নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার গল্পটা হোক পৃথিবীর সেরা গল্প ।কারন আমি হতে চাই একজন সত্যিকারের জীবন শিল্পী ।

নুরুন নাহার লিলিয়ান

নুরুন নাহার লিলিয়ান › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগঃ ফুডোগ্রাফি ,আমার নিজের কিছু রান্না করা খাবারের ছবি ।

৩০ শে মে, ২০২১ দুপুর ২:৫৮


কুমড়ার হালুয়া


মিক্সড ফ্রুট সালাদা



আস্ত মাছ ভাজা



কলা পাতায় চিংড়ি


চিকেন ড্রাম স্টিকস রেসিপি



টাইগার চিংড়ি ভাঁজা


প্রন সালদা


পিজন পি সালাদ


হাঁসের মাংস ভুনা


আস্ত মুরগি ভাঁজা

মন্তব্য ৩৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০২১ বিকাল ৩:০৩

সন্ধ্যা প্রদীপ বলেছেন: মুরগীভাজা খেতে ইচ্ছা হচ্ছে--

৩০ শে মে, ২০২১ বিকাল ৩:০৭

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: লক ডাউন শেষে খাবেন ।

২| ৩০ শে মে, ২০২১ বিকাল ৩:১৪

নয়া পাঠক বলেছেন: এখন খেলে কি হবে?

৩০ শে মে, ২০২১ বিকাল ৩:১৬

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: এখন সামাজিক দূরত্ব ! খাওয়ার পরিস্থিতি নেই। ঘরে বসে খাবার দাবারের ছবি দেখা ভাল ।

৩| ৩০ শে মে, ২০২১ বিকাল ৩:২৫

নয়া পাঠক বলেছেন: হুম, ঠিকাছে! তাই বইল্ল্যা কি এখন না খাইয়া থাহন যায়নি। হাওন তো ঠিকই হাই। গত লকডাউনের মইদ্দ্যে আমি আমার গিন্নির চাইতেও ভালো রাধুনী হইছি। এখন ভাল ভোজন রসিক বটে!

ওওওও আন্নে মনে কইচ্চেন আই আন্নের রান্না খাইতাম চাইচি, আরে না না মেডাম, আন্নের রান্না সুন্দর অইচে, কিন্তুক আই কেমতে হেডা খাইতাম চামু, আঁর কি লইজ্যা শরম নাই নি....। ইচ... ইচ.. আঁই এত বড় রাইক্কশ না..... ঈ.... ঈ.... বেডি আঁরে কি মনে হইজ্জে.......!!!

৩০ শে মে, ২০২১ বিকাল ৩:৪১

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: হা হা হা মজার কমেন্ট ।অবশ্যই দাওয়াত রইল । পৃথিবী বেঁচে উঠুক ।

৪| ৩০ শে মে, ২০২১ বিকাল ৩:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি বাপু এত কিছু এখনো পারি না :(

ভালো লাগলো পোস্ট

৩০ শে মে, ২০২১ বিকাল ৩:৪২

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক ধন্যবাদ । আমি ও পারতাম না । এখন শিখেছি । খেতে চাইলে শিখতে হবে ।

৫| ৩০ শে মে, ২০২১ বিকাল ৩:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: সব খাইতে রাজি আছি, কিন্তু পিজন পি সালাদ খামু না!!! B:-/

৩০ শে মে, ২০২১ বিকাল ৩:৪৫

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: মরুভুমির জলদস্যু ভাইয়া অনেক মজাদার সালাদ । খেতে পারেন । ধন্যবাদ ।

৬| ৩০ শে মে, ২০২১ বিকাল ৩:৩৩

শায়মা বলেছেন: বাহ!!!!!!!! আপুনি!!!!!!!!!!! মুগ্ধ মুগ্ধ আমি মুগ্ধ!!!!!

৩০ শে মে, ২০২১ বিকাল ৩:৪৪

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপু

৭| ৩০ শে মে, ২০২১ বিকাল ৩:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। কলাপাতায় খাবার পরিবেশনার বিষয়টি খুব ভালো লাগে। মালয়েশিয়াতে এটি এখনো বহুল প্রচলিত।

৩০ শে মে, ২০২১ বিকাল ৩:৪৩

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আমি মাঝে মাঝে বিভিন্ন রকম খাবার কলা পাতায় পরিবেশন করি । ধন্যবাদ ।

৮| ৩০ শে মে, ২০২১ বিকাল ৪:১৪

নেওয়াজ আলি বলেছেন: খুব সুন্দর

৩০ শে মে, ২০২১ বিকাল ৫:৩৮

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ

৯| ৩০ শে মে, ২০২১ বিকাল ৪:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো ভালো খাবারের সমাহার দেখছি :) ভোজনরসিক হইলে সবগুলো খেয়ে সাবাড় করে দিতাম :) কিন্তু আমি খুব অল্প খাই :( যাই হোক, বাকিরা মজা করে খাবেন, এই আশা রহিল

৩০ শে মে, ২০২১ বিকাল ৫:৩৯

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অল্প খেলে চলবে না চারিদিকে যে রোগ বালাই । শক্তি রাখতে হবে শরীরে ।

১০| ৩০ শে মে, ২০২১ বিকাল ৫:০০

রাজীব নুর বলেছেন: এইসব খাবার আমার পোষাবে না।
সাদা ভাত এর চেয়ে সুন্দর আর কিছু নেই।

৩০ শে মে, ২০২১ বিকাল ৫:৪০

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আচ্ছা রাজিব ভাই আপাতত এগুলো খান আগামিতে সাদা ভাত রান্না করে পোস্ট করব । ধন্যবাদ

১১| ৩০ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৩৫

সোহানী বলেছেন: হাসের মাংস আমার জন্য রেখে দিও...। B-)

৩০ শে মে, ২০২১ রাত ৯:৩৬

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ঠিক আছে আপু । ঝাল কম নাকি বেশি জানিয়ে রাখলে ভাল হত

১২| ৩০ শে মে, ২০২১ রাত ৯:৪৫

মা.হাসান বলেছেন: আপ্সুস। |-) |-)
শুধু দেখেই গেলাম।
অল্প অল্প বদ নজরও দিয়া দিসি কিন্তু।

৩০ শে মে, ২০২১ রাত ১১:০৩

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: হা হা হা অনেক ধন্যবাদ ।বদ নজর দিয়েন না ।

১৩| ৩১ শে মে, ২০২১ রাত ১২:১৬

অপু তানভীর বলেছেন: দাওয়াত না দিয়ে এই সব খাবারের ছবি দেওয়া আইনত দন্ডনীয় অপরাধ হওয়া উচিৎ । আগে এই অপরাধ কেবল শায়মা আপু করতেন । আপনিও দেখি শুরু করেছেন । এই সব লোভ দেখানো পোস্টের প্রতিবাদ করে গেলাম ।
যদিও ব্লগে প্রতিবাদের কোন কাজ হয় না । :D

০১ লা জুন, ২০২১ রাত ১২:৪৯

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: হা হা হা ধন্যবাদ

১৪| ৩১ শে মে, ২০২১ রাত ১:৫৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আচ্ছা রাজিব ভাই আপাতত এগুলো খান আগামিতে সাদা ভাত রান্না করে পোস্ট করব । ধন্যবাদ
না খাবো না। সাদা ভাতের অপেক্ষায়।

০১ লা জুন, ২০২১ রাত ১২:৫০

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: সাদা ভাতের সাথে ভর্তা

১৫| ৩১ শে মে, ২০২১ রাত ২:২৫

আমি সাজিদ বলেছেন: খিদা লেগে গেল

০১ লা জুন, ২০২১ রাত ১২:৫১

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: স্বাভাবিক । ধন্যবাদ।

১৬| ৩১ শে মে, ২০২১ ভোর ৬:২৯

সোহানী বলেছেন: বেশি বেশী ঝাল ঝাল, ভুনা ভুনা। সাথে ধনিয়াপাতা সহ টমেটু সালাদ আর সাদা ভাত।

কি যে দেখাইলা এখনই খেতে ইচ্ছে হচ্ছে। যাই বাংলা দোকানের দিকে, হাঁস পাওয়া যায় কিনা খোঁজ নেই :P । বাংলা দোকান ছাড়া কোথাও হাঁস পাওয়া যায় না। তাও সবসময় না। কিন্তু আমার বাসা থেকে প্রায় ৩০ মিনিট ড্রাইভিং, ভালোই দূর।

০১ লা জুন, ২০২১ রাত ১২:৫৩

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: হায় আল্লাহ আপু আপনি তো আর ও স্বাদের পরিমান বাড়িয়ে দিচ্ছেন । ধন্যবাদ। ভালোবাসা নিবেন ।

১৭| ৩১ শে মে, ২০২১ দুপুর ১২:১২

রানার ব্লগ বলেছেন: এর পর খাবারের ছবি দিলে সাথে ঠিকানাটাও দিবেন দয়া করে, নিজ দায়িত্বে নিজে কে নিজে আপনার পক্ষ থেকে দাওয়াত করে চলে যাবো। করনার পর আমার কেবল খাই খাই স্বভাব হইছে।

০১ লা জুন, ২০২১ রাত ১২:৫২

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: জি অবশ্যই । ধন্যবাদ।

১৮| ৩১ শে মে, ২০২১ বিকাল ৩:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: কোন রেখে কোনটা খাবো ভাবনায় পড়লাম। +++++

০১ লা জুন, ২০২১ রাত ১২:৫১

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: সব তো ব্লগের ভাইয়া আপুদের জন্যই । ধন্যবাদ মাইদুল ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.