![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবিঃ নিস্তব্ধ সন্ধ্যার কান্না এবং একটি প্রশ্ন ! ছবিটা আমিই তুলেছি ।
যখন আমি তোমাকে স্বার্থপর বলি একবার ও কি ভেবে দেখেছি,
আমার নিজের ভেতরে কতোটা স্বার্থপরতা ।
যখন তোমাকে প্রেমহীন বলি একবার ও ভেবে দেখেছি,
আমার নিজের ভেতরেই কতোটা ভালোবাসাহীনতা ।
যখন তোমার জীবন নিয়ে প্রশ্ন করি
একবার ও ভাবি না আমার জীবনটা কতোখানি প্রশ্নবিদ্ধ
অথচ মনে মনে নিজেকে ভেঙ্গে গড়ি
আমার ভেতরেই চলে প্রতি মুহূর্তের মহাযুদ্ধ
আমি তোমায় ছোট করি
যখন আমার ভেতরের মানুষটাই ছোট হয়ে যায়
ঈর্ষার অনল আগুনে পুড়ে মরি
দেখে তোমার অর্জন , সুখ আর সফলতায়
এই আমিই তুমি , কিংবা তুমিই আমি
আমাদের মতো অন্যরা মিলে এক সমাজের মানুষ আমরা
ঈর্ষা আর ভালোবাসার অদ্ভুত এই ভূমি
প্রতিনিয়ত কি বিচিত্রই করে রেখেছি সমাজের এই আমরা ।
#কবিতাঃ প্রশ্ন
#নুরুন নাহার লিলিয়ান
২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:০২
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভালই বলেছেন ভাই । আপনাকে ধন্যবাদ।
২| ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৩
হাবিব বলেছেন: বিচিত্র মানুষ, বিচিত্র সমাজ।
২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৩
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: সঠিক । আপনাকে ধন্যবাদ ।
৩| ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলেই নিজেকে প্রশ্ন না করে অন্যকে দোষ দিয়ে দেই আমারা।
মানুষ কত বিচিত্র।
২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৯
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাই ।
৪| ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৭
বিজন রয় বলেছেন: বিচিত্র মনের বিচিত্র অভিজ্ঞতা।
ভাল লেগেছে আপা।
শুভকামনা রইল।
২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৯
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
৫| ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৭
মাহবুবুল আজাদ বলেছেন: নিজেকে অনুধাবন করা উচিত সবার আগে, তারপরে অন্যের বিচার।
অনেক অনেক ভাল লাগা।
২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:০০
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
৬| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৩
জাহিদ অনিক বলেছেন: খুব সুন্দর কবিতা- ভালো লেগেছে।
আপনার জাপানী ভূতের গল্প কিছুটা পড়েছি। আবার পড়ব।
কবিতাটি চমৎকার লিখেছেন
২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৩০
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৪
রাজীব নুর বলেছেন: Objects in the mirror are closer than they appear