নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপকথার গল্প - সমাপ্তির পরের অধ্যায়...

জীবন বদলায়, রূপকথা বদলায় না......

অচিন রুপকথা

যা কিছু চেয়েছিলাম, আর চাইবো বলে ভেবেছিলাম, সবকিছু হারিয়ে গেছে শেষ পথটার বাঁকে.....

অচিন রুপকথা › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষা.....(পর্ব - ১)

২১ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:৩৪

: তাহলে কাল ৪টায় দেখা হচ্ছে। ঠিক আছে?

: তুমি সত্যিই কাল আসবে, অবনী?

: কেন? তুমি আসবেনা?;)

: না। ঠিক তা না...আসলে আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে কাল তোমার সাথে দেখা হবে। Anyway তুমি কি পড়বে?

: মানে?

: মানে তুমি কি পড়ে আসবে? আমি তোমাকে চিনবো কিভাবে?

: কেন? মোবাইল আছে না...গিয়ে কল দিবে।

: যদি নেটওয়ার্ক না পাওয়া যায়...তখন?

: কালকে তো কোন বিশেষ দিন না যে নেটওয়ার্ক পাওয়া যাবে না...

: কে বলেছে কালকে কোন বিশেষ দিন না!!! কালকে আমাদের প্রথম দেখা হবে...এটা বিশেষ কিছু না???

: নিলয়, আমি কি সেই কথা বলেছি নাকি??? কালকে আমাদের বিশেষ দিন হতে পারে কিন্তু অন্যদের তো আর না। যাই হোক এখন রাখছি। কালকে দেখা হবে...good night….











লাল জামদানীতে বেশ লাগছে অবনীকে। কথাটা অবশ্য তার নিজের না, মা-ই বলেছে। অবশ্য সব মায়ের চোখেই তাদের মেয়েরা বিশ্বসুন্দরী।



শাড়ি খুব একটা পড়া হয় না অবনীর। আজ কি মনে করে যেন শাড়িটাই পড়লো। মায়ের আলমারি থেকে বেছে বেছে লাল একটা জামদানী খুঁজে বের করলো। লাল রংটা নিলয়ের ভীষন পছন্দের। যদিও ও কি পড়ে যাবে তা বলেনি নিলয়কে...তবুও ওকে লাল শাড়িতে দেখলে নিলয় যে ভীষন খুশি হবে তা খুব ভালো করেই জানে অবনী।



প্রায় ৭ মাস ধরে পরিচয় নিলয়ের সাথে। অথচ আজ পর্যন্ত ওদের দেখা হয়নি। পরিচয়টা অবশ্য ফোনে। এই অল্প সময়ে নিলয়কে খুব ভালোবেসে ফেলেছে অবনী। ও জানে নিলয়ও ওকে খুব ভালোবাসে। খুব কথা বলতে ইচ্ছে করছে ওর সাথে। থাক...আর তো কিছুক্ষণই। এরপরে তো ও নিলয়ের সামনে দাঁড়িয়ে মনভরে কথা বলতে পারবে। মাঝে মাঝে যে কি পাগলামী করে সে...









সাড়ে ৪টা বাজে। সেই কখন থেকে অপেক্ষা করছে অবনী, অথচ এখনো নিলয়ের আসার নাম নেই। আসার পর থেকেই একটার পর একটা কল দিয়ে যাচ্ছে অবনী, অথচ নিলয় কিছুতেই ফোনটা ধরছে না। সমস্যা হতেই পারে। তাই বলে জানাবে না। এতোটাই কাণ্ডজ্ঞানহীন হয় মানুষ!!! ভীষন রাগ হচ্ছে অবনীর। এইভাবে একা একা কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? আরো কিছুক্ষণ অপেক্ষা করবে ও, এর মধ্যে যদি সে না আসে তাহলে চলে যাবে ও।







৫টা বেজে গেছে। না এখনো আসেনি নিলয়। তবে কি ও আসবে না? কেন এমন করলো ও? ভীষন কান্না পাচ্ছে অবনীর। চলে যায় সে। দেখা হয় না তার ভালোবাসার মানুষটার সাথে...



