নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার গল্পটা হোক পৃথিবীর সেরা গল্প ।কারন আমি হতে চাই একজন সত্যিকারের জীবন শিল্পী ।

নুরুন নাহার লিলিয়ান

নুরুন নাহার লিলিয়ান › বিস্তারিত পোস্টঃ

মিষ্টি কুমড়ার হালুয়া রেসিপি। কুকিং মিউজিয়াম। নুরুন নাহার লিলিয়ান

১২ ই জুন, ২০২১ রাত ১১:৫৯


মিষ্টি কুমড়া আমাদের দেশে খুব সুপরিচিত । তরকারি ও ভাজি করে খেলেও হালুয়া করে খাওয়ার কালচার এখন তেমন করে হয়নি। আজকে শেয়ার করেছি মিষ্টি কুমড়ার রেসিপি ।

উপকরণঃ
মাঝারি সাইজের মিষ্টি কুমড়া
গরম মশলা
চিনি এক কাপ
গুড়া দুধ এক কাপ
ঘি ১ কাপ
চিনা বাদাম ১ কাপ
সামান্য পরিমান মতো লবন
#রান্নার প্রণালী
প্রথমে কুমড়া গ্রেটারে কেটে নিতে হবে৷ অথবা কিউব কাট।
ফ্রাই পেন গরম হলে ঘি দিতে হবে। গরম মশলা গুলো ঘিয়ে দিয়ে ভাজতে হবে। কাটা কুমড়া গুলো দিতে হবে। সামান্য লবন সহ ঢেকে দিতে হবে।
কুমড়া ঘিয়ে নরম হয়ে এলে চিনি দিতে হবে৷ এরপর গুড়া দুধ। আরও ১০/১৫ মিনিট ভাজা হলে গরম মশলা গুলো সরিয়ে নিতে হবে।
এরপর বাদামের গুড়া ১ কাপ দিয়ে ১০ মিনিট নাড়াচাড়া করতে হবে। একেবারে হয়ে এলে ফ্রাই পেনে আর লেগে থাকবে না । তখন নামিয়ে নিজের মতো পরিবেশন করুন।
ধন্যবাদ।
আমার ক্যামেরায় তোলা কিছু ছবি






মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০২১ রাত ১২:০৬

জটিল ভাই বলেছেন:
সুন্দর ছবি।
রেসিপি কেমন বলতে পারবোনা, তবে খাবারটা লোভণীয় =p~

১৩ ই জুন, ২০২১ রাত ১২:১১

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: রেসিপি মজার ভিডিও দেখে একবার চেষ্টা করতে পারেন । ধন্যবাদ

২| ১৩ ই জুন, ২০২১ রাত ১:১৪

অপু তানভীর বলেছেন: আপনি আবার এসেছেন !! সেদিন না কত খাবারের ছবি দেখিয়ে লোভ দেখিয়ে গেলেন অথচ দাওয়াতের নাম নেই । আজকে আবার আরেকবার লোভ দেখালেন ! এই সব ঠিক না । :(

১৩ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:১৬

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আমি বার বার আসব ।হি হি হি রান্না বান্না খাওয়া দাওয়াই তো সব । করোনায় ঘরে বসে সেরা কাজ ।

৩| ১৩ ই জুন, ২০২১ বিকাল ৩:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন: একদিন ট্রাই করবো।

১৩ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:১৬

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অবশ্যই

৪| ১৩ ই জুন, ২০২১ বিকাল ৪:৩১

জুন বলেছেন: আমি প্রায়ই করি, খুবই সহজ এবং খেতে অসম্ভব মজা ঠিক মতো বানাতে পারলে।

১৩ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:১৮

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আসলেই মজার আপু । কুমড়ার ভাজি না খেতে চাইলে এমন করে খাওয়া যায় ।

৫| ১৩ ই জুন, ২০২১ বিকাল ৫:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন তো। আমরাও খাই এই ভর্তা
তবে এত উপকরণ দেই না

১৩ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:১৯

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: হালুয়া ফ্রিজে রেখে অনেক দিন খাওয়া যায় আপু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.