![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবিঃ ইন্টারনেট
ফ্রাই ডে মর্নিং। বেশ ফুর ফুরা মন নিয়েই ব্রেড বেক করছিলাম । আমার বাসার গৃহকর্মী বকুল খালা বিড়বিড় করে গান গাইছিল আর ঘর মুছতে ছিল । আমি চুলার সামনে গেলেই কি জানি খালি ভাবি । আর ভাবতে ভাবতে কোথায় যেন হারিয়ে যাই । আজকে ও হারিয়ে গিয়ে ছিলাম । হঠাৎ বকুল খালার চিৎকার । একদম কানের সামনে এসে । তিনি ভীষণ আপ্লুত । তার চোখে মুখে প্রেমময় মুগ্ধতা । আমি অবাক হয়ে ঘাড় ঘুরালাম ।
--কি হয়েছে বকুল খালা ?"
--সেই রাম ! গানটা সেই রাম !"
--কোন গানটা ?"
--অই রুমে আপনার শ্বশুরের মোবাইলে চলতাছে! গানটা আমি মোবাইলে ভইরা নিয়া যাইতে চাই !"
আমার আসলে চোখে তখন ও ঘুমের ঘোর । গত দশ তারিখে আমার শ্বশুর শাশুড়ি আসছে । দুজনেই অনেক ক্লান্ত আর অসুস্থ । যাইহোক শ্বশুরের একটা ফেসবুক আছে । বেচারা ফেসবুকে লাইক কমেন্ট পুরোপুরি না বুঝলে ও তাঁর হোম পেজে কেউ কোন গানের ভিডিও দিলে সেটা ওপেন করবেই । তারপর আমাকে ডেকে বলবে ," আচ্ছা ফেসবুক খালি একটা গানই দিল আজকে । মাঝে মাঝে তো অনেক গান থাকে ,অনেক ভিডিও থাকে ।"
আমি মুচকি হাসি দিয়ে বলি ," এটা ফেসবুক দেয় নাই । আপনার লিস্টে থাকা ফ্রেন্ডরা দিয়েছে । "
গত দু মাস সে ফেসবুকে ঢুকেনি । গতকাল শুয়ে শুয়ে বিরক্ত । নিউজ পেপার আর কতবার পড়বে । আমি উনার আই ফোনে ওয়াই ফাই কানেক্ট করে দিলাম । সে ফেস বুক করতে করতে ঘুমাইয়া পড়ে । আমি যখন আস্তে করে তার মোবাইল সরিয়ে দিতে যাই সে ঘুমের ঘোরে বলে অন্য গান দিয়া দাও ।এই হল প্রযুক্তির পৃথিবীর মানুষদের অবস্থা । প্রযুক্তি ছেলে বুড়ো সবাইকে অন্য এক জগতে নিয়ে যাচ্ছে ।
যাইহোক বকুল খালার চিৎকারে অতি আগ্রহে ছুটে গেলাম শ্বশুরের রুমে । সে এবং শাশুড়ি গভীর ঘুমে আচ্ছন্ন । তখন সকাল আঁটটা । তারা দুজনেই খুব ভোরে উঠে ফজর নামাজ পড়ে ।তারপর হাল্কা নাস্তা খায় । তারপর আবার ঘুমায় । আজকে হয়তো দ্বিতীয় বার ঘুমানোর আগে আমার শ্বশুর ইউটিউবে সুরা শুনছিল । অটো প্লে থাকায় পুরনো দিনের গান চলে এসেছিল ," চুরি করেছ আমার মনটা ...।হায়রে হায় মিস লংকা ...।।"
আমি হাসতে হাসতে বললাম , " চুরির গান আপনার ভাল লাগল । শ্বশুরের মোবাইল থেকে গান চুরি করতে গেলে সংসার করা লাগবে না বকুল খালা ।"
--ওম্মা চুরি করবেন কেন ।ওই মোবাইল থেইকা এই মোবাইলে ট্রান্সফার কইরা দিবেন !!
আমি বললাম," কেমনে ট্রান্সফফার করব । শেয়ার ইট এপ আছে ?"
