![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
!!$!!$!! জীবনগান - ৩৬ !!$!!$!!
- নূরুজ্জামান ফিরোজ
ওরা হতে চায়নি পাখি
উঠতে আকাশ-পর্ব্বতে,
রুটি-কলা, ঝালমুড়ি আর
খুশি লেবুর শরবতে ।
ওরা যেতে চায়নিতো আর
আলোক রঙিণ চায়নীজে,
পথের পাশে ময়লা ঘেটে
নিজের খাবার খায় নিজে ।
ওরাতো আর ধার ধারেনা
কাচ্চি পোলাও কুপ্তাকে,
আধপেটা ভাত খেয়েইতো সেই
সারাটা দিন চুপ থাকে ।
কোন রকম টেনে-টুনেই
জীবন জ্বালা মিটাচ্ছে,
তবুও ওদের কেমনে মানুষ
ছুতো পেলেই পিটাচ্ছে ???
রচনা - ২৬/৭/১৫
ঢাকা
©somewhere in net ltd.