নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি সভ্য পৃথিবীর, যেখানে মানুষের মাঝে সত্যিই শুধু মানুষ পাবো, যেখানে মানুষের বেশে কোন অমানুষ থাকবে না ।

অচেনা হৃদি

অচেনা হৃদির ডিজিটাল ডায়েরিতে আপনাকে স্বাগতম!

অচেনা হৃদি › বিস্তারিত পোস্টঃ

পজ এন্ড রেস্ট!

১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫০



আমি একটা ঝোঁকপ্রবণ আদমি। একেক সময় একেক ঝোঁক ওঠে মাথায়। সেই ঝোঁক যদি ভালো কিছু নিয়ে হয় তাহলে পুর্ন উদ্যম নিয়ে সেই ঝোঁকের দিকেই ঝুঁকে পড়ি। কিছুদিন পর আস্তে ধীরে ঝোঁক কমতে থাকে। একসময় সেই নির্দিষ্ট জিনিসের ঝোঁক আর থাকেই না। তখন শুরু করি অন্য কিছু।

অনেকটা এভাবেই আমার মাথায় একদা ব্লগার হবার ঝোঁক চেপে বসে। সামুতে নিজের ব্লগ খোলার চেষ্টা করি। কোন একটা ভুলের কারণে আমার ব্লগ খুলছিল না। কিন্তু মাথায় তো ঝোঁক বাবাজী চেপে আছেন। তাই চেষ্টা করতেই থাকি, এবং অবশেষে ব্লগ খোলা হয়ে যায়। আমি হয়ে গেলাম ব্লগার।

আমি যে জিনিস নিয়ে উঠে পড়ে লেগে যাই সে বিষয়ে সফলতার সম্ভাবনা ৯৯%! ব্লগে ভালো লিখার ক্ষেত্রে আমি কতটুকু সফল হয়েছি তা বলতে পারছি না। দুঃখজনক ব্যপার হল আমার ব্লগিং এর ঝোঁক হঠাত করে নেমে গেছে। এর আগে কোন ব্যপারে এতো দ্রুত ঝোঁক যায়নি। সামুর ক্ষেত্রে আমার ঝোঁকটা নতুন রেকর্ড করলো।
গত কয়েকদিন আমি ব্লগে ঢুকব বলে ল্যাপটপে বসি। তারপর ইউটিউব ওপেন করি, সেটা শেষ হলে উইকিপিডিয়া পড়তে থাকি। আবার মুভি দেখতে থাকি, কিন্তু ব্লগে ঢোকা হল না। সামু থেকে কি আমার ইন্টারেস্ট হারিয়ে গেছে?

মনে হয় কিছুদিন বেশি ব্লগিং করে ফেলেছি। তাই মনটা রেস্ট নিতে চাচ্ছে! ;) =p~

মন্তব্য ৬০ টি রেটিং +২/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১০

আকিব হাসান জাভেদ বলেছেন: বিশ্রাম নিন। সতত হে লেখক। তবে অবসর নিবেন না।।মনের বিশ্রামের উপর জুর দেওয়া ভালো না।।

১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৯

অচেনা হৃদি বলেছেন: অবসর নেব না হে কবি! লিখবো তো অবশ্যই, হয়তো ডিজিটাল ডায়েরিতে না লিখে এনালগে লিখা শুরু করবো। বিশ্রাম নিলে সামু হতে বিশ্রাম/অবসর নেবো, লেখালেখি হতে নয়! ;)

২| ১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৪

কাওসার চৌধুরী বলেছেন:
休憩は悪い考えではありません; 体と心を新鮮で健康的にする. しかし、あなたが好きなものは何でも興味を失ったら、それはまったくうまくいかない. 原因を見つけて直ちに修正してください。私たちはあなたを失いたくはありません. あなたはこのブログの新感覚です。

お姉さま.すべての奇妙なことを後にして楽しみにして; 私はあなたを永遠にサポートします。(ありがとうございました)

১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৮

অচেনা হৃদি বলেছেন: ঘটনা তো মোটেই সুবিধার মনে হচ্ছে না, জাপান যাওয়ার জন্য ভাইয়া মনে হয় জাপানি ভাষা শিখছেন?
আপনি কি আমাকে নুরুন নাহার লিলিয়ান আপু মনে করেছেন নাকি? ;)
জাপানি আঁকাবুকা দেখে মাথায় তালগোল পাকিয়ে যাচ্ছে! :(

এখানে কেউ ইংরেজি লিখলেও আমার মেজাজ গরম হয়ে যায়, তার উপরে জাপানি! =p~

ভালো থাকবেন।

৩| ১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৫

বাকপ্রবাস বলেছেন: ঝোঁকের নায় তালগোল কোন দিকে যে ঝুঁকে
কেউ জানেনা কেউ বুঝেনা কারবা সাধ্য রুখে
তায় ঝুকে যায়
তায় রুখা দায়
ঝোঁক তবে ঝুকে থেকে থাকুন নাহয় সুখে।

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১১

অচেনা হৃদি বলেছেন: জি...
:(
ইয়ে, আমি আসলে ছড়া কবিতাতে তেমন এক্সপার্ট নই।
আপনার মনের কথা বুঝেছি, তবে কিভাবে কি বলা উচিৎ তা বুঝিনি!

৪| ১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২২

পরছায়ার প্রতিধ্বনি বলেছেন: ঝোঁকা থেকে যদি দারুন কিছু হয় তবে দোষ কি?

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১২

অচেনা হৃদি বলেছেন: তাই তো! একদম খাঁটি কিছু বলেছেন আপনি, ধন্যবাদ!

৫| ১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪১

কাওসার চৌধুরী বলেছেন:



জাপানিরা খুব ধীরস্থির; এরা সহজে মাথা গরম করে না; একটানা ২০ ঘন্টা কাজ করলেও হয়রান হয় না; এরা কাজকে ভালবেসেছে বলেই আজ সফল৷ এজন্য আমার প্রিয় আপুটাকে জাপানি তাবিজ দিয়ে ঝাড়ফুঁক দিলাম, যাতে ঠান্ডা মাথায় ব্লগিং করতে পারে, কোন নজর বা ভুতের আসর না হয়৷

একটু কষ্ট করে ট্রেনস্লেট করলেই তো হয়ে যায়; ভাইয়ুকে আবার কমেন্ট করতে হতো না; হে পরওয়ার দিগার আমার রূপবতী, গুনবতী আপুটার উপরে থেকে বালামুসিবত সব দূর করে দাও; জিনের আসর থেকে মুক্তি দাও৷

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

অচেনা হৃদি বলেছেন: আমি জিন টিন এসব বিশ্বাস করি না। যদি জিন থেকে থাকে তাহলে আমার উপর আছর করুক, নো প্রবলেম। আমি তো একটা সুপার পাওয়ার খুঁজছি!

একটু কষ্ট করে ট্রেনস্লেট করলেই তো হয়ে যায়; জি না, হয়ে যায় না! লিঙ্গুইস্টিকের প্রফেসর হবার মত টাইম হাতে নাই! ;) এটা যদি ভালো কিছু হয় নিজেই ট্রান্সলেট করে দেবেন, যদি আমার ভালো চান! ;)

জাপানিদের কথা বলায় আবার ইয়ে লাগলো, আপনার তো জানার কথা, আমি জাপানিদের একদম পছন্দ করি না। =p~

৬| ১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৫

চাঁদগাজী বলেছেন:

চন্চল-মন; আপনি অনেককিছু করার চেষ্টা করছেন, পাশাপাশি?

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

অচেনা হৃদি বলেছেন: আরে নাহ, আমি শুধু পড়ালেখাটাই একটু সিরিয়াস হয়ে করি। অনেককিছু করার সময়ই তো নেই!

৭| ১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৭

আখেনাটেন বলেছেন: এটা টিপিক্যাল টিনেজ ছটফটানি। থাকাটাই ভালো। আমরাও এরকম অবস্থা পার করেছি পিচ্চি হৃদি। সকালে একটা জিনিস হীরার চেয়ে খাঁটি মনে হয়, বিকেলে সেই জিনিস কয়লা ভেবে নির্দিধায় ডাস্টবিনে নিক্ষেপ। হা হা হা।

এই লেখার দ্বারা তুমি প্রমাণ করলে তুমি এখনও খাঁটি পিচ্চিই আছ। হা হা হা.. বেশ.ভালো লক্ষণ। অথচ আমি মনে করেছিলাম বড় হয়ে গেছ মানে বেশি পেকে গেছ |-) =p~ =p~

পিচ্চি হৃদির জন্য শুভকামনা। যেখানেই থাক, ভালো থেকো, আনন্দে থেকো।

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

অচেনা হৃদি বলেছেন: :(
আমি এতদিন লিখে টিকে একটু 'বড়' ইমেজ লাভ করেছিলাম, এই ফাউল পোস্ট দিয়ে আবারো পিচ্চি খেতাব পেয়ে যাচ্ছি!
নাআআআআআ.... :((

পিচ্চি হৃদির জন্য শুভকামনা। যেখানেই থাক, ভালো থেকো, আনন্দে থেকো।
এমন নির্মল, অকৃত্রিম শুভকামনার জবাবে কি বলতে হয় জানা নেই। শুধু দোয়া করবো এই শুভকামনা যেন সত্যি হয়।

৮| ১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দোষ গুণ যাই বলুন এটা বয়সের ধর্ম।
তুমি পিচ্ছই থাকো, ব্ড় হবার দরকার নাই,
বড় হবার অনেক জ্বালা !!

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

অচেনা হৃদি বলেছেন: বড় হবার অনেক জ্বালা !!
যাদের বিয়ে হয়না তাঁরা বিয়ের জন্য কত চেষ্টা তদবির করে, যাদের বিয়ে হয়ে গেছে তাঁরা বলেন, 'বিয়ে হয় নাই ভালো, বিবাহিতের অনেক প্যারা!'
আমি কোনটা বিশ্বাস করবো? :(

দোষ গুণ যাই বলুন এটা বয়সের ধর্ম। একদম ঠিক। আমি কি ইচ্ছে করে এসব করি নাকি? =p~

৯| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: গর্ত থেকে বের হল কে? কুনোব্যাঙ????


এত লাইক কমেন্ট পাও তাতেও এই হাল??
ওসব না পেলে তো ব্লগ ছাড়তে কোন কাল!!!!!B:-)


এই জন্যই বলি, শামা ইজ অন পিচ। সেই ২০০৮থেকে.... ;)

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

অচেনা হৃদি বলেছেন: শামা ইজ অন পিচ।
শামা ইজ ওয়ান পিস, এটাও বলা উচিৎ। সবাই কি সবকিছু পারে? :(

এত লাইক কমেন্ট পাও তাতেও এই হাল??
ওসব না পেলে তো ব্লগ ছাড়তে কোন কাল!!

আবারো আমাকে ফেসবুকের কথা বলতে হচ্ছে, মন্ডল সাহেব। আমি ফেসবুকে লাইক কমেন্ট কি পরিমাণে পেতাম তা যদি একবার দেখাতে পারতাম তাহলে বুঝতেন, আমি লাইক কমেন্টের গুনি না! ;) সব লাইক কমেন্টের বস্তা রেখে ফেসবুককে কিক আউট করে এসেছি। আমি কি লাইক কমেন্ট খাবো? নাকি শ্যাম্পুতে মিশিয়ে মাথায় দেবো? কি করবো লাইক কমেন্ট? ;)

১০| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পোস্ট পড়ে হাসি খিল খিল
ইসকুরুটা কি আবার হল ঢিল?
দাওয়াই মোর একটাই
মারতে হবে কিল! :P



পুনশ্চঃ
প্রতিউত্তরে ঢোঁড়া সাপের মন ফোঁস ফোঁস করো না....:P

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

অচেনা হৃদি বলেছেন: Kill মারতে চান?
আর ইউ কিলার?
নো নো...
হে মন্ডল, আমি তোমার চোখ দেখেছি, সেই চোখ কোন কিলারের হতে পারে না! আমি জানি তুমি আমাকে কিল্ করে দিতে পারবে না। ;)

প্রতিউত্তরে ঢোঁড়া সাপের মন ফোঁস ফোঁস করো না... ঢোঁড়া সাপ নাকি কালনাগিনী সময় মত বুঝবেন। =p~

১১| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০১

বিজন রয় বলেছেন: আপনি যা ইচ্ছা তাই করতে পারেন না।
জীবনের সব কিছু সহজ নয়।

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

অচেনা হৃদি বলেছেন: আপনি যা ইচ্ছা তাই করতে পারেন না। একদম ঠিক, আমার তো ইচ্ছে করে পাখির মত উড়তে, তা কি আমি পারি? পারি না। ;)

১২| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

লায়নহার্ট বলেছেন: {শুধু ব্লগের ইমেল আর পাসওয়ার্ড মনে রাখবেন}

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

অচেনা হৃদি বলেছেন: আচ্ছা, একদম সোজা, আমার ইমেইল [email protected]; এবং password: 432hun420
কখনো যদি আমি ভুলে যাই মনে করিয়ে দেবেন প্লিজ। আমি জানি আমার পাসওয়ার্ড আমি ভুলে গেলেও আপনি ভুলবেন না। ধন্যবাদ।

১৩| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

কাওসার চৌধুরী বলেছেন:



休息并不是一个坏主意;它会使身体和头脑保持新鲜和健康,但如果你对自己喜欢的任何东西失去兴趣,它根本就无法运作,请找到原因并立即修复。我们不想失去你,你对这个博客有了新的认识。
我期待着留下所有奇怪的东西;我会永远支持你。 (非常感谢你)

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

অচেনা হৃদি বলেছেন: হাইং চে কিউন!
:(
এরি তুন বিং কু কু চিউলান! :(( :(( :((

মিউচেন শিনজো আবেই কেই বাইকোনুর। হ্লাং সিং জিন পিং কুও মিন তাং, মাতাহারি হিরুদা অনুদো কুল চান বুক্কাং!

হিং মিউ মিউ চিউ জিউ সু কুলু পাকাং, সামুরাই মদরিচ কিলিং কাপ্পা

চোঁ........

এঞ্জি বি তিকিম! (নাও ট্রান্সলেট ইট)

=p~ =p~ =p~

১৪| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ফেসবুকে যে কী আকাম করেছো?
নাকি ছ্যাঁকা খেয়ে ব্যাঁকা হয়ে ব্লগে এসেছো?:P
নাকি মাম্মি ড্যাডি ধরে ছ্যঁচা দিয়েছে?
সত্যি করে বলো দেখি হে??
স্ক্রু তোমার ঢিল করেছে কে??:P


কত কোবরা, নাগিনী দেখলুম। আমাকে ঘোল খাওয়াবে পুচকে হিরিদি???:D আমি কি তোমার গিনিপিগ ফেসবুক ফলোয়ার??



পুনশ্চঃ
যতোই করো দর্প
তুমি ঢোড়া সর্প।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৫

অচেনা হৃদি বলেছেন: শুনেন, জাপানি ভাষায় একটা প্রবাদ আছে,
এন খ্যাং তাম নাও বাও! মানে হল, প্রত্যেক গোখরাকে ছোট থাকতে ঢোঁড়া সাপ মনে হয়!
সাবধান। বিড়াল ভেবে চিতার ছানার লেজে পা দেবেন না। ;)

আমি কি তোমার গিনিপিগ ফেসবুক ফলোয়ার? আপনার দেখছি ফেসবুক নিয়ে কোন আইডিয়া নাই। আমার ফলয়াররা গিনিপিগ হতে যাবে কেন? সেখানে যারা আমার ফলোয়ার ছিল তাদের বেশির ভাগ ছিল ছাগল। এছাড়া কুকুর, শুকর, হায়েনা, বানর, শিম্পাঞ্জীসহ বড় বড় জানোয়ারেরা আমার ফলোয়ার ছিল। একারনেই তো ভয় পেয়ে ফেসবুক থেকে পালিয়ে এসেছি। ;) বোঝেনই তো, জানোয়ারদের মাঝে মানুষের বসবাস করা উচিৎ নয়।

১৫| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০২

কথাকথিকেথিকথন বলেছেন:





হ্যা, মাঝে মাঝে রেস্ট নিতে হয়, এতে নিঃশ্বাস জোরালো হয়! নতুন উদ্যমে লেখালেখি করা যায়। আবার বেশি রেস্ট নিতে যাবেন না, পরিশেষে খেই হারিয়ে ফেলতে পারেন!

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৬

অচেনা হৃদি বলেছেন: হিহিহি.....
ঠিক আছে ভাইয়া।
আপনার পরামর্শ মনে রাখলাম।

১৬| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হুম! ব্লগিং এর প্রতি ঝোঁকটা এত তাড়াতাড়ি কমে যাওয়ার কারণ নিশ্চয়ই আছে। কারণটা আপনি নিজে খুঁজে বের করুন। আমার মনে হয় পেয়ে যাবেন। তারপর তার প্রতিকারের জন্য কী ব্যবস্থা নেয়া যায় তা চিন্তা করুন।

আমার মনে হয় মন্ডল ভাই এ ব্যাপারে কিছু ইশারা দিয়েছেন। আপনি নতুন হলেও প্রথম সারির ব্লগারদের কাতারে চলে এসেছেন। আপনার সামনে চ্যালেঞ্জিং কোন অ্যাসাইনমেন্ট নেই। আপনার প্রতিটি পোস্ট লাইক-কমেন্টে ভরা থাকছে এবং আলোচিত ও নির্বাচিত পাতায়ও চলে যাচ্ছে। তাই আপনার কাছে ব্লগটা একঘেয়ে লাগতে শুরু করেছে। যদি স্ট্রাগল করে এতদূর আসতেন তাহলে হয়ত এত তাড়াতাড়ি একঘেয়ে লাগত না।

ঝোঁক কমে যাওয়ার আরও একটা কারণ বের করা যেতে পারে, কিন্তু সেটা কতটুকু সত্যি হবে বলতে পারছি না। তাই ওটা আপাতত থাক।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২১

অচেনা হৃদি বলেছেন: ঝোঁক কমে যাওয়ার আরও একটা কারণ বের করা যেতে পারে, কিন্তু সেটা কতটুকু সত্যি হবে বলতে পারছি না। তাই ওটা আপাতত থাক।
জনাব সম্রাট ভাইয়া, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, পুরুষ মানুষের দৌড় মেয়েদের এফেয়ার পর্যন্ত। আপনি কি দৌড়টা দিয়েই ফেলেছেন? থামেন ভাইয়া, এধরনের কিছু ঘটেনি। ;)
আর যদি তা না হয়, তবে অত সংকোচের কি আছে? কি বলতে চেয়েছেন বলেই ফেলুন না!

আচ্ছা, ব্লগে প্রথম সারিতে যেতে স্ট্রাগল করতে হয়? আলোচিত নির্বাচিত হতে খুব চেষ্টা করতে হয়? অবাক লাগছে। এতো স্ট্রাগলের কি আছে? ভালো লিখলেই তো আলোচিত নির্বাচিত হওয়া যায়! যারা আলোচিত নির্বাচিত হচ্ছেন তাঁরা তো সবসময়ই আলোচিত হচ্ছেন। এখানে হার্ডওয়ার্কের কোন ব্যপার আছে? বুঝতে পারছি না, মনে হয় ব্লগে আরও কিছুদিন থাকলে এই রহস্যের কুলকিনারা ধরতে পারবো।

আমার আসলে ঝোঁক কমার মূল কারণ বলে ফেলেছি, আমি কিছুটা ঝোঁকপ্রবণ! তবে ব্লগের ব্যপারে এতো দ্রুত ঝোঁকে ভাতা পড়বে ভাবিনি।

ধন্যবাদ ভাইয়া। :)

১৭| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৮

সুমন কর বলেছেন: ব্লগেই থাকুন.......একটু বিশ্রাম নিতে পারেন !!

