নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোঁজে আছি।

নিরীক্ষক৩২৭

আমরা সবাই পাপী, আপন বাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি

নিরীক্ষক৩২৭ › বিস্তারিত পোস্টঃ

শ্রোডিঞ্জারের বিলাই

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৯


মনে করেন , একটা বক্সে এক বোতল বিষাক্ত গ্যাস আছে। বোতলের মুখে এমন একরকমের ক্যাপ বসানো যেটা নির্দিষ্ট সময় পর ফেটে গিয়ে বক্সে বিষাক্ত গ্যাস ছড়িয়ে দেওয়ার সম্ভাবনা ৫০%-৫০%। বক্সের ভিতরে একটি বিড়াল রেখে বক্সের মুখ বন্ধ করে দেন। কিছুক্ষণ সময় পর বক্সটি খুললে আপনি দেখবেন হয় বিড়ালটি মারা গেছে অথবা জীবিত আছে। কিন্তু বক্স না খুলে আপনি কোনভাবেই জানতে পারবেননা যে বিড়ালটি বেচে আছে না মরে গেছে।

এভাবে যদি অনেকবার পরীক্ষাটি করেন তাহলে দেখবেন ৫০% সময় বিড়ালটি জীবিত বাকি ৫০% সময় তা মৃত। কিন্তু না দেখে কোনভাবেই নিশ্চিত হওয়া সম্ভব নয় যে বিড়ালটি বেচে আছে না মারা গেছে। ঘটনাটির কোয়ান্টাম মেকানিক্স ব্যাখ্যা হল অবজারভার হিসেবে আপনি ঘটনাটি দেখার আগ পর্যন্ত বিড়ালটি সুপারপজিশনে থাকবে। বিড়ালটি একই সাথে জীবিত এবং মৃত অবস্থায় থাকবে।

অবজারভার হিসেবে আপনার বক্স খুলে দেখা প্রকৃতিতে কোন একটি বেছে নিতে বাধ্য করবে। বক্সটি খোলার পর আপনি প্রকৃতিকে বাধ্য করছেন কোন একটি আউটকাম বেছে নিতে।
আবার বিড়ালের দৃষ্টিকোন থেকে সে দেখবে হয় বোতল থেকে বিষাক্ত গ্যাস বের হচ্ছে অথবা হচ্ছে না , কিন্তু আপনার বক্স খোলা প্রকৃতিকে যেকোনো একটি অপশন বেছে নিতে বাধ্য করবে বলেই আপনি দেখবেন হয় বিড়ালটি মৃত অথবা জীবিত।
অর্থাৎ, বিড়ালের জীবন নির্ভর করছে আপনার দেখার উপর।

এখন কোটি টাকার প্রশ্ন হল আমাদেরকে কে অবজারভ করছে ? যার কারণে আমরা সবসময় একটা আউটকাম-ওয়ালা দুনিয়ায় আটকিয়ে আছি। :D
নাকি, আসলেই multiverse এর অস্তিত্ব আছে যেখানে আমরা পসিবল সব অপশনই ট্রাই করে দেখি। :D

সে যাই হোক, কাহিনী হল আজকে এক ফ্রেন্ড এর জন্মদিন। তার জন্য তাড়াহুড়া করে পোস্টটি লেখা।
আমি তাকে উইশ করেছি কি করি নাই সেটা আপনারা কমেন্টে জিগ্যেস করার আগ পর্যন্ত আমি 'একইসাথে তাকে উইশ করেছি এবং করি নাই'। :D আপনাদের প্রশ্ন এবং আমার উত্তরের পরই প্রকৃতি একটি ঘটে যাওয়া আউটকাম আপনার সামনে উপস্থিত করবে।

'মোটা' দেখ তোর জন্য আধাঘণ্টার নোটিশে পোস্ট লিখছি। :v
HAPPY Birthday ^_^

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৯

ডট কম ০০৯ বলেছেন: গভীর চিন্তার বিষয়।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৬

বর্ণিল হিমু বলেছেন: মাথায় কিছু ঢুকলো না, একটা কাঁচের তৈরি বাক্সে এটা করলে কেমন হয়....!

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৯

নিরীক্ষক৩২৭ বলেছেন: হ্যাঁ,ব্যাপারটা আসলেই একটু গোলমেলে।
কাচের বাক্সের ক্ষেত্রে আপনি শুরু থেকেই পুরা ব্যাপারটা observe করতে পারছেন বলে বিড়ালের নিয়তি তৎক্ষণাৎ জানতে পারছেন ফলে ব্যাপার ধোওয়াশা অংশটুকু অনুভব করতে পারবেন না।আর বিড়াল শুধুমাত্র মেটাফরের জন্য ব্যবহার করা হয়েছে।
আসলে ব্যাপারটি কোয়ান্টাম মেকানিক্সের অণু পরমাণুর জগতে ক্ষুদ্র কণাগুলির জন্য প্রযোজ্যও।

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৯

বিজন রয় বলেছেন: এসব আমার মাথায় ঢোকে না। কবিতা ছাড়া।

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

নিরীক্ষক৩২৭ বলেছেন: আমি গান , কবিতা ব্যাখ্যা করলে আমার বন্ধুরা আমাকে মারতে আসে। হাহাহা।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২০

রিফাত_হাসান বলেছেন: উদাহরণটার মধ্যে ফাঁক আছে। বাক্স খোলা বা না খোলার উপর নির্ভর করছে অবজারভার সত্যটুকু অনুধাবন করতে পারছে কি না মানে বিড়ালটি কি জীবিত নাকি মৃত। কিন্তু বাক্স খোলার উপর বিড়ালটির জীবন নির্ভর করছে না বা প্রকৃতি আপনার বাক্স খোলার ফলে বিড়ালটিকে মেরে ফেলবে নাকি জীবিত রাখবে তা নির্ণয় করছে না। আসলে ঘটনাটি ঘটে গেছে। কিন্তু ঘটে যাওয়া ঘটনা অবজারভার দেখবে কি দেখবে না সেটা নির্ভর করবে স্থানকালের উপর।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৫

নিরীক্ষক৩২৭ বলেছেন: তাহলেতো সুপারপজিশন বাদ পড়ে যায়।
ঘটনা আগে ঘটে গেলে দুইটি আউটকামের কোন একটি ঘটে যাবে মানে বস্তু একই সাথে দুই বা ততোধিক অবস্থায় থাকছে না।

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

বিজন রয় বলেছেন: এই জন্য জাটল সব অংক নিয়ে অাছেন।

ভাল তাই চালিয়ে যান।

৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৫৯

রিফাত_হাসান বলেছেন: বস্তু সুপারপজিশন এ থাকতে পারে। কোন অবজারভার যদি বস্তুটিকে অবজারভ করে তাহলে বস্তুটি যেকোন একটা পজিশনে চলে আসবে। এরমানে হল অবজারভারের উপর নির্ভর করছে বস্তুটির অবস্থা কি হবে তা। তখন আর বস্তুটি সুপারপজিশনে থাকবেনা।

আমি বলেছি বিড়ালের উদাহরণটা ঠিক হয়নি। মানে অনেকে এই উদাহরণের ফলে বস্তুর সুপারপজিশন ব্যাপারটা বুঝতে পারবেনা। আমার মনে হয় সুপারপজিশনে বস্তুর আসলে অস্তিত্ব থাকেনা। যখনই কোন অবজারভার বস্তুটিকে অবজারভ করে তাহলেই বস্তুটি একটি অস্তিত্ব পায় এবং বাস্তবে অবস্থান করে।

আমার পদার্থবিজ্ঞানের জ্ঞান সীমিত। এটা খুব সম্ভবত কোয়ান্টাম মেকানিক্স এর ব্যাপার স্যাপার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.