![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
$!!$!! জীবনগান - ৫১ !!$!!$!!
- নূরুজ্জামান ফিরোজ
এমন যেন হয়না কোনোদিন -
সবাই নেবে মুখ ফিরিয়ে
বলবে হৃদয়হীন।
না যেন হই ক্ষতির কারণ
এই জীবনে কারো,
ভাঙুক হৃদয় কাঁচের মত
আঘাত করুক আরো।
এমন যেন দেখতে নাহয় আর-
দূর হতে কেউ আমায় দেখে
মন করেছে ভার।
কেউ কোনোদিন আমার সাথে
না যেন দেয় আড়ি,
আজ থেকেই যাকনা মিটে
সকল বাড়াবাড়ি।
সত্যি যদি এমনটাই ঘটে-
শত্রু সবাই বন্ধু ভেবে
মিশছে অকপটে।
জীবন পথে কেউ কখনও
যদিও বোঝে ভুল,
ভালবেসে বিলিয়ে যাবো
খুশির গোলাপ ফুল।
এমনটা'ই ভাবতে শুধু চাই-
সবাই আমার আত্মীয় জন
কিংবা আপন ভাই।
বুকের সাথে বুক মিলিয়ে
চলবো মিলে মিশে,
বাস্তবতার সাথে চাওয়ার
এত্ত অমিল কিসে ?
৬/৯/২০১৫
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৭
এহসান সাবির বলেছেন: বাহ্!
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৬
ইকবাল হোসাইন সুমন বলেছেন: সব সময়ই দারুণ ভাই.।
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯
কাজী শীপু বলেছেন: ডারুন