![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাপানে হোক্কাইডো শহরে সুইডে্ন দেশটার আদলে একটা শহর আছে । যেখানে অনেক বিদেশী সেকেন্ড হোম হিসেবে থাকে ।
আমি , তেরুকো সান আর কেইকো সান এক সাথে বসে ব্রিটিশ পরিবারের বাড়ির সামনে ছবির জন্য পোজ ।
সবাই অভিজ্ঞতা বিনিময় করছে। অনেক ইউরপিয়ান , আমেরিকান আর ব্রিটিশরা এসে এখানে জায়গা কিনে বসবাস করে ।
সুইডেন হাউজ । এই বাড়িটি একদম সুইডিশ স্টাইলে বানানো । ভেতরটা খুব সুন্দর । এই বাড়ির আসবাব পত্র আর অন্য সব যেভাবে খোলা পড়ে আছে । বাংলাদেশে থাকলে সব চুরি হতো । এই দেশে ভাবাই যায় না ।
কাঠের বাড়ি । আমি ভেতরে ঢুকেই অবাক । তাই কিছু মোবাইলে মেমরি নেই ।
২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩৯
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ফ্লক্স ফুল ।
২| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩৮
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দর ছবি ব্লগ আপু। তবে ছবিগুলির সঙ্গে একটু ক্যাপশন দিলে বুঝতে আরও সুবিধা হত।
শুভকামনা আপুআপনাকে ।
২৯ শে জুলাই, ২০১৮ রাত ১:২২
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: হঠাৎ ল্যাপটপে বাংলা লিখতে সমস্যা হচ্ছে। চেস্টা করছি । ধন্যবাদ ।
৩| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩৮
রাকু হাসান বলেছেন: আমার সবচেয়ে ভাল লাগে ,জাপানের এই রকম বাড়িগুলো । দেখলাম ,ভাল লাগলো । আমাদের দেশে যদি এমন বাড়ি করা যেত ! +
২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ২:২৬
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: এই দেশে ও অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে । ধন্যবাদ ।
৪| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩৯
ভ্রমরের ডানা বলেছেন:
আরেহ, আরো অনেক ছবি পরে সংযুক্ত করেছেন দেখছি! আমি কিন্তু ছয় নং(উপর থেকে নিচ) ছবির টেবিলে সাদা ফুলটার কথা বলেছি!
৫| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪৫
ভ্রমরের ডানা বলেছেন:
ওটা ফ্লক্স নয়! ধন্যবাদ!
২৯ শে জুলাই, ২০১৮ রাত ১:২০
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: টেবিলের নিচের সাদা ফুল গুলোর নাম ভুলে গেছি ।তবে গোলাপি ফুল টা ফ্লক্স । ধন্যবাদ ।
৬| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:৫৫
ইব্রাহীম আই কে বলেছেন: ওয়াও, অনেক সুন্দর জায়গা।
২৯ শে জুলাই, ২০১৮ রাত ১:২৩
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ ।
৭| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১:১২
কাওসার চৌধুরী বলেছেন:
মন ভাল করার মত কয়েকটি ছবি পেলাম; ছবির সাথে কিছু বর্ণনা থাকলে ভাল হতো; ++++++++++++++
২৯ শে জুলাই, ২০১৮ রাত ১:২৩
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ
৮| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১:৪৯
ভ্রমরের ডানা বলেছেন:
কেউ ব্লগে এসে আগে মন্তব্য করলে তার মন্তব্যে উত্তর দিয়ে তারপর পরবর্তী মন্তব্যের উত্তর দিতে হয়। এটা সৌজন্যতা বলে আমরা বিবেচিত করি। আপনার উত্তর যেমন মূল্যবান, আমাদের মন্তব্য কিন্তু সে তুলনায় ফেলনা নয়। আশাকরি, আপনাকে বোঝাতে পেরেছি! ধন্যবাদ!
২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ২:২৭
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ
৯| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ৭:৫৭
স্রাঞ্জি সে বলেছেন: সুন্দর ছবি, যদিও হালকা ঝাপসা হয়ে আছে কিছু ছবি।
২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ২:২৫
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: জি অনেক রোদ ছিল । ধন্যবাদ ।
১০| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:১৯
আহমেদ জী এস বলেছেন: নুরুন নাহার লিলিয়ান ,
সুপ্রভাত ।
শিরোনাম যখন "ভ্রমন ছবিঃ ..."তখন ভ্রমনের কিছু কথা থাকলে ভালো হতোনা কি ? ছবির সাথে কিছু বর্ণনা থাকলেও না হয় পুষিয়ে যেতো ।
এতোক্ষনে বাংলা টাইপ করার সমস্যা নিশ্চয়ই মিটে গেছে !
২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩০
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: জি ভাইয়া বলেছেন কথা ভাল । বার বার ইন্টারনেট কানেকশন যায় । আবার বাংলা ও ভে ঙ্গে যায় .। আমি এডিট করে দিচ্ছি । ধন্যবাদ ।
১১| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৪১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
ছবি গুলো উপভোগ করলাম।
২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩০
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ ।
১২| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৩
মোস্তফা সোহেল বলেছেন: ছবি দেখে ভাল লাগল।
২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩০
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:১৯
ভ্রমরের ডানা বলেছেন:
ফুকুশিমার তেজস্ক্রিয়া এখন কি বন্ধ? ছবিগুলো সুন্দর... শেষ ছবিতে ফুলগুলোর নাম কি?