউমার্কেটে কয়েকটি দোকানে জরিমানা করা হয়েছে পচা খাবার কিংবা মেয়াদ শেষ হওয়া খাবার রাখার অপরাধে ।এই দিকে নির্লজ্জের মতো ব্যবসায়ীরা নাকি ভেজাল অভিজানের প্রতিবাদ করে । এই ভেজাল খাবার রাখা নাকি তাদের কোন দাঁয় নেই ! হায় সেলুকাস! আর কতো কি শুনব । ভেজাল অভিযানের কর্মকর্তাদের সাথে অনেকেই খারাপ ব্যবহার করেছে । এই দেশে অন্যায়ের প্রতিবাদ করতে গেলে সব ধরনের নাজেহাল হতে হয় । মানুষ ব্যবসা করতে নেমে টাকার লোভে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে । টিভি মিডিয়ার সব জায়গায় এই বিষয়ে সচেতনতা তৈরি করা উচিত । নিয়মিতই আমরা এই ধরনের খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হই । মিল্ক ভিটার মতো একটা নামকরা কোম্পানির খাদ্য গুলোর মধ্যে নিয়মিতই ভেজাল পাওয়া যায় । এই তো সেদিন মিল্ক ভিটা খেতে গিয়ে দেখি থক থকে কি যেন ! ঘৃণায় আর খেতেই পারিনি । এর আগে মিল্ক ভিটার বাটার কেনার পর একবার ব্যবহার করে ফ্রিজে রেখেছিলাম । কিছুদিন পর দেখি সাদা বাটার লালা হয়ে আছে । রোজার প্রথম দিন আলিয়স ফ্রসেসের সামনে থেকে আম কিনলাম । বৃদ্ধ ক্রেতা বার বার পেছন থেকে ডাকছিল । বৃদ্ধ ক্রেতার প্রতি মায়া লাগল । এনে দেখি আমের ভেতরে ক্যামিকেল বা অন্য কিছু । সব কয়টা আমেই একই অবস্থা । একটা দেশের মানুষ গুলোর যদি নিজ থেকে বিবেক না থাকে আইন কানুন আর কতোটুকুই বিবেক তৈরি করে দিতে পারে । আমাদের দেশের খাদ্য বিক্রেতারা এতো খারাপ কেন ?
২৩ শে মে, ২০১৮ সকাল ১১:৩৩
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ফল তো খাওয়াই যায়না নানা রকমের ক্যামিকেলের জন্য । বাজারের খাবার মানেই বিষ । ইট বালু সুড়কি কি বাকি আছে .।সব খাবারে পাওয়া যায় ।
২| ২৩ শে মে, ২০১৮ সকাল ১১:৪৭
ওবায়দুল হক বলেছেন: সবকিছুরই হিসাব দিতে হবে একদিন। অনেক মানুষই নামে ধার্মিক কিন্তু কাজে অধর্ম করে। যারা খাদ্যে ভেজাল মিশায় তারা কখনই বিশ্বাসী হতে পারে না। আর খাদ্যে ভেজাল মিশিয়ে তারা কি তাদের রিজেক বাড়াতে পারবে? রিজেক বাড়ানোর মালিক কে? তাঁর কাছেই আছে ভয়াবহ আজাব। একদিন অবিশ্বাসীরা দোজখ দেখবে। অবশ্যই তারা নিজ চোখে দেখবে।
২৩ শে মে, ২০১৮ দুপুর ১:১১
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ঠিক বলেছেন সব কিছুরই একদিন হিসাব দিতে হবে । ধন্যবাদ
৩| ২৩ শে মে, ২০১৮ সকাল ১১:৫৫
কাইকর বলেছেন: ভাইজান দেশটাই ভেজালে চলছে।সবকিছু তে ভেজাল শুধু খাদ্যে নয়
২৩ শে মে, ২০১৮ দুপুর ১:১২
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: কথা ঠিক ।
৪| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১২:০৩
বৃষ্টি বিন্দু বলেছেন:
আমাদের পুঁজিবাদী ব্যবসায়ীরা সচরাচর অশিক্ষিত। যে কারণে এদের কাছে আমরা ভাল কিছুর আশা করতে পারি না।
২৩ শে মে, ২০১৮ দুপুর ১:২১
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আসলেই কথা সত্য । তারপর ও সচেতনতা খুব জরুরি ।
৫| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১২:১৭
খনাই বলেছেন: কতখানি ডাল কিনেছিলেন আর কতটুকু পাথর কণা ছিল ডালে তাতে? পুরো দেশে নৈতিকতা শেখানোর মতোতো কিছু আর অবশিষ্ট নেই ! এ হবেই |হতেই থাকবে একজন উদ্ধারকর্তা না আসা পর্যন্ত | স্যরি আপনার অভিজ্ঞতার জন্য |
২৩ শে মে, ২০১৮ দুপুর ১:২১
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ ।
৬| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১২:২১
আবু তালেব শেখ বলেছেন: খাওয়া দাওয়া বাদ দেন
২৩ শে মে, ২০১৮ দুপুর ১:২২
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভাই খাওয়া দাওয়া তো বাদই । রোজা রেখেছি তো .ধন্যবাদ
৭| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১২:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: কথা সেটাই নিজের যদি বিবেক না থাকে আইন করে কতটুকু বাড়ানো যাবে!
