![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Click This Link
ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদুবায়
Click This Link
ওহে সুন্দরো মম গৃহে আজি পরমোৎসব রাতি।
Click This Link
আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর
Click This Link
এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে
Click This Link
এতদিন যে বসেছিলেম পথ চেয়ে আর কাল গুণে
দেখা পেলেম ফাল্গুনে
Click This Link
আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে,
আমি তাইতে কি ভয় মানি,
জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাত খানি।
চাওয়ার পাওয়ার পথে পথে দিন কেটেছে কোনোমতে
এখন সময় হলো তোমার কাছে আপনাকে দেই আনি।
জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাত খানি।
আঁধার থাকুক দিকে দিকে আকাশ অন্ধকরা
তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা।
জীবন দোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে
এখন জীবন মরন দুদিক দিয়ে নেবে আমায় টানি।
জানি জানি বন্ধু জানি
তোমার আছে তো হাত খানি।
Click This Link
এ মনিহার আমায় নাহি সাজে
প্রাণ চায় চক্ষু না চায়
Click This Link
রাঙিয়ে দিয়ে যাও যাও যাও গো এবার যাবার আগে
Click This Link
অবশেষে খানাপিনা
পিঠাপুলি ছাড়া কি শীতের হলুদ সন্ধ্যা জমে???
নানারকম সালাদ
পোলাও কোরমা কালিয়া কোপ্তা
মিষ্টান্নদ্রব্য
ফলফুলুরী দিয়েই শেষ হোক ভোজনপর্ব.............
ফাহিম ভাইয়ার বিরক্তি নিবারন করতে এই পোস্টের অবতারনা আর তাকেই উৎসর্গ করা হলো।
আর সবগুলো গান এস রেজোয়ানা আপুনির জন্য নিবেদিত। সাথে আমার প্রিয় ভাইয়া আর আপুনিরা সব্বাই শুনে নিও।
১৪ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২৩
অপ্সরা বলেছেন: তোমার প্রিয় গান "আহা আজি বসন্তে..............
Click This Link
তুমি কি কেবলই ছবি.......
Click This Link
আর গ্রাম ছাড়া ঐ রাঙ্গামাটির পথ
Click This Link
দিলাম ভাইয়া!!!!!!!!!!!!
২| ১৪ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২০
বাবুনি সুপ্তি বলেছেন: আপু! এত সুন্দর আর এত নতুন হলুদ সন্ধ্যা! আমার অনেক ভাল লেগেছে! আমি এমন আর দেখিনি!
১৪ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২৭
অপ্সরা বলেছেন: আরে বাবুনিমনি। পরীরাজ্যের হলুদসন্ধ্যা মর্ত্যলোকে দেখবে কি করে???????????
তোমাকে একদিন পাখায় করে উড়িয়ে আনবো স্বর্গরাজ্যে। তখন দেখো বাবুনিসোনামনি। আর তোমার বিয়েতে আমি অবশ্য এসব করে দিতে পারি। মানে স্টেজটা সাজিয়ে দিতে পারি একরাশ ভালোবাসায় মুড়িয়ে।
৩| ১৪ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২৫
বংশী নদীর পাড়ে বলেছেন: সবকটি গানই আমার খুব প্রিয়। হলুদ সন্ধ্যায় বাঙালী সংস্কৃতি সংযোজনে আরো বেশি প্রাণবন্ত হয়েছে। খুব ভাল লেগেছে। ধন্যবাদ।
১৪ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২৯
অপ্সরা বলেছেন: তোমাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।
সংস্কৃতি বলতে আমি আমার বাঙালী সংস্কৃতিকেই বুঝি। নজরুল আর রবীন্দ্র ছাড়া কি বাঙালীর প্রাণের গান হয় ????
তোমাকে আবারও অনেক অনেক ধন্যবাদ ভাইয়ামনি।
৪| ১৪ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২৬
ফাহিম আহমদ বলেছেন: আমি মানতে রাজিনা।
১৪ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩০
অপ্সরা বলেছেন: হায় হায় কি মানতে রাজী না আবার তুমি???????????????
৫| ১৪ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৮
~স্বপ্নজয়~ বলেছেন: আরেকবার হলুদসন্ধ্যা করতে মোন চায়
১৪ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪২
অপ্সরা বলেছেন: ভাবীর ফোন নং টা দাওতো ভাইয়া।
বেশী সুবিধার লাগছেনা আমার তেমন !!!!!!!
৬| ১৪ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪০
নাজনীন১ বলেছেন: যাক্, আমাদের ঐতিহ্যে পালকি আবারো ফিরে আসছে, দেখে ভাল লাগলো। আর কি বিশাল আয়োজন!!! চমৎকার! পালকি চড়তে কেমন লাগলো? আমার একটা পোস্ট আছে পালকি নিয়ে।
১৪ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৪
অপ্সরা বলেছেন: সত্যি কথা বলবো???
ভীষন ভয় লাগে !!! কখন ঠাস করে ফেলে দেয় আর আমার কোমর ভাঙে এই ভয়েই ................
তোমার পালকী পোস্ট পড়তে যাই।
৭| ১৪ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪০
বাবুনি সুপ্তি বলেছেন: :#> :#> তাই নাকি আপু
১৪ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৪
অপ্সরা বলেছেন: থাক থাক আর লজ্জা পায়না বাবুনিমনি!!!!!!!!!
৮| ১৪ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৫
রকিংকোকিল বলেছেন: অসসসাধারন ........ প্লাস
১৪ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫২
অপ্সরা বলেছেন: থ্যাংক ইউ !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
৯| ১৪ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫৬
কোহিন1975 বলেছেন: আসসালামু আলাইকুম,
আপনি যেসব গীত নির্বাচন করিয়াছেন তাহার মধ্যে বেশির ভাগই ৩য় শ্রেণীর। এইগুলি শুনিলে যাহাদের শুনিবার যন্ত্র রহিয়াছে তাহারা বধির হইয়া যাইবে। এই কারণেই রবি বাবুর গীত বধিরগণ শুনিতে ভালোবাসে।
১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:০৫
অপ্সরা বলেছেন:
ওয়ালাইকুম সালাম ভাইয়া।
কিন্তু তোমার কথা শুনে শুধু দুঃখই পেলাম না। আরো কত আপুনি ভাইয়ারা দুঃখ পায় সেটা ভেবে চিন্তিত আর কষ্ট পাচ্ছি।
আমি কোনোদিন শুনিনি, রবি বাবুর গীত বধিরগণ শুনিতে ভালোবাসে। তুমি এই তথ্য কোথা হতে পেলে বলতো ভাইয়া????
১০| ১৪ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫৯
করবি বলেছেন:
ভাল লাগছে দেখে আজ কাল মানুষের পছন্দের পরিবর্তন হচ্ছে।
হলুদ সন্ধ্যায় বাঙালী সংস্কৃতির সংযোজন চমৎকার হয়েছে। খুব ভাল লেগেছে। ধন্যবাদ।
১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:০৭
অপ্সরা বলেছেন: তোমাকেও ধন্যবাদ অনেক অনেক আপুনিমনি!!!!!!!!!!!
১১| ১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:০১
ফাহিম আহমদ বলেছেন: যাক সবাই যখন পেলাচ মারছে আমি বসে থেকে লাভ কি?
এই লন।
১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:০৬
অপ্সরা বলেছেন: না না বসে থেকে কোনো লাভ নেই।
একদম দাড়িয়ে থাকো।
১২| ১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:২০
নতুন রাজা বলেছেন: খুব সুন্দর...