খালা বলে মেমরি কার্ডে ঢুকাইয়া দিবেন । আমার চাইর বছরের নাতিই তো আমার মোবাইলে সব গান ঢুকাইয়া দিছে ।
আমার অনাগ্রহ অপারগতায় বকুল খালা ভীষণ বিরক্ত । আমাকে হয়তো অশিক্ষিত ভেবেছে । ভাবতেই পারে । পৃথিবীর যাবতীয় শিক্ষা দীক্ষা এক শ্রেণি থেকে অন্য শ্রেণিতে চলে গেছে । এক জীবন থেকে অন্য জীবনে চলে গেছে । এক মানুষ থেকে অন্য মানুষের কাছে চলে গেছে । যে শিক্ষাটা যার কাছে থাকার কথা সে শিক্ষাটা তার কাছেই নেই ।
জগত বড়ই আনন্দময় । যে জীবনটাকে যেমন ভাবে নেয় !!!
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৪
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ ।
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫২
পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয়া আপু,
আশাকরি ভালো আছেন। আজকের গল্পটা একটা রূঢ় বাস্তব। আপনি রম্য বললেও আমরা এখন এহেন যন্ত্রদানবের করাল গ্রাসে পড়ে গেছি। ফেব/ হোয়ার্টসয়াপ আমাদের যতটা না আধুনিক করেছে তার চেয়ে শতগুণ বেশি আমরা অ্যাডিক্ট হয়ে পড়েছি। বকুল খালারা সেই সমাজের সভ্যযে।
অনেক শুভেচ্ছা আপনাকে।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৫
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: কম বেশি সবার জীবনেই প্রযুক্তি কেমন যেন অংশ হয়ে যাচ্ছে । আপনাকে ধন্যবাদ ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৩
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: জি ঠিক বলেছেন । তবে এই প্রযুক্তির কল্যানেই কিন্তু আপনাদের সাথে ব্লগিং করছি । সব কিছুর পরিমিতি বোধ আছে । ধন্যবাদ ।
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শেষে এসে আর রম্য রইল না।
আপনার শ্বশুরের বৈশিষ্ট্য ও কথাগুলো ভালো লাগলো। মজার। আমি অমন শ্বশুরই হতে চাই
ব্লগিং ছাড়া আমি প্রায় সবকিছুই ছেলেমেদের দিয়ে করিয়ে নিই। অত জেনে লাভই বা কী?
বকুল খালার জন্য কিছু গান বাছাই করে রাখবো
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৬
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আপনার মজার মন্তব্যে আমি অনেক মজা পেলাম । অনেক ধন্যবাদ ভাই .।.।.।।প্লিজ গান গুলো রাখলে বকুল খালা ভীষণ খুশি হবে ।
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমি বাড়িতে গেলাম ঈদে।আমার এক ভাস্তে। তার বয়স হবে ১০,১২ সে বলে কাকু তোমার ফেসবুক আইডি আছে? আমি রিকু দিবো। পরে নাম জেনে একটা রিকোয়েস্ট পাঠালো। একটু পরে বলতেছে ওইখানে যে শেয়ার করা কয়টা পোস্ট। ওই আইডি গুলোও আমার। মাঝে মাঝে ঢুকি।। আমি শুনে হতবাগ হইনি। কারন বুঝতে বাকি নাই। পোলা ফেসবুকে আসক্ত।।
কি আর করা। আধুনিক যুগ। বাচ্চার হাতে মোবাইল, মায়ের হাতে মোবাইল বাবার হাতে মোবাইল।
ফেসবুকে একটা আইডি দেখলাম। তার পুরো গ্যাং। মা বাবা ভাই দাদা নানা। মামা সবাই ফেসবুকে। পুরা ফেমিলি সেল্পি আসক্ত।। হা এই হল আধুনিকতা
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৫
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: হা হা হা ভাল একটা গল্প শোনালেন । মজা পেলাম । ধন্যবাদ ।
৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৯
মনিরা সুলতানা বলেছেন: ডিজিটাল বুয়া।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১২
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ঠিক বলেছেন আপা । ধন্যবাদ ।
৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৯
রাজীব নুর বলেছেন: বকুল সুন্দর নাম।
আমাদের বাসায় সুরভিকে যে মেয়েটা ঘরের কাজে সহযোগিতা করে তার নাম সেলিনা।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৫
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: রাজিব ভাই বকুল একটা ফুলের নাম । সুন্দর তো হবেই ।
৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
আবু হাসান লাবলু বলেছেন: কম বেশী আমরা সবাই ডিজিটাল নেশায় আসক্ত কথাটা অনেক সহজ ভাবে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ জানবেন।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:০১
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৪
এখওয়ানআখী বলেছেন: খুবই সিম্পল কিন্তু বড়ই বাস্তব এবং অনিন্দ সুন্দর নুরুন নাহার এলিয়ান থুক্কু লিলিয়ান।