নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেখে যাও, আমি ভালোই আছি

নিশাচর ভবঘুরে

"তোমার খাতার প্রথম পাতায় এঁকে দিলাম আলপনা আমার ছবি কইবে কথা যখন আমি থাকবোনা।" -সংগ্রহিত ফেবুতে আমি- http://www.facebook.com/ sokalbelarkak

নিশাচর ভবঘুরে › বিস্তারিত পোস্টঃ

প্রিয়ন্তী ও নীল প্রজাপতি (এটা ছোটদের গল্প)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:১৮



জানালার পাশে চেয়ারে দাঁড়িয়ে দূরের মাঠের দিকে তাকিয়ে ছিলো প্রিয়ন্তী। এভাবেই প্রতিদিন বিকেল কেটে যায় তার। মাঠে বস্তির ছেলে-মেয়েরা খেলে। ওদের অনেক মজা। আজ তারা একটা কুকুরছানা নিয়ে খেলছে। কুকুরের ছানাটার গলায় দড়ি বেঁধে টানাটানি করছে। প্রিয়ন্তীর ইচ্ছে ওদের সাথে খেলে। মা বলেছে, ওদের সাথে খেলতে হয়না। মন খারাপ করে বিকেলে তাই ওদের খেলা দেখা। বিকেলে টিভি দেখতে ভালো লাগেনা। জানালার গ্রিল ধরে দূরের মাঠের দিকে তাকিয়ে থাকে সে। জানালার পাশে একটা ছোট জামগাছ। অযত্নে, অবহেলায় বেড়ে উঠছে। আর একটু বড় হলেই, বাবাই কেটে ফেলবে। বাবাই ঝঞ্ঝাল পছন্দ করেনা। বাবাইকে প্রিয়ন্তী ভয় পায়। অথচ বাবাই তাকে কোনদিন বকা দেয়নি। তবু প্রিয়ন্তী ভয় পায়। সেদিন কাকুকে কি বকাটাই না দিলেন। কাকু মন খারাপ করে রাতে খায়নি। প্রিয়ন্তী কাকুর ঘরের আশেপাশে ঘুরেছে। কাকুকে অনেক ভালো লাগে তার।

জামগাছে একটা প্রজাপতি এসে বসেছে। রঙিন ডানাদুটো ভাজ করে এ্যন্টেনার মতো শুঁড়গুলো কাঁপিয়ে ফিসফিস করে কি যেনো বললো!

প্রিয়ন্তী জানালার গ্রিলে কান ঠেকিয়ে ভালোভাবে শুনতে চেষ্টা করলো। এইবার স্পষ্ট শোনা গেলো। প্রজাপতিটা কাঁদছে।

-" প্রজাপতি, তুমি কাঁদছ কেনো?"

-"আমার ছোট্ট মেয়ে নীল প্রজাপতি হারিয়ে গেছে। সারাটা দুপুর খুঁজেছি। পাইনি। এদিকে সন্ধ্যা হয়ে এলো। নিলু আবার অন্ধকারে ভয় পায়। "

প্রিয়ন্তীর খুব মায়া হলো। প্রজাপতির কান্না শুনে তারও কান্না পেলো।

- কেনো হারিয়ে গেলো? তুমি বুঝি বকা দিয়েছিলে?

- হ্যা। সকাল থেকেই খুব জ্বালাচ্ছিলো। ফুলের মধু খাবেনা। মধু খেতে খেতে নাকি ঘেন্না ধরে গেছে। তাই বকেছি।

-একদম ঠিক করোনি। ছোটদের বকা দিতে হয়না।

- আচ্ছা যাই। খুঁজে দেখি। কোথায় গেলো!

প্রজাপতিটা রঙিন ডানা মেলে উড়ে গেলো। পুরো সন্ধ্যটা এঘর-ওঘরের জানা দিয়ে নীল প্রজাপতিকে খুঁজলো। নাহ! পেলোনা। মা প্রজাপতিটারও দেখা মিললো না যে, নীল প্রজাপতির খবর পায়।

প্রিয়ন্তীর রাতে পড়ায় মন বসলোনা। ঘুমাতে গিয়ে আজ আর কোনো বায়না করলোনা সে। রাতে সবাই ঘুমিয়ে পড়লে, আস্তে আস্তে বিছানা থেকে নামলো প্রিয়ন্তী। বাবাই আর মায়ের ঘরে বাতি জ্বলছেনা। বাবাইয়ের নাক ডাকার শব্দটা শোনা যাচ্ছে। এমন অদ্ভুতুড়ে শব্দ শুনে প্রিয়ন্তী হেসে ফেললো। আস্তে আস্তে পা ফেলে এগোলো সে। কাকুর ঘরে বাতি জ্বলছে। কাকু তাকে দেখে হাসলো।

-কি রে বুড়ি, কই যাস? একটা মজার ব্যাপার দেখবি?