আর আপনার সম্ভাবনা'র হার ৯৯ %, তাই লেগে থাকুন।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৪

অচেনা হৃদি বলেছেন: :)
ধন্যবাদ সুমন ভাইয়া!

১৮| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪৪

লায়নহার্ট বলেছেন: {432 Hz কে natural frequency of the universe বলা হয়, আপনার আইকিউ কত?}

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৬

অচেনা হৃদি বলেছেন: খুব সামান্য, এই মনে করুন ০ এর চেয়ে একটু বেশি! হিহিহি...

১৯| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫০

টোনাল্ড ড্রাম্প বলেছেন: 休息并不是一个坏主意;它会使身体和头脑保持新鲜和健康,但如果你对自己喜欢的任何东西失去兴趣,它根本就无法运作,请找到原因并立即修复。我们不想失去你,你对这个博客有了新的认识。 我期待着留下所有奇怪的东西;我会永远支持你。 (非常感谢你)

বাকি একটি খারাপ ধারণা নয়; এটা শরীর ও মন তাজা এবং সুস্থ থাকার করতে হবে, কিন্তু আপনি যদি সুদ যাই হোক না কেন তারা পছন্দ হারান, এটা শুধু কাজ না করতে পারেন কারণ এটি এবং অবিলম্বে সমাধান করুন। আমরা আপনাকে হারাতে চাই না, আপনি এই ব্লগে একটি নতুন বোঝার আছে। আমি সব অদ্ভুত জিনিস ছেড়ে প্রত্যাশা করছি; আমি সবসময় আপনাকে সমর্থন করবে। (অনেক ধন্যবাদ)

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪০

অচেনা হৃদি বলেছেন: এইটা ট্রান্সলেশন? মাই গড, কিছুই বুঝিনি, মনে হয় এর চেয়ে জাপানি ভাষাটাই ভালো ছিল! ;)

আমার ব্লগে আপনাকে স্বাগতম।

২০| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৩

সাগর শরীফ বলেছেন: আমিই ভাল আছি। জিরিয়ে জিরিয়ে উঠছি। এখনো আমাকে তেমন কেউ চেনে না। আস্তে আস্তে একসময় যেন শিখরে যেতে পারি। সেই দোয়াই রাখিয়েন।

১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৬

অচেনা হৃদি বলেছেন: ইয়েস, বুড়ো মানুষেরা যা করে আস্তে ধীরে করে। এনার্জি শুকিয়ে যায় তো তাই। আমরা তো একদম ইয়াং, তাই যা করার এক লাফেই করে ফেলি।

দোয়া রইল, জিরিয়ে জিরিয়ে উঠতে গিয়ে যেন পা ফসকে নিচে না পড়েন। তাহলে তো আর ওঠাই হবে না। ;)

২১| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১:৫৬

কাওসার চৌধুরী বলেছেন:



হাইং চে কিউন! :(
এরি তুন বিং কু কু চিউলান! :(( :(( :((
মিউচেন শিনজো আবেই কেই বাইকোনুর। হ্লাং সিং জিন পিং কুও মিন তাং, মাতাহারি হিরুদা অনুদো কুল চান বুক্কাং! হিং মিউ মিউ চিউ জিউ সু কুলু পাকাং, সামুরাই মদরিচ কিলিং কাপ্পা

চোঁ........ এঞ্জি বি তিকিম! (নাও ট্রান্সলেট ইট) =p~ =p~ =p~

ম্যাডাং আন্নে ইয়া কিয়া কন!! মোর লাগি ইয়া টেরেনছলেট কইরতে পাঁছ সেকেন্ড লাইগবো৷ তো দিলাম একখান উত্তর৷লন এখন বুইজা লন.......!!!

แบ่งไม่ได้เป็นความคิดที่ไม่ดี; มันทำให้ร่างกายและจิตใจสดและมีสุขภาพดี แต่ถ้าคุณสูญเสียความสนใจในสิ่งที่คุณต้องการก็จะไม่ทำงานเลยโปรดหาสาเหตุและแก้ไขได้ทันที เราไม่ต้องการสูญเสียคุณคุณเป็นความรู้สึกใหม่ของบล็อกนี้
ฉันรอคอยที่จะทิ้งทุกสิ่งที่แปลก; ฉันจะสนับสนุนคุณตลอดไป (ขอบคุณมาก)

১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৫

অচেনা হৃদি বলেছেন: ওহ নো, আগেরটা ছিল জাপানি, এবারের মন্তব্যের ভাষা তো মনে হয় থাই!

