![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি যা আবিষ্কার করে, তা সে জমিয়ে রাখে না ; লিখে ফেলার পর দ্রুত সেটা হারিয়ে ফেলে । সেখানেই তো তার অভিনবত্ব , তার অসীম এবং তার দূর্যোগ. . . . . .
অতঃপর তুমিও নিজেকে বিকিয়ে দেবে সস্তা দরে,
আর আমিও বিলীন হয়ে যাব সম্পর্কের স্রোতে...
আমরা কেউই কখনো বের হতে পারবনা মধ্যবিত্ত গন্ডি থেকে।
তুমি তুমিই রয়ে যাবে,
কখনো বা শার্ট ইন করার ফাকে মিস করবে আমায়!
ফাইলের পাতায় চোখ রেখে হারিয়ে যাবে
পুরানো স্মৃতির মাঝে…
মেসের বাসি খাবারও উদাস ভাবে চেয়ে রবে !
আর আমি, কাপড় মেলতে মেলতে অথবা
রান্নার ফাঁকে দুফোটা অশ্রু লুকাবো !
তোমার স্পর্শ মুছে অন্যের স্পর্শ বয়ে বেরাবো !
কোন একদিন ভুলে থাকতে থাকতে
তোমাকে ভুