![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
!!$!!$!! জীবনগান - ৩৮ !!$!!$!!
- নূরুজ্জামান ফিরোজ
বন্ধু তো সে ভালবেসে
পান থেকে চুন খসাবে,
কাছে এসে হেসে হেসে
মনের কাছে বসাবে।
আজন্মকাল বাঁধবে তাকে
ভালবাসার বন্ধনে,
রাখবে স্মরণ করবে বরণ
গোলাপ বেলি চন্দনে।
কাঁদবে দুখে হাসবে সুখে
নাচবে মনের উৎসাহে,
রটাবেনা কেউ কোনদিন
পরস্পরের কূৎসা হে।
বন্ধু ভেবে কাছে নেবে
থাকবে সুখে-শান্তিতে,
মিষ্টি মধুর বৃষ্টি বিধুর
করবেনা কেউ জান তিতে।
বুঝবেনা ভুল এক তিলও চুল
থাকবে অটুট বিশ্বাসে,
চাওয়া-পাওয়ার খোঁজ নেবেনা
চাইবেনা যে হিস্যা সে।
বন্ধু হয়ে যাবেই সয়ে
দুঃখ ব্যথা লাঞ্ছনা,
বন্ধু তুমি বন্ধু হওয়ার
শর্ত কেনো মানছো না?
২/৮/১৫
বন্ধুত্ব দিবস
©somewhere in net ltd.