নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার গল্পটা হোক পৃথিবীর সেরা গল্প ।কারন আমি হতে চাই একজন সত্যিকারের জীবন শিল্পী ।

নুরুন নাহার লিলিয়ান

নুরুন নাহার লিলিয়ান › বিস্তারিত পোস্টঃ

২০২০ সালের একুশে বইমেলায় আসছে নুরুন নাহার লিলিয়ানের দুই গ্রন্থ ।

২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৬



প্রথম ফ্ল্যাপঃ
জাপানের দ্বিতীয় বৃহত্তম আইল্যান্ড বা দ্বীপ হলো হোক্কাইডো। জাপানের সবচেয়ে উত্তরে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খ্যাত জায়গাটিই হোক্কাইডো আইল্যান্ড। এই আইল্যান্ডের চারিদিকে জাপান সাগর ও প্রশান্ত মহাসাগরের গভীর মায়া। মহাসাগরীয় ভালোবাসায় গড়ে উঠা আইল্যান্ডের সৌন্দর্য যেকোন মানুষকে স্পর্শ করে যাবে।
হোক্কাইডো আইল্যান্ডটি অতিরিক্ত শীত, স্নো ফেস্টিভেল, স্কি,আগ্নেয়গিরি, সামুদ্রিক মাছ, নানারকম সামুদ্রিক শেকড় জাতীয় খাবার , স্পা, কৃষি খামার, ফুলের চাষ ও সতেজ খাবার আর চোখ ধাঁধানো ট্যুরিস্ট স্পট গুলোর জন্য পৃথিবী বিখ্যাত।
বইয়ের কিছু পৃষ্ঠায় বিশাল সৌন্দর্যের আঁধারকে বর্ণনা করা কঠিন।

হোক্কাইডো আইল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য ও ইতিহাস ঐতিহ্যের ভিত্তিতে পাঁচটি জায়গা ভ্রমনের অভিজ্ঞতার গল্প নিয়ে কারুবাক প্রকাশনী প্রকাশিত নতুন বই " হোক্কাইডো আইল্যান্ড"।

একজন লেখক হিসেবে আশাকরি বইটি প্রাকৃতিক সৌন্দর্য ও ভ্রমন পিপাসুদের হৃদয় ছুঁয়ে যাবে। বই পাঠকদের কাছে সুখপাঠ্য হবে

ভ্রমন কাহিনিঃ হোক্কাইডো আইল্যান্ড"
মুদ্রন মুল্যঃ ১৮০ টাকা
কারুবাক প্রকাশনি
স্টল ৩২৫





"আনন" মানে বদন, মুখ, মুখমন্ডল, ।মানুষ চিরন্তন বিচিত্র চরিত্রের অধিকারী।তাই এই মানুষের মুখের আড়ালে থাকে চরিত্রের হাজারো বিচিত্র রূপ।মানুষ যেমন দেবতা নয় তেমনি মানুষ পশু ও নয়। কখনও মানুষ নিজেও নিজ অস্তিত্বের ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়। ক্ষণে ক্ষণে পাল্টায় মানুষের চেনা পরিচয়। তাইতো এই একটা মানুষের মুখের আড়ালে লুকিয়ে থাকে সহস্র মুখের রহস্যময় পরিচয়। মানুষের ভেতরের রহস্যময় বিচিত্র পরিচয় নিয়ে উপন্যাস" আনন" ।
গল্পটা তরুণ বিজ্ঞানী ড. নেহাল আর তাঁর স্ত্রী নিনিশাকে ঘিরে। ঢাকা ঝিলপাড় গবেষণাগারে তাদের একটা ছোট্ট সাজানো ভালোবাসার সংসার। কিন্তু দুজন মানুষের গল্পটা দিয়ে শুরু হলেও সেই গল্পটা নিজের সীমানা ছাড়িয়ে যায়। সেটা আর দুজন মানুষের মধ্যে থাকেনা। পাতা উল্টাতে উল্টাতে গল্পটা হয়ে যায় সমাজ, দেশ অথবা আগামী পৃথিবীর। আলো আর অন্ধকারের যুদ্ধ। দুটো মানুষের সীমাহীন নিদারুণ কষ্টের বয়ান ।
দুজন মানুষের গভীর ভালোবাসা, অসহায় নিয়তি সহ হাজার চরিত্রের ভেতর দিয়ে বয়ে যাওয়া একটি সমাজ, দেশ ও পৃথিবীর গল্প।
যে গল্পটা চেনা অনুভুতির মধ্য দিয়ে নিয়ে যাবে অচেনা পৃথিবীর পথে। পাঠকের হৃদয়ের অলিগলিতে ভালোবাসার আলাদা শিহরণ জাগাবে।পাঠকের মনোজগতে নতুন কিছু অভিজ্ঞতা দিয়ে যাবে। যা পৃথিবীতে বেঁচে থাকার লড়াইয়ে নিজ অস্তিত্বের পথকে সমৃদ্ধ করবে৷



উপন্যাসঃ আনন
মুল্য২৩০ টাকা
শিখা প্রকাশনী
স্টল ৫১৭-৫২০

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:০১

ফয়সাল রকি বলেছেন: শুভ কামনা রইলো।

২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:১২

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:১২

রাজীব নুর বলেছেন: আনন বইটা কত পাতার?

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫৬

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ১১২ পাতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.