![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত ৩রা ফেব্রুয়ারি মননশীল প্রকাশনা সংস্থা কারুবাক প্রকাশনী থেকে প্রকাশ হয় আমার লেখা গল্প-কবিতার যৌথগ্রন্থ " অর্ধেক গল্প, অর্ধেক কবিতা'
বইটি একদম নতুন আঙ্গিকে প্রকাশ হয় । নজরকাড়া প্রচ্ছদটি করেছেন গোলাম কিবরিয়া । বইটির মুল্য ২০০টাকা ।
প্রকাশের সাথে সাথে পাঠকের গ্রহন যোগ্যতা অর্জন করেছে । যারা স্টলে আসছে নতুন এই বইটির দিকেই সবার দৃষ্টি আগে যাচ্ছে প্রচ্ছদের সৌন্দর্যের কারনে ।
তারপর যখন গল্প- কবিতা এক সাথে আছে শোনে তখন পাঠকের আগ্রহটা ও বেড়ে যায় ।
বইচিত্রতার অন্য রকম সৃষ্টি যৌথগ্রন্থ " অর্ধেক গল্প, অর্ধেক কবিতা "
স্টল থেকে বইয়ের কিছু চিত্র
স্টল নাম্বারঃ ৫৩৭
কেন্টিন ও শিশু চত্তরের পাশে । রফিক চত্তর ।
ঘরে বসে রকমারি অনলাইন বুক শপ থেকে ও পাওয়া যাবে । মোবাইল ০১৫১৯৫২১৯৭১
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১১
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১০
রাফা বলেছেন: pretty good idea..আধেক গল্প আর আধেক কবিতার বই ।চমৎকৃত হবে পাঠকরা অবশ্যই। বইটি পাঠক প্রীয়তা লাভ করুক ।শুভ কামনা থাকলো।
ধন্যবাদ ,নু.না.লিলিয়ান।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১১
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বইয়ের ছবি দেখতেও ভালো লাগে !!
প্রচ্ছদ আর যৌথগ্রন্থ এর আইডিয়া অসাধারণ। অভিনন্দন আপনাকে ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১৫
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৫
যায্যাবর বলেছেন: লিয়ান আপুর সুন্দর প্রচ্ছদযুক্ত অর্ধেক গল্প অর্ধেক কবিতা, একদম নতুন আইডিয়া, দেখি চেষ্টা করব সংগ্রহ করার। ধন্যবাদ আপ্পি সুন্দর সুন্দর ছবি সহ তথ্যবহুল পোষ্টটির জন্য।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৫
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: বইটি সমালোচনা করলে খুশি হব । অনেক অনেক ধন্যবাদ ।
৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২১
বাকপ্রবাস বলেছেন: ভাবনাটা সুন্দর, গল্প আর কবিতা একই সাথে। প্রচ্ছদ সুন্দর হয়েছে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৫
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩০
রাজীব নুর বলেছেন: আপনি সামু ব্লগের অহংকার।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৬
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: সামু এবং সামু ব্লগের সবাই আমার ভালবাসা । ধন্যবাদ ভাইয়া ।
৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২২
গরল বলেছেন: অভিনন্দন ও শুভকামনা রইল।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৮
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ ।
৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৭
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আহমদ ছফার "অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী" র মত আমাদের লিলিয়ান আপুর অর্ধেক গল্প অর্ধেক কবিতাও পাঠককে খুব বেশি টানবে বলে মনে হচ্ছে। আপনার বইগুলোর পূর্ণ সফলতা কামনা করি আপু।
আচ্ছা, আমাদেরকে এই বয়সে এসেও কি সেই ছোট কালের পাঠ্যবইয়ে ফিরিয়ে নিতে চাচ্ছেন(!) যে বইয়ে থাকতো গল্প আর সুন্দর সুন্দর কবিতা। আপনি পারেনও বটে
৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২০
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: হা হা হা কারুবাকে গিয়ে আগে বইটি সংগ্রহ করেন । আপনার সমালোচনার অপেক্ষায় .।।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:০৯
ঋতো আহমেদ বলেছেন: অভিনন্দন !! লিলিয়ান আপু। সুন্দর প্রচ্ছদ। সংগ্রহের আশা রাখছি। শুভ কামনা।