১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৫৫
অপ্সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া !!!!!!!!!!!!!!!!!!
১৩| ১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৩৫
সামছা আকিদা জাহান বলেছেন: সুন্দর সন্নিবেশ । ধন্যবাদ।
১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৫৬
অপ্সরা বলেছেন: থ্যাংক ইউ আপুনিমনি!!!!!!!!
কেমন আছো????????????
কত্তদিন পর দেখলাম!!!!!!!!!!!
১৪| ১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৩৬
ফাহিম আহমদ বলেছেন: অস্ পরাপূূূূূূূূূূু আমার এই পোস্টে আপনার একটি মহা মূল্যবান
কমেন্ট কামুনা করি। Click This Link
১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৫৮
অপ্সরা বলেছেন: পোস্ট পড়ে তো আমার অক্কা পাবার যোগাড় ভাইয়া।
আবার ট্রাই করি।
১৫| ১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৪৯
পারভেজ মাসুদ বলেছেন: মা মনি, আমি একটা সিনেমার শ্যূটিংয়ের জন্যে এখন তোমার নানু বাড়ীতে এসেছি। খুব থ্রিলিংয়ের মধ্যে আছি। তোমার খবর কি?
১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:০৩
অপ্সরা বলেছেন: ওলে আমার আব্বুমনি। জেনে খুবি ভালো লাগছে তুমি থ্রিলিংয়ের মধ্যে আছো। তবে তুমি সিনেমার শ্যূটিংয়ে কি করো???
তুমি কি নায়ক হয়ে গেলে??? এই নামে একজন নানুর আমলে নায়ক ছিলো শুনেছি।
১৬| ১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৪৭
তায়েফ আহমাদ বলেছেন: যথারীতি জটিলস্!
কিন্তু, ক্ষিধা লাইগ্যা গ্যাছে!
এর সমাধান কী?
১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:০৫
অপ্সরা বলেছেন: খেয়ে ফেলো ভাইয়া জলদি জলদি!!!
খাবারগুলো সবই তো দিয়ে দিলাম!!!
১৭| ১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৪৯
ইমন জুবায়ের বলেছেন: nice +++++++++
১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:০৯
অপ্সরা বলেছেন: থ্যাংক ইউ !!!!
১৮| ১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:০৫
মনপুরা বলেছেন: অনেক ভাল।++
১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:১০
অপ্সরা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপুনিমনি!!!!!!!!
১৯| ১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:১৭
ভাঙ্গন বলেছেন: বাহ বাহ বাহ।
অদ্ভূত মিল দেখে ভাল লাগলো আপুনি।
টিং,,,,,,
..........
মায়াবতী...
১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৩১
অপ্সরা বলেছেন: সেইতো !!!!!!আমিও অবাক!!!!!
তুমিওআজকেই হলুদ নিয়ে গান/কবিতা দিলে। কেনো বলোতো????????????
আর মায়াবতী কাকে বললে ???????? আমাকে নাকি????
ভুল ভুল !!! মায়াবিনী বলতে পারো!!!!
২০| ১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:২২
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু.....
তোমার পোষ্ট দেখে এই গানটা মাথায় ঘুরতেছে এখন!
পুরোটাই সুন্দর
১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৩২
অপ্সরা বলেছেন: এই গানটা আমারও খুবই প্রিয়!!!
কিন্তু এটা রবীন্দ্রসঙ্গীত না আপুনি। তাই দেইনি।
২১| ১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:২৮
শিরীষ বলেছেন: গুরুদেবের গান, আহা!
আপনার প্রেজেন্টেশনও খুব ভালো লাগলো।
১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৩৩
অপ্সরা বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ ভাইয়া!!!!
২২| ১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৩৬
ভাঙ্গন বলেছেন: গত পরশু আমি যেখানে থাকি সেখানে ছাদের উপরে একটা গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছিল।
হঠাৎ এমন একটা আইডিয়া মাথায় এলো, তাই লিখলাম।
.......
মায়াবতী,মায়াময়ী,মায়াবিনী- যেভাবেই সংজ্ঞায়িত হোক।
তুমি- তুমিই।
১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৪৫
অপ্সরা বলেছেন: মায়াবিনী মানেটা একটু আলাদা কিন্তু!!!!!!!!!!
২৩| ১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৫২
বড় বিলাই বলেছেন: অনেক সুন্দরতো। এটা কি ফ্যালকন হল?
১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:০৭
অপ্সরা বলেছেন: না আপুনি র্যাডিসনের উৎসব হল!!!!
অনেক অনেক ধন্যবাদ তোমাকে!!!!!
২৪| ১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:২৯
মেহবুবা বলেছেন: তোমার পোষ্ট মানেই আলো ঝলমল ।
১৫ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫২
অপ্সরা বলেছেন:
আপুনিমনি!!!!!!!!!! কেমন আছো???
২৫| ১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১:১৩
আবু সালেহ বলেছেন:
holud er motoi jholmol.................
১৫ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৩
অপ্সরা বলেছেন:
২৬| ১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৫১
এন এইচ আর বলেছেন: আপু এরা কারা.................।
আমি কি ঠিক বুঝতে পারছি .......
১৫ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫১
অপ্সরা বলেছেন: হুম ভাইয়ামনি!!!! তুমি কি ভুল বুঝতে পারো??????
২৭| ১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৫৪
কালপুরুষ বলেছেন: আবারো গায়ে হলুদ দিতে মন্চায়!
১৫ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫০
অপ্সরা বলেছেন: ভাবীর নং দাও ভাইয়ামনি!!!!!!!!!!!
তোমাকেও স্বপ্নজয় ভাইয়ার মত ট্রিট করতে হবে বুঝতে পারছি।
তবে ভাবীর সাথেই যদি হলুদ করতে মন চায় তাইলে আমি আছি স্টেজ সাজাতে , গান বাজাতে আর নাচ করতে।
২৮| ১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ২:১৪
আহমেদ রাকিব বলেছেন: ৯ নম্বর কমেন্ট পইড়া হাসতে হাসতে শেষ। উফ পাবলিক পারেও বটে।
পোষ্ট যথারিতী দারুন। দাওয়াত পাইলে আরো বেশি খুশি হইতাম।
১৫ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৭
অপ্সরা বলেছেন: কোহিন ভাইয়া এমনি বলে। আগেও কার যেনো একটা পোস্টে এমন কমেন্ট করেছিলো।ভাইয়াটা মনে হয় অনেক দুষ্টু ছিলো।
তবে উনি পুরোপুরি ভুল না। একবার এক অনুষ্ঠানে আমাকে গান গাইতে বলা হলো। আমি মূলত নৃত্যশিল্পী । গান গাওয়ার একটু আধটু চেষ্টা করি।
আমি খুশীত হয়ে গাইতে শুরু করলাম " এ মনিহার আমায় নাহি সাজে"
গান শেষ হবার পর একজন কি বললো জানো??
সবার নাকি ঘুম এসে গেছে আমার গান শুনে।
আমি কি ঘুম পাড়ানিয়া গান গেয়েছিলাম বলো????????
২৯| ১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ৩:১১
রথে চেপে এলাম বলেছেন: বিবাহ উপযোগী বয়স হইবার পরে এই জাতীয় পোস্টে মন্তব্য করিব বলিয়া সিদ্ধান্ত গ্রহন করিলাম।
১৫ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪১
অপ্সরা বলেছেন: হাহাহাহা ওকে পিচকি ভাইয়াটা। মনে রেখো কিন্তু তখন এসে কমেন্ট করে যেতে ভুলোনা আবার!!!
