নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Keep on the sunny side of life

শব্দ খুঁজি, সৃষ্টির অদম্য নেশায়

অক্টোপাস পল

সবই পারি, ভবিষ্যৎবাণী ছাড়া! (c) জিশান নিয়াজ

অক্টোপাস পল › বিস্তারিত পোস্টঃ

একটি ভার্চুয়াল প্রেমপত্র!!! ( কীভাবে প্রোপোজ করবেন???)

২১ শে এপ্রিল, ২০১২ রাত ১২:০৭

বৃষ্টিস্নাত সন্ধ্যা সবসময় রাতের সঠিক পূর্বাভাস দেয় না! যেমন হয়তো আমি দিতে পারিনি। তোমাকে প্রথম কখন দেখেছি এটা আমার কাছে একটা অমীমাংসিত রহস্য। অনেক ভেবেও কূলকিনারা করতে পারিনি। অপেশাদার গোয়েন্দার মতো শুধু ঘুরপাক খেয়েছি ছোট্ট সূত্র সন্ধানে। তবে মনে আছে মানবীয় সৌন্দর্যের উর্ধ্বে এক আশ্চর্য মোহনীয়তায় তোমার ছবির দিকে তাকিয়ে ছিলাম। বিশেষণের বাইরে কোন অদ্ভুত অনুভূতির সুতীব্র উচ্ছ্বাসে ডানা মেলেছিলাম সফেদ অ্যালবাট্রসের মতো।



বৃত্তের পরিধিতে থেকে কেন্দ্র সন্ধান অনেক সময়ই মিছে চেষ্টা, বিশেষত যখন স্পর্শ সক্ষমতার অনেক বাইরে তার অবস্থান হয়। আমি শুধু তোমার দিকে তাকানোর পণ করেছিলাম। ঋষি সুলভ গাম্ভীর্য নিয়ে নিষ্কাম পর্যবেক্ষণ!



মন থেকে চাইলে নাকি ঈশ্বর নিজেই আবির্ভূত হন স্বকীয় মহিমায়। আমি ঈশ্বরকে চাইনি। চেয়েছিলাম তোমাকে। তোমার কাজল চোখের কাব্য আমার পড়া শ্রেষ্ঠ কবিতার বিস্ময়ানুভূতি ঘুচিয়ে হৃদয়ে অস্তিত্বের সুতীব্রতায় চিরস্থায়ী চেনা জানালায় দেখা চেনা আকাশের মতো। আমার হয়নি কখনো এমন!



তারপরের সব তোমার জানা। সেপ্টেম্বরের সেই প্রারম্ভের পর কেটেছে অনেক বেলা। ফেসবুকের মেসেজ বক্সে একটু একটু করে আমার ভালবাসার অংকুরোদগম হয়েছে। স্কাইপে তোমার হাসির ঝংকারে আমার চেনা সব সুর মিথ্যে হয়ে মোজার্টের সোনাটার চেয়ে মূর্ত অলৌকিকতার জন্ম দিয়েছে। কিউপিড-সাইকির গল্প আমার ক্লান্তিতে জীবিত স্বপ্নের মতো তোমার আঙুল ছুঁয়ে ঘুমুতে গেছে নির্দ্বিধায়। গাঢ় ঘুমের নির্লিপ্ততায় তুমি এসেছো অনেকবার, অনাবিষ্কৃত হৃদয়ের প্রতি ইঞ্চি ভূমিতে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেতে!



আমি জানি এসবের কিছুই তোমার অজানা নয়। হয়তো নতুন করে জানতেও চাওনা। তোমার মেসেজ দেখেছি সন্ধ্যেবেলা। বৃষ্টি পরবর্তী গুমোট সময়ে। তারপর আমার কেটেছে টিএসসির চারপাশে। মুঠোতে চায়ের কাপ আঁকড়ে একে একে নীলাভ ধোঁয়ার বৃত্ত বানিয়ে আমি মগ্ন ছিলাম উত্তর সন্ধানে। অশ্বত্থ গাছের নিচে গৌতমের ধ্যান তাকে বুদ্ধের জ্যোতিতে উদ্ভাসিত করেছে। আমার ভালোবাসার অক্ষম আকাশে না জানি কী আছে!



আমি জানি বয়সের তারতম্যের কথা। স্নাতকত্বের চৌকাঠে পা রাখা আমার অনিশ্চিত ভবিষ্যতের কথা। হলের অপ্রশস্ত কক্ষে দিন যাপনের কথা। যাপিত জীবনের সব সীমাবদ্ধতাগুলো তখন আমার চোখে বাইবেলের গোলিয়াথের মতো সুউচ্চ রূপ নিয়ে আমাকে দেখিয়ে দিচ্ছিল আমার সব ক্ষুদ্রতা, আমার অক্ষমতা।



জানি তুমি সুন্দর, আমার আগে পরে অনেকে তোমাকে তোমাকে দেখে মুগ্ধ হয়েছে,হবে। তাদের মতো করে হয়তো বলতে পারব না কখনো। তবে, বলব আমার ভালোবাসা অনন্য। আমার সমস্ত সামর্থ দিয়ে তোমাকে আগলে রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। তোমার পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। আমার অনুভূতির প্রকাশিত/অপ্রকাশিত ছন্দোময়তায় তোমাকে ভালোবাসার শপথ করছি। শুধু চাইছি তোমার ভালোবাসা। চাইছি তোমাকে।



আমি জানি ভালোবাসা এত সোজা নয়। সাময়িক আবেগ বলেও উড়িয়ে দিয়েছেন অনেকেই। ফ্রয়েডের তত্ত্ব তো অতিসরলীকৃত করে উড়িয়ে দিয়েছে আকাঙ্ক্ষিত এই বন্ধনকে। আজ অনেক কিছু লিখতে চেয়েছিলাম। অনেক ভেবেছি। বারবার কী বোর্ডে হাত দিয়েও সরিয়ে নিয়েছি অজানা আশঙ্কায়! দুরু দুরু বুকের কম্পন আমি ঠিক সহ্য করতে পারিনা। আমার শ্বাসকষ্ট হয়। আজ ঘুমুতে যাব এমনই এক অসংলগ্নতায়।



আমি তোমাকে ভালোবাসি। ভালবাসিগো সুনয়না।



(একটি সত্যি ঘটনা অবলম্বনে)

মন্তব্য ৬৮ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১২ রাত ১২:১২

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: এটা কি কপি পেস্ট কইরা দিমু নাকি কয়েকজনকে =p~ =p~

২১ শে এপ্রিল, ২০১২ রাত ১২:২২

অক্টোপাস পল বলেছেন: দেন ভাই! ভার্চুয়াল প্রেম বইলা কথা! :P :P :P

২| ২১ শে এপ্রিল, ২০১২ রাত ১২:৫৩

ঈষাম বলেছেন: কয়েকজনরে পাঠায় দিমুনে এটা!:D

২১ শে এপ্রিল, ২০১২ রাত ১:১২

অক্টোপাস পল বলেছেন: দেন! তবে প্রেরকের জায়গায় আমার নামটা থাকা চাই B-))

৩| ২১ শে এপ্রিল, ২০১২ রাত ১:২২

শিশিরের শব্দ বলেছেন: :P :P

২১ শে এপ্রিল, ২০১২ রাত ১:৩৪

অক্টোপাস পল বলেছেন: :D :D :D

৪| ২১ শে এপ্রিল, ২০১২ রাত ১:২৫

গেমার বয় বলেছেন: B-) B-) B-)

২১ শে এপ্রিল, ২০১২ রাত ১:৩৭

অক্টোপাস পল বলেছেন: সন্দেহ হইতাছে না পইড়াই কমেন্টাইতেছেন সবাই! :-/ :-/ :-/

৫| ২১ শে এপ্রিল, ২০১২ রাত ১:৪৩

গেমার বয় বলেছেন: কেনু কেনু কেনু...এই কথা কেনু...আর কেউ পড়ুক বা না পড়ুক আমি পড়ি...তারপরেই কমেন্ট করি...!!!! :-* :-* :-*

২১ শে এপ্রিল, ২০১২ রাত ১:৫০

অক্টোপাস পল বলেছেন: :#) :#)

৬| ২১ শে এপ্রিল, ২০১২ রাত ১:৫৩

স্নিগ্ধ শোভন বলেছেন: আমার ভালোবাসার অক্ষম আকাশে না জানি কী আছে!



প্লাস।

২১ শে এপ্রিল, ২০১২ রাত ২:১৮

অক্টোপাস পল বলেছেন: ধন্যবাদ আবেগের অক্ষম অনুভূতিগুলো পড়ার জন্য।

ভালো থাকবেন!

৭| ২১ শে এপ্রিল, ২০১২ রাত ২:৫৮

টুকিঝা বলেছেন: কি চমৎকার!
পুরো লেখাটাই চমৎকার!
কি অদ্ভুত সুন্দর!

প্রিয়তে! সাথে আপনাকে অনুসরণ করলাম! এরকম মন ছুঁয়ে একদম আপন আপন লাগা লেখা অনেক অনেক দিন পর পড়লাম!


কিন্তু এত্ত সুন্দর লেখার শিরোনামটা ভাল লাগছে না! এই লেখার খুব খুব খুব বেশী সুন্দর একটা শিরোনাম থাকা উচিৎ!

মুগ্ধ আমি!!!!!!

২১ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:১১

অক্টোপাস পল বলেছেন: আমি শিরোনাম ঠিকঠাক দিতে পারিনা। একটা শিরোনাম দিয়ে দেন। এডিট করে নেব।

অনেক ধন্যবাদ।

৮| ২১ শে এপ্রিল, ২০১২ রাত ৩:০২

টুকিঝা বলেছেন: মন থেকে চাইলে নাকি ঈশ্বর নিজেই আবির্ভূত হন স্বকীয় মহিমায়। আমি ঈশ্বরকে চাইনি। চেয়েছিলাম তোমাকে। তোমার কাজল চোখের কাব্য আমার পড়া শ্রেষ্ঠ কবিতার বিস্ময়ানুভূতি ঘুচিয়ে হৃদয়ে অস্তিত্বের সুতীব্রতায় চিরস্থায়ী চেনা জানালায় দেখা চেনা আকাশের মতো। আমার হয়নি কখনো এমন!

অদ্ভুত সুন্দর!

২১ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:২৩

অক্টোপাস পল বলেছেন: ধন্যবাদ এত মুগ্ধতার জন্য।

৯| ২১ শে এপ্রিল, ২০১২ রাত ৩:০৬

বেঈমান আমি বলেছেন: ভার্চুয়াল আর রিয়েল লাইফ মিলে আমারো কিছু মেইল আছে দিমু নাকি একটা পোস্ট? :P :P :P

২১ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:১৯

অক্টোপাস পল বলেছেন: নিশ্চয়ই! আপনার প্রেমজীবনের গোপন কথা আমাদেরও কিছু জানান ;)

১০| ২১ শে এপ্রিল, ২০১২ ভোর ৫:১৫

দুঃখ বিলাসি বলেছেন: :P :P

২১ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:১৯

অক্টোপাস পল বলেছেন: :) :)

১১| ২১ শে এপ্রিল, ২০১২ সকাল ১০:৫৭

নাফিজ মুনতাসির বলেছেন: দেখি একজনরে পাঠাইয়া দিতে পারি এইটা........জুতার বাড়ি খাইলে আপনের দোষ আগেই বলে রাখলাম :D :D

২১ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:২২

অক্টোপাস পল বলেছেন: মেয়েদের হাতে জুতার বাড়ি খাওয়ার কথা গোপন রাখতে হয় রবিন ভাই!
:P :P :P :P

একটু এডিট করে নিতে পারেন চাইলে!

১২| ২১ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
একটি সত্যি ঘটনা অবলম্বনে লিখিত প্রেমপত্র ভালো লাগিল;);)

টাইটেলের সাথে টেক্সটের মিল খুঁজলাম:(

২১ শে এপ্রিল, ২০১২ রাত ৮:২৪

অক্টোপাস পল বলেছেন: মিল নাই :(

আপনারও প্রোপোজ করার ইচ্ছা নাকি? ;)

একটা শিরোনাম দেন না সোনাবীজ ভাই! এইটা আমারও ভাল্লাগতেছে না।

১৩| ২১ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৩২

আহমাদ জাদীদ বলেছেন: আহা কি প্রেম...... B-) B-) B-)

২১ শে এপ্রিল, ২০১২ রাত ১১:১০

অক্টোপাস পল বলেছেন: :!> :!> :!>

১৪| ২১ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৫৭

সপ্নচোরা বলেছেন: চমৎকার লিখেছেন...!!!এতটাই ভাল লাগলো যে দ্বীতিয় বার পড়ার লোভ সামলাতে পারলাম না.................

প্রেমে সফল হবেন কিনা জানিনা কারণ ওটা সব সময় আপনার ভালবাসার গভীরতা বা আবেগের উপর নির্ভর করেনা অপর জনের মানসিকতার উপরও নির্ভর করে..........তবে লেখালেখিতে সফল হবেন আশা করা যায়............চালিয়ে যান.....শুভকামনা রইলো প্রেম ও লেখা দুটোর জন্যই.......

২১ শে এপ্রিল, ২০১২ রাত ১১:১১

অক্টোপাস পল বলেছেন: হৃদয় গহীন থেকে আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ এমন সুন্দর মন্তব্যের জন্য।

শুভকামনা আপনার জন্যেও।

১৫| ২১ শে এপ্রিল, ২০১২ রাত ১০:২০

একাকী আমরা বলেছেন: অনেক সুন্দর লেখা.....আমি কেন পারি না এমন করে লিখতে......তবুও বলি প্রেম ও লেখা দুটোর শুভকামনা.....

২১ শে এপ্রিল, ২০১২ রাত ১১:১৪

অক্টোপাস পল বলেছেন: মন থেকে চাইলে নিশ্চয়ই পারবেন। সে সক্ষমতা নিশ্চয়ই আপনার আছে।

আপনারও সাফল্য কামনা করছি। :)

১৬| ২১ শে এপ্রিল, ২০১২ রাত ১০:২৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অসম্ভব সুন্দর লেখা।মনের সব আবেগ দিয়ে লেখা। খুব ভালো। আরো ভালো লেখেন এই কামনা রইলো। আমার ও একটা প্রেমপত্র লিখতে মনে চাইছে। কি করি?

২১ শে এপ্রিল, ২০১২ রাত ১১:২০

অক্টোপাস পল বলেছেন: :) প্রেমপত্র লিখবেন খুবই ভালো কথা। আসলে আমরা যারা ইন্টারনেট যুগের মানুষ তারা চিঠির মাহাত্ম্য বুঝি না। একটা প্রেমপত্র শুধু আপনার প্রেমের প্রস্তাবই না, বরং আপনার আবেগের সুনিয়ন্ত্রিত বিস্ফোরণ! লেখার সময় প্রিয় মানুষটার কথা ভাবুন। তার সাথে কাটানো সুন্দর সময়গুলোর কথা মনে করুন। তাকে/তার পাঠানো এসএমএস গুলো উল্টে-পাল্টে দেখতে পারেন। মোদ্দাকথা, নিজের ভালোবাসাটা অনুসন্ধান করুন।

আপনার জন্য শুভকামনা রইল।

১৭| ২১ শে এপ্রিল, ২০১২ রাত ১০:২৬

আর.হক বলেছেন: ভালো লাগা দিলাম

২১ শে এপ্রিল, ২০১২ রাত ১১:২১

অক্টোপাস পল বলেছেন: ভালোলাগার জন্য অনেক ধন্যবাদ।

ভালো থাকুন!

১৮| ২১ শে এপ্রিল, ২০১২ রাত ১১:৩৭

প্রীিত ওয়ােরছা বলেছেন: প্রেম পত্র গ্রহণ করিলাম!!

২১ শে এপ্রিল, ২০১২ রাত ১১:৪৯

অক্টোপাস পল বলেছেন: গ্রহণ করায় ধন্যবাদ।

তবে যার উদ্দেশ্যে লেখা, সে জানলে কিন্তু খবর আছে :P :P :P

১৯| ২১ শে এপ্রিল, ২০১২ রাত ১১:৫৪

বাংলাদেশের বিবেক বলেছেন: প্রেম তো দেখি উথলাইয়া পড়িতেছে। :#) :#) :#)

সুন্দর হয়েছে। :D :D

২২ শে এপ্রিল, ২০১২ রাত ১২:০০

অক্টোপাস পল বলেছেন: প্রেমে না পড়লে বুঝবেন না উথলানো কারে কয়! ;) ;) ;)

অনেক ধন্যবাদ। :)

২০| ২২ শে এপ্রিল, ২০১২ রাত ১২:০৯

শায়মা বলেছেন: বাহ!!!


ভালোই তো!!!:P

২২ শে এপ্রিল, ২০১২ রাত ১২:১৫

অক্টোপাস পল বলেছেন: প্রেমপত্র লেখা অনেক কষ্টের কাজ। পেতে কেমন লাগে আপু?

২১| ২২ শে এপ্রিল, ২০১২ রাত ১২:২০

সুনীল সমুদ্র বলেছেন:

অসম্ভব সুন্দর !
অসাধারণ এক চিঠি!