আর এসবের পিছনে কাজ করেছে মুক্তবাজার অঅর্থনীতি!
কর্পোরেটের লাগামহীন বিকাশ!
বানিজ্যের লাগামহীন অপচর্চা। বিজ্ঞাপন নাটকে নীতিহীনতাকে প্রমোট করা!
যে কোন মূল্যে টাকা কামালেই হলো নীতিকে হাইলাইটস করা!
টাকাতেই সব কিছূর মূল্যায়নের সংস্কৃতি নীতি বিবেক আর ভালমানুষীকে কোনঠাসা করে রেখেছে!
সংস্কৃতি মন্ত্রনালয় স্রেফ নাটক, টিভি আর সিনেমার লাইসেন্সে আটকে আছে। জাতীয় সংষ্কৃতির দিকনির্দেশনা দেবার ভূমিকা কই?
যদিবা থাকে তা নেগেটিভ চর্চা। ধর্মহীনতার প্রমোট করা।।
ফলে যা হবার তাই হচ্ছে। একদিকে ধর্মকে গালীতে পরিণত করা। অন্যদিকে অর্থই সব মোটো প্রতিষ্ঠা!
ব্যাস এখন যেভাবে পারো সেভাবেই করো নীতিতে উন্মাদ হয়ে গেছে সকলৈই!
নইলে ম্যাজিট্রেট কিভাবে ইয়াবা চালান পাচার করে?
কেবলই অন্ধকার চারিধার!!!!!!!!!!!!!
২৩ শে মে, ২০১৮ দুপুর ১:২৭
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আপনার মতামত চিন্তা প্রকাশের জন্য ধন্যবাদ । দিন শেষে দেশটা আমাদের সবার .।।আসলেই চিন্তা লাগে ।
৮| ২৩ শে মে, ২০১৮ দুপুর ২:৩০
ব্লগার_প্রান্ত বলেছেন: এজন্যই আমার ওজন দিনদিন বাড়তেসে!!!
২৪ শে মে, ২০১৮ রাত ১:২৪
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: হা হা হা ভাল বলেছেন । ধন্যবাদ
৯| ২৩ শে মে, ২০১৮ দুপুর ২:৪৬
ঢাবিয়ান বলেছেন: সমাজের উচ্চ পর্যায় থেকে যদি দুর্নীতিকে লালন পালন ও প্রশয় দেয়া হয় তবে নিচু তলার মানূশের কাছ থেকে বিবেক, নীতি নৈতিকতা আশা কিভাবে করা যায়?
২৪ শে মে, ২০১৮ রাত ১:২৫
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আসলেই .।।।ধন্যবাদ ।
১০| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৩
রাজীব নুর বলেছেন: অনেক বছর আগে থেকেই এই রকম চলছে। নানান রকম ময়লা দিয়ে রাখে।
ধরুন ৭৫ কেজির সাথে ৫ কেজি ময়লা মিশিয়ে ৮০ কেজি করা হয়।
২৪ শে মে, ২০১৮ রাত ১:২৩
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আমাদের পেট গুলোর কতো ধৈর্য দেখেন । এতো ময়লা খেয়ে ও ভাল থাকে ।
১১| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:৪৭
সামু পাগলা০০৭ বলেছেন: লাস্টের দুটো লাইনে ভীষন ভাবে সহমত পোষন করছি নাহার আপু। আইন প্রয়োগ হয়না সেটা প্রধান সমস্যা না। আইন প্রয়োগ হবে, কয়েক মাস জেল খাটবে, বের হয়ে এসে আবারো একই কাজ করবে। কেননা কিছু কিছু বিক্রেতা খাদ্যে ভেজাল মেশানোকে অন্যায় না নিজেদের অধিকার মনে করে থাকেন! যত্তোসব!
পোষ্টে লাইক।
২৪ শে মে, ২০১৮ রাত ১:২৪
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভাইরে যা ইচ্ছে তা করেই চলছে আমাদের সবার জীবন । দুঃখজনক ।
১২| ২৪ শে মে, ২০১৮ রাত ৩:০৪
অর্থনীতিবিদ বলেছেন: শুধু খাদ্য বিক্রেতারাই নয়, যে কোনো বিক্রেতারাই সব নৈতিকতা জলাঞ্জলি দিয়ে ব্যবসা করতে নেমেছে। জনসংখ্যা যত বাড়ছে, নৈতিকতা তত ভুলুন্ঠিত হচ্ছে। খাদ্য বিক্রেতারা তো আরো এক কাঠি সরেস। তারা ছাতামাতা যা আনে তাই তো সাথে সাথে বিক্রি হয়ে যায়। তাই অধিক লাভের জন্য খাদ্যে ভেজাল মেশানোকে তারা এখন আর অপরাধ মনে করে না।
২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪১
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: কঠিন বাস্তবতা সুন্দর করে বলেছেন।
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০১৮ সকাল ১১:২৯
মীর সাজ্জাদ বলেছেন: আগেরদিনের মানুষগুলো দীর্ঘদিন সুস্থভাবে বাঁচতো, আর আমরা এসব খাবার খেয়ে অল্প বয়সেই অসুস্থ হচ্ছি, আসলে এর সমাধান কবে হবে তা আমাদের অজানা।