এনিওয়ে, আপনি খুব সুন্দর একটা মন্তব্য লিখেছেন। এটার অনুবাদ লিখে দিলাম। আমি থাই ভাষার ব্যপারে দুর্বল, তাই একটু এদিক সেদিক হতে পারে।

แบ่งไม่ได้เป็นความคิดที่ไม่ดี;
আমি তখন লন্ডনে পড়াশোনার জন্য গিয়েছিলাম;

มันทำให้ร่างกายและจิตใจสดและมีสุขภาพดี แต่ถ้าคุณสูญเสียความสนใจในสิ่งที่คุณต้องการก็จะไม่ทำงานเลยโปรดหาสาเหตุและแก้ไขได้ทันที เราไม่ต้องการสูญเสียคุณคุณเป็นความรู้สึกใหม่ของบล็อกนี้
এক ছুটির দিনে গিয়েছিলাম ট্রাফালগার স্কোয়ারে হাঁটতে
সেখানে হঠাত এক সাদা ইংরেজ মেয়েকে দেখে আমি থমকে দাঁড়িয়েছিলাম, ইংরেজ মেয়ে হলেও তার চেহারাতে থাই প্রিমিয়ার ইংলাক সিনাওয়াত্রাকে দেখতে পাই, আমি সব ভুলে হতবাক চোখে তার টসটসে মুখপানে চেয়ে থাকি,

ฉันรอคอยที่จะทิ้งทุกสิ่งที่แปลก;
হঠাত লন্ডনের লাল দোতলা বাসের হর্নের শব্দে আমি সম্বিৎ ফিরে পাই;
ฉันจะสนับสนุนคุณตลอดไป (ขอบคุณมาก)
ফুলের পাপড়ির মত ঐ দুচোখের পাতা কখনো ভুলবো না (আমি তাঁকে ভালোবাসি)

হিহিহি....
ভাবছিলেন থাই ভাষার মন্তব্য আমি বুঝতেই পারবো না। দেখেন কেমন ভাষান্তর করে ফেললাম। এবার আপনি বাংলা ছাড়া অন্য কোন ভাষায় মন্তব্য করলেই আমি এভাবে অনুবাদ করে দেবো। ;)

২২| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:০৮

রাজীব নুর বলেছেন: প্রমান করুন যে,
আপনি গনিতে
খুব এক্সপার্ট,,,
3+3÷3×2= ???

১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩০

অচেনা হৃদি বলেছেন: আরে নাহ, আমি এক্সপার্ট না। প্রমাণ করার প্রশ্নই আসে না!

এখানে যে অঙ্ক লিখেছেন তার উত্তর ফাইভ হওয়া উচিৎ। আর না হলে আমি এসব অংক টংক বাদ দিলাম। =p~

২৩| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৭

আহমেদ জী এস বলেছেন: অচেনা হৃদি ,




মানুষের মন(হৃদয়)টা , মানুষের নিজের কাছেই অচেনা !
আপনার ঝোঁকটা কমে যাওয়া কিম্বা বেড়ে যাওয়াও এই নিজেকে অচেনা লাগারই আল্টিমেট রেজাল্ট । আখেনাটেন এর মতোই বলতে হয় - এটা টিপিক্যাল টিনেজ ছটফটানি।
রোজ রোজ তিন বেলা পোলাও-কোরমা খেতে কারই বা ভালো লাগে ? সেখানে একটু "পজ ও রেষ্ট" তো দিতে এবং নিতেই হয় !
তাই আপনার হৃদয়ের উইন্ডোজ(জানালা) মনে হয় "হ্যাং" (নন রেস্‌পন্ডিং) হয়েছে ! ;) ভয় নেই, সময়কালে রি-ষ্টার্ট হয়ে যাবে ।


১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৯

অচেনা হৃদি বলেছেন: জনাব আহমেদ জী এস ভাইয়া



আমার হৃদয়ের জানালা হ্যাং হয়নি। এই জানালা দিয়ে খুব বেশি শীতল বাতাস আসছে। তাই তো আমি জানালাটা বন্ধ রাখতে চাচ্ছি। সময়কালে আমি নিজেই আবার তা খুলে দেবো। অন্যরা যখন টিপিক্যাল টিনেজ ছটফটানি শুরু করে তা দেখে আমার নিজের কাছেই বিরক্ত লাগে, কিন্তু আমি নিজেই যে ছটফটানি তাড়াতে এখনো পারিনি তা ভেবে দেখলাম না।

২৪| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৭

ভুয়া মফিজ বলেছেন: হুজুগে বাঙ্গালী বলে একটা কথা আছে। আমাদের সবার মধ্যেই কম-বেশী এটা আছে। আপনার মধ্যে একটু বেশী পরিমানেই আছে। :P
এখন কিছুদিন পড়াশুনা করেন, কম লিখবেন। পড়াশুনা করে গুরুত্বপূর্ণ বিষয়ে পোষ্ট দেন। দেখবেন অাবার আগ্রহ হবে। লস এন্জেলেস নিয়ে লেখাটার কি হলো? ওটা নিয়ে পড়াশুনা করে লিখুন।

১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৪

অচেনা হৃদি বলেছেন: ওহ ইয়েসসস!
লস এঞ্জেলস এর ভ্রমণ কাহিনী!
দুঃখের ব্যপার হল আমার মনের ভেতর কেন যেন আগের মত লস এঞ্জেলস এর প্রতি আগ্রহ নেই। এখন আমার মনটা দখল করেছে ‘কানাডা’ । :(

এনিওয়ে, আমি ঐ লেখাটা নিয়ে ভেবেছি। কিন্তু প্রবলেম হল সেটা তো অনেক বড় লেখা হয়ে যাবে। আমার কাছে ছোট আকারে লিখতে ভালো লাগে! লেখা ছোট করে লিখলে তো ছোট গল্প হয়ে যাবে। কিভাবে লিখব, পারলে আমাকে একটু বুদ্ধি দেন তো ভাইয়া! প্লিজ।