৩০| ১৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:১৩
কাব্য বলেছেন:
ওয়াও !! আপু তুমারে সময়মত hire করতে হইবেক
১৫ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪০
অপ্সরা বলেছেন: আত্তা আত্তা তাই হবে কাব্যবাবু।
৩১| ১৫ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩৯
হাইফেন বলেছেন: হলুদ হইলো গিয়া দুনিয়্যার ক্ষ্যাত রঙ। চউক্ষে আইয়া লাগে। আফনের গানগুলি ভালা। মাগার হেই পিচ্চকাল থিকা এইগুলাই হুনতেচি। হের লাইগা অহন শুনলে কান্দন আহে। ষিউর কইবার পারি ম্যাক্সিমাম পাবলিকই এই মতের লগে একমত, মাগার স্বীকার গ্যালে নিজেগো আনকালচারড কইবো মাইনষে হেই ডরে খুব আহু উহু মারে। আমি আফা কালচারের গুস্টি কিলাই। আমার ভিতরে কালচার আচে কি নাই হেই বালের সার্টিফিকেট কুন আবাল দিলো নাকি দিলোনা অতকিচু বেইল দেউযার টাইম নাইক্কা।
১৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৩৬
অপ্সরা বলেছেন: হলুদ ক্ষ্যাত রঙ হবে কেনো??? পৃথিবীতে কোনো রঙই ক্ষ্যাত না বুঝেছো????? গানগুলি তো ভালা হবেই। রবীঠাকুরের গান কি খারাপ হতে পারে? এসব তো আমাদের প্রাণের গান!!!
একটা কথা শুনে আমি হাসতে হাসতে শেষ তোমার এই কথাটা
আফনের গানগুলি ভালা। মাগার হেই পিচ্চকাল থিকা এইগুলাই হুনতেচি। হের লাইগা অহন শুনলে কান্দন আহে। ষিউর কইবার পারি ম্যাক্সিমাম পাবলিকই এই মতের লগে একমত, মাগার স্বীকার গ্যালে নিজেগো আনকালচারড কইবো মাইনষে হেই ডরে খুব আহু উহু মারে।
বুঝলাম তুমি কেনো ভালা বললা??????: P
আর তোমার ভিতরে কালচার আছে অবশ্য একটা ..... কিসের সেটা অন্যকোথাও হলে বলতাম হয়তো। এইখানে আর বললাম ন।: P
করল্লার জ্যুস মনে হয় তুমি পিচ্চিকাল থেকেই খাও ভাইয়া। সেটাই মনে হয় আমার ।হাহাহাহাহাহাহাহা
তবে তুমি যে, যে যেমন তার সাথে তেমন এটাই বুঝেছি আমি। এত করল্লার জ্যুস দিলাম তবুও আমার পিচ্চিভাইয়াটা আমার উপর কখনও রাগ করলোনা।তাইতো জানি তুমি একটা দুত্তু পিচকি ভালো ভাইয়া।
৩২| ১৫ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০৫
নীল-দর্পণ বলেছেন: শেষের কেক গুলো আমি একাই খাবোওওওওওওওও
১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:০৯
অপ্সরা বলেছেন: আত্তা! আত্তা একাই খাও!!!
৩৩| ১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:২৩
সামছা আকিদা জাহান বলেছেন: ভাল আছি আপু। আসলে বেশ কিছুদিন পর এলাম। ধন্যবাদ।
১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:০৫
অপ্সরা বলেছেন: তাই তো দেখিনা তোমাকে এখন তেমন!!!
৩৪| ১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৪৫
অসমাপ্ত কবিতা বলেছেন: আপু তোমার কাছে ঋতু গুহের মাঝে মাঝে তব দেখা পাই (ভজনের সুরে) আছে নাকি ? আমি অনেকদিন খুজেও পাচ্ছিনা।
১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:০১
অপ্সরা বলেছেন: না নেই!!!!;(
তবে অবশ্যই খুঁজবো তোমার জন্য ভাইয়ামনি!!!
৩৫| ১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:০০
মে ঘ দূ ত বলেছেন: মঞ্চে নৃত্যরত ওটা বুঝি আপনি?
হলুদ সন্ধ্যা রবি ঠাকুরের সঙ্গীত দিয়ে মুড়িয়ে দিলেন দেখি। হঠাৎ একটা কথা মনে পড়লো। রবি ঠাকুরের গান নিয়েই। দাড়ান ফেইসবুকে লিখছি আপনাকে।
১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৫৮
অপ্সরা বলেছেন: না!!!!!!!!!!!!!!!!! ওটা আমি না। অন্য একজন !!!!!!!!!!
তবে রবীন্দ্রসঙ্গীত ছাড়া আমি আমার কোনো কিছুই ভাবতে পারিনা। সাথে নজরুল ও ভালো লাগার!!!!
৩৬| ১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:০৭
নীল ভোমরা বলেছেন: আনন্দের পরোটা...আর ফকরুদ্দিনের গরু ভুনা কই?! শুধু রবীন্দ্র দিয়ে-তো আর পেট ভরবেনা ভইনডি!
ওহহ..... সরি,..... ব্যুফের আয়োজন আছে দেখছি! তাইলে আয়া পরতাছি!
১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:০০
অপ্সরা বলেছেন: গরু, মুরগী ছাগল, ( পাগল না) পরোটা, মাংস পোলাউ কোরমা সবই ছিলো তো !!!!!!!!!
যাক তবুও লাস্টে চোখে পড়লো ভাইয়া !!!!তাড়াতাড়ি খেয়ে ফেলো!!!!!
৩৭| ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:১১
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: এই পোস্ট তো কবেই আমি লেখেছিলাম, তুমি চুরি করেছো কেন?
১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:১৬
অপ্সরা বলেছেন: এহ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!১
৩৮| ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:১৯
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: চোরের মায়ের বড় গলা!
১৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৪২
অপ্সরা বলেছেন: আমার ছেলেই নাই আবার চোরের মা হলাম কেমনে?????? কি ?গাধ্ধু????
৩৯| ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৫৪
এরশাদ বাদশা বলেছেন: রবীন্দ্রসংগীত খালি শুনতে মন চায়,কিন্তু দুঃখের ব্যাপার হলো, খোঁজার কষ্টটা স্বীকার করতে মন চাইনা। মাগনা পাইয়া গেলাম, শুনবো নিশ্চয়ই।
শোকেসে লইয়া গেলাম।
১৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৯
অপ্সরা বলেছেন: হাহাহাহা
মাগনা পাওয়ার কি আছে???
একটা কাজ করো । গীতবিতান কিনে নাও আর প্রথম লাইন লিখে গুগল বা এসনিপস এ সার্চ দাও সবই পেয়ে যাবে।
অনেক অনেক থ্যাংকস!!!!!!!!!!!!!! আমার গান গুলো শোনার জন্য ভাইয়া!!!!!
৪০| ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৫৫
এরশাদ বাদশা বলেছেন: সে চলে গেছে বলে কিগো স্মৃতিও হায় যায় ভোলা...নজরুল সঙ্গীত। আমার বেসম্ভব প্রিয়। লিংক দেয়া যাবে? ফেরদৌস আরারটা হইলে ভালো হয়।
১৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৩
অপ্সরা বলেছেন: Click This Link
এই নাও ভাইয়া।
ফেরদৌসী রাহমান দিলাম। ফেরদৌস আরা পেলে সেটাও দেবো। কিন্তু এই গান শুনে মন খারাপ হয়ে গেলো তো!!!
