নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Keep on the sunny side of life

শব্দ খুঁজি, সৃষ্টির অদম্য নেশায়

অক্টোপাস পল

সবই পারি, ভবিষ্যৎবাণী ছাড়া! (c) জিশান নিয়াজ

অক্টোপাস পল › বিস্তারিত পোস্টঃ

রংপুরের রসনা বিলাসঃ শহরের সেরা খাবারের জায়গাগুলো

১৭ ই আগস্ট, ২০১২ রাত ১:২৯

তিস্তা ও ঘাঘট বিধৌত রংপুর বাংলা মুলুকের অন্যতম প্রাচীন জনপদ। উত্তরাঞ্চলের রাজধানী। একথা ঐতিহাসিকভাবে স্বীকৃত রংপুরের প্রাচীন নাম হলো রঙ্গপুর তথা প্রমোদপুরী। প্রমোদ বিলাসের অন্যতম অনুষঙ্গ রসনা। রসনা বিলাসে আমরা রংপুরবাসী বিন্দুমাত্র পিছিয়ে নেই। আমার লেখাটি যাঁরা রংপুর শহরে আসবেন তাঁদের সাহায্য করবে আমাদের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খাবারের জায়গাগুলো চিনে নিতে।



রংপুরে খাবারের অনেক জায়গাই রয়েছে। মডার্ন মোড় থেকে সিও বাজার, মাহিগঞ্জ থেকে দর্শনা; পুরনো অনেক জায়গাই আছে যেগুলো প্রবীণদের নস্টালজিয়ায় ভোগায়। আমরা যারা তরুণ তাদের জন্যও আছে বিস্তর আয়েশ করে উদরপূর্তি করার জায়গা। রংপুর শহরের প্রসিদ্ধ রসনা সিদ্ধির জায়গাগুলোর উল্লেখ করছি নিচে।





সিঙ্গারা হাউজঃ
রংপুরের সবচেয়ে জনপ্রিয় সিঙ্গারার দোকান। সিঙ্গারার পাশাপাশি এখানে চা, লাচ্ছি, রস মালাই পাওয়া যায়। এখানে সিঙ্গারা খেতে হলে বেশ খানিকক্ষণ বাইরে অপেক্ষা করতে হবে। ভীড় লেগেই থাকে। এক প্লেটে তিনটে খুদে সিঙ্গারার সাথে মিলবে আনকোরা টমেটোর চাটনি। স্কুল পালিয়ে এখানে অনেক দার্শনিক চিন্তা ভাবনার জন্মদান করেছি। মান্না দের কফি হাউজ আমাদের রংপুরে এসে বিবর্তিত হয়ে সিঙ্গারা হাউজ হয়ে গেছে। যারা রংপুরে আসবেন তাদের মিস না করার জন্য অনুরোধ করছি।



অবস্থানঃ সুপার মার্কেট থেকে পায়রা চত্বরের দিকে যেতে ডান পাশের গলিতে ঢুকলেই হবে।



পুষ্টিঃ ‘পুষ্টির অনন্য সৃষ্টি/ দই ঘি মিষ্টি।’ এই হল পুষ্টির স্লোগান। রংপুরের সবচেয়ে প্রসিদ্ধ মিষ্টান্নের দোকান। রসোগোল্লা, রসমালাই, দই, সন্দেশ, স্পঞ্জ মিষ্টি থেকে শুরু করে সবই পাওয়া যায়। এদের দইটাও বেশ। আমার বগুড়ার এক বন্ধুকে খাওয়ানোর পর ব্যাটা বাধ্য হয়েছিল ‘বগুড়ার চেয়েও ভালো’ বলতে!



অবস্থানঃ সিঙ্গারা হাউজ যাওয়ার গলির মুখেই।



ঘোষ ভান্ডারঃ মিষ্টির জন্য ভালো আরেকটি দোকান। নিপেন ঘোষের নামানুসারে জায়গাটার নামই হয়ে গেছে নিপেনের মোড়! ঘোষরা পারিবারিকভাবেই দোকানটা চালাচ্ছে ।এখানকার চা টাও বেশ। মিষ্টান্নপ্রেমীদের অবশ্যই ভালো লাগবে।



অবস্থানঃ পায়রা চত্বর, ‘নিপেনের মোড়’।



জলযোগঃ পুরনো আরেকটি মিষ্টির দোকান। এখানকার সন্দেশ খুবই প্রসিদ্ধ। জলযোগ নামটাই এখানে কী কী পাওয়া যায় তা বলে দেয়। মূলত সকাল-বিকেল নাস্তা করার জন্য আদর্শ জায়গা।



অবস্থানঃ বেতপট্টি।



নিরঞ্জন মিষ্টিমুখঃ মাহিগঞ্জে (পুরনো রংপুর) নিরঞ্জনের অবস্থান। মোটামুটি সব ধরণের মিষ্টিই পাওয়া যায়। রংপুরের বাইরের মানুষও নিরঞ্জন থেকে মিষ্টি কিনতে আসেন। নিরঞ্জনে মিষ্টি খেতে যাওয়ার অন্যতম মজা হচ্ছে মাহিগঞ্জ দর্শন। পুরনো ভবনে সেখানে মিলবে ইতিহাসের প্রতিচ্ছবি। মাহিগঞ্জে বেশ কিছু প্রাচীন মন্দির আছে। মাহিগঞ্জ বাজারের পাশেই আছে ১৮৩০ এর দশকে নির্মিত ‘মাহিগঞ্জ পাবলিক লাইব্রেরি’র পরিত্যক্ত ভবন। আর বিখ্যাত তাজহাট জমিদার বাড়িও এখান থেকে পায়ে হাঁটার পথ। উপরি হিসেবে ডিমলার জমিদার বাড়িও দেখে নিতে পারেন।



অবস্থানঃ মাহিগঞ্জ।



চটপটি হাউজঃ জেলা পরিষদ সুপার মার্কেটের সবচেয়ে জনপ্রিয় দোকান। আপু ও আন্টিদের সবসময়ই এর সামনে গিজ গিজ করতে দেখা যায়। ছেলেরা যে এখানে আসে না তাও না। প্রতি প্লেট চটপটি ২০ টাকা। ছোটবেলা থেকে খাচ্ছি। এখনো এখানে খাওয়ার আমন্ত্রণ এড়াতে পারি না।



অবস্থানঃ জেলা পরিষদ সুপার মার্কেট।



নাড়ুর হোটেলঃ নাড়ুর হোটেলের বিশেষত্ব কড়া মিষ্টি এক ধরণের চা। তরুণ সমাজে এটি ‘ডাইল চা অথবা পিনিক চা’ নামে পরিচিত। এখানে গুড়ের মিষ্টি এবং মিষ্টির সিরা দিয়ে খাওয়ার জন্য পুরি পাওয়া যায়। ছোট্ট পরিসরের এই দোকানে ভীড় লেগেই থাকে।



অবস্থানঃ স্টেশন রোড, সোনালী ব্যাংক কর্পোরেট শাখার বিপরীতে।



মৌবনঃ মৌবন নিঃসন্দেহে রংপুরের সেরা বেকারি। এর হোটেল শাখাও কম বিখ্যাত নয়। ইফতারের জন্য এখানে বৈচিত্র্যময় অনেক কিছুই পাওয়া যায়। শুধু রংপুর নয়, এর আশেপাশের অনেক জেলার মানুষের ঈদের ফর্দের অন্যতম অনুষঙ্গ মৌবনের লাচ্ছা সেমাই।



অবস্থানঃ কাচারী বাজার।



খালেক হোটেলঃ খালেক হোটেল মধ্যবিত্তের প্রিয় খাবারের জায়গা। পুর্বে নিপেনের মোড়ে অবস্থান হলেও বর্তমানে এটি জিপি সেন্টার তথা নর্থ ভিউয়ের বিপরীতে অবস্থিত। খালেক হোটেল খাসির মাংসের জন্য সুখ্যাত। বাজেটে কুলায় বলে অনেক সময়েই মধ্য ও নিম্ন মধ্যবিত্তের প্রিয়তম উদরপূর্তির জায়গা।



অবস্থানঃ



বৈশাখীঃ বাঙালি খাবারের অন্যতম রেস্তরাঁ। এর দুটি শাখা আছে। একটি জাহাজ কোম্পানির মোড়ে আরেকটি মেডিকেল মোড়ে ক্যান্ট পাবলিক স্কুলের সামনে। এখানে মোটামুটি সকল ধরণের বাঙালি খাবারই পাওয়া যায়। পরিবেশ সুন্দর। বেশ পারিবারিক আমেজে খাওয়া যায়। বৈশাখীর চা স্পেশাল। বিরিয়ানি থেকে ভাত-মাংসের জন্য একটা সেরা পছন্দ হতে পারে বৈশাখী।



অবস্থানঃ জাহাজ কোম্পানির মোড়, মেডিকেল মোড়।



চাঁদনি, পারভেজ ও স্টার হোটেলঃ উদরপূর্তির জন্য ভালো জায়গা এই তিন রেস্টুরেন্ট। তিনটির অবস্থানই মেডিকেল মোড়ে। বাঙালি খাবারের পাশাপাশি কাবাব-নান পাওয়া যায়। পারভেজ হোটেলে আমার প্রিয় খাবার ডিম সিঙ্গারা। কলেজ পালিয়ে এখানে প্রচুর আড্ডা দিতাম। ক্যান্ট পাবলিকের ছাত্রদের অতিপ্রিয় আস্তানা।



অবস্থানঃ মেডিকেল মোড়।



সিসিলিঃ রংপুরের অন্যতম পুরনো চায়নিজ রেস্টুরেন্ট। অবস্থান রাজা রামমোহন রায় মার্কেটের দোতলায়। থাই ও চায়নিজ বেশিরভাগ আইটেমই পাওয়া যায়। দামও চলনসই। এখানকার আলো আঁধারি প্রেমিক প্রেমিকাদের বেশ প্রিয়! নতুন অনেক রেস্টুরেন্টের ভিড়ে এখনও মানুষের প্রথম পছন্দ।



অবস্থানঃ রাজা রামমোহন রায় শপিং কমপ্লেক্স।



ঢাকা ফাস্টফুডঃ মূলত তরুণ সমাজেই বেশী জনপ্রিয়। বার্গার, ফ্রাইড চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই ইত্যাদি পাওয়া যায়। দু’কাপ কফি অথবা দুটো আইসক্রিম নিয়ে মুখোমুখি বসে অনেকটা সময় কাটনো যায়! কাঁচা বয়সের ছেলে-মেয়েদের খুবই পছন্দের জায়গা।



অবস্থানঃ ধাপ, জেল রোড।



নর্থ ভিউঃ নর্থ ভিউ রংপুরের প্রথম চার তারকা হোটেল। বারতলা এ ভবনে কর্পোরেট অনেক প্রতিষ্ঠানেরই অফিস রয়েছে। নর্থ ভিউ হোটেলে সুইমিং পুল সহ আধুনিক অন্যান্য সুবিধা রয়েছে। তবে আমার সবচেয়ে ভালো লাগে এর রেস্টুরেন্ট। ন তলায় অবস্থিত এই রেস্টুরেন্টটি অবস্থানের দিক থেকে রংপুরের সেরা। বাঙালি, চায়নিজ, থাই, ফাস্টফুড সবই পাওয়া যায়। এর সবচেয়ে সুবিধা কাঁচের ঘেরাটোপ ভেদ করে বাইরের সুনিবিড় দৃশ্য। রেস্টুরেন্টের বারান্দায় দাঁড়িয়ে পাখির চোখে রংপুর শহরের উত্তরাংশ দেখে নেয়া যায়। ইট-পাথরের অভিবাসী উৎপাতের আমার শহরটাকে দেখে মনে হয় সবুজের মাঝে ডুবে থাকা বিলুপ্ত প্রাচীন জনপদ। হারিয়ে যাওয়া এল ডোরাডোর মতো।



মিড নাইট সানঃ জনপ্রিয় একটি চাইনিজ খাবারের রেস্টুরেন্ট হল মিড নাইট সান। ঢাকার নাম করা রেস্টুরেন্টটিরই একটি শাখা এটি। চায়নিজ খাবারের জন্য সুখ্যাত। বেশ সাশ্রয়ী।



অবস্থানঃ ডিসির মোড় (হালের পার্লারের মোড়!)



ক্যাস্পিয়াঃ
সুন্দর ইন্টেরিয়রের চায়নিজ রেস্টুরেন্টটির বয়স বেশী নয়।। বাইরে থেকে দেখলেই ভিতরে যেতে ইচ্ছে করে। প্রায় সব জনপ্রিয় চায়নিজ খাবার পাওয়া যায়। দাম চলনসই। রংপুরের তরুণ-যুবার কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এর অবস্থানও সহজগম্য।



অবস্থানঃ রংপুর সার্কিট হাউজের সামনে।



খেয়া পার্ক রেস্টুরেন্টঃ
পার্কের মতো মুক্ত, প্রাকৃতিক পরিবেশে বসে খাওয়ার জন্য খুব সুন্দর একটা জায়গা। খেয়া পার্ক রেস্টুরেন্টে প্রবেশের জন্য এর পাশ দিয়ে বয়ে চলা শ্যামা সুন্দরী খালের ওপর দিয়ে একটা কাঠের সাঁকো পেরোতে হয়। এতে কাঠ-বাঁশের কেবিনগুলো বাংলার বিখ্যাত নদীগুলোর নাম অনুসরণে রাখা হয়েছে। ডেটিং এর জন্য স্বর্গতুল্য। আইসক্রিম থেকে শুরু করে চায়নিজ ও ফাস্টফুডের প্রায় সব আইটেমই পাওয়া যায়। নিঃসন্দেহে রংপুরের সবচেয়ে প্রাকৃতিক রেস্টুরেন্ট ‘খেয়া পার্ক’।



অবস্থানঃ পার্ক মোড়।



আমার চোখে, আমার অভিজ্ঞতায় এগুলোই রংপুরের সবচেয়ে প্রসিদ্ধ খাবারের জায়গা। আপনি রংপুরবাসী হলে নিশ্চয়ই আমার সাথে একমত হবেন(কিছু মিস হলে দয়া করে উল্লেখ করুন)। অতিথি হলে আগে গিয়ে খেয়ে আসুন। তারপর আমার ব্লগে এসে জানিয়ে যান কেমন লাগলো! সবার জন্য শুভ কামনা ও রংপুরে আমন্ত্রণ।























মন্তব্য ৯৯ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৯৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১২ রাত ১:৩৯

শিশু পিপড়া বলেছেন: আমি শিশু পিপড়া। দই আর রসগোল্লা খুব পছন্দ করি।

১৭ ই আগস্ট, ২০১২ রাত ১:৪৩

অক্টোপাস পল বলেছেন: আপনার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে। চলে আসুন রংপুরে!

২| ১৭ ই আগস্ট, ২০১২ রাত ১:৩৯

জিললুর রহমান বলেছেন: যাইতে হবে এবং খাইতে হবে।

১৭ ই আগস্ট, ২০১২ রাত ১:৪৪

অক্টোপাস পল বলেছেন: মোস্ট ওয়েলকাম! :)

চলে আসুন।

৩| ১৭ ই আগস্ট, ২০১২ রাত ১:৪৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: রংপুরে যাওয়া হবে নাকি জানিনা। কিন্তু আমার পোষ্ট পড়ে অনেক ক্ষুধা লেগেছে :(

১৭ ই আগস্ট, ২০১২ রাত ১:৪৭

অক্টোপাস পল বলেছেন: নিশ্চয়ই আসবেন! জীবনটা তো আসলে অতো ছোট নয়। আমন্ত্রণ জানিয়েই রাখলাম।

৪| ১৭ ই আগস্ট, ২০১২ রাত ২:০১

জনিশা বলেছেন: অংপুর কে খুব মিস করি.।.।.।.।.।.।.।.।।।

১৭ ই আগস্ট, ২০১২ রাত ২:০৩

অক্টোপাস পল বলেছেন: জেনে সুখী হলাম ভ্রাতা। আবারো আসুন রংপুরে। :)

৫| ১৭ ই আগস্ট, ২০১২ রাত ২:০৩

রেডসিগনাল বলেছেন: সন্দেশের কথায় দেশের কথা মনে পড়ে গেল, লাল কুটি ধাপে ছিলাম ১মাস । ফুফুর বাসা নূরপুরে (দরদী সিনেমা হলের পিছনে) সেখানেও মাঝে মাঝে,
খুব মনে পরে রংপুরের চিড়িয়া খানাটি,নির্জনে গাছের ছায়ায় বসে কত গল্প করেছি,
সব আজ ফুলে গেছি প্রয়োজনের তাগিদে । তবে সেখানকার খানার তুলনা হয়না,আপনাকে অনেক ধন্যবাদ পোষ্টের জন্য ।

তবে,উত্তর অন্চল বলতে সবাই এখন মঙ্গা পীড়িত বলেই জানে,

১৭ ই আগস্ট, ২০১২ রাত ২:১৩

অক্টোপাস পল বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

মঙ্গা পীড়িতের অপবাদ আমাকেও শুনতে হয়েছে। তবে বাস্তবতা ভিন্ন। রংপুরের সামর্থ রয়েছে ঢাকার পর দেশের সবচেয়ে বড় শহরে পরিণত হওয়ার।

৬| ১৭ ই আগস্ট, ২০১২ রাত ২:২১

অচিনপাখি বলেছেন: আমি রংপুর পিটিআই -এর ছাত্র।

১৭ ই আগস্ট, ২০১২ রাত ২:২৩

অক্টোপাস পল বলেছেন: আচ্ছা! খুব ভালো তো। আমি রংপুরের ছেলে।

রংপুরে রসনা বিলাস কেমন করেন? আমার তালিকা ঠিক আছে তো?

৭| ১৭ ই আগস্ট, ২০১২ রাত ২:২৯

অচিনপাখি বলেছেন: তিন বছর ছিলাম। ক্লাস ফোর -এ উঠে খুলনায় চলে আসি। তবে 29 বছর পর মে মাসে গিয়েছিলাম। এই পোষ্ট টা আগে দিলে উপকার হত।

১৭ ই আগস্ট, ২০১২ রাত ২:৩১

অক্টোপাস পল বলেছেন: অনেকদিন থেকেই দেব দেব ভাবছি। আলসেমির কারণে হয়ে ওঠেনি। আবার আসলে পোস্টটার কথা মনে রাখবেন নিশ্চয়ই।

৮| ১৭ ই আগস্ট, ২০১২ রাত ২:৩১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বলি, এতো যে লোভ দেখান হচ্ছে, চলে তো আসবো যে কোনো দিন।
থাকবেন তো?
:) :) :)

১৭ ই আগস্ট, ২০১২ রাত ২:৩৪

অক্টোপাস পল বলেছেন: আমি তো ঢাকায় থাকি! ভার্সিটিতে আরো বছর খানেক থাকতে হবে। :)

তবে আপনি আমার অন্যতম প্রিয় কবি। আপনি আসলে নিশ্চয়ই ব্যবস্থা করব।

৯| ১৭ ই আগস্ট, ২০১২ রাত ২:৪৫

নাফিজ মুনতাসির বলেছেন: আহ......অনেকদিন পর খাবার নিয়ে একটা পোষ্ট পড়লাম........

পুরাই ভান্ডার নিয়ে হাজির হলেন দেখি........ক্ষুধা লাগায়া দিছেন.......রংপুরে যাওয়া হয়নাই কখনো.......খাবারের বর্ণনা যেতে ইচ্ছে করছে......গেলে কিন্তু আপনাকে ফোন দিবো.......সাথে থাকতে হবে ;)

১৭ ই আগস্ট, ২০১২ রাত ২:৪৮

অক্টোপাস পল বলেছেন: এই পোস্ট আপনার বিখ্যাত 'বাংলার ফুল ফুড ডিকশনারি' থেকে অনুপ্রাণিত। আপনি আসলে অবশ্যই থাকবো। রংপুরে আমন্ত্রণ। আপনাকে সেই বিখ্যাত পোস্টের জন্য এখনো ধন্যবাদ জানাই। :)

১০| ১৭ ই আগস্ট, ২০১২ রাত ২:৫৩

কর্ণেল সামুরাই বলেছেন: জন্ম থেকেই রংপুরে। পরিচিত নামগুলো আপনার পোষ্টে দেখে ভাল লাগল। :)

১৭ ই আগস্ট, ২০১২ রাত ২:৫৪

অক্টোপাস পল বলেছেন: ধন্যবাদ। আমার জন্মও রংপুর শহরে। বেড়ে ওঠাও।

১১| ১৭ ই আগস্ট, ২০১২ ভোর ৫:০৯

স্বাধীনহ্যাপী বলেছেন: প্রিয়তে নিলাম।

এখন বলছি ভাইয়া, ভ্রমন আমার একমাত্র শখ। উত্তরঅঞ্চল কিছু দেখা হয় নি, আপনার পোস্টটা অনেক উপকার করলো আমার।
তার উপর আমি মিষ্টি খাবারের পোকা । ভাইয়া আমি কিন্তু সত্যি রংপুর যাবো এবং যাবার আগে আপনাকে একটু কষ্ট দিবো, কিছু জানতে হলে। সাহায্য করবেন তো? :D

১৮ ই আগস্ট, ২০১২ রাত ১:১৯

অক্টোপাস পল বলেছেন: ধন্যবাদ। চলে আসুন উত্তরে। যেকোন সহযোগিতা করতে পারলে সুখী হব।

১২| ১৭ ই আগস্ট, ২০১২ ভোর ৫:১০

আহমাদ জাদীদ বলেছেন: প্রিয়তে থাকল পোস্ট......রংপুর গেলে কাজে লাগতে পারে.........

১৮ ই আগস্ট, ২০১২ রাত ১:২০

অক্টোপাস পল বলেছেন: ধন্যবাদ। আপনাকে অনেক দিন পর দেখলাম। ভালো আছেন নিশ্চয়ই?

১৩| ১৭ ই আগস্ট, ২০১২ সকাল ৭:০০

বীরেনদ্র বলেছেন: মাহীগঞ্জের রসগোল্লা আর নৃপেনের মিস্টি ভাল। খেয়েছিলাম সেই ১৯৯৩ সালে। মোবনে বিকেলের নাস্তা করতাম সেটাও মনে আছে তবে ভাতের হোটেল খুব ভাল না থাকায় আলীর মেসে খেতাম। এখন কোন ভাল হোটেল হয়েছে কিনা জানি না। ইচ্ছে আছে দেশে গেলে যাব রংপুর।

ধন্যবাদ।

১৮ ই আগস্ট, ২০১২ রাত ১:২৩

অক্টোপাস পল বলেছেন: দেশে আসলে আসার আমন্ত্রণ রইলো। এখন ভাতের হোটেল ভালোই আছে। শহরে মানুষও বেড়েছে। ভালো থাকবেন।

১৪| ১৭ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:৫৩

জিসসান বলেছেন: রংপুর শহরটা আমার দেখা সবচাইতে সুন্দর শহর। আমি যতবারই যাই ইচ্ছে হয় থেকে যাই।
আর খাবার দাবার! উফ খুবই মজার

১৮ ই আগস্ট, ২০১২ রাত ১:২৫

অক্টোপাস পল বলেছেন: আসেন কোলাকুলি করি! আপনার পুরো কমেন্টে অক্ষরে অক্ষরে সহমত। ভালো কথা, আমার নাম 'জিশান"। :)

১৫| ১৭ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৫১

তন্ময় ফেরদৌস বলেছেন: ++++++++++++

১৮ ই আগস্ট, ২০১২ রাত ১:২৭

অক্টোপাস পল বলেছেন: ধন্যবাদ তন্ময় ভাই।

১৬| ১৭ ই আগস্ট, ২০১২ রাত ৯:৫৯

নাজিম-উদ-দৌলা বলেছেন: দোস্ত! তোর বাড়ি যে রংপুর তা তো জানতাম না! রংপুর আস্মু খুব তারাতারি! তারপর এই সব যায়গায় নিয়া খাওয়াইতে হইব কিন্তু! :D

১৮ ই আগস্ট, ২০১২ রাত ১:২৮

অক্টোপাস পল বলেছেন: চইলা আয়! B-) B-)

১৭| ১৭ ই আগস্ট, ২০১২ রাত ১১:৪০

সায়েম মুন বলেছেন: রংপুর আমার প্রিয় একটা শহর ও জেলা। রসনাবিলাসের জায়গাগুলোও বেশীর ভাগই চেনা। পুষ্টির মিষ্টি তো বেশ নাম করেছে।

অনেক ভাল লাগলো আপনার পোষ্টটা। প্রিয়তে রেখে দিলাম।

নর্থ ভিউ হোটেলটার অবস্থান কোথায়? :)

১৮ ই আগস্ট, ২০১২ রাত ১:৩০

অক্টোপাস পল বলেছেন: ধন্যবাদ সায়েম মুন ভাই। প্রিয়তে নেয়ায় সম্মানিত বোধ করছি।

নর্থ ভিউ পায়রা চত্বরে। জিপি কাস্টমার কেয়ারের বিল্ডিংটাতেই।
ভালো থাকবেন।

১৮| ১৮ ই আগস্ট, ২০১২ রাত ২:১০

বিমর্ষ আমি বলেছেন: রংপুর আমার কাছে হেভেন......

১৮ ই আগস্ট, ২০১২ রাত ২:৪৯

অক্টোপাস পল বলেছেন: আমার কাছেও! :)

১৯| ১৮ ই আগস্ট, ২০১২ রাত ২:৫০

রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: প্রিয়তে :)
একে একে সব ক'টাতে হানা দিব, ইনশাল্লাহ :#)

১৮ ই আগস্ট, ২০১২ রাত ৩:০৬

অক্টোপাস পল বলেছেন: আর তাহলেই এই পোস্ট তথা আমার সফলতা! B-)) B-))

২০| ১৮ ই আগস্ট, ২০১২ রাত ৩:১২

আরজু পনি বলেছেন:

আচ্ছা , গেলে এই পোস্ট প্রিন্ট দিয়া সাথে নিয়া যাবো...

:)

১৮ ই আগস্ট, ২০১২ রাত ৩:৫১

অক্টোপাস পল বলেছেন: আমার বাসায় নিমন্ত্রণও থাকবে :)

২১| ১৮ ই আগস্ট, ২০১২ দুপুর ১:০৭

আরিফুল ইসলাম শাওন বলেছেন: বই আমার বাসার আশেপাশে!!!! :D ;)

তো লেখক ভাই সাবের বাড়িটা কোনখানে? :)

১৯ শে আগস্ট, ২০১২ রাত ১:৪৫

অক্টোপাস পল বলেছেন: আমার বাসা পার্ক মোড়ে। নাড়িপোতা, বড় হওয়া রংপুরে। আরো বড় হওয়ার অভিপ্রায়ে এখন আছি ঢাকায়।

২২| ১৮ ই আগস্ট, ২০১২ দুপুর ১:২৩

মাজেদুল ইসলাম বলেছেন: পোস্টের শুরুতে সতর্কতা হিসেবে দেয়া উচিৎ ছিল যে এই পোস্ট ইফতারের পরে পড়বেন :P দেখো দেখি রোজার রেখে এই পোস্ট পড়ে আমার কি অবস্থা। এই পোস্টের বেশিরভাগগুলোতে খাওয়ার সৌভাগ্য হয়েছে, বাকিগুলোতেও সেরে ফেলা দরকার। তবে একা হবে না, লেখকরে সাথে নিয়ে যেতে হবে :)

১৯ শে আগস্ট, ২০১২ রাত ১:৪৭

অক্টোপাস পল বলেছেন: অবশ্যই আপনার সাথে যাবো মাজেদ ভাই। শুধু মানিব্যাগটা মনে করে নিয়ে আসবেন! ;)

২৩| ১৮ ই আগস্ট, ২০১২ দুপুর ১:২৬

মাহতাব সমুদ্র বলেছেন: ফাল্গুনীর হালিম কিংবা পৌরবাজারের হালিম খেয়েছেন? পৌরবাজারের ভুড়ি খাওয়ার জন্য আমরা দল বেঁধে যাই। অথবা কারমাইকেলের শীতল ছায়ার চটপটি? মিঠু হোটেলের তন্দুরি.......

