![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
!!$!!$!! জীবনগান - ২৯ !!$!!$!!
- নূরুজ্জামান ফিরোজ
নিজের স্বপন যায়না দেখা
অন্য কারো চোখ দিয়ে,
স্বপ্ন দেখা কঠিন ব্যাপার
ভাড়া করা লোক দিয়ে।
নিজের কথা যায়না বলা
ভিন্ন লোকের মুখ দিয়ে,
প্রশান্তি খুব যায়না পাওয়া
পর মানুষের সুখ দিয়ে।
জীবনটাকে যায়না গড়া
ফালতু কাজে মন দিয়ে,
সঠিক জবাব যায়না পাওয়া
ভুল ডিজিটে ফোন দিয়ে।
এই জীবনের পলে পলে
পাইনি রেজাল্ট জান দিয়ে,
নতুন দিনের স্বপ্ন দেখি
ভালবাসার গান দিয়ে।
রচনা - ১৫/৭/১৫
ঢাকা
©somewhere in net ltd.