নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার গল্পটা হোক পৃথিবীর সেরা গল্প ।কারন আমি হতে চাই একজন সত্যিকারের জীবন শিল্পী ।

নুরুন নাহার লিলিয়ান

নুরুন নাহার লিলিয়ান › বিস্তারিত পোস্টঃ

পাকা আমের জ্যাম রেসিপি-কুকিং মিউজিয়াম-নুরুন নাহার লিলিয়ান

২৬ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:৫২






পাকা আমের প্রতি ভালোবাসা নেই এমন মানুষ পাওয়া কঠিন। কিন্তু আম পাকা ঋতুতে বাঙালির ঘরে ঘরে এতো বেশি আম জমে যায় যে অনেক আম নষ্ট হয়ে যায়। অনেক গৃহিণী জানে আবার অনেকেই জানেনা অতিরিক্ত আম সংরক্ষণ করতে হয় কিভাবে।
এমন কিছু খাবার থাকে একটু চেষ্টা করলেই অনেক দিন বাসায় রেখে খাওয়া যায়।
তেমন একটি রেসিপি হল পাকা আমের জ্যাম বা জেলি।
খুবই অল্প উপকরণ দিয়ে বাসায় স্বাস্থ্য সম্মত ভাবেই মজার এই রেসিপি তৈরি করা যায়। এই জ্যাম দীর্ঘ দিন বাসায় রেখে খাওয়া যায়। আর আম নষ্ট বা অপচয় রোধ ও করা যায়।

পাকা আমের জ্যাম রেসিপি তৈরি করতে যা যা লাগবে তা হল
পাকা আম ২ টা
অথবা দেড় কাপ আমের পিউরি
এক কাপ চিনি
লেবুর রস ১ টেবিল চামচ
পাকা আম ব্লেন্ডারে নরম করে পিউরি তৈরি করে নিতে হবে। তারপর চুলায় ফ্রাই পেনে পিউরি দিতে হবে। এরপর চিনি দিয়ে ভালো করে অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না আঠালো হয়। এরপর লেবুর রস দিয়ে আরও নাড়াচাড়া ও অপেক্ষা করতে হবে। একটু ঘন হয়ে এলে
এরপর নামিয়ে নিতে হবে। অল্প নিয়ে দেখতে হবে প্লেট থেকে পড়ে যায় কিনা। কারণ আঠালো বা ঘনত্বটা চেক করে নিতে হবে।
এরপর ঠান্ডা হলে পরিস্কার কাঁচের জারে বা বৈয়ামে করে সংরক্ষণ করা যায়।
ইউটিউব বিস্তারিত দেওয়া আছে লিংকে গিয়ে দেখতে পারেন
খাবারের অপচয় রোধ করি। স্বাস্থ্যসম্মত জীবন যাপন করি।
#আমেরজ্যাম#পাকা আমের জেলি#আমেরজ্যাম





ইউটিউব লিংক
https://www.youtube.com/watch?v=pMO4fvXa3Mg


মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৫০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। লোভনীয় ।

২৬ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৫২

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আন্তরিক ধন্যবাদ

২| ২৬ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:১৯

শায়মা বলেছেন: পুরাই তো এমনি এমনি খেয়ে ফেলা যাবে মনে হচ্ছে!!!!!! :)

২৬ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:৪৬

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: জি আপু । অল্পতে বেশি স্বাদ। অনেক ধন্যবাদ

৩| ২৭ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: জেলি আমি খাই না। কেন জানি ভালো লাগে না।

২৭ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৩৭

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: হা হা হা অনেক মজার তো । বাসায় বানানোটা ভাল । একবার হলেও খাবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.