১৯ শে আগস্ট, ২০১২ রাত ১:৪৯

অক্টোপাস পল বলেছেন: সবই খেয়েছি ভ্রাতা। এগুলো মিস হয়ে গেছে। পরে সময় করে লিখব আবার।

মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।

২৪| ১৮ ই আগস্ট, ২০১২ রাত ৯:৩৯

তামীম বলছি বলেছেন: পৌরবাজারের বিপরিত দিকের চটপটির দোকানটি কি এখন নেই নাকি! যদি থাকে তবে সেটি লিস্টে মিসিং।

বাদবাকি সব ঠিকই আছে।

ধন্যবাদ এবং প্রিয়তে।

১৯ শে আগস্ট, ২০১২ রাত ১:৫১

অক্টোপাস পল বলেছেন: থাকবে না মানে! দিন কয়েক আগেই তো ওখানে খেলাম।আসলেই মিস হয়ে গেছে। আপনার আর মাহতাব ভাইয়ের বলা জায়গাগুলো নিয়ে পরে সময় নিয়ে লিখব।

ধন্যবাদ।

২৫| ১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:৪৮

বিশ্বপ্রেমিক বলেছেন: পুষ্টিঃ ‘পুষ্টির অনন্য সৃষ্টি/ দই ঘি মিষ্টি।’ এই হল পুষ্টির স্লোগান। রংপুরের সবচেয়ে প্রসিদ্ধ মিষ্টান্নের দোকান। রসোগোল্লা, রসমালাই, দই, সন্দেশ, স্পঞ্জ মিষ্টি থেকে শুরু করে সবই পাওয়া যায়। এদের দইটাও বেশ। আমার বগুড়ার এক বন্ধুকে খাওয়ানোর পর ব্যাটা বাধ্য হয়েছিল ‘বগুড়ার চেয়েও ভালো’ বলতে!

অন্ততঃ দইয়ের দিক দিয়ে বগুড়ার দইয়ের সাথে টেক্কা দেয়া মুশকিল আছে। :#)

২০ শে আগস্ট, ২০১২ রাত ১:১২

অক্টোপাস পল বলেছেন: ভাইজান কী 'বোগড়ার ছোল' নাকি?

ধন্যবাদ।

২৬| ১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৩১

কাব্য সৈনিক বলেছেন: ভাই আমার সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো বুঝছিনা এগুলার প্রায় সবকটিতে আমি খেয়েছি এবং খেয়ে চলছি । পোষ্টে পেলাস +++++ পার্কের মোড়ে বাড়ি :) যাক ভালোলাগলো পাশেই আছি ।

২০ শে আগস্ট, ২০১২ রাত ১:১৩

অক্টোপাস পল বলেছেন: কোনটে বাহে তোমার বাড়ী?

ধন্যবাদ। ভালো থাকবেন।

২৭| ১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৪১

বাকপটু বলেছেন: পু্স্টে +

আপনারে মাইনাস X( X(

ঈদ মোবারক

দিনটা ভাল কাটুক

২০ শে আগস্ট, ২০১২ রাত ১:১৪

অক্টোপাস পল বলেছেন: মাইনাস দিয়ে কী আর ঈর্ষা কমবে? :P

ঈদ মোবারক। আপনার ঈদও শুভ হোক।

২৮| ২০ শে আগস্ট, ২০১২ রাত ১:২১

মৃত্তিকা মন বলেছেন: বাহ, অনেক কিছুই আছে দেখা যায়। রংপুর সম্পরকে তেমন ধারনাই নেই, তবে জানি যে উত্তর বঙ্গের মানুষ বেশ ভালো হয় :) যদি কখনো যাই রংপুর সব টেস্ট করে আসব!

২০ শে আগস্ট, ২০১২ রাত ১:৪২

অক্টোপাস পল বলেছেন: আপনার ধারণা সম্পূর্ণ সঠিক। সারল্য আমাদের মজ্জাগত। উত্তরে আমন্ত্রণ।

ঈদের শুভেচ্ছা আপনাকে। ঈদ মোবারক। :)

২৯| ২০ শে আগস্ট, ২০১২ রাত ১:২৮

বিশ্বপ্রেমিক বলেছেন: হ, হামার বাড়ি বোগরাত। ;)

২০ শে আগস্ট, ২০১২ রাত ১:৪০

অক্টোপাস পল বলেছেন: B-) ;) ;) ;)

৩০| ২৯ শে আগস্ট, ২০১২ রাত ১:১৩

রংপুরিয়া বলেছেন: জন্ম রংপুর জেলায়। ফার্স্ট ব্যাচ এস-এস-সি দিয়ে ভারতে চলে আসতে বাধ্য হই। কিন্তু মায়ার বাঁধন কাটাতে পারি না। সময় সুযোগ পেলেই রংপুরে ছুটে যাই। বছর দুয়েক আগে গিয়ে বৈশাখীতে বিরিয়ানী খেয়েছিলাম। বেশ ভাল। এ ছাড়াও কিছু ভাল মিষ্টির দোকানে দৈ-মিষ্টি-সিঙ্গারা খেয়েছিলাম। দোকানের নাম মনে নেই।

আপনার ব্লগ পোস্টটি ভাল লাগল। রংপুর সত্যিই একটি মহান ও ঐতিহ্যশালী শহর। মানুষজন বেড়েছে। কিন্তু সারল্য ও আন্তরিকতায় কোন ঘাটতি হয় নি এখনও।

রংপুরের শ্রীবৃদ্ধি হোক -- এই কামনা করি।

২৯ শে আগস্ট, ২০১২ রাত ৩:২২

অক্টোপাস পল বলেছেন: ধন্যবাদ দাদা। আপনার নিকটা খুব সুন্দর হয়েছে। বারবার ফিরে আসুন রংপুরে।

৩১| ১০ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৩২

এরেল বলেছেন: আপনার বাড়ি রংপুরের কোথায় ? আর এখন কি করেন ?

১৮ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৩০

অক্টোপাস পল বলেছেন: বাসার কথা উপরে উল্লেখ করেছি। এখন ব্যবসায় প্রশাসনে পড়ছি।

৩২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৪৫

টুকিঝা বলেছেন: রামমোহনের উল্টো দিকের বট ভাঁজা! ইয়ামি ইয়ামি ইয়ামি! আর পাশের ডিম চটপটি, আরও বেশী ইয়ামি ইয়ামি ইয়ামি!

১৮ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৩১

অক্টোপাস পল বলেছেন: রংপুরে থাকলে বেশিরভাগ বিকেল টাউন হলের আশেপাশে কাটে। দেখাও হয়ে যেতে পারে আপনার সাথে! :)

৩৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৪৪

ব্লগই শেষ ঠিকানা বলেছেন: নেহাল হোটেলের পুড়ির কথা বাদ দিছেন, এই জন্য আপনারে মাইনাস!‍

২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:২৫

অক্টোপাস পল বলেছেন: মাথা পেতে নিলাম :)

নেহাল হোটেল আমারও খুব প্রিয় জায়গা।

৩৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৫৬

গেমার বয় বলেছেন: পুষ্টির সৃষ্টি বিচিওয়ালা মিষ্টি !!!!


স্টার হোটেলের লোকেশন মেডিকেল মোড় না বলে মনে হয় ক্যান্ট. পাবলিক স্কুলের সামনে বললেই ভাল হয়। আমার নানীবাড়ি খুবই কাছে ঐখান থেকে।

২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:২৬

অক্টোপাস পল বলেছেন: নানীবাড়ি যাইতে কেমন লাগে?

আমি ক্যান্ট পাবলিকের ছাত্র ছিলাম।

৩৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২০

ফিরে এলাম নতুন নিকে বলেছেন: হামার বাড়ি অমপুরত। =p~
কিন্তুক অমপুরের ভাষা শেখং নাই। =p~ =p~
এখন ঢাকাত থাকি। =p~ =p~ =p~
মাও থাকে দেশের বাড়িত। :-&
মনটা শুধু মাওয়ের হাতের ভাত খাইতে চায়। :(( :(( :((

২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:২৮

অক্টোপাস পল বলেছেন: ক্যা বাহে? নেজের মায়ার ভাষা না শেখলে হইবে? মুইও ঢাকাত থাঁকো।

মায়ের হাতের রান্না মিস করি। ভালো থাকবেন।

৩৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:৫৩

অনিকেত বলেছেন: কফি হাউজ এর কথা কি এখানে আসতে পারতো না ?

২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:২৯

অক্টোপাস পল বলেছেন: হ্যাঁ। নিশ্চয়ই পারতো। মিস হয়ে গেছে। ধন্যবাদ।

৩৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:০৪

দ্বিখণ্ডিত মগজ বলেছেন: +++

২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩০

অক্টোপাস পল বলেছেন: ধন্যবাদ।

৩৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:২৩

শামীম আরা সনি বলেছেন: প্রিয়তে:)

২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩১

অক্টোপাস পল বলেছেন: ধন্যবাদ সনি আপু।

৩৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৭

অনির্মীলিত বলেছেন: সিঙ্গারা হাউজের মত টেস্টি সিঙ্গারা আমি আর কোথাও খাইনি।অনেক বছর আগে আব্বু হাত ধরে নিয়ে গিয়েছিল।সেই থেকে শুরু।সুপার মার্কেটের চটপটি আর পুষ্টির মিষ্টি অসাম। B-) B-)

২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩২

অক্টোপাস পল বলেছেন: একমত হতে পারলে খুব ভালো লাগে।
শুভকামনা আপনার জন্য।

৪০| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:১৩

মঞ্জুর প্রযুক্তিপ্রেমী বলেছেন: নেহাল এর ডালপুরির সাতে গরুর মাংস বাদ দিনেন ক্যানে বাহে.....আমার দেখা বাংলাদেসের সেরা শহর ......হামার রংপুর...ভাল থাকবেন....পারলে আপনার মেইল এড্রেস টা দিয়েন ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩৪

অক্টোপাস পল বলেছেন: ধন্যবাদ ভাই। হামার রংপুর-হামার গর্ব।

[email protected]

৪১| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:৪১

নিম আল আশফাক বলেছেন: ভাই, নর্থ ভিউ হোটেলটা এক্স্যাক্ট লোকেশনটা বলবেন, চিনছি না, তবে বর্ননা শুনে যেতে ইচ্ছা করছে, এজ আই ওয়ান্ট প্রাইভেসি। আর খাবারের মূল্য সম্বন্ধে আইডিয়া আছে ?

অপেক্ষায় রইলাম।

২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩৭

অক্টোপাস পল বলেছেন: প্রাইভেসি আছে। প্রাইস বেশ রিজনেবল। অন্তত আমারও তাই ধারণা। জিপি কাস্টমার সেন্টারের বিল্ডিংটাতে নর্থ ভিউ। পায়রা চত্ত্বরে।

ধন্যবাদ।

৪২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৫৯

ফাহাদ চৌধুরী বলেছেন:

:) :)


চতুরে খোজ পেয়ে এখানেও এলাম :)

২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪৪

অক্টোপাস পল বলেছেন: আরে ফাহাদ ভাই! আপনার মুক্ত গদ্য খুব ভালো লাগে।
আপনি অমপুরের চ্যাংড়া নাকি?

৪৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০৬

ফাহাদ চৌধুরী বলেছেন:


মৌবন তো আমাদের জিলা স্কুলের পুলাপানের জন্যই মনে হয় বানানো হৈসিলো । আর ছোট বেলা মাহিগঞ্জে থাকার সুবাদে নিরাঞ্জনের মিষ্টি ছিল প্রতিদিনের আবশ্যিক আহার । :) :)

২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪৫

অক্টোপাস পল বলেছেন: :)

৪৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১৮

শিপু ভাই বলেছেন:
আমি গেছিলাম। ভাল একটা রেস্টুরেন্ট চোখে পড়ে নাই। পরেরবার গেলে আম্নের লিস্টি ধইরা সার্চ লাগামু।


আর চটপটি হাউসের চটপটি অতি অখাদ্য। ঐটা কোন চটপটিই না। নাম দিছে চটপটি।- ইয়া বড় সসপ্যানে বুটের ডাল আর গরুর মান্সের টুকরা দিয়া রান্না করা একটা খাবার। অবশ্য এটার ব্যপক চাহিদা আছে। লাইন দিয়া খাইতে হয়। শুধু এটুকুই বলি- ঢাকায় ভ্যানে করে যে চটপটি আমরা খাই তার খাছে রংপুরের ঐটা কিছুই না।

২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪৮

অক্টোপাস পল বলেছেন: ভাই আজকেও ক্যাম্পাসে( ঢাবি) চটপটি খাইলাম। ভালো লাগে নাই। ঢাকার চটপটি আমার ভালো লাগে না। ধন্যবাদ।

৪৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩৭

তামিম ইবনে আমান বলেছেন:
অংপুর ক্লাস এইটে থাকতে গেছিলাম। আবার গেলে এই পোস্ট প্রিন্ট কৈরা নিয়া যামু

২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪৮

অক্টোপাস পল বলেছেন: অনন্ত জলিলের ভাষায় 'মোস্ট ওয়েলকাম'!

৪৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪১

আহমাদ জাদীদ বলেছেন: কোথায় আপনি? onekdin mone hoy blog theke dure achen......

৪৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪২

আহমাদ জাদীদ বলেছেন: কোথায় আপনি? onekdin mone hoy blog theke dure achen......

২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫০

অক্টোপাস পল বলেছেন: একটু ব্যস্ত ছিলাম। আগামী মাস থেকে আবার দেখা হবে। ধন্যবাদ।

৪৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪৮

শয়তান হন্তারক বলেছেন: রংপুর এ দেখার কী আছে। রংপুর শহরটা দেখবার খুব ইচ্ছে। কিন্তু ওখানে দেখার কিছু নেই নাকি?

২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫২

অক্টোপাস পল বলেছেন: আছে। সেটা দর্শনীয় স্থান নিয়ে লেখার সময় লিখবো। তবে, আপাতত উদরপূর্তি করার আমন্ত্রণ। ধন্যবাদ।

৪৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫৭

অনিক আহসান বলেছেন: অক্টোপাশ পলের বাড়ি রংপুর!? আমি ২০১১ তে রংপুর এ লম্বা সময় ছিলাম ।

১৯ শে অক্টোবর, ২০১২ রাত ১২:৪৫

অক্টোপাস পল বলেছেন: :) রংপুরের ছেলে আমি। পড়াশোনার উদ্দেশ্যে এখন ঢাকায়। কেমন আছেন?

৫০| ০৯ ই অক্টোবর, ২০১২ সকাল ১০:৫৩

শিশির সিন্ধু বলেছেন: রংপুরে গেলেই হামলা চালামু

১৯ শে অক্টোবর, ২০১২ রাত ১২:৪৬

অক্টোপাস পল বলেছেন: নিশ্চয়ই! আপনার ধ্বংসাত্মক হামলার অপেক্ষায় দোকানগুলো। B-)

৫১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫২

কাউসার রুশো বলেছেন: +++

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৩

অক্টোপাস পল বলেছেন: ধন্যবাদ :)

৫২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪২

ইলি বিডি বলেছেন: হামার বাড়ি অমপুরত। =p~ =p~ =p~ =p~ মুই খুব খুশি হইসং বাহে। পরাই সোক টে খাইচম। =p~ =p~ =p~

পিওত থুনু বাহে, ভাল থাক্মেন।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৫

অক্টোপাস পল বলেছেন: ভালোই হইল ভাইয়ো। ভালো থাকমেন তোমরাও। অমপুরের কোনটে বাড়ি?

৫৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৪

অদ্বিতীয়া আমি বলেছেন: ছোট বেলায় রংপুরে ছিলাম , পুষ্টির কথা কিভাবে ভুলি ? তবে আপনি পর্যটনের চাইনিজের কথা উল্লেখ করেননি দেখছি । আমরা যে সময় ছিলাম পর্যটন অনেক জনপ্রিয় ছিল , আমাদের প্রিয় খাবারের জায়গা ।

ভালো লাগলো পোস্ট ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৮

অক্টোপাস পল বলেছেন: ধন্যবাদ অদ্বিতীয়া।কিছু কিছু জায়গা মিস হয়ে গেছে। এখন আসলে অনেক রেস্টুরেন্ট হয়েছে। পুরনোগুলো পোস্টে রাখার চেষ্টা করেছি। তবে পর্যটন আসলেই লিস্টে থাকার যোগ্য ছিলো।

ভালো থাকবেন। আবার ফিরবেন রংপুরে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.