![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"আনন" মানে বদন, মুখ, মুখমন্ডল, ।মানুষ চিরন্তন বিচিত্র চরিত্রের অধিকারী।তাই এই মানুষের মুখের আড়ালে থাকে চরিত্রের হাজারো বিচিত্র রূপ।মানুষ যেমন দেবতা নয় তেমনি মানুষ পশু ও নয়। কখনও মানুষ নিজেও নিজ অস্তিত্বের ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়। ক্ষণে ক্ষণে পাল্টায় মানুষের চেনা পরিচয়। তাইতো এই একটা মানুষের মুখের আড়ালে লুকিয়ে থাকে সহস্র মুখের রহস্যময় পরিচয়। মানুষের ভেতরের রহস্যময় বিচিত্র পরিচয় নিয়ে উপন্যাস" আনন" ।
গল্পটা তরুণ বিজ্ঞানী ড. নেহাল আর তাঁর স্ত্রী নিনিশাকে ঘিরে। ঢাকা ঝিলপাড় গবেষণাগারে তাদের একটা ছোট্ট সাজানো ভালোবাসার সংসার। কিন্তু দুজন মানুষের গল্পটা দিয়ে শুরু হলেও সেই গল্পটা নিজের সীমানা ছাড়িয়ে যায়। সেটা আর দুজন মানুষের মধ্যে থাকেনা। পাতা উল্টাতে উল্টাতে গল্পটা হয়ে যায় সমাজ, দেশ অথবা আগামী পৃথিবীর। আলো আর অন্ধকারের যুদ্ধ। দুটো মানুষের সীমাহীন নিদারুণ কষ্টের বয়ান ।
দুজন মানুষের গভীর ভালোবাসা, অসহায় নিয়তি সহ হাজার চরিত্রের ভেতর দিয়ে বয়ে যাওয়া একটি সমাজ, দেশ ও পৃথিবীর গল্প।
যে গল্পটা চেনা অনুভুতির মধ্য দিয়ে নিয়ে যাবে অচেনা পৃথিবীর পথে। পাঠকের হৃদয়ের অলিগলিতে ভালোবাসার আলাদা শিহরণ জাগাবে।পাঠকের মনোজগতে নতুন কিছু অভিজ্ঞতা দিয়ে যাবে। যা পৃথিবীতে বেঁচে থাকার লড়াইয়ে নিজ অস্তিত্বের পথকে সমৃদ্ধ করবে৷
#উপন্যাস " আনন"
#শিখা প্রকাশনী
#স্টল ৫১৭,৫১৮,৫১৯,৫২০
#মুদ্রিত মুল্য ২৩০ টাকা ( ২৫% ডিসকাউন্টে কমবে)
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১৬
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২১
রাজীব নুর বলেছেন: অবশ্যই সংগ্রহ করবো।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১৫
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ ।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৪৭
নজসু বলেছেন:
শুভেচ্ছা ও শুভকামনা।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১৭
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ।
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভুমিকা দারুন হয়েছে
আশা করি ভিতরটাও
হৃদয়গ্রাহী হবে।
আননের বহুল
প্রচার কামনা
করছি।
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:০২
ST COVER SONG বলেছেন: i am your youtube friend. i watch your video.
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১৭
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ।
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪১
সাইন বোর্ড বলেছেন: শুভ কামনা রইল ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১৮
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ
৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৪০
নূর আলম হিরণ বলেছেন: বইমেলা যাবো শেষের দিকে, আশাকরি বইটি পড়ার চেষ্টা করবো।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩০
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ।
৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২৩
নেওয়াজ আলি বলেছেন: বেশ ভালো ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩০
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ
৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৯
ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো আপু্।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩১
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:২৩
ডঃ এম এ আলী বলেছেন:
কাহিনী প্রেক্ষাপট জেনে মনে হলো উপন্যাসটি বেশ মনোগ্রাহী হবে।
কেনার জন্য আগ্রহ জন্মিছে ,আশা করি সংগ্রহে রাখব ।
বইটির সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি ।
আনন শব্দটি দেখে মনে পড়লো বেশ কিছুদিন পুর্বে একটি উর্দু গজল শুনছিলাম তাতে আনন শব্দটি ছিল ।
আনন শব্দটির অর্থ যে বদন তা জানা ছিলনা তবে গজলটি খুব ভাল লেগেছিল। এ্ই শব্দটির অর্থ জানানোর জন্য ধন্যবাদ ।
গজলটির প্রথম স্তবকটি এখনো মনে আছে যথা -
বাতুহা কা বাশী মন মোহিনজা- আরশপে আ-য়ো আনন মে
আব কিছকে কহোঁ ম্যায় আয়রে সাথী
যো ধূমতি কৌন মোকানন মে
যবও মোহিনী আন্মোলী উঠা
মোহ্ পরশে পরদা তব খোলি উঠা
লাওলা কল্মা তব বোলী উঠা
ওছি উম্মিলা কলকি শানন মে
বাতুহা কা বাশী মন মোহিনজা আরশপে আ-য়ো আনন মে।।
অনেক অনেক শুভেচ্ছা রইল