২৫| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০১

পদাতিক চৌধুরি বলেছেন: কী হল?? আমিতো ঠিক বুঝতে পারছিনা, মাত্র কদিনেই এমন কী হল যাতে আমার বোনটির বিশ্রাম নিতে হচ্ছে। তবে যাইহোক সেটা যেন সাময়িক হয়।তবে মনেরও রিফ্রেসমেন্টের দরকার। আশাকরবো সবকিছু সময়মত সমাধা হবে।


শুভকামনা রইল।

১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৮

অচেনা হৃদি বলেছেন: এই যে চৌধুরী, কথা পরে হবে, আগে আমাকে বলেন আপনি মন্তব্য করতে এতো দেরি করলেন কেন? :( আপনারা দেরি করলে আমি এমন রেস্টে যাবো আর আসবোই না।
;)

আশাকরবো সবকিছু সময়মত সমাধা হবে। অবশ্যই ভাইয়া, আপনারা শুভকামনা জানালে আমার আর সমস্যা থাকবে না আশা করি, উপরওয়ালা আপনাদের দোয়া কবুল করে নিক।

২৬| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১৪

ভুয়া মফিজ বলেছেন: বেশী বড় করার দরকার নাই। চাইলে এক পর্ব, বড়জোড় দুই পর্বে লিখতে পারেন।
synopsis টা এইরকম হতে পারেঃ লস এঞ্জেলস নিয়ে স্বপ্ন দেখা এক মেয়ে দেশ থেকে পড়ালেখা করতে এখানের কোন ইউনিতে আসে। অাসার পর স্বপ্ন আর বাস্তবের কি কি তফাৎ সে পেল, লোকজন-ইউনি-কাজের সুযোগ কেমন, ছোটখাট প্রেম-বিরহ, দেশ ছেড়ে একা থাকার অনুভূতি ইত্যাদিকে ফোকাস করে একটা গল্প লিখে ফেলুন।

আর আপনার ইন্টারেস্ট যদি এখন কানাডাতে হয়, তাহলে সেখানের কোন শহর নিয়ে একইভাবে লিখতে পারেন। আলসেমী না করে আজই প্লট সাজিয়ে ধীরে-সুস্থে লেখা শুরু করে দিন। এটাতে ফোকাস করুন, অন্যদিকে মন দিবেন না। শহরটা নিয়ে একটু স্টাডি করেন। দারুন একটা লেখা হবে, আমি নিশ্চিত।

অপেক্ষায় থাকলাম। :)

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৭

অচেনা হৃদি বলেছেন: লেখক বলেছেন: ওরে বাপরে, যেই সিনপ্সিস দিলেন এটা লিখলে তো সিনেমার স্কৃপ্ট হয়ে যাবে মনে হয়! =p~

ভাইয়া, আমি কিন্তু আপনার মত করে গল্প সাজাতে পারবো না। প্রথম কথা হল, আমি লস এঞ্জেলস গেলেও জাস্ট বেড়ানোর জন্য যাবো। শিক্ষার মত মহৎ কাজে আমি আমেরিকা যেতে পারবো না। আবার প্রেম বিরহের ব্যপারে আমি একদম জিরো! কাজেই ছোটখাট প্রেম-বিরহ নিয়ে লিখতে পারবো না।

তারপরেও দেখি, কি করা যায়!

পরামর্শের জন্য অনেক ধন্যবাদ। :)

২৭| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৪

কুঁড়ের_বাদশা বলেছেন: আমার মত অলস হলে দেশ জাতি কি চলবে? ;)

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৯

অচেনা হৃদি বলেছেন: কিভাবে চলবে? এজন্যেই তো বলি, আসুন অলসতা ছেড়ে ভালো কিছু করি। আমরা যদি গর্জে না উঠি দেশখানা তো অলস কুঁড়েতে ভরে যাবে! ;)

২৮| ১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: স্নেনের ছোটোবোন,

রবিবার মানে আমার সত্তরকিমি দূরে গ্রামে যাওয়া। ওখানে আগে থেকে আব্বামায়ের কবরস্থান পাকা করছিলাম। গতকাল তার সঙ্গে ছিল গরু ও খাসির জন্য পেমেন্ট দিতে যওয়া। আমার সঙ্গী ছিল বৃষ্টি। বেশ কয়েকবার অল্পবিস্তর ভিজেছি। আমাদের গ্রামগুলি এখনও ডিজিটাল হয়নি। টুজি অনেক্ষণ ঘোরে। এমনও হয়েছে কমেন্ট লিখেছি, জমা করতে গিয়ে নেট অফ দেখালো। কাজেই ৭০+৭০ কমি পথ অতিক্রম করা মানে আমি তখন বারমুডা ট্রাঙ্গেলের সমান। রাতে ফিরে একটু খেয়েই ঘুম। ওরমধ্যে সারাদিন না থেকে ব্লগিং করতে দেখলে আপনার ভাইপো আর ভাবিজি আমাকে যে ভিটে ছাড়া করবে তা হলফ করে বলতে পারি। আমি দুর্বলমানুষ। কাজেই কাজের জায়গা আমার পক্ষে অনেক নিরাপদ ।

