![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি যা আবিষ্কার করে, তা সে জমিয়ে রাখে না ; লিখে ফেলার পর দ্রুত সেটা হারিয়ে ফেলে । সেখানেই তো তার অভিনবত্ব , তার অসীম এবং তার দূর্যোগ. . . . . .
মনে আছে তোমার
সেদিন আকাশ মেঘলা ছিলো
গুড়ি গুড়ি বৃষ্টি
আর বাতাসে এক মুঠো আদ্রতা
পিচ ঢালা পথটা ভেজা
পাশাপাশি হেটেছিলাম অচেনা পথে
তোমার হাতটা ছিলো
আমার মুঠোয়
০৯ ই মার্চ, ২০১৪ রাত ৮:০৯
অদ্ভুত সমীকরণ বলেছেন: tnx
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:২৮
উদাস কিশোর বলেছেন: লিখতে থাকুন
শুভ কামনা