![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
!!$!!$!! জীবনগান - ৩৫ !!$!!$!!
- নূরুজ্জামান ফিরোজ
জ্যোৎস্নালোকে ভিঁজতে ছিলাম
বিশাল আকাশ চাঁদ ছিলো,
পথের ধারে অনাহারে
একটি শিশু কাঁদছিলো।
পেটে পাথর ক্ষুন্নিকাতর
বস্ত্র বসন জীর্ণ আর,
তৃপ্ত তারে খেয়েই মশক
থান ছিলোনা শির নোয়া'র।
মাতৃ স্নেহ কেমন এবং
কেমনে ডাকে আব্বু'কে,
ভাবতে গিয়ে হয় অনুভব
সেই শিশুটির চাপ বুকে।
পরম স্নেহে জড়িয়ে তারে
ভালবাসার হাত দিয়ে,
চাঁদবিলাসের রাত কাটালাম
ভর্তা, ডাল আর ভাত দিয়ে।
রচনা - ২৫/৭/১৫
ঢাকা
©somewhere in net ltd.