-কি?

-এদিকে আয়।

প্রিয়ন্তী এগিয়ে গেলো। কাকুর টেবিলের উপর একটা প্রজাপতি! মরে গেছে!

-কাকু, মরে গেছে?

-হ্যা। দেখি, টেবিলে পড়ে আছে। নিবি?

- দাও।

কাকুর কাছ থেকে প্রজাপতিটা হাতে নিয়ে প্রিয়ন্তী দেখলো প্রজাপতির ডানাটা নীল!

মন্তব্য ৭৬ টি রেটিং +২১/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:২৪

ছাইরাছ হেলাল বলেছেন:

খাইছে খাইছে ,
এ আপনি কি লিখছেন !
এত দিন কেন লেখেন কেন ?
আমি অবাক হচ্ছি ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১১

নিশাচর ভবঘুরে বলেছেন: আপনারাই এগিয়ে দিচ্ছেন, সামনে। পথ তৈরী করে দিচ্ছেন, চলার। থেঙ্কু। :)

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:২৯

আশকারি রহমান বলেছেন: ডিপ লেখাাাাাাা

০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৪৯

নিশাচর ভবঘুরে বলেছেন: ডিপ! বাচ্চাদের জন্য ডিপ! :(

থেঙ্কু।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৩৪

পুশকিন বলেছেন: darun......... :)
++++

০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:৫৭

নিশাচর ভবঘুরে বলেছেন: থেঙ্কু, পুশকিন ভাই। :)

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৩৪

অপরিনীতা বলেছেন: চমৎকার....... :)

ভাল লাগা রইল...

ভবিষ্যতে আপনার কাছ থেকে এরকম দুর্দান্ত লেখা পাওয়ার প্রত্যাশা রইল...

০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:০২

নিশাচর ভবঘুরে বলেছেন: থেঙ্কু, আপু। :)

চেষ্টা করবো।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪০

আমি তানভীর বলেছেন: ভালো লাগছে অনেক :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:০৬

নিশাচর ভবঘুরে বলেছেন: থেঙ্কু। কিন্তু, আপনার প্রো-পিক দেখে বাচ্চারা ভয় পাবেতো ;)

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪৫

মাহিরাহি বলেছেন: ভাল লাগল

০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:১৫

নিশাচর ভবঘুরে বলেছেন: থেঙ্কু, ভাই :)

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৫০

তন্ময় ফেরদৌস বলেছেন: ওয়াও, এত ছোট অথচ কি সুন্দর একটা লেখা।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:৩৭

নিশাচর ভবঘুরে বলেছেন: থেঙ্কু, ভাই। :) আপনার চিন্তাধারার ভক্ত আমি।

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:০০

চেয়ারম্যান০০৭ বলেছেন: ভাই ব্লগে আমার পড়া সেরা গল্প গুলোর মধ্য একটা,অসাধারন।
পারলে পোস্টে ১০০ টা প্লাস দিতাম।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:৩৯

নিশাচর ভবঘুরে বলেছেন: আপনে যখন ভালো বলাটুকুই ভালো লেগেছে। আপনার পোষ্ট পড়ে মন ভালো হয়ে যায় :)
থেঙ্কু।

৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:১৮

স্বর্ণমৃগ বলেছেন: দারুন!
আপনার লেখার ভক্ত হয়ে যাচ্ছি দিন দিন!
+++++

০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:৪০

নিশাচর ভবঘুরে বলেছেন: আর আমি আপনার ভক্ত হয়ে আছে :)
থেঙ্কু। :)

১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৪১

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: শুধু ভাললাগাটাই অনেককিছু বলে দেয়। শুভকামনা রইল

০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:৪১

নিশাচর ভবঘুরে বলেছেন: থেঙ্কু, চয়ন ভাই। :)

১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৪৮

সানজিদা হোসেন বলেছেন: ভাল লাগলো

০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:৪২

নিশাচর ভবঘুরে বলেছেন: থেঙ্কু, আপু। :)

১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৫৮

মাহমুদা সোনিয়া বলেছেন: pore akta kothai mone holo.. 'kothao amar hariye jabar nei mana!' besh laglo!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:৪৩

নিশাচর ভবঘুরে বলেছেন: থেঙ্কু আপু। কেমন আছেন? :)

১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:০০

অথৈ সাগর বলেছেন: সত্যিই অবাক হলাম । আপানার আরও বেশি বেশি লেখা চাই ।পোষ্টে ডাবল পিলাচ ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:৪৫

নিশাচর ভবঘুরে বলেছেন: অবাক কেনো হলেন? আপনার পিচ্ছিদের জন্য দিলাম :)

থেঙ্কু, ভাইয়া। :)

১৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:০৪

মেমনন বলেছেন: ভাল লাগলো অনেক।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:৪৬

নিশাচর ভবঘুরে বলেছেন: থেঙ্কু, ভাই। আপনার নামটা কি হবে? :)

১৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:১১

ভিয়েনাস বলেছেন: চমৎকার করে লিখেছেন... ভালো লাগলো।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:৪৭

নিশাচর ভবঘুরে বলেছেন: থেঙ্কু, আপনার বিষন্নতা দূর হোক ;)

১৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:২৭

ছাইরাছ হেলাল বলেছেন:

আবার আপনাকে ধন্যবাদ দিচ্ছি
এমন লেখার জন্য ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:৪৭

নিশাচর ভবঘুরে বলেছেন: আর আপনাকে ধন্যবাদ, উৎসাহ দেবার জন্য। থেঙ্কু, মামা। ভালো থাকবেন। :)

১৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৫৪

জোবায়ের নিয়ন বলেছেন: মন খারাপ করা লিখা।
তবে চমৎকার লিখেছেন।
+++++++++

একটা যে ভুল করে ফেললাম :( বড় মানুষ হয়ে ছোটদের গল্পটা পড়ে ফেললাম। ;)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:৪৮

নিশাচর ভবঘুরে বলেছেন: ঘুমের মধ্যে ভুল করে পড়লে সমস্যা নাই ;)

থেঙ্কু। :)

১৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৪০

সহ্চর বলেছেন:
এহেম এহেম :|| :||

কাশি দিয়া গেলাম। :-B :-B

০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:৪৯

নিশাচর ভবঘুরে বলেছেন: নো কাশি X( X( X( এইডা কি ডিসপেনসারি? ;)

কাশলেন ক্যান?

১৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৪২

সহ্চর বলেছেন:

ভালো লিখছেন।

আসলেই ভালো লাগল। /:) /:)


;) ;)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:৫২

নিশাচর ভবঘুরে বলেছেন: আপনে দুষ্টলোক। আপনার ইশারার লক্ষণ ভালুনা। শুক্রবারে বইমেলায় আসেন। শানে নুযূল জানতে মুঞ্ছায়। ;)

থেঙ্কু। :)

২০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৪৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

অনেক অনেক সুন্দর।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:৫৩

নিশাচর ভবঘুরে বলেছেন: থেঙ্কু, দূর্জয় ভাই। :)

দেখা হবে।

২১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৫৪

মামুন হতভাগা বলেছেন: নতুন রূপে দেখলাম,ধন্যবাদ কি আপনাকে নাকি তাকে দেব ;) ;)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:৫৪

নিশাচর ভবঘুরে বলেছেন: যে চলে গেছে, তাকে দিয়ে আর কোনো লাভ নেই। এটা শুধু আমার।

থেঙ্কু, মামুন ভাই। :)

২২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:৩৩

নোমান নমি বলেছেন: ভাল লিখেছেন।তবে একটু মনে হয় তাড়াহুড়ার ব্যাপার ছিল।ছোটদের জন্য তাই কি দ্রুত শেষ করে দিয়েছেন?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:৫৫

নিশাচর ভবঘুরে বলেছেন: বড় ব্যাস্ত। আপনি আর আমি। :(

থেঙ্কু, নোমান ভাই। চায়ের জন্য ধন্যবাদ (ঘুম না আইলে খবর আছে, আপনার।)

২৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:৫৯

আমি মন্দের ভালো বলেছেন: ভালো লাগল

০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:৫৬

নিশাচর ভবঘুরে বলেছেন: কিরকম ভালো? মন্দের ভালো? ;)

থেঙ্কু।

২৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:০৫

ধূসরধ্রুব বলেছেন: কেমন জানি । বিভ্রান্ত । শেষ হইয়াও হইল না শেষ , আবার শেষ । কিছুটা ভাল লাগা , আবার মন খারাপও । এমন কেন

০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:৫৬

নিশাচর ভবঘুরে বলেছেন: আপনে কবি হইতে যাচ্ছেন কিংবা হয়ে আছেন। তাই এমন হচ্ছে ;)

থেঙ্কু। :)

২৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৬:১০

ঘুমকাতুর বলেছেন: নিশা এই ছোট গল্প পড়ে কি বলা যায়?? B:-) দারুন তো বলা যায় না,করুন কাহিনী। কিচ্ছু বললাম না। হাজারটা ++

০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:৫৭

নিশাচর ভবঘুরে বলেছেন: চুপ থাকেন। খালি ঘুমায়। আমাকে দেখে শিখতে পারেন না? ;)

থেঙ্কু, ভাই। :)

২৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৬:২২

ফারিয়া বলেছেন: অওওওওওও :#> :!>
কিউট অনেক কিউট লেখা :!>

০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:৫৮

নিশাচর ভবঘুরে বলেছেন: এইতো। আসল পাঠক আসছে। বাচ্চাদের জন্য লেখা সার্থক। :-B :-B :-B :-B

