নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

!

এম এম ওবায়দুর রহমান

ভাল লাগে কবিতা আর গল্প লিখতে। স্বপ্ন দেখি সাহিত্যকে নিয়ে অনেক দুর যাবার। বিশ্বাস করি মানুষকে ভালবাসার চেয়ে বড় কোন ইবাদত নেই। সামনে দাড়িয়ে সমালোচনা করি যা কিছু খারাপ লাগে তার। নিশ্চয় আল্লাহ আমার সাথে আছে সব সময়। সম্প্রতি তুমি এলে বাদল দিনে নামে আমার একটি গল্পের বই প্রকাশিত হয়েছে

এম এম ওবায়দুর রহমান › বিস্তারিত পোস্টঃ

দূরত্ব কেবলি পথের, আছো সর্বদা হৃদয়ের কাছাকাছি..

১৪ ই নভেম্বর, ২০১১ রাত ৮:০৯













ভালবাসি বন্ধু তোমায় অনেক বেশি

দূরে থাকো ,কাছে থাকো . . ...

দূরত্ব কেবলি পথের

আছো সর্বদা হৃদয়ের কাছাকাছি..



চোখের দেখা হয়নি কখনো

হবেও না জানি বন্ধু



পৃথিবীর দু’প্রান্তে দু’জনের আবাষ

তবু তোমায় নিয়ে গড়েছি

ভালবাসার সংসার



করছি বসবাষ

একে অন্যর হৃদয়ে



এ প্রেমে শরীর নয়

অংশ নিয়েছে দু’টি হৃদয়

তাই দূরত্ব কেবলি পথের

আছ সর্বদা হৃদয়ে কাছাকাছি



বাতাসে ভেসে আসে

তোমার শরীরের ঘ্রাণ



কানে বাজে সারাক্ষণ তোমার মিষ্টি হাসির শব্দ

দাম্পত্য কোলাহল নেই

চাওয়া পাওয়ার খামখেয়ালি হিসেব নেই

আছে শুধু বিরহ



যখন দিনের পর দিন

সেল ফোনে ভেসে উঠেনা, তোমার মায়াভরা মুখ



মন খারাপ হয়, অসহ্য লাগে

তখন ইচ্ছে করে

গাঙচিল হয়ে সমুদ্র পাড়ি দেই

ঝড় হয়ে তছনছ করে দেই

পুরো পৃথিবীটাকে...



ইচ্ছে করে

বৃষ্টি হয়ে মাটিতে মুখ লুকাই



আমার অভিমানে

তুমিও চোখের জ্বলে গড় নহর

তাই দূরত্ব কেবলি পথের

আছ সর্বদা হৃদয়ের কাছাকাছি

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১১ রাত ৮:১৭

হুপফূলফরইভার বলেছেন: শব্দ-ছন্দের বাহ্যিক সীমাবদ্ধতা
অনুভবের আকুলতাকে ঢাকতে পারেনি!

"এ প্রেমে শরীর নয়
অংশ নিয়েছে দু’টি হৃদয়
তাই দূরত্ব কেবলি পথের
আছ সর্বদা হৃদয়ে কাছাকাছি "

জয় হুক এমন প্রেমের!

১৪ ই নভেম্বর, ২০১১ রাত ৯:২৬

এম এম ওবায়দুর রহমান বলেছেন: আসলে আমি মোটেও কবি নই। কবি হবার ইচ্ছেও নেই। শুধু নিজের আবেগ কে প্রশয় দিয়ে কলম চালাই। আপনার কমেন্টর জন্য শুভেচ্ছা।

২| ১৪ ই নভেম্বর, ২০১১ রাত ৮:৩২

সাহাদাত উদরাজী বলেছেন: ভাল হয়েছে।

১৪ ই নভেম্বর, ২০১১ রাত ৯:৩২

এম এম ওবায়দুর রহমান বলেছেন: জানানোর জন্য অনেক ধন্যবাদ। আমার অন্য লেখা পারলে পড়বেন আশা করছি

৩| ১৫ ই নভেম্বর, ২০১১ ভোর ৬:১৬

কামরুল হাসান শািহ বলেছেন: ভাল লেগেছে

১৫ ই নভেম্বর, ২০১১ সকাল ৭:৪৮

এম এম ওবায়দুর রহমান বলেছেন: জেনে প্রেরণা পেলাম

৪| ১৫ ই নভেম্বর, ২০১১ ভোর ৬:২১

মাহবু১৫৪ বলেছেন: ++++++++


ভালো লেগেছে

১৫ ই নভেম্বর, ২০১১ সকাল ৭:৪৮

এম এম ওবায়দুর রহমান বলেছেন: অনেক শুভেচ্ছা অনুভূতি জানানোর জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.