৪১| ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৫৯
তারার হাসি বলেছেন:
সত্যিকার অর্থেই খুব সুন্দর পোস্ট।
শুভকামনা অনেক, ভাল থাকুন নিরন্তন রাজপুত্রের সাথে।
১৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৬
অপ্সরা বলেছেন: অনেক ধন্যবাদ আপুনিমনি!!!!!!!!!!!
৪২| ১৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫১
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: আবারও লেখাটা বুকমার্কড করে নিলাম!
১৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৭
অপ্সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!
৪৩| ১৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:১৫
আমিই জিনিয়া বলেছেন: স্বপ্নীল মুহূর্ত,সাথে সুমধুর সুরের মূর্ছনা...
পরীরাজ্যের সব কিছু বুঝি এমনি সুন্দর হয়!
১৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৫
অপ্সরা বলেছেন: ঠিক বলেছো আপুনি মনি!!!!!!!! এতো যে সে কথা নয়!!!
স্বপ্নলোকের ইন্দ্রপূরীর গল্প!! সুন্দর না হয়ে উপায় আছে???
৪৪| ১৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৪
সোনালীডানা বলেছেন: খাবার দেইখা জিবে পানি আইসা পড়ল
হলুদ সন্ধ্যা কি জিনিস?
আপু আপুনি আপু আপুনি আপু আপুনি আপু আপুনি আপু আপুনি আপু আপুনি আপু আপুনি আপু আপুনি আপু আপুনি আপু আপুনি আপু আপুনি আপু আপুনি
১৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৩
অপ্সরা বলেছেন: খেয়ে ফেলো ঝটপট!!!!!
আর কি বলো এই সব??????? হলুদ সন্ধ্যা চেনোনা??????? হলুদ রঙের সন্ধ্যা।!!!!!
ভাইয়া ভাইয়ানি ভাইয়ামনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!ভাইয়া ভাইয়ানি ভাইয়ামনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!ভাইয়া ভাইয়ানি ভাইয়ামনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!ভাইয়া ভাইয়ানি ভাইয়ামনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!ভাইয়া ভাইয়ানি ভাইয়ামনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!ভাইয়া ভাইয়ানি ভাইয়ামনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!ভাইয়া ভাইয়ানি ভাইয়ামনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
৪৫| ১৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪১
অক্ষর বলেছেন: কিরে!
১৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৫
অপ্সরা বলেছেন: আখু!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
তোমাকে অনেক মিস করেছি!!!!!!!!!!!!!!!!!
কোথায় ছিলে?? কেমন ছিলে?? বাবা কেমন আছেন?????????
৪৬| ১৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৭
আবু সালেহ বলেছেন:
কি খুশি !!!!! খাইছে...!!!
১৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৯
অপ্সরা বলেছেন: কি খাবো???????????????
৪৭| ১৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৮
অক্ষর বলেছেন: বাংলাদেশে গেছিলাম। ভালৈ ছিলাম। বাবা আছে কোনো রকম।
ফেবুতে কি আপ্নেরে অ্যাডাইছি?
১৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫০
অপ্সরা বলেছেন: সব শুনে ভালো লাগলো। ফেবুর কথা আমি ভুলেই যাই।
দেখি কি অবস্থা ওখানে!!!
৪৮| ১৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:১১
মমমম১২ বলেছেন: আহারে কৈ গেল সেসব দিন(উদাস ইমো)
এটা কি তোমার হলুদ??
একটু মুখ সহ ছবি দিলে কি হতো!
১৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:২৪
অপ্সরা বলেছেন: কোথায় হারিয়ে গেলো সোনালী বিকেলগুলো সেই???????
এটা পরীরাজ্যে অপ্সরার হলুদ আপুনিমনি!!!!
একটা মুখ স হ দেবো??????
৪৯| ১৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:২৪
নিশ্চুপ নিরবতা বলেছেন: খাবার কৈ?? :ও
১৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:২৭
অপ্সরা বলেছেন: হাহাহাহা
চশমা লাগবে ভাইয়ামনি!!!!!!!!!!
৫০| ১৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:১৬
সন্ধি বলেছেন:
নারীর মন আর আকাশের রঙ বুঝা সত্যিই কঠিন ......
১৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:০৪
অপ্সরা বলেছেন: কেনো???
৫১| ১৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১৩
সন্ধি বলেছেন:
বুঝই মন খারাপ নাকি, না বুইঝা মন খারাপ কোনটা ?
১৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১৫
অপ্সরা বলেছেন: এমনিতেই আজকে আমার মন খারাপ!!!
৫২| ১৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২৬
সন্ধি বলেছেন:
এতো নিত্য সঙ্গী ...
আপনার মন খারাপ হয় জেনে অবাক হলাম !
১৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৪১
অপ্সরা বলেছেন: হুম আমিও অবাক হই!!! মন খারাপ হলে। এমন তো হবার কথা না পরীদের!!!
মনে হয় তাইলে মেজাজ খারাপ!!
৫৩| ১৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৪৮
সন্ধি বলেছেন:
আপনি দারুন ন্যাকামিও করতে পারেন ...
১৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৮
অপ্সরা বলেছেন: সে আর বলতে!!!!!!!!!
আমি পারিনা এমন খুব কম জিনিসই আছে এই পৃথিবীতে!!!!
৫৪| ১৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:২১
হাসান মাহবুব বলেছেন: শাহানা বাজপেয়িরে ভালো লাগে ।বন্যারে ভালো লাগেনা। আর ইন্দ্রাণী সেনরেও খুব ভালো লাগে। রবীন্দ্রসঙ্গীত শুইনা মজা পাইনা আমার প্রিয় গান বুরকা পোরা মেয়ে পাগল কোরেচে, গায়ক মোহাম্মদ শরিফুল। এছাড়া ওয়েস্টার্ন মিলন ভচের গানও ভালো লাগে।
১৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৯
অপ্সরা বলেছেন: হাহাহাহাহাহা
তোমার গান গুলোর কথা আর কিছু বললাম না।
তবে শাহানা বাজপেয়ী আমার এক নং পছন্দ!! বন্যাও আমার খুব পরিয়। আর ইন্দ্রানী ছাড়া তো ভালোবাসি ভালোবাসি গানটাই হয়না।
৫৫| ১৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৮
নাজনীন১ বলেছেন: এই যে আপু লিঙ্ক,
Click This Link
১৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৩
অপ্সরা বলেছেন: থ্যাংক ইউ !!!!!!!!!!!!
৫৬| ১৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৮
মাহবুব সুমন বলেছেন: এটা কি কোনো কালোটাকা ওলা বিশাল বড়লোকের ছেলে/মেয়ের হলুদ !
১৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৫২
অপ্সরা বলেছেন: এটা স্বর্গরাজ্যের পরীরাজ্যের হলুদ ভাইয়া। আর স্বর্গরাজ্যে টাকা পয়সা বলে কোনো কথা নেই।
৫৭| ১৬ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৪
রাজসোহান বলেছেন: ভালো লাগ্লো
গান গুলো ডাউনলোড করলাম
১৬ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০১
অপ্সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!
৫৮| ১৬ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩২
পারভেজ মাসুদ বলেছেন: মা মনি............জানো, আজ আমি শূন্য রানে বোল্ড আউট হইছি........