শুধু আপনার এই লেখাটিতে মন্তব্য করার জন্য দীর্ঘদিন পর লগ ইন করলাম সামহয়্যার ব্লগে।

'প্রিয়তে' রইলো প্রিয় এই চিঠি।
ভালো থাকুন।

২২ শে এপ্রিল, ২০১২ রাত ১২:৩৩

অক্টোপাস পল বলেছেন: অনেক ধন্যবাদ সুনীল সমুদ্র। নিজের প্রতি বিশ্বাস ফিরে পাচ্ছি আপনাদের শুভকামনায়।

ভালো থাকুন,অনেক।

২২| ২২ শে এপ্রিল, ২০১২ রাত ১২:৩৯

রায়হান কবীর বলেছেন: কি অদ্ভুত, কি অদ্ভুত!!

আমার মনের কথা লেখক জানলেন কি করে??

২২ শে এপ্রিল, ২০১২ রাত ১২:৫১

অক্টোপাস পল বলেছেন: সব প্রেমিকের মনের কথা বোধহয় একই রকম হয়। প্রেমিকারা শুধু বুঝতে পারেনা অথবা চায়না।

ভালো থাকবেন। :)

২৩| ২২ শে এপ্রিল, ২০১২ রাত ১:০৪

অক্টোপাস পল বলেছেন: লেখাটা ফেসবুকে-টুইটারে শেয়ার হয়েছে দেখে ভালো লাগছে। আমার লেখা সাধারণত ফেবুতে শেয়ার দেই না। যাঁরা দিয়েছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ। ধন্যবাদ প্রিয়তে নেয়ার জন্য।

২৪| ২৮ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:২৫

জুল ভার্ন বলেছেন:
অপূর্ব সুন্দর!
তবে কোনো ঘটা করার দরকার কী? সোজা সামনে গিয়ে বুক ফুলিয়ে বলেন-"ভালবাসা দিবি কিনা বল"(অমন নামের একটা সিনেমার পোস্টার দেখি পথে ঘাটে)। :)

প্লাস।

২৮ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:০৪

অক্টোপাস পল বলেছেন: :D :D :D

ওভাবে বললে কী বুঝবে ভালোবাসা? গুন্ডা ছেলে ভেবে ইভ টিজিং এর মামলা করে বসবে!

অনেক ধন্যবাদ ও আমার ব্লগে স্বাগতম জুল ভার্ন ভাইয়া।

২৫| ২৮ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৪৪

লুৎফুল কাদের বলেছেন: ভাল লাগল।

২৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৫৫

অক্টোপাস পল বলেছেন: অনেক ধন্যবাদ।

ভালো থাকুন।

২৬| ০১ লা মে, ২০১২ বিকাল ৫:৪৪

আরজু পনি বলেছেন:

ঋষি সুলভ গাম্ভীর্য নিয়ে নিষ্কাম পর্যবেক্ষণ!...সাধু সাধু =p~

মন থেকে চাইলে নাকি ঈশ্বর নিজেই আবির্ভূত হন স্বকীয় মহিমায়...এই কথাটা আমি নিজেও অন্তর থেকেই বিশ্বাস করি।
অনেক সুন্দর ভার্চুয়াল প্রকাশ।



SS

০১ লা মে, ২০১২ সন্ধ্যা ৭:০০

অক্টোপাস পল বলেছেন: ধন্যবাদ আরজুপনি। 'প্রিন্সেস' এর রিভিউ লেখার কত দূর?

২৭| ০১ লা মে, ২০১২ বিকাল ৫:৪৪

আরজু পনি বলেছেন:

ঋষি সুলভ গাম্ভীর্য নিয়ে নিষ্কাম পর্যবেক্ষণ!...সাধু সাধু =p~

মন থেকে চাইলে নাকি ঈশ্বর নিজেই আবির্ভূত হন স্বকীয় মহিমায়...এই কথাটা আমি নিজেও অন্তর থেকেই বিশ্বাস করি।
অনেক সুন্দর ভার্চুয়াল প্রকাশ।



SS

২৮| ০২ রা মে, ২০১২ বিকাল ৪:৪১

আরজু পনি বলেছেন:
.........
ব্লগ নিয়ে তো এই কয়দিন যুদ্ধ করলাম। "প্রিন্সেস" রিভিউ দিলে এর রিএ্যাকশন কি হবে ভাবছি! :| যদিও রিভিউ দেওয়ার পূর্ব অভিজ্ঞতা নেই।

পেয়ে যাবেন :)

০২ রা মে, ২০১২ বিকাল ৫:২৪

অক্টোপাস পল বলেছেন: কেন এই নীরবতা, লুকিয়ে অনেকদিন
প্রকাশ্য অনুশীলন চলেছে যুদ্ধ যুদ্ধ খেলায়
যে পাদটীকায় আমাদের বিজয়ের শেষ।

