নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেসে আসি সমুদ্রের ঢেউয়ে,বালুচর চুষে নেয় আমারে।

অধীতি

আপনারেই চিনার তরে,পরিচয় দেই কি করে??

অধীতি › বিস্তারিত পোস্টঃ

বাংলা তারিখ ব্যবহার

১৫ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:১৮

গতবছর নববর্ষের শুরতে প্রতিজ্ঞা করেছিলাম প্রতিদিন বাংলা সন ব্যবহার করবো। সেই থেকে গতকাল পর্যন্ত এমনকি আজও বাংলা তারিখ ব্যবহার করে চলছি। দুটো টিউশ করাই ঢাকায়, ওদের বাংলা হাতের লেখার খাতায় এবং পড়ার ডায়েরিতে প্রতিদিন বাংলা তারিখ ব্যবহার করেছি। প্রথম দিকে ওরা এ নিয়ে কতশত প্রশ্ন করেছে। বাংলা সন এত কম কেনো? কবে থেকে আসছে? পহেলা বৈশাখ, বর্ষবরণ নিয়ে প্রশ্ন করে গেছে। খ্রিস্টাব্দ ও খ্রিষ্টপূর্বের কাহিনি বলেছি। সম্রাট আকবরের কাহিনি। সূর্য মাস ও চন্দ্র মাস নিয়ে বলেছি। এসব কিছুই বেশি প্রশ্ন পেয়েছি দ্বিতীয় শ্রেণীর ছাত্রর কাছ থেকে। ওর জানার বিপুল আগ্রহের কাছে মাঝে মাঝে হেরে যাই। আমার জানার বাইরে ওর কতশত প্রশ্নে জর্জরিত হয়ে যাই। এ বছরটাও বাংলা তারিখ ব্যবহার করার চেষ্টা চালিয়ে যাবো।

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৩০

মোস্তফা সোহেল বলেছেন: আমার বাংলা মাস মনে থাকলেও তারিখ মনে থাকে না।
তবে আমার মা দেখি ক্যালেন্ডার না দেখেই বাংলা মাস ও তারিখ ঠিকঠাক বলতে পারেন।

১৫ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৫৩

অধীতি বলেছেন: আমি এ্যাপ ব্যবহার করি। প্রবীণ মানুষেরা কেমনে জানি বলে দিতে পারে।

২| ১৫ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন:



- বাংলা মাস তারিখে হিসাব মোটেও রাখা হয় না আমার।

১৫ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৫৪

অধীতি বলেছেন: ব্যবসাবাণিজ্য সবই খ্রিস্টাব্দে করা হয় তাই সুযোগ নাই।

৩| ১৫ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৪৫

জটিল ভাই বলেছেন:
একটা সিরিয়াস সাজেসন দেই। আপনি সামুর পোস্টগুলোতে বাংলা সন,তারিখ ব্যবহার করুন। ভালো হবে।

১৫ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:৩১

অধীতি বলেছেন: সেটাও করেছি মাঝে মাঝে। আমি লিখালিখিই করিনা। মাঝে মাঝে হুটহাট যা। পরামর্শের জন্য ধন্যবাদ।

৪| ১৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:৪২

রাজীব নুর বলেছেন: ্নতুন বাংলা বছরের শুভেচ্ছা।

১৭ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:৪৮

অধীতি বলেছেন: আপনাকেও

৫| ১৭ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:০২

শায়মা বলেছেন: বাহ! বাংলা তারিখ তো কেউ মনেই রাখে না আজকাল।

বাচ্চাগুলো তো আরও কিছু শিখছে না।

১৮ ই এপ্রিল, ২০২৩ রাত ২:৩২

অধীতি বলেছেন: শিক্ষকদেরও কিছু করার থাকেনা। যদি না রাষ্ট্রকাঠামোয় না থাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.