আপনার ভাবির একটি গল্প বলি,
একদিন ওওর কলিগদের সঙ্গে বলেছে, আমার হাদু প্রেমে পড়েছে। সবাইতো হামলে পড়লো তারপর। কেমন দেখতে, কোথায় থাকে, কী করে , এরকম হাবিজাবি অনেক প্রশ্নের পরে ওযখন বললো, না কোনও মেয়ের নয় ব্লগের। তখন সবাই কী হতাশ। যাইহোক সেই ব্লগিং করতে আমার একটু লুকোচুরি করতে হয়। হা হা হা

আচ্ছা যে বলছে আমি বিশ্রাম নেবো। আমরা কী সত্যই তাকে বিশ্রাম দিতে পারি বা বিশ্রামে মত দিয়ে লাইক দিতে পারি। ।

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫১

অচেনা হৃদি বলেছেন: রবিবার মানে আমার সত্তরকিমি দূরে গ্রামে যাওয়া। ওখানে আগে থেকে আব্বামায়ের কবরস্থান পাকা করছিলাম। গতকাল তার সঙ্গে ছিল গরু ও খাসির জন্য পেমেন্ট দিতে যওয়া। আমার সঙ্গী ছিল বৃষ্টি। বেশ কয়েকবার অল্পবিস্তর ভিজেছি। আমাদের গ্রামগুলি এখনও ডিজিটাল হয়নি। টুজি অনেক্ষণ ঘোরে। এমনও হয়েছে কমেন্ট লিখেছি, জমা করতে গিয়ে নেট অফ দেখালো। কাজেই ৭০+৭০ কমি পথ অতিক্রম করা মানে আমি তখন বারমুডা ট্রাঙ্গেলের সমান
খুব আশ্চর্য লাগলো ভাইয়া। আমাদের দেশেও গ্রামে গেলে ঠিক আপনার মত হয়। মনে হচ্ছিল আপনি স্বয়ং আমার অভিজ্ঞতার কথাই বলছেন। পার্থক্য হল, আপনি রবিবারে যান, আমরা যাই শুক্রবারে।

ব্লগের প্রেমেও পড়া যায় তাহলে! হিহিহি... সো কিউট! কিন্তু লুকোচুরি তো আমরা করব, কারণ আমরা এখনো স্বাধীনভাবে নেট সার্ফিং বা ব্রাউজিং করতে পারি না, এসব করতে গেলে নাকি সময়ের অপচয় হয়। একারণে একটু লুকিয়েই সারতে হয় জিনিসটা। কিন্তু আপনার মত একজন 'প্রাপ্তবয়স্ক' লোকও যদি লুকোচুরি করে, তাহলে তো মনে হয় চাঁদগাজী ছাড়া আর কেউই মনের মত ব্লগিং করতে পারছে না। :(

ভাইয়া, এতদিন আমি আপনাকে সনাতন মনে করতাম। কিন্তু আজ মনে হচ্ছে আমার ধারণা ভুল। আপনি মনে হয় আমাদের মত মুসলিম। হিহিহি...

না ভাইয়া, লাইকের কথা তো বলিনি, ফান করে বলছিলাম আমাকে কমেন্ট দিতে এতো দেরি কেন? ওটা কোন ব্যপার না। :)

আন্তরিকায় মুগ্ধ হলাম ভাইয়া। সুখে থাকুন, হ্যাপি ব্লগিং!

২৯| ১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৮

পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে আবার আসা, আসলে আমি যে পরিমন্ডলে বড় হয়েছি সেখানে শিক্ষাটাই পরিচয় বলে জেনেছি। ধর্ম অন্তরের বিষয়, লোক দেখানোর নয়। আছে উভয় সম্প্রদায়ের মধ্যে এরকম লোক প্রচুর আছে। তবে বিজেপির আসার পর পরিবেশটা অনেকটা বদলে গেছে। এখন ধর্মটাই যেন পরিচয় হয়ে দাঁড়িয়েছে।

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১৯

অচেনা হৃদি বলেছেন: আবার আপনাকে মন্তব্যে পেয়ে খুব ভালো লাগলো ভাইয়া।

একদিন ইনশাল্লাহ মৌলবাদীদের সব ক্ষমতার অবসান হবে, যে ধর্মনিরপেক্ষতার কথা বলে ভারত প্রতিষ্ঠিত হয়েছিল সেই ধর্মনিরপেক্ষ ভারত প্রতিষ্ঠিত হবে। ধৈর্য ধরুন ভাইয়া।

৩০| ১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

সনেট কবি বলেছেন: আপনার যোগ্যতায় অভিভুত।

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৯

অচেনা হৃদি বলেছেন: হাহ!
আমার আবার যোগ্যতা।
এই যোগ্যতা দিয়ে এখনো তো কাউকে পটাতে পারলাম না! :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.