-গুন্টার গ্রাস

দিয়ে দেন। বইটা পড়েছি। আপনার রিভিউয়ের সাথে আমার অনুধাবন মিলিয়ে নেব।

২৯| ০২ রা মে, ২০১২ বিকাল ৪:৪৫

পাতালপুরের জাহাজ চালক বলেছেন: কপি কর্তে মঞ্চায়! :)

০২ রা মে, ২০১২ বিকাল ৫:২২

অক্টোপাস পল বলেছেন: করে ফেলুন! ;)

পাতালের রাজা হেডিসের তো রানী পার্সিফোন আছে। কার জন্য কপি করবেন? :)

৩০| ০২ রা মে, ২০১২ রাত ৮:৫১

পাতালপুরের জাহাজ চালক বলেছেন: আমি তো রাজা নই! প্রজা! জাহাজ চালাই মাত্র! :(

০২ রা মে, ২০১২ রাত ১১:২০

অক্টোপাস পল বলেছেন: B-) B-)

৩১| ০২ রা মে, ২০১২ রাত ৮:৫২

পাতালপুরের জাহাজ চালক বলেছেন: আর পার্সিফোন- সেও তো চুরি করে আনা! :(

০২ রা মে, ২০১২ রাত ১১:২২

অক্টোপাস পল বলেছেন: আপনার নিকটা দুর্দান্ত সুন্দর হয়েছে।

আমার বড্ড আগ্রহের জায়গা মিথ।

সুখে থাকুন চুরি করে আনা পার্সিফোনকে নিয়ে (মনিব পত্মী?) :P

৩২| ০২ রা মে, ২০১২ রাত ৯:১১

শায়মা বলেছেন: মাঝে মাঝে ভালোই মানে ছোটবেলায়।

কেমন সিনেমা সিনেমা/ গল্প কবিতা ব্যাপার স্যাপার।:) :)

আর এখন!!!!


মনে হয় ধরে কাঁচা খেয়ে ফেলি।X(

বুড়ি হবার নিশ্চিৎ লক্ষন!!!:( :( :(



(মানে এখন কেউ যদি কখনও দেয় আর কি। ফিউচার টেন্স সাথে আবার যদি। :P)

০২ রা মে, ২০১২ রাত ১১:২৫

অক্টোপাস পল বলেছেন: :)

আপনার মন্তব্যের জবাবে কী লিখব জানিনা শায়মাপু। এটা একটা ব্যর্থ প্রেমপত্র।

অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৩৩| ০২ রা মে, ২০১২ রাত ১১:২৮

টুকিঝা বলেছেন: এটা একটা ব্যর্থ প্রেমপত্র।

এটা সত্যিই যদি ব্যর্থ হয় তাহলে যেন প্রেম বলে কিছু আর না থাকে!

০৩ রা মে, ২০১২ রাত ১১:০৭

অক্টোপাস পল বলেছেন: সপ্নচোরা বলেছেন: প্রেমে সফল হবেন কিনা জানিনা কারণ ওটা সব সময় আপনার ভালবাসার গভীরতা বা আবেগের উপর নির্ভর করেনা অপর জনের মানসিকতার উপরও নির্ভর করে

:( :(

'টুকি এবং ঝা এর (প্রায়) দুঃসাহসিক অভিযান' পড়েছিলাম ছোটবেলায়।

কেমন আছেন আপনি?

৩৪| ০৫ ই মে, ২০১২ রাত ৯:৫৪

শহিদুল ইসলাম বলেছেন: সত্য ঘটনা অবলম্বনে লেখা ? B-))

আবার ব্যর্থ ! তাইলে আমি আর পাঠাইলাম না :)

০৫ ই মে, ২০১২ রাত ১০:৪১

অক্টোপাস পল বলেছেন: সপ্নচোরা বলেছেন: প্রেমে সফল হবেন কিনা জানিনা কারণ ওটা সব সময় আপনার ভালবাসার গভীরতা বা আবেগের উপর নির্ভর করেনা অপর জনের মানসিকতার উপরও নির্ভর করে

৩৫| ০৫ ই মে, ২০১২ রাত ১০:৩৫

টুকিঝা বলেছেন: অস্থির আছি, অশান্ত আছি!

০৫ ই মে, ২০১২ রাত ১০:৪১

অক্টোপাস পল বলেছেন: ক্লান্ত |-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.