নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন ভাল পাঠক,এবং সমালোচক।

C:\Users\ASUS\Desktop0.jpg

এম . এম ওবায়দুর রহমান

ভাল লাগে কবিতা আর গল্প লিখতে। স্বপ্ন দেখি সাহিত্যকে নিয়ে অনেক দুর যাবার। বিশ্বাস করি মানুষকে ভালবাসার চেয়ে বড় কোন ইবাদত নেই। সামনে দাড়িয়ে সমালোচনা করি যা কিছু খারাপ লাগে তার। নিশ্চয় আল্লাহ আমার সাথে আছে সব সময়। সম্প্রতি তুমি এলে বাদল দিনে নামের একটি গল্পের বই প্রকাশিত হয়েছে

এম . এম ওবায়দুর রহমান › বিস্তারিত পোস্টঃ

তোমার মত এমন আপন আমার যে নেই আর কেউ।

০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫১



তোমার জন্যই চাঁদ উঠে

রাতের আকাশে

তোমার জন্যই জোৎস্ননারা

ভিজিয়ে দেয় আধারের শরীর;

তোমার জন্যই প্রভাতে

সূর্য্যর লাজুক চাহনি

তোমার জন্যই

সখি জন্মেছি আমি।



তোমার জন্যই

বাগানের ফুলেরা গন্ধ ছড়ায়

তোমার জন্যই

মেঘেরা আকাশে ভেসে বেড়ায়;

তোমার জন্যই

পাখিরা গান গায়

তোমার জন্যই

বুকের ভেতর ভালবাসার পৃথিবী গড়েছি।



তোমার বিরহে

আকাশ ছেয়ে যায় কালো মেঘে

আর তোমার অশ্রুকে আড়াল করতেই

নামে বৃষ্টি.. .. ..;

তোমার জন্যই

আছড়ে পড়ে সাগরের ঢেউ

তোমার মত এমন আপন

আমার যে নেই আর কেউ।





রচনাকাল

র্মাচ,২০১২

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:
কবিতা এবং ছবি দুটাই ভালো লেগেছে

০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৩

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: ভাল লাগার কথা জানানোর জন্য অনেক ধন্যবাদ।
শুভ কামনা রইল।ভাল থাকুন।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১০

আসাদুজ্জামান আসাদ বলেছেন: ভাল লাগার সাথে ভাল থাকুন।

০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৪

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: আপনি ও ভাল থাকবেন। শুভ কামনা থাকলো।

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪১

অদৃশ্য বলেছেন:



ভালো লেগেছে আপনার এই লিখাটি....


শুভকামনা রইলো...

০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: জানানোর জন্য অনেক ধন্যবাদ। ভাল থাকবেন প্রিয় ব্লগার।

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০

ক্ষুধিত পাষাণ বলেছেন: ওবায়দুর ভাই, প্রকৃতির সবই আপনার পেয়সীর জন্য হলে আমরা কি পাবো? =p~ =p~ =p~ =p~

ভাল লিখেছেন। প্লাস।

০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: কবিরা মারান্তক স্বার্থপর হয় বলে শুনেছি। এই অকবিতাটি এক নিঃশ্বাষে লিখে ফেলার পর মনে হল, খাইছে আমিও কবি হয়ে গেছি।
আর বেশ কয়েকদিন পর মনে হল।
এভাবে সব কিছু একজনরে দিয়ে ভারি ভুল করে ফেলেছি!
হাঃ হাঃ...
ভাল থাকবেন ভাই।শুভ কামনা থাকলো।

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০২

এম হুসাইন বলেছেন: তোমার বিরহে
আকাশ ছেয়ে যায় কালো মেঘে
আর তোমার অশ্রুকে আড়াল করতেই
নামে বৃষ্টি.. .. ..;
তোমার জন্যই
আছড়ে পড়ে সাগরের ঢেউ
তোমার মত এমন আপন
আমার যে নেই আর কেউ।

৩য় ভালোলাগা ভাই!
শুভকামনা!

০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: পড়ার আর পিলাচের জন্য অনেক শুভেচ্ছা। ব্লগে কবিতা পোষ্ট করতে ভয় পাই । পাঠক না পড়লে মনে হয় কিছুই হলনা বুঝি!
ভাল থাকবেন।

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৬

ফারাহ দিবা জামান বলেছেন: সুন্দর প্রেমের কবিতা।
ভালো লিখেছেন।
ধন্যবাদ।

০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৫

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: কবিতা টি পড়ার জন্য অনেক শুভেচ্ছা রইল। ভাল থাকবেন।

৭| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৬

নীলঞ্জন বলেছেন: ভালোলাগা রইল।++

শুভ কামনা।

০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৭

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: কবিতাটি পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন।

৮| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩০

বর্ণচোরা বলেছেন: সুন্দর

১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৪

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.