![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাটির মানুষের শিল্পী কাঙ্গালিনী সুফিয়া খাতুন মারাত্নক ভাবে অসুস্থ । সাভারের এনাম মেডিকেলে চিকিৎসা গ্রহন করছেন । বাংলাদেশে বিভিন্ন সময়ে অনেক অনেক ধনী শিল্পীদের দেখেছি সরকারী কিংবা বেসরকারি উদ্যোগে নেওয়া অনুদান গ্রহন করতে দেখেছি । সমগ্র বাংলাদেশের সাধারন মানুষের হৃদয় জয় করা এই মানুষটি এখন মস্তিস্কে রক্ত ক্ষরন জনিত রোগে আক্রান্ত । মৃত্যুর সাথে যুদ্ধ করছে । তার পরিবার সুস্থতার জন্য দেশ বাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন ।
সমাজে যারা উচ্চ পদস্থ , ধনী এবং সুশীলদের কাছে সাহায্য প্রার্থনা করেছেন । সমাজের সুস্থ , উন্নত এবং প্রতিষ্ঠিত মানুষ জন তাঁর পাশে এগিয়ে আসুক । এই গুণী শিল্পী আরও অনেক বছর বেঁচে থাকুক ।
উইকিপিডিয়া থেকে কাঙ্গালিনী সুফিয়ার সংক্ষিপ্ত পরিচয়ঃ
জন্ম ও শৈশবকাল
কাঙ্গালিনী সুফিয়া ১৯৬১ সালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দির উপজেলার রামদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।তাঁর প্রকৃত নাম ছিল টুনি হালদার। বাবার নাম খোকন হালদার ও মা টুলু হালদার।
সঙ্গীত জীবন
গ্রাম্য একটি গানের অনুষ্ঠানে ১৪ বছর বয়সে তিনি তাঁর সঙ্গীত জীবন শুরু করেন। মাত্র ১৫ বছর বয়সে তাঁর সুধির হালদার নামের একজন বাউলের সঙ্গে বিয়ে হয়, যদিও সে বিয়ে বেশিদিন টেকেনি। ওস্তাদ হালিম বয়াতির শিষ্যত্ব গ্রহণ করেন ১৯৭৮ সালে। সে সময় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে সুফিয়া খাতুন নাম ধারণ করেন। তাঁর গুরু দেবেন থাপা, গৌর মোহন্ত। তাঁর প্রিয় শিল্পী লালন ফকির, আব্দুল আলীম।
সুফিয়ার মোট রচিত গানের সংখ্যা প্রায় ৫০০। তিনি রাজ সিংহাসন চলচ্চিত্রে প্রথম কণ্ঠ দেন। তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, চীন, ভারতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
কাঙ্গালিনী উপাধি
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক ডিজি মুস্তাফা মনোয়ার তাঁকে কাঙ্গালিনী উপাধি প্রদান করেন। তারপর থেকে তিনি সুফিয়া খাতুন থেকে দেশব্যাপী কাঙ্গালিনী সুফিয়া নামে পরিচিত হন।
অভিনয়
কাঙ্গালিনী সুফিয়া দেয়াল, নোনাজলের গল্প প্রভৃতি নাটকে অভিনয় করেন। উল্লেখ্য নোনাজলের গল্প বুড়ি হইলাম তোর কারণে গানটি অবলম্বনে নির্মিত হয় যেখানে সুফিয়া প্রধান চরিত্রে একজন বাউলের ভূমিকায় অভিনয় করেন। এছাড়াও তিনি ১৯৯৭ সালে বুকের ভেতর আগুন নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেন।
পুরস্কার
সংগীতে তিনি প্রায় ৩০টি জাতীয় ও ১০টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৪
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: কি আছে বিজন রয় দাদা । যাইহোক উনার পাশে সবার এগিয়ে আসা উচিত । সংস্কৃতি মন্ত্রনালয় থেকে সর্ব স্তরের । উনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরুক ।
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৮
বিজন রয় বলেছেন: ওওও আপনি পোস্টি এডিট করেছেন!!
ভাল করেছেন।
আপনি বলেছেন সমাজের বিত্তবানদের এগিয়ে আসার কথা।
আমি সরকারের পাশাপাশি তাদের কথাই বলতে চয়েছি।
ধন্যবাদ।
১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: হুম । অনেক ধন্যবাদ ।
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৬
গরল বলেছেন: উনি মমতাজের চেয়ে অনেক উঁচু মানের শিল্পী বলেই অন্তত আমার কাছে মনে হয়, কিন্তু মিডিয়ার কাছে পাত্তা পেল না কেন বুঝলাম না। হয়ত উনি মমতাজের মত রুপসী ছিলেন না নাকি অাসলেই কোন ভাল শিল্পী না বুঝলাম না।
১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪১
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: বাস্তবতা ভাই । ধন্যবাদ ।
৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৫
রাজীব নুর বলেছেন: গ্রেট শিল্পী।
তার সম্পর্কে এত কিছু জানতাম না। আপনার পোষ্ট পড়েই জানলাম।
আপনাকে ধন্যবাদ বোন।
১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক ধন্যবাদ ।
৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১১
নজসু বলেছেন:
আমাদের দেশে বেশিরভার গুণীন শিল্পীরা শেষ বয়সে
খুবই মানবেতর জীবন যাপন করে থাকেন।
১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক ধন্যবাদ ।
৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৫
সাইন বোর্ড বলেছেন: তার গাওয়া "বুকের ভেতর অাগুন জ্বলে" গানটি অামার ভীষণ প্রিয় । গূণী এই শিল্পীর সুস্থ্যতা কামনা করছি ।
১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ । তিনি অনেক বছর বেঁচে থাকুক।
৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২২
মোঃ মাইদুল সরকার বলেছেন: এই গুণী শিল্পীর সুস্থতা কামনা করছি।
সরকারের উচিৎ তার পাশে থাকা।
১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: জি সবার উনার পাশে থাকা উচিত । আপনাকে ধন্যবাদ ।
৮| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪০
আলমগীর কাইজার বলেছেন: পোস্ট পড়ে অনেক কিছু জানলাম, ধন্যবাদ।
১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৯
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৮
বিজন রয় বলেছেন: সবার আগে সরকারের উচিৎ এ ব্যাপারে এগিয়ে আসা।
আর আপনি যেটা বলেছেন সেটা তো আছে।
পোস্টের জন্য ধন্যবাদ।