১৬ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪১
অপ্সরা বলেছেন: হায় হায় !!! কি করে আব্বুসোনা????
৫৯| ১৬ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৮
সন্ধি বলেছেন:
এটা ভুলে গেছিলাম যে আপনি সব পারেন সহজেই...ন্যাকামি তো কোন ব্যপারই না।
১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:০৪
অপ্সরা বলেছেন: আমি সত্যি জানতাম না তুমি যে আমাকে এত বেশী চেনো।
এত চেনা মানুষ ভুলে গেলে কষ্ট পাই।
আচ্ছা তুমি ভাইয়া না আপুনি? বলোতো??
ভাইয়া আপুনি শুনে তো আরো বেশী ন্যাকামী বলবে। অবশ্য তাতে কিছু যায় আসেনা। এটাই আমি।
কিন্তু আজকে মনে হচ্ছে তুমি একটা আপুনি।তাই জানতে চাইলাম। ইচ্ছে হলে বলবে আর না হলে বলোনা কিন্তু আপুনি/ ভাইয়া হঠাৎ তোমার মাথায় আমার ন্যাকামী ভুত নিয়ে গবেষনা চাপলো কেনো বলোতো???
আমার কথায় যেন রাগ করোনা। তবে আমাকে রাগানোর চেষ্টা চালাতে পারো।
৬০| ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৫৩
মোজাম্মেল বলেছেন: কাদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে....> এই গানটি কেন জানি আমার ভালো লাগে। একটু শোনাবেনননননননননননননননননন...প্লিজ...
১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:২৬
অপ্সরা বলেছেন:
এই যে গানটা ভাইয়া।
Click This Link
আর এটা দেখো
Click This Link
৬১| ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৫৭
সন্ধি বলেছেন:
চেনা না চেনার এবং আপুনি নাকি ভাইয়া সেই প্রশ্ন থাক....
ঠিক আপনি খুব সহজেই অনেক দিনের চেনা মানুষ কে ভুলে গেছেন.. নিজেকে প্রশ্ন করে উত্তর খোজার চেষ্টা করুন............
ন্যকারা রাগও করে ন্যকামী করার জন্য
১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৩৩
অপ্সরা বলেছেন: প্রথমে মন্তব্যটা পড়ে চেনার চেষ্টা করলাম। আমি সহজে কাউকে তেমন ভুলিনা। সন্ধি আপুনি/ ভাইয়া তোমাকে আমি ভুলেছি সেটা বলিনি। তুমি ভুলেছো সেটাই বললাম। মানে ন্যাকামীর কথাটা কি করে ভুলে গেলে??? সেটাই অবাক হলাম আর কষ্টও পেলাম তাই।
যাইহোক ন্যাকারা বুঝি রাগ করবেনা?? এ কেমন বোকার মত কথা সন্ধি আপুনি/ ভাইয়া ????
তো তুমি এত রাগ করছো কেনো বলোতো???????
আর জীবনে ভুলবোনা ওকে ? কানে ধরলাম!!!!! এখন খুশী???
( হায় খোদা !! আবার না ন্যাকামী বলে!)
৬২| ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:১৬
মুক্ত বয়ান বলেছেন: এক্টা ভালো আইডিয়া দিছেন আপু।
হলুদ সন্ধ্যা হোক রবীন্দ্রময়।
তয়, খানাপিনা দেইখা চোক্ষে জল আয়া পর্ছে।
১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৩৫
অপ্সরা বলেছেন: ভালো আইডিয়া বলার জন্য অনেক অনেক থ্যাংকস ভাইয়াটা!!!!!!!!!!!
খানাপিনা দেখে চক্ষে জল কেনো? তোমার কি পছন্দ বলোতো?
৬৩| ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৩৭
সন্ধি বলেছেন:
আজিব ...........
১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৪০
অপ্সরা বলেছেন: ঠিক বলেছো ! এটাই আমি!
৬৪| ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৫১
রুদমী বলেছেন: প্রিয়তে
১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৫৭
অপ্সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ামনি!!!
৬৫| ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৪১
দীপান্বিতা বলেছেন: Wao! দারুন!
১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪১
অপ্সরা বলেছেন:
কেমন আছো দীপান্বিতা আপুনি?????????
৬৬| ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৮
রুদমী বলেছেন: আমার নামটা কি ছেলেদের নামের মত শোনায়?
১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪০
অপ্সরা বলেছেন: স্যরি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
স্যরি আপুনিমনি!!!!!!!!!!!!!
৬৭| ১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১:২৫
সায়েম মুন বলেছেন:
পোষ্টের নাম ঠিক করে নিও ------
"একটি জন্ডিস মার্কা সন্ধ্যা ও আমার নির্বাচিত জন্ডিসসঙ্গীতগুলি"
১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৯
অপ্সরা বলেছেন: হাহাহাহাহা
সুন্দর নাম!!!
তোমাকে কয়েকদিন না দেখে চিন্তায় ছিলাম।
৬৮| ১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ৩:৩৮
ঢাকাইয়া টোকাই বলেছেন: আজিরা পোস্ট। মাইনাস।
১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:২৭
অপ্সরা বলেছেন: তাই নাকি ভাইয়া?
ওকে দেখে আসি তোমার আজাইরার বিপরীত জাইরা/ ভাইরা/ সাইরা (নাম জানিনা) পোস্ট আর শিখে আসি কি করে তা লিখতে হয় আর মাইনাসটা ফিরিয়ে দিয়ে আসি।
৬৯| ১৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫১
কাব্য বলেছেন:
আপুঊঊঊঊঊঊঊঊঊঊ
১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৮
অপ্সরা বলেছেন: কি?????????????????????????????????????
৭০| ১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৫
সায়েম মুন বলেছেন: আমাকে দেখতে পাওনি--------চিন্তার ব্যাফার :-&
তা হইলে বলগ থিকা হারায় গেছিলাম
১৮ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০০
অপ্সরা বলেছেন: হারায় যেওনা!!!
৭১| ১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৪১
এরশাদ বাদশা বলেছেন: Bangla asena
mor jala!!! ferdousi rohoman ki kamer, arar ta chaisilam. Rohoman aunty jotoi chesta nik, arar moto gola koi paibo??
১৮ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০২
অপ্সরা বলেছেন: Click This Link
এটা আরেকজনের। ফেরদৌস আরারটা পাইনি।
৭২| ১৮ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:২৭
চিটি (হামিদা রহমান) বলেছেন: এত কাজের তুমি। খুব ভালো করেছো? সময় করে শুনবো। ঘুম পাইছে এখন
ভালো থেকো পরী।
১৮ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৪
অপ্সরা বলেছেন: তুমিও ভালো থেকো আপুনি।
৭৩| ১৮ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:২৯
শ।মসীর বলেছেন: ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদুবায় --অনেক পছন্দের একটা গান, পরিণীতা মুভীতে ব্যভার করা হিন্দী ভার্সনটাও অনেক ভাল লাগে ।
ক্ষুধা লেগে গেলেত শেষে এসে
পরীরাজ্যে বুঝী দাওয়াত দেয়া যায়না আপুনী
১৯ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৫
অপ্সরা বলেছেন: ঠিক বলেছো ভাইয়া। ফুলে ফুলের হিন্দী ভার্সনটাও খুবি সুন্দর!!! যদিও হিন্দী গান আমি খুব একটা পছন্দ করিনা।
পরীরাজ্যে দাওয়াৎ দেওয়া যায় তো ভাইয়া। শুধু পিঠে দুইটা ডানা লাগিয়ে উড়ে আসতে হবে। ভয় করলে চলবেনা কিন্তু!!!
