![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
$!!$!! জীবনগান - ৫০ !!$!!$!!
- নূরুজ্জামান ফিরোজ
ভোরের হাওয়া গায়ে মাখালাম
পা ভেজালাম শিশিরে,
বিদির্ন এক স্বপ্ন দেখে
কাটলো সারা নিশি রে।
দৃশ্যটা খুব দিচ্ছে পীড়া
ভাঙছে ব্যথায় বক্ষ যে,
প্রকৃতি আজ দাঁড়িয়ে গেছে
জীবন প্রতিপক্ষ যে।
ঝড়ের সাথে বিজলী চমক
বর্ষামূখর আকাশে,
বিরতিহীন বজ্র নিনাদ
কান ফাটানো ডাক আসে।
তবুও যে তার ভাঙলোনা ঘুম
নেই শরীরে শক্তি আর,
অঘোর ঘুমে বিভোর ছিলো
পথের শিশু বকতিয়ার।
উড়লো ঝড়ে ঝুপড়ী চালা
পড়লো খুটির তার কেটে,
বৃষ্টি ধারায় রক্ত মেশে
বকতিয়ারের ঘাড় কেটে।
বিষাদ মাখা আর্তনাদে
ঘুম দিয়েছি বাদ দিয়ে,
অশ্রুসজল নয়ন আমার
টের পেয়েছি হাত দিয়ে।
৩১/৮/২০১৫
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:১৯
নূরুজ্জামান ফিরোজ বলেছেন: স্বপ্নটি আজকেরই