![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় সাহিত্য অনুরাগী বন্ধুরা সবাইকে অনেক শুভেচ্ছা । খুব আনন্দের সাথে জানানো যাচ্ছে যে দেশ বরেণ্য প্রকাশনা সংস্থা শিখা প্রকাশনী এবং লিলিয়ান লিটারেচার ক্যাফের যৌথ উদ্যোগে দ্বিতীয় বারের মতো নতুন লেখকদের উৎসাহ দিতে সংকলন বই বৃত্ত-২ প্রকাশ করতে যাচ্ছে । বৃত্ত-২ এর এবারের বিষয় "মুক্তিযুদ্ধ "। সংকলনটি আগামী বই মেলা ২০১৯ সালে প্রকাশ হবে । তাই সকল সাহিত্যানুরাগিদের কাছ থেকে ৮০০ থেকে ১০০০ শব্দের মধ্যে গল্প আহবান করা হয়েছে ।
আগ্রহীদের ৩০ জুনের মধ্যে [email protected] এই ইমেলে লেখা পাঠানোর জন্য অনুরোধ করা হল । ধন্যবাদ ।
(এই বছর প্রকাশিত বিশ জন লেখকের লেখা নিয়ে প্রকাশিত সংকলন বৃত্ত )
০৩ রা জুন, ২০১৮ সকাল ১০:০২
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: পরিচিত মনে হচ্ছে । মনে করতে পারছি না ভাই । তবে এই লিলিয়ান একজন লেখক এবং সামু ব্লগার । ধন্যবাদ ।
২| ০৩ রা জুন, ২০১৮ সকাল ৯:৪৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রিয়তো নিলাম । লেখা পাঠাতে চেষ্টা করব।
লেখা সিলেক্ট হলে ইমেইলে জানিয়ে দেওয়া হবে কি ?
০৩ রা জুন, ২০১৮ সকাল ১০:০১
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: জি অবশ্যই জানিয়ে দেওয়া হবে ।
৩| ০৩ রা জুন, ২০১৮ সকাল ৯:৫২
কামরুননাহার কলি বলেছেন: আমি আমি একবার পাঠিয়েছিলাম সেই ঘোষণাটাই কি এটা? । নাকি আবার দিবো আপি ?
০৩ রা জুন, ২০১৮ সকাল ১০:০১
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: হুম । তোমাকে উত্তর পাঠানো হয়েছে । ধন্যবাদ ।
৪| ০৩ রা জুন, ২০১৮ সকাল ১০:০২
রাজীব নুর বলেছেন: এটা একটা ভালো কাজ হবে।
০৩ রা জুন, ২০১৮ সকাল ১০:০৫
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আলহামদুলিল্লাহ্ । প্রথম প্রকাশিত বিশ জন লেখকের লেখা সংকলন ও বেশ ভাল ছিল । এবার বৃত্ত -২ মুক্তিযুদ্ধ প্রকাশ হবে ইনশাল্লাহ।সময় থাকলে আপনি লেখা পাঠান রাজিব ভাই । ধন্যবাদ ।
৫| ০৩ রা জুন, ২০১৮ সকাল ১১:০৬
নূর আলম হিরণ বলেছেন: ভালো উদ্যোগ। ব্লগারদের জন্য অনুপ্রেরণা সৃষ্টি করবে।
০৩ রা জুন, ২০১৮ সকাল ১১:২৬
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: জি এইজন্যই এখানে পোষ্ট দিলাম । নতুন লেখক লিখিয়েদের জন্য নব উদ্দীপনা আর উৎসাহ । ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৮ রাত ৩:৩৩
ব্লগার_প্রান্ত বলেছেন: আচ্ছা আপনি কি Heaven has no favorites বইটি পড়েছেন? সেখানে নায়িকার চরিত্রের নাম লিলিয়ান।