থেঙ্কু। :)

২৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:২৪

রিয়েল ডেমোন বলেছেন: চোখ পড়লো এই গল্পে, প্রথমে ছোটদের গল্প পড়বোনা ভাবলাম, না পড়লে মিস হয়ে যেতো! চমৎকার!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:৫৯

নিশাচর ভবঘুরে বলেছেন: ছোটদের গল্প বলে, অবহেলা করতে নেই। আমরাও ছুডু ছিলাম। ;)

থেঙ্কু। :)

২৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:৩৪

ধীমান অনাদি বলেছেন: ভালো লাগলো। ++

১০ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৬:৪৮

নিশাচর ভবঘুরে বলেছেন: থেঙ্কু। :)

২৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:৩৫

নোমান নমি বলেছেন: প্রিয়ন্তি :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( #:-S #:-S #:-S #:-S #:-S #:-S #:-S #:-S 8-| 8-| 8-| 8-| 8-| 8-| :-B :-B :-B :-B

১০ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৬:৫৮

নিশাচর ভবঘুরে বলেছেন: বাচ্চাদের গল্পেও লুলামি! কই যাই! :(

৩০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:১৮

জোবায়ের নিয়ন বলেছেন: কা কা কা কা কা কা কা কা কা কা ধুর মরার কাক গেলি না তীর মারুম ;)

ইস আমার সাধের ঘুমের উপর কাউয়ার নজর লাগছে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৭:০০

নিশাচর ভবঘুরে বলেছেন: কাকের দিকে তীর তাক কইরা বইয়্যা থাকেন, কাক ডরায়না। ;)

ঘুমান :)

৩১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৫৮

~মাইনাচ~ বলেছেন: আমিতো চলেই যাচ্ছিলাম না পড়ে, দারুন সুন্দর মিষ্টি একটা লেখা। :)




নেন মাইনাচ নেন :D

১০ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৭:০১

নিশাচর ভবঘুরে বলেছেন: মাইনাস মাথা পাইতা নিলাম। এইবার একটা চা খাওয়ান। :)

থেঙ্কু। :)

৩২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৫৭

স্বঘোষিত মহাপুরুষ বলেছেন: সবসময় যেটা লাগে সেটাই লেগেছে । মানে ভালো লেগেছে ;) ;)

১০ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৭:১১

নিশাচর ভবঘুরে বলেছেন: আপনি যা বলবেন, তাই ঠিক। ১০০% ঠিক ;)

থেঙ্কু। :)

৩৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:০৮

শিশিরের শব্দ বলেছেন: চমৎকার :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৭:১২

নিশাচর ভবঘুরে বলেছেন: থেঙ্কু, আপু। :)

৩৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৬:৫০

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: একটার পর একটা কি লিখতেছেন, আমি তো হিংসা করে শুরু করব /:)

১০ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৭:১৯

নিশাচর ভবঘুরে বলেছেন: কে কাকে হিংসা করে! B-) B-) B-)
আপনার কবিতা আমার হিংসা তৈরী করে। :)

আপনাদের পথে হাঁটছি, তবে এখনো আপনাদের অনেক পেছনে আছি। :)

থেঙ্কু।

৩৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:১৯

শাহেদ খান বলেছেন: সুগভীর !!!!

লেখার স্টাইল আর গল্প বলা দুটাই দূর্দান্ত !!!

অনেক অনেক শুভকামনা। :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:০৬

নিশাচর ভবঘুরে বলেছেন: কবি বলেছেন সুন্দর :)

থেঙ্কু, শাহেদ ভাই।

৩৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৫৪

কামরুল হাসান শািহ বলেছেন: +++


কারো করো লেখার ছ্যাকা খাওয়া জরুরী ;) ;)

আগের মতো নিয়মিত না কেন??

১১ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:১১

নিশাচর ভবঘুরে বলেছেন: আপনে খাইছেন? :(

কাজের চাপে শেষ হইয়ে গেলাম :)

৩৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:০৪

ভিয়েনাস বলেছেন: আমার বিষন্নতার পিছনে লাগছেন কেন X(( X((

১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:০৬

নিশাচর ভবঘুরে বলেছেন: আমি নিজেও যে, বিষনন, তাই :(

৩৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:৫৮

নীরব 009 বলেছেন: সত্যি অসাধারণ। এ রকম গল্প কবিতাই আমি বেশি পছন্দ করি। অনেক অনেক প্লাস। +++++++++++++++++++++++++++++++++++++++

২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:০১

নিশাচর ভবঘুরে বলেছেন: প্লাসে ভেসে গিয়ে ধন্য হলাম :)

থেঙ্কু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.