![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগামী বই মেলায় কারুবাক প্রকাশনী থেকে আসছে আমার বিভিন্ন সময়ে প্রকাশিত গল্প এবং কবিতার সম্মিলনে ভিন্নধর্মী বই " অর্ধেক গল্প, অর্ধেক কবিতা "
বইটির মনকাড়া প্রচ্ছদ করেছেন গোলাম কিবরিয়া ।
বইটির মূল্যঃ২০০ টাকা
প্রকাশনাঃ কারুবাক প্রকাশনী
আমার এই বইয়ে প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে মানুষের মনের যে ছোট ছোট অদৃশ্য দুর্যোগ আছে তা বিভিন্ন গল্প এবং কবিতায় প্রকাশ পেয়েছে, সেই সাথে আছে মানুষের মনের আদিমতা আর চিরন্তন প্রে্ম , প্রকৃতির খেলায় ভেঙ্গে মানুষের মন ,তবুও নতুন করে মানুষ শুরু করে , পুনরায় বেঁচে থাকে , নতুন করে স্বপ্ন দেখে , প্রকৃতির অন্তরালে লুকানো সব রহস্য এসেছে শব্দের ছায়ায় , আশাকরি বইটি পাঠক হৃদয় কে স্পর্শ করবে ,
বাংলা বইয়ের প্রতি মানুষের ভালোবাসা বাড়ুক , বাংলাদেশকে নতুন পৃথিবী আর ও বেশি ভালবাসুক
২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৮
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৬
রাজীব নুর বলেছেন: বোন লিস্টে নাম টা তুলে রাখলাম।
সিরিয়াল অনুযায়ী ২৩ নম্বর।
২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৮
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আপনি অনেক সাপোর্ট করেন একজন লেখক হিসেবে রাজিব ভাই।
৩| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৮
নাহিদ০৯ বলেছেন: আপনার জন্য: https://www.goodreads.com/author/show/18714713
২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৯
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: এটা কি ভাই? হুট করে লিংকে ঢুকতে ভয় লাগে।
৪| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৪
মাহমুদুর রহমান বলেছেন: গ্রেট জব।
২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩০
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ।
৫| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৪
নাহিদ০৯ বলেছেন: এটা বই এর আইএমডিবি। এটাও আমাজন এর একটি প্রোডাক্ট যা বই পড়ুয়া এবং লেখকদের কাছে বেশ জনপ্রিয়।
এটাতে বই যুক্ত করার কাজ, লেখকদের তথ্য আপডেট করার কাজ সবই করে পাঠক, ব্যবহারকারীরা স্বেচ্ছাসেবার ভিত্তিতে। আপনি কোন বই খুঁজে না পেলে নিজেই বই এর তথ্য যোগ করতে পারবেন এখানে। পরবর্তিতে সে বই এর আরো তথ্য কেউ যুক্ত করতে চাইলে এডিট অপশন ও আছে।
২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৫
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ও ভাই নাহিদ অনেক ছোট বয়সে তুমি অনেক বেশি জানো ।অন্নেক অন্নেক অন্নেক .।.।.।.। ধন্যবাদ আনলিমিট। আপনার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি । অসাধারণ ছবি তোলার হাত এবং আইডিয়া আপনার । ব্লগ ডে ছবি গুলো অনেক সুন্দর হয়েছে ।
৬| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫৮
নাহিদ০৯ বলেছেন: একটু আগে আপনার ম্যারেজ ডে’র ছবি দেখে মন খারাপ হয়ে বসে আছি। এর মধ্যেই আবার আমাকে ছোট বানিয়ে দিলেন!!
২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৪
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: মন খারাপ ক্যান ? আমাকে শুভেচ্ছা জানাবেন না ? ষষ্ঠ বিবাহ বার্ষিকীর ছবি দেখেছেন হয়তো !
আপনি গুনে গুনে আমার থেকে পাঁচ বছরের ছোট । আমি ছোট বানাইনি । প্রকৃতি আর সময় বানিয়েছে। শুভ কামনা রইল । অনেক ভাল ছবি তুলেন । আমার আর ও কিছু ছবি আপনার নতুন ক্যামেরায় তুলে দিয়েন ।
৭| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২২
নাহিদ০৯ বলেছেন:
আমাকে দেখে কেউ বয়স আন্দাজ করতে পারে না। তাই মজা নিতে সব খানে জন্মদিন, সাল সব গোপন করা। আপনি জানলেন কিভাবে?
অবশ্যই। রাজশাহী তে অনেক বড় একটা গ্যাং নিয়ে সারাদিন হৈ হৈ করতাম। আমার ফোন ই ছিলো ছবি তোলার ভালো মাধ্যম। তখন একটা ডিএসএলআর এর জন্য কত কত মুখিয়ে থাকতাম সবাই মিলে। ঢাকায় এসে ক্যামেরা কিনলাম যখন সে কথা মনে করে সবাই একই ধাঁচে গালি দিলো এক পাড়।
এখানে এসে ক্যামেরা কিনেছি, কিন্তু ক্যামেরার জন্য যারা সবাই আগ্রহী ছিলাম তাদের কে ক্যামেরার সামনে আর পাই না।
২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আপনার বয়স ৮৮ কিংবা ১৮ হোক কিছু কি সমস্যা আছে । আপনার ছবির হাত অসম্ভব সুন্দর । অনেক ধন্যবাদ সুন্দর ছবির জন্য ।
©somewhere in net ltd.
১|
২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার বইটির বহুল প্রচার কামনা করছি।