![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভাল না কিন্তু মাঝে মাঝে ভাল ।আমি শিখতে চাই,আমি জানতে চাই,আমি সবার থেকে আলাদা হতে চাই,আমি সৃজনশীল হতে চাই,আমি মানুষ হতে চাই
বাংলাদেশ একটি হরতাল মাত্তিক দেশ । এই দেশে কয়েকটি ঋতু আছে আওমালীগ, বি এন পি, জামাত ইসলামী, জাতীয় পাটি, বাম ও ডান । সব সময় ঋতুতে হরতাল হয় । কোন ঋতুই কম নয়। হরতাল ফলে অনেক উপকার হয় গাড়ি ভাঙ্গা হয়, আগুন ধরা হয়, মানুষ মারা হয় আরো কত কি!
আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি সব ঋতুতে যেন আরো হরতাল বেশি হয়
তাহলে দেশ অনেক উন্নতি করবে
০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:০২
অচেনাছায়া বলেছেন: নায়ক সাহেব আপনাকে ৭ দিন এর জন্য সরকার বানালে কেমন হবে।
কি করবেন হোক দেখবেন এক দিন সব ঠিক হবে
২| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৪
আদম_ বলেছেন: আরেকটু বড় করে লিখতেন। ভালোই তো হচ্ছিলো।
০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৯
অচেনাছায়া বলেছেন: ভাই মাথা গরম,
ধন্যবাদ
চেষ্টা করতে ছি আরো ভাল লেখার জন্য ।
ভাল থাকবেন
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:১৫
নায়করাজ বলেছেন: পৃথিবীর কোন দেশেই এত হরতাল হয় না।