নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার গল্পটা হোক পৃথিবীর সেরা গল্প ।কারন আমি হতে চাই একজন সত্যিকারের জীবন শিল্পী ।

নুরুন নাহার লিলিয়ান

নুরুন নাহার লিলিয়ান › বিস্তারিত পোস্টঃ

বাহারি পটল ভাঁজা রেসিপি। কুকিং মিউজিয়াম। নুরুন নাহার লিলিয়ান

১৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:১১





বাহারি পটল ভাঁজা রেসিপি।

লম্বা আকারের নিজেদের ইচ্ছেমত বা ১০/ ১২ টি পটল নিতে হবে। ভাল করে পানিতে ধুয়ে নিতে হবে। তারপর একটি পাত্রে রেখে পাতালি করে চাকু দিয়ে ছোট ছোট দাগে কেটে নিতে হবে। কেটে রাখা পটলে ১ চামচ হলুদ , ১/২ চা চামচ মরিচ, ১/২ চা চামচ জিরা,১/২ চা চামচ ধনিয়া, ১ চা চামচ সাদা ভিনেগার ,১ চা চামচ সাদা লবন মিশিয়ে নিতে হবে। সকল মশলা মেশানো পটল গুলো ৩০/৪০ মিনিট রেখে দিতে হবে।
তারপর চুলায় মধ্য আঁচে / আগুনে তেল গরম হলে এক এক করে ভাজতে হবে। পটল গুলো যখন নরম হবে তখন খুন্তি দিয়ে চাপ দিতে হবে। তখন খুব সুন্দর ফুলের মতো আকার ধারন করবে।
বাহারি পটল ভাঁজায় আর ও মশলা ব্যবহার করা যায় নিজের ইচ্ছে মত কিংবা স্বাদ মতো ।
তবে পটল গুলো চাকু দিয়ে কাঁটার বিশেষ স্টাইলটা ভিডিও দেখে শিখে নিলে পটল ভাজার পর দেখতে বেশ সুন্দর দেখায় ।

ভিডিও দেখে ও শিখে নিতে পারেন ।







মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:২২

জটিল ভাই বলেছেন:
রেসিপি!!! আমি আরো ভেবেছিলাম ছবি ব্লগ =p~

১৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:২৮

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ছবি ব্লগ পোস্ট করব আমার তোলা ফুলের ছবি ।

২| ১৭ ই জুন, ২০২১ রাত ৮:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পটল ভাজার রংটা খুব সুন্দর লাগছে দেখতে। এবং সাজানো হয়েছে এমন ভাবে যে, দেখতে দেখতে খিদে লেগে গেল :)

আমার বান্ধবীর পটল ভাজার রঙ এরকম হয় না, বিভিন্ন মসলায় ডার্ক কালারের হয়ে যায়, কিন্তু ঘ্রাণ হয় দারুণ এবং ওটার মজাও অতুলনীয়।

১৯ শে জুন, ২০২১ রাত ১২:৫৬

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আন্তরিক ধন্যবাদ

৩| ১৭ ই জুন, ২০২১ রাত ৯:০২

জুন বলেছেন: প্রিয় সবজী পটল সব রকম ভাবেই খেতে ভালোলাগে নুরুননাহার লিলিয়ান ।
কালকে আপনার মত ট্রাই করবো :)
ভালোলাগা রইলো
+

১৯ শে জুন, ২০২১ রাত ১২:৫৬

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপু

৪| ১৭ ই জুন, ২০২১ রাত ৯:২৭

শায়মা বলেছেন: এই পটলভাজা আমার খুবই পছন্দের।:)

১৯ শে জুন, ২০২১ রাত ১২:৫৭

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আন্তরিক ধন্যবাদ

৫| ১৭ ই জুন, ২০২১ রাত ১১:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ট্রাই ক্রবাম নে আফা থ্যাঙ্কিউ

১৯ শে জুন, ২০২১ রাত ১২:৫৭

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ

৬| ৩০ শে জুলাই, ২০২১ বিকাল ৪:১১

নাফী আল তওসীফ মায়া । বলেছেন: ট্রাই কর‌তে গি‌য়ে হাত পু‌ড়ি‌য়ে ফে‌লে‌ছি ! এখন এই পোড়া হাত নি‌য়ে কিভা‌বে লিখব ? মহা মুশ‌কিল হ‌য়ে গেল ব‌্যাপারটা ।

৩০ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩৯

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: গ্যাস ,বটি,চাকু আর ইলেক্ট্রিসিটি ব্যবহারে সাবধানতা অবলম্বন করুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.