৭৪| ১৮ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৪১
কিংশুক০০৭ বলেছেন:
জটিলস...............
১৯ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৬
অপ্সরা বলেছেন:
কেমন আছো অশোকে কিংশুকে ....
অলক্ষ্য রঙ লাগলো আমার অকারনের সুখে........
৭৫| ১৮ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৩
শুভ্রমেঘ বলেছেন: অবশেষে পাইলাম।
সোজা সংগ্রহশালায়।
আর হ্যা....
ধন্যবাদ টা বাকি রইল।
১৯ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৯
অপ্সরা বলেছেন:
ধন্যবাদটা আমি দিয়ে দিলাম!!!!
৭৬| ১৯ শে জানুয়ারি, ২০১০ রাত ২:২৪
তিসা১ বলেছেন: আমার রবীন্দ্রসঙ্গীত ভালোলাগে
১৯ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২০
অপ্সরা বলেছেন: রবীন্দ্রসঙ্গীত আমার এক নং ভালোলাগা!!!!!
৭৭| ১৯ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:১৯
আমি ভাল আছি বলেছেন: হাউ মাউ ভাত খাউ, কতগুলো সুন্দর গান পেলাম ফাউ ফাউ
১৯ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২০
অপ্সরা বলেছেন: হাহাহাহা
ফাউ ফাউ শুনে ফেলো এবার ভাইয়া!!!!
৭৮| ১৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৩০
আমি ভাল আছি বলেছেন: খিলিক this লিংক
১৯ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২১
অপ্সরা বলেছেন: ওকে খিলিক!!
৭৯| ১৯ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২৪
সকাল রয় বলেছেন: কবি গুরুর সকল রবীন্দ্রসঙ্গিতের ভক্ত আমি
আপনাকে ধন্যবাদ
ভালো লাগলো।
১৯ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩২
অপ্সরা বলেছেন: তোমাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া!!!!
৮০| ১৯ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:২৪
সায়েম মুন বলেছেন:
আইচ্চা হারাবোনানে। তবে একটা মিউজিয়াম নিয়া পোষ্টাইছি এট্টু দেইখা আসিও
Click This Link
১৯ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:২৯
অপ্সরা বলেছেন: ওকে এখুনি যাচ্ছি!!
৮১| ১৯ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:৪৩
শ্রাবনসন্ধ্যা বলেছেন: এই পোস্ট দিলা।
কয়জনের মনে দাগা হইল কে জানে!
১৯ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৫৫
অপ্সরা বলেছেন: আরে আপুনি কি বলো??????????
দাগা হবে কেনো?????????
কেমন আছো আপুনিমনি????????
৮২| ১৯ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৪৩
তাজা কলম বলেছেন: আমার আর তোমার পছন্দের গান কমন পড়ল ক্যামনে!
১৯ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৫১
অপ্সরা বলেছেন: কমন পড়তেই হবে!!!
আমার ভাইয়া না তুমি????????
৮৩| ১৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:২৪
অদ্বিতীয়া সিমু বলেছেন: +++++++++++++++চমৎকার...
Click This Link
২০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:২২
অপ্সরা বলেছেন: থ্যাংক ইউ আপুনিমনি!!!!!!!!!!!
আর এখুনি দেখছি!!!
৮৪| ২০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৩৩
পারভীন রহমান বলেছেন: আহা এতো সুন্দর একটা অনুষ্ঠান করলে আর আমাদের দাওয়াত করলে না?
২০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:২৯
অপ্সরা বলেছেন: তোমার এখুনি দাওয়াৎ আপুনি।
পরীরাজ্যে উড়ে চলে আসো এখুনি!!!!!!!!!!!!!
৮৫| ২০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৬
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ভালো লাগলো। ভালো থাকবেন আপু।
২০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪২
অপ্সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া। কেমন আছো???
অনেকদিন সায়েরী লিখোনা কিন্তু!
৮৬| ২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৪৭
আশরাফ মাহমুদ বলেছেন: এই পোস্ট মিস গেছে! নবজীবনের অভিনন্দন।
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:৩২
অপ্সরা বলেছেন: থ্যাংক ইউ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
৮৭| ২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:২০
গিফার বলেছেন: বাহ সুন্দর...
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:৩০
অপ্সরা বলেছেন:
৮৮| ২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:২৫
গিফার বলেছেন: মিষ্টান্নদ্রব্য দেইখা খাইতাম মন্চায়
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:২৯
অপ্সরা বলেছেন: খেয়ে ফেলো ঝটপট!!!
কিন্তু কোথায় ছিলে তুমি এতদিন পেটুক ভাইয়া???
৮৯| ২১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২৮
আবু সালেহ বলেছেন:
যা পছন্দ তাই .................
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:২৮
অপ্সরা বলেছেন: তাইলে তো আরো মোটা হয়ে এককেবারে মুটকি পরী হয়ে যাবো!!
৯০| ২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:২৩
বিদিশা বলেছেন: আপুনি সোনা কেমন আছো?
২২ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫১
অপ্সরা বলেছেন: ভালো আছি আপুনিমনি!!!!!!!!!!!!
তুমি কেমন আছো?????????
৯১| ২২ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:৫৯
শফিকুল বলেছেন:
ব্লগে সবচেয়ে বেশি পপুলার ব্লগার তোকে আমার শুভেচ্ছা ।
বেশি বেশি করে খাবি ভাইয়ের মত মোটা হবি।
২২ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:১৭
অপ্সরা বলেছেন: ভাইয়া কোথায় থাকো আজকাল???
একদম দেখাই যায়না।
অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছার জন্য তবে মোটা হবার বদদোয়া দিওনা মোটা হলে পরীরা কি আকাশে উড়তে পারে বলো?????
৯২| ২২ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:২৯
বিবর্তনবাদী বলেছেন: গানগুলো অনেকদিন শুনি না।
২২ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৩৪
অপ্সরা বলেছেন: কেনো বন্ধু??
এখুনি শুনে ফেলো মানে ছুটির দুপুরতো, গান গুলো শুনে কাটিয়ে ফেলতে পারো।
আমি এখন ক্ল্যাসিকাল নিয়ে আছি আপাতত।
আরজে সুনো মোরি, ব্রিজেকে বাসাইয়া,
পার কারো মোরে, জীবান নেইয়া।
৯৩| ২২ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০৩
হিমালয়৭৭৭ বলেছেন: আফ্রোদিতি আপু গানগুলোকে বলব ছবির ক্যাপশন, কারণ গান দিয়েই ছবি বুঝে নেয়া যাচ্ছে।।। তবে খাওয়ার সময়ও অনেকে গান শুনে থাকেন, সেক্ষেত্রে খাবার বিষয়ক কিছু গানও দিয়ে দিতে পারেন। তাহলে থ্রি ইন ওয়ান প্যাকেজ হয়ে যাবে একটা।।।।
বই অনুবাদ নিয়ে অনেক ব্যস্ত আছি, আরও ১৫-১৬ দিন এভাবেই কাটবে।।।। তবুও বহুদিন পর ব্লগে এসে আপনার পোস্ট না পড়লে আমারই চা জরিমানা হয়ে যেত; কী বলেন????
২২ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৬
অপ্সরা বলেছেন: হাহাহাহাহা
খাওয়া দাওয়া নিয়ে রবীন্দ্রনাথ গান লিখেনিতো। আর আমার অনুষ্ঠান কি তার গান ছাড়া আর কারো গান দিয়ে চলবে?
বই অনুবাদ করছো। খুবই কঠিন কাজ আমার জন্য তবে তোমার জন্য তো নস্যি সে আমার জানা।
ব্লগে এসে আমার পোস্ট পড়ে চা জরিমানা মওকুফ করেছো জেনে হাসছি! জানো সাত লেয়ার চা বানানো এখনও শিখতে পারিনি। সেটাই দুঃখ।
৯৪| ২২ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৮
পাহাড়ের কান্না বলেছেন: কাকাবাবুর অনেক গান আমার সংগ্রহে আছে। এবং তোমার দেওয়া গানগুলাতো অবশ্যই আছে। কিন্তু হলুদ সন্ধায় কি আর এখন এই গান চলে। ধুমধারাক্কা বেহায়া হিন্দি গান না হৈলে তো জমেই না।
২২ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৮
অপ্সরা বলেছেন: ধুমধারাক্কা বেহায়া হিন্দি গান আর যেখানেই চলুক আমার অনুষ্ঠানে নয় ভাইয়া!!!!
৯৫| ২২ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:১৯
কাজী দিদার বলেছেন: এত দিনে বল্গে একটা ভাল কিছু পাওয়া গেলো,
প্রিয় তে রাখলাম ,
অনুমতি ছারাই ।
২৩ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:২৯
অপ্সরা বলেছেন:
থ্যাংক ইউ ভাইয়া।
আমার প্রিয় গান গুলো তোমার প্রিয়তে রাখার জন্য!!!!
কোনো অনুমতি লাগবেনা।
৯৬| ২২ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:৩৬
এমডি লাভ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা,আমার রবীন্দ্রসঙ্গীত ভালোলাগে
২৩ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:৩৩
অপ্সরা বলেছেন: তোমাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
অনেক ভালো থেকো।
৯৭| ২২ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:৪৬
পারভেজ মাসুদ বলেছেন: মা মনি, লোকজন সবাই বলাবলি করছে তোমার মাথায় নাকি শর্ট সার্কিট হইছে, ঘটনা কি সত্যি তুমিই বলো?
২৩ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:২৬
অপ্সরা বলেছেন: চুপ চুপ আব্বু।
আস্তে বলো, সবাই জেনে যাবে। এ প্রবলেম নতুন নাকি?? আগেও তো ছিলো, জানোনা???
শুধু এতদিন ব্যাপারটা লুকাতে পেরেছিলাম।
৯৮| ২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:০৩
লুদ্ধক বলেছেন: আপু, শ্রীমন্গলে এখন ১০০০০ টাকা দিয়ে ৭ কালারের চা বানানো শেখায়। খিলগাঁওয়ে ও এখন এই চা পাওয়া যায়।
হলুদের অনুষ্টানে রবীন্দ্র সংগীত প্রথম দেখলাম। কনসেপ্ট টা কি আপনার ই ছিল নাকি?
২৩ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:৩৮
অপ্সরা বলেছেন: তাইনাকি??????????তবে তো আবার শীমঙ্গল যেতে হবে। কতদিনের কোর্স ??১০,০০০ টাকা দিয়ে যে চা বানানো শিখতে হয় সেটা শিখতে কি ১০,০০০ দিন লাগবে নাকি???
যাইহোক, তুমি এতদিন কোথায় ছিলে???
হলুদের অনুষ্ঠান মানেই কি হিন্দী নাচা গানা হতে হবে নাকি??????
আমাদের দেশে কি গান নেই ?? নাচ নেই?
এটা আমার কনসেপ্ট, আমার প্রিয় গান, আমার নির্বাচিত গান, আমার অনুষ্ঠান কাজেই .........
অনেক অনেক ভালো থেকো।
৯৯| ২৩ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৪
লুদ্ধক বলেছেন: খুব সম্ভবত এক দিনেই শিখিয়ে দিবে।
হ্যাঁ, এই কনসেপ্ট টা অসাধারন... আমি প্রথম দেখলাম...
আপু আমি একটা কাজ নিয়ে খুব ই ব্যাস্ত, সময় মত জানাবো কি করছি।
আমার জন্য স্পেশাল দোয়া করবেন...
২৩ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০৯
অপ্সরা বলেছেন: একদিনে ১০,০০০টাকা!!!
আমাকে তো শিখতেই হবে তাইলে। আমি রোজ রোজ ১০,০০০টাকা নেবো ঢাকায় এসে শেখাতে।
তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো ভাইয়া।
১০০| ২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:২৯
অক্ষর বলেছেন: কি রে!!!
২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:৪৪
অপ্সরা বলেছেন:
কেমন আছো????
১০১| ২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:৪৭
অক্ষর বলেছেন: ঐ মহিলা, আপ্নি কৈরা ক
২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:০৪
অপ্সরা বলেছেন: এহ!!!!!!!!!! ভাগ!!!!!
১০২| ২৪ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৮
কাব্য বলেছেন:
২৪ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪১
অপ্সরা বলেছেন: কান্দেনা!!!
১০৩| ২৪ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪২
চিটি (হামিদা রহমান) বলেছেন: কেমন আছো পরী?
২৪ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫২
অপ্সরা বলেছেন: ভালো আছি চিঠি আপুনি!!!!!!!!!!!!!!
১০৪| ২৫ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৮
চাচামিঞা বলেছেন: এতো বড় লেখায় আমি কোনো কমেন্ট করি নাই? আফসুস
২৫ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৪
অপ্সরা বলেছেন:
এইযে করলে ভাইয়া!!!
তবে এইলেখায় তো শুধুই গান!!! তাও আবার আমার লেখা না কিন্তু। আমার প্রিয় মানুষের লেখা।
তবে সাথে একটা হিডেন ইনফো আছে কিন্তু!!!
১০৫| ২৫ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:১৯
সুলতানা শিরীন সাজি বলেছেন:
"আঁধার থাকুক দিকে দিকে আকাশ অন্ধকরা
তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা। "
জীবন দোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে
এখন জীবন মরন দুদিক দিয়ে নেবে আমায় টানি।
জানি জানি বন্ধু জানি
তোমার আছে তো হাত খানি। "
অসাধারন লাইনগুলো।
গানটা গাইলে এইটুকু অনেকবার গাইতে ভালো লাগে.......
শুভকামনা অপ্সরা......
জীবন কাটুক চাওয়ার মতন,পাওয়ায় ঘিরে।
২৫ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:২৮
অপ্সরা বলেছেন: থ্যাংক ইউ আপুনিমনি!!!!
তুমি এলে অনেকদিনের পরে যেন বৃষ্টি এলো!!!!!
১০৬| ২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নাচ-ভোজ ভালো লাগলো অনেকদিন নাচগান থেকে দূরে ছিলাম
২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:২৪
অপ্সরা বলেছেন: কই ছিলে?
মেঘনা না যমুনা পাড়ে???
১০৭| ২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বড়শিতে ইলিশ ধরতে মেগনাপাড়ে গিয়েছিলুম। ইলিশেরা বড়শির আধার গিলেছে ঠিকই, বড়শি গেলে নি
২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৫৮
অপ্সরা বলেছেন: এত কঠিন কথা তো বুঝিনা!!!
১০৮| ২৭ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:৪০
রেজোওয়ানা বলেছেন: ইসরে এই লেখা আমি এত দিন পরে দেখলাম!!!!
গান গুলোর জন্য.........খুব খুব খুশি হয়েছি
আমার ছোট্ট পরীর আদর দিলাম..........
২৭ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১৮
অপ্সরা বলেছেন: মাইগড!!!!!
তো কিউত এত্তা পলীল বাত্তা!!!!!!!!!!!!!!!!!!!!
১০৯| ২৭ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:২০
চাচামিঞা বলেছেন: তোমার প্যানপ্যানানীতে কি আর হিডেন ইনফো এখনো হিডেন আছে মনে করো?
২৭ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩০
অপ্সরা বলেছেন: হাহাহাহাহাহাহাহাহা
নাইতো। তবে এত করে বুঝালাম তবুও কেউ কেউ বুঝতেই চায়না কিযে করি।
সবকিছু কি এত মুখফুটে বলা যায় তুমি বলো চাচামিয়া ভাইয়া???
১১০| ২৮ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:০৯
পুরাতন বলেছেন: কিসের অনুষ্ঠান কার অনুষ্ঠান কিছুই তো কইলেন্না
২৮ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:২৯
অপ্সরা বলেছেন: বুঝে নাও বুঝে নাও পুরাতন ভাইয়া!!!
১১১| ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:২৪
মেহেরুবা বলেছেন: কি সুন্দর হলুদ সন্ধ্যা! কি সুন্দর ছবি! কি সুন্দর পোষ্ট! কি সুন্দর অনুভূতি!
....স্বর্গরাজ্যের স্বর্গীয় সৌন্দর্য!!!!!!!
২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:৩২
অপ্সরা বলেছেন: এত প্রশংসার জন্য অনেক অনেক অনেক ধন্যবাদ কিউটি আপুনিমনি!!!
১১২| ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৫২
চতুষ্কোণ বলেছেন: এই পোষ্ট কেমতে মিসাইলাম। একটা খবরও দিলে না
৯ নং কমেন্ট পড়ে হাসতে হাসতে শেষ। রবীন্দ্রগীতি ভালো লাগে, তবে সবসময় শোনা হয়না। আলো ঝলমলে পোষ্ট। অপসরা আর ভাইয়ার জীবনটাও যেন এমনি কাটে সবসময়।
২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:৩৪
অপ্সরা বলেছেন: খবর দিয়েছিলাম তো!!!!
পরীরাজ্য থেকে খবর আসতে আসতে এত দেরী হয়ে গেলো যে শেষে পোস্টই দিয়ে ফেলতে পারলাম!
শুভকামনার জন্য এত এত থ্যাংকস ভাইয়ামনিটা!!!!
১১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:২০
প্রতীক্ষা বলেছেন: সুন্দর!
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:২৪
অপ্সরা বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ !!!
১১৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:১০
শত রুপা বলেছেন:
আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে......
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৩৩
অপ্সরা বলেছেন: আমি তাই তে কি ভয় মানি?
জানি জানি বন্ধু জানি
তোমার আছে তো হাতখানি।
১১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৩৪
নিহন বলেছেন: প্রিয়তে .............+
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৪
অপ্সরা বলেছেন: Thank You !!!!!!!!!!!!!!!!!!!!!!
১১৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৫২
ধীবর বলেছেন: অপ্সরার গায়ে হলুদের সংবাদ সরাসরি সংগ্রহ করতে আগে মন্তব্য লেখা হয়নি।
খবর পরিবেশন করছি...।
১। অপ্সরার রবীন্দ্র সঙ্গিত প্রীতির কারনে বরপক্ষ "পুরান সেই দিনের কথা" সুরে "হলুদ বাটো মেন্দি বাটো" গানটি পরিবেশন করেছে।
২। স্টেজের সাম্নে বর পক্ষ আর কনে পক্ষ্যের সংলাপ
দৃশ্য একঃ
বর পক্ষঃ আসেন আসেন বিয়াই সাহেব, বউকা। ( অর্থ বসুন)
কনে পক্ষঃ আরে মিয়া, কিমুন মানুষ আপনেরা? বউ ক্যাঠা না জাইনাই বিয়ার মোদে আইছেন? নাকি ফ্রি খাওইয়ান্যা পাট্টি। আবে জয়নাল, হকি টা বাইর কর দেহি!
দৃশ্য দুই
বর পক্ষ ঃ বিয়াই সাব, (পাশের জনকে ইঙ্গিত করে) ইগু খে?
কনে পক্ষঃ (মনে মনে রাগন্বিত মেজাজে) আমাগো চাচা মিয়ারে গু কইলো ক্যান? নাকি খাওন বাচানের লাইগ্যা খাওয়া আগেই গুমু কি সব কইতাছে।
দৃশ্য তিনঃ
বর পক্ষঃ কুকি, খুকি নিয়ে মেহমানদের দে... (অর্থ, খুকি [কারো নাম]
কুকি অর্থ বিস্কুট নিয়ে মেহমানদের দে।)
কনে পক্ষঃ খুকি নিয়া আমরা কি করমু? আইছি আমাগো খুকিকে বিয়া দিয়া ওই সংসারে দিতে। আর হালারা খুকিরেই ফিরত দেওনের ধান্ধা করতাছে? বেশি যৌতুক চায় নিহি আবার?। তইলে কোলাম খরাপ হইয়া যাইবো গা আইজকা।
০১ লা মার্চ, ২০১০ বিকাল ৪:৫২
অপ্সরা বলেছেন: হা হা হা ভাইয়া!!!!!!!!!!!!
অনেকদিন পরে তোমার মজার মন্তব্য!!!!!!!!!!
১১৭| ২৪ শে মে, ২০১০ দুপুর ১২:৩৮
রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: ভাল্লাগসে । পোস্টে +++ ।
ধীবর ভাইজানের কমেন্টটা অনেক মজা লাগসে ।
২৭ শে মে, ২০১০ রাত ১১:২৪
অপ্সরা বলেছেন: হা হা হা
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
১১৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:০৯
দুপুরমণি বলেছেন: প্রিয়তে নিলাম ।
১৪ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:৫৮
অপ্সরা বলেছেন: ঈদ মুবারাক আপুনিমনি।
গান গুলো আমার অনেক প্রিয়। তোমারও প্রিয় হোক আপুনি.
১১৯| ২১ শে নভেম্বর, ২০১০ সকাল ১০:১৭
আবদুল্লাহ-আল-মাসুম বলেছেন: আমার কেন জানি মনে হয় আপনি সঙ্গীত চর্চা করেন।
যদি না ও করেন , সহজেই অনুমেয়-
আপনি একজন উন্নত রুচির মানুষ।
২১ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:৩৮
অপ্সরা বলেছেন: হুম ভাইয়া সঙ্গীত ও নৃত্য আমার প্রধান হবি।
১২০| ২১ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:৫১
রাজামশাই বলেছেন: সবই ঠিক আছিলো - শুধু লুলশ্রেষ্ঠ শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের গান গুলা ছাড়া
২১ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:১১
অপ্সরা বলেছেন: এই কথা তুমি বলতে পারলে রাজামশাই ভাইয়া?
লুলশ্রেষ্ঠ শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
অনেক অনেক রাগ করলাম
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০৭
সিটিজি৪বিডি বলেছেন: শুনবো.........
আমার প্রিয় গান "আহা আজি বসন্তে..............আর তুমি কি কেবলই ছবি.......আর গ্রাম ছাড়া ঐ রাঙ্গামাটির পথ..........