অপেক্ষা (পর্ব - ২)



অপেক্ষা (পর্ব - ৩)



অপেক্ষা (পর্ব - ৪)



অপেক্ষা (শেষ পর্ব)

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:৩৯

সরলতা বলেছেন: পরের পর্বের অপেক্ষায় রইলাম।

২১ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৩৭

অচিন রুপকথা বলেছেন: ধন্যবাদ...:)

২| ২১ শে এপ্রিল, ২০১১ রাত ১১:৩০

শূণ্য উপত্যকা বলেছেন: কমন প্লট। তবু ভাল লাগছে।চলুক।

২২ শে এপ্রিল, ২০১১ সকাল ৯:১৯

অচিন রুপকথা বলেছেন: চেষ্টা করে দেখবো ভাইয়া uncommon করা যায় কিনা..;)

ধন্যবাদ...:)

৩| ২২ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:০৭

তেরো বলেছেন: নায়ক মরলে তোর খবর আছে !!!! X( X( :-P

২২ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:১৫

অচিন রুপকথা বলেছেন: আইচ্ছা...ঠিক আছে...কথা দিলাম...মারুম না কাউরে...:P

আব খুশ তো?? ;)

৪| ২২ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:১৬

তেরো বলেছেন: ওকে PROMISE !! :P :P

২২ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:৩২

অচিন রুপকথা বলেছেন: PROMISE ;) ;) :P :P

৫| ২২ শে এপ্রিল, ২০১১ রাত ৮:১৯

রৌদ্র করোটি বলেছেন: হুম।

২২ শে এপ্রিল, ২০১১ রাত ৮:৩০

অচিন রুপকথা বলেছেন: হুমম...কি বুঝলেন ভাইয়া???

৬| ২৩ শে এপ্রিল, ২০১১ রাত ১২:২৭

রৌদ্র করোটি বলেছেন: বুঝেছি গো কন্যা, বুঝেছি !! অনেক কিছু ই বুঝেছি, বুঝলে? কিন্তু বেশি বুঝতে গিয়ে বাস্তবে বোঝা হয় নি কিছু :( ।বুঝলে?

২৩ শে এপ্রিল, ২০১১ সকাল ৯:১৪

অচিন রুপকথা বলেছেন: বাস্তবই যদি না বুঝলেন...তাহলে আর কি-ই বা বুঝেছেন???:|

এবার দেখি জীবন তোমার ষোল আনাই মিছে...:P

৭| ২৩ শে এপ্রিল, ২০১১ সকাল ৯:৪১

রৌদ্র করোটি বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৩ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:০২

অচিন রুপকথা বলেছেন: ;) :P :P :P

৮| ৩১ শে মে, ২০১১ বিকাল ৪:৫৩

মাহী ফ্লোরা বলেছেন: পরের পর্বে গেলাম।:)

৩১ শে মে, ২০১১ রাত ৮:৩৭

অচিন রুপকথা বলেছেন: :)

৯| ১৪ ই জুন, ২০১১ রাত ১১:৫৩

চশমখোর বলেছেন: পরের পর্বে যাচ্ছি।

শেষ পর্যন্ত দেখা হয়েছে কিনা জানতে হবে না? :P :P :P

লেখা ভালো লাগলো। :)

১৫ ই জুন, ২০১১ সকাল ৯:১৪

অচিন রুপকথা বলেছেন: থ্যাংকু ভাইয়া... :D

১০| ০৩ রা মার্চ, ২০১২ রাত ১০:৩৬

...অসমাপ্ত বলেছেন: বাহ! পরের পর্বটা পড়ার মত যথেষ্ট আগ্রহ তৈরি করেছেন।
ভাল লাগল।

০৩ রা মার্চ, ২০১২ রাত ১১:২০

অচিন রুপকথা বলেছেন: হায় খোদা!!! এই গল্প পড়তে বসছেন??? এটা কি আদৌ কোন গল্প হয়েছে নাকি সেটাতো আমার নিজেরই সন্দেহ আছে...... :!> :#>

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.