নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার গল্পটা হোক পৃথিবীর সেরা গল্প ।কারন আমি হতে চাই একজন সত্যিকারের জীবন শিল্পী ।

নুরুন নাহার লিলিয়ান

নুরুন নাহার লিলিয়ান › বিস্তারিত পোস্টঃ

রহস্য গল্পঃ বিজ্ঞানীর বেডরুম -নুরুন নাহার লিলিয়ান ।

২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:২১




বিজ্ঞানীর বেডরুম
নুরুন নাহার লিলিয়ান

আমি এবং আমার স্ত্রী নুশমা যে রুমটায় ঘুমাই সেটা পূর্ব পশ্চিম মুখী । দক্ষিন দিকে একটা বারান্দা আছে । যে বারান্দা দিয়েই আমাদের রুমটায় যেতে হয় ।বারন্দার সাথেই একটা কাঁঠাল গাছ আছে । উত্তর এবং দক্ষিন দুই দিকেই জানালা । আমরা উত্তর দিকে মাথা দিয়ে ঘুমাই ।এই উত্তর দিকে ও বেশ অনেক গাছ গাছালি আছে । সেই গাছে অনেক গুলো কাক নিয়মিত থাকে ।
আমরা একটা সরকারী গবেষণাগারের আবাসিক ভবনে থাকি । পাঁচ তলা বিল্ডিংয়ের তিন তলায় আমাদের বসবাস।গাছ গাছালি পশু পাখিদের নিয়ে ছিম ছাম নিরিবিলি পরিবেশ ।

আমি সাইদুল একজন কেমিক্যাল বিজ্ঞানী ।বলা যায় সুগন্ধের কারিগর ।নতুন নতুন সুগন্ধ আবিস্কার করি ।পারফিউম বা সুগন্ধি নিয়ে গবেষণা করি ।লোকে বলে আমি অন্তর্মুখী । আমি সত্যি অন্তর্মুখী কিনা জানি না । তবে কথা বলার চেয়ে আমার নিজের ভুবনে কথাদের সাথে ঘুরতেই আমার ভীষণ ভাল লাগে ।
আমার স্ত্রী নুশমার সাথে আমার প্রেমের বিয়ে । একদম অন্যরকম অদেখা প্রেম । বিয়ের আগে আমরা কেউ কাউকে দেখিনি । আমি তখন গবেষণার কাজে সুইজারল্যান্ড । আমার এক ল্যাব মেট বন্ধুর সহকর্মী ছিল নুশমা ।
একদিন সেই বন্ধু নুশমার ছবি ইমেইল করে জানাল ," বিয়ের জন্য ভাবতে পারিস । "
তারপর অনেক দিন কাজের ব্যস্ততায় আর এই বিষয়ে কথা হয়নি । একরাতে ল্যাবে কাজ করছিলাম । এই তো ফ্লেভার ফ্রাগনেন্স নিয়ে একটা আর্টিকেল লিখছিলাম । আর ইমেইল চেক করছিলাম । অনেক ইমেলের ভিড়ে নুশমার ছবিটা কেমন জীবন্ত লাগল । তখন হয়তো রাত দুটো হবে । হঠাৎ একটা অদ্ভুত ঘ্রান আমাকে কেমন আচ্ছন্ন করে রাখল । নিজের যৌক্তিক চিন্তা থেকে সরে গেলাম । নুশমাই আমার মগজের নিউরনে আঠার মতো লেগে রইল । বাবা মা পাঠিয়ে ছিলাম মেয়ে দেখতে । তাঁরা সুন্দরি পাত্রী হাত ছাড়া করবে না তাই আংটি পড়িয়ে এসেছিল । মা বাবার পছন্দের পর্ব শেষে আমি ও স্কাইপি আর মোবাইলে কথা বলা শুরু করি ।আর এমন করেই আমাদের মোবাইল এবং স্কাইপির সহযোগিতায় বিয়ে হয়ে যায় ।
বিয়ের প্রায় ছয় মাস পর আমি নুশমা কে দেখি । সুইজারল্যান্ডের এক এয়ারপোর্টে। নুশমা শব্দের অর্থ সুগন্ধি । আরবি শব্দ থেকে এসেছে । নুশমার চেহারাটা কোন দামি সুগন্ধির মতোই আকর্ষণীয় । যে কারও কাছেই মনোগ্রাহী। যে কোন মানুষের মন ছুঁয়ে যাবে । আর আমি তো নব বধুকে দেখে অস্থির হয়ে গেলাম ।

প্রথম রাতেই একটা অদ্ভুত চেনা ঘ্রান আমি নুশমার কাছ থেকে পাই । ঠিক সেই রাতের ঘ্রানটা ।যখন ওর ছবিটা ইমেইলে প্রথম দেখেছিলাম । কিন্তু অনবরতই ব্যস্ততার স্রোতে সব কৌতূহল ভেসে গেছে ।

এখন আমার পাশেই আমার স্ত্রী ঘুমাচ্ছে । তাকে ঘিরে আছে সেই অদ্ভুত ঘ্রানটা ।আমি নুশমাকে জড়িয়ে ধরিনি । কাছে ও ডাকিনি । আমি বিস্ময়ে তাকিয়ে আছি নুশমার ঘুমন্ত মুখটার দিকে ।যখন ওই ঘ্রানটা আচ্ছন্ন করে রাখে তখন নুশমার চেহারাটা একদম অন্য রকম লাগে । এখনও অন্য রকম লাগছে । রক্তাভ মুখে ঘন কাল চুলের ছায়া । মনে হয় কাল্পনিক গল্পের জীন পরীদের মতো ।

ওর অবয়বে হাজার ও রঙের মিশ্রতা । আমি নিজে একজন ফ্রাগনেন্স গবেষক হওয়ার পর ও এই নিজের স্ত্রীর গায়ে জড়িয়ে থাকা ঘ্রানটা আমি আবিস্কার করতে পারিনি ।অনেক অনেক ভাবে আমি বুঝার চেষ্টা করেছি । ঘ্রানটা যখন আসে নুশমা একদম চুপ হয়ে যায় । ওর বলা অনেক কথাই আমার জীবনে সত্যি হয়ে যায় ।যেন মনেহয় আমার জীবনের মানচিত্র খুব গোপনে নুশমার কাছে গচ্ছিত আছে ।বিয়ের পর আমরা অনেক দেশ ঘুরেছি । ইউরোপের অনেক দেশেই সংসার পাতার চেষ্টা করেছি ।

কিন্তু আমার বিদেশে সংসার স্থায়ী হয়নি । সব জায়গায় নুশমা ভয় পেতো । ঘুমের মধ্যে কেঁদে উঠত । হঠাৎ রেগে যেতো ।অনেক জায়গায় মানসিক রোগের ডাক্তার দেখিয়েছি । কোন কিছুতেই কিছু হয়নি । লোকে আমার স্ত্রীর অবস্থা দেখে প্রশ্ন করবে বলে নিজেদের সমাজ থেকে দূরে থেকেছি । আমার মতো বিজ্ঞান মনস্ক মানুষ ও পীর ,ফকিরের কাছে গিয়েছি । দেশে ফিরে আমার পোস্টিং ছিল খাগড়াছড়ি । সেখানে এক পাহাড়ির কাছে বলেছিলাম । সে কিছু অচেনা শেকড় আর কবিরাজি ওষুধ দিয়েছিল । আর বলেছিল বাসস্থান পাল্টাতে ।অনে
এক বছর হয় আমরা ঢাকায় বসবাস করছি।বিয়ের অনেক বছর পর হয়তো নুশমা ঘুমাচ্ছে ।কি গভীর ঘুম !মাথার কাছে উত্তর দিকের গাছে কাক গুলো ডাকছে।এই গভীর রাতে ও কিছুক্ষণ পর পর কুকুর গুলো ঘেউ ঘেউ করে উঠছে।আমি দেখি নুশমার পাশে অবিকল নুশমার মতো অন্য কেউ শুয়ে আছে ।আমার দিকে পলকহীন ঘুম চোখে তাকিয়ে আছে ।

আমি ধিরে ধিরে অনুভব করলাম ।আমি ঘেমে নেয়ে উঠছি । আমার বেড রুমে এয়ারকন্ডিশনর চলছে।এখন নভেম্বরের শীতের হাওয়া বইছে । তবুও আমি অনবরত ঘেমে উঠছি । আমার সমস্ত শরীর অবশ হয়ে এল। আমি বাকহীন বধির হয়ে যেতে লাগলাম । নুশমা কে ছুঁয়ে দেখে পরীক্ষা করার সমস্ত শক্তি হারিয়ে ফেললাম ।

আমার দীর্ঘ দিনের বিজ্ঞান চর্চা আর জ্ঞান তুচ্ছ হয়ে যেতে লাগল ।পৃথিবীর রহস্যের কাছে আমার সব জ্ঞান ম্লান হয়ে যেতে লগল ।আমি ক্রমশ নিস্তেজ হয়ে গেলাম । আমার সামনে অন্য অস্তিত্বের ব্যাখ্যাহীন এক মানবী শুয়ে আছে । কি অপার্থিব মায়া তাঁর সমস্ত অঙ্গ জুড়ে । আমার সমস্ত ঘর অন্য এক ঘ্রানে মাতোয়ারা হয়ে আছে । আর আমার সমস্ত বিশ্বাসের দিকে তীর ছুঁড়ে মারছে ।আমার বিশ্বাস এবং জ্ঞানের জগতটা ভেদ করে নতুন কিছু স্পর্শ করে যাচ্ছে ।

জানি সকালের সূর্যের আলোয় সব ফিকে হয়ে যাবে। নুশমা প্রানবন্ত হাসি নিয়ে আমার কাছে এসে বসবে । সকালের নাস্তা তাড়াতাড়ি খাওয়ার তাগিদ দিবে । কিন্তু কোনদিন আমার এই অভিজ্ঞতার কথা জানবে না । আমার দেখা পৃথিবীর এই প্রশ্নাতীত রহস্যের খবর শুনবে না । দৃশ্যমান আমাদের জীবন আর বেঁচে থাকার মধ্যেও অন্য এক জীবন বেঁচে থাকার গল্প জানা হবে না । তবুও আমরা সব কিছু মেনে নিয়ে পরস্পরকে ভালোবেসে বেঁচে থাকব । কিছু রহস্য না হয় থাকুক একান্ত একার ।

স্বামী স্ত্রীর বেডরুমের গল্প গুলো সেখানকার বাতাসেই মিশে থাকুক । একান্ত বিশ্বাসের জগতটাও নিজের মধ্যেই লুকানো থাকুক । জ্ঞান , বিজ্ঞান আর বিশ্বাস নিজেদের ভিন্ন অস্তিত্ব নিয়ে মানব জীবনে বিরাজ করুক ।

মন্তব্য ২৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩০

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর গল্প :)

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০০

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক ধন্যবাদ ।

২| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রতিটি আত্মার ভিন্ন ভিন্ন গন্ধ আছে!
মানুষ বেভুল বলেই ইগনোর করে যায় অমন দারুন এক জিনিষকে।
ধ্যানে, ক্রোধে, খুশিতে গন্ধের রকমফের হয়!

ভাল আত্মার সুঘ্রান সত্যি মাতোয়ারা করে দেয়!
মন্দ আত্মার দুর্গন্ধ খুবই বাজে!

সু, সত্য সুন্দরের জয় হোক।

+++++

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০২

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: বাহ ! খুব সুন্দর করে কমেন্ট করেছেন । অনেক ধন্যবাদ ।

৩| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

------------ জীবনানন্দ দাশ---ধূসর পান্ডুলিপি।

আপনার রহস্য গল্প পড়ার পর জীবনানন্দের এই কবিতা মনে পড়লো!
আসলে মানুষের মন বড় বিচিত্র!!

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৩

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ইস ! এই কবিতাটি আমার নিজের ও অনেক প্রিয় । রাজিব অনেক অনেক ধন্যবাদ ।

৪| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

------------ জীবনানন্দ দাশ---ধূসর পান্ডুলিপি।

আপনার রহস্য গল্প পড়ার পর জীবনানন্দের এই কবিতা মনে পড়লো!
আসলে মানুষের মন বড় বিচিত্র!!

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৩

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ।

৫| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৩

শফিউল আলম চৌধূরী বলেছেন: আপনার কপাল ভালো যে আপনার ঘরে সুগন্ধ ভরে যায়। আমার ঘরে সিগারেটের গন্ধ ভরে যেতো! মজার বিষয় হচ্ছে আপনার এই পোষ্টে ঢাকোর ঠিক আগ মুহুর্তেই ঐ ফ্লাটটার কথঅ ভাবছিলাম; ইচ্ছা করে ফ্লাটটা কিনে ফেলি। ঐ গন্ধের রহস্য বের করি।

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৪

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভালই বলেছেন ভাই। অনেক ধন্যবাদ ।

৬| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভালো লাগল গল্প। কিছুটা অতিপ্রাকৃত মনে হল।

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৫

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: জী অতিপ্রাকৃত । অনেক ধন্যবাদ ।

৭| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩

তানজীর আহমেদ সিয়াম বলেছেন: অসাধারন :)

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২২

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক ধন্যবাদ ।

৮| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:০০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর গল্পটি নিপুণ কথনে একটি আত্নার অভিপ্রায় ব্যাক্ত করলেন।

২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৬

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৯| ২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৬

নীল আকাশ বলেছেন: নুশমার পাশে আরেকটা নুশমার হঠাৎ শুয়ে থাকা অংশটা আরেকটু বড় করে লিখলে কেমন হত?
গল্পটা চমৎকার হয়েছে।
ধন্যবাদ।

২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৭

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক ভাল একটি মন্তব্য । ঠিক বলেছেন ভাই । সম্পাদনা করে ঠিক করে নিব । অনেক অনেক ধন্যবাদ।

১০| ২৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
রহস্য গল্প হিসেবে ভাল হয়েছে।

এমন কত ঘটনা ঘটে চলেছে আমাদের জীবনে।
++++++

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২০

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ ।

১১| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৭

মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগা গল্পে !
সত্যি ই জগত রসহ্যময়।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২১

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ ।

১২| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৪

দৃষ্টিসীমানা বলেছেন: এটি গল্পই , ভাল লিখেছেন এবং ভাল লাগল ।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২২

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ ।

১৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৯

নয়া পাঠক বলেছেন: সুন্দর গল্প! আমাদের চারপাশে এমন অনেক গল্পের ছড়ানো ছিটানো প্লট গড়াগড়ি করছে অহর্নিশ। কেবল আমাদের দেখার মত দৃষ্টি থাকতে হবে, বোঝার মত বোধ থাকতে হবে, আমি পারি না, কিন্তু আপনি পেরেছেন। সত্যিই অসাধারণ!

০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৪

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভালবাসা জানবেন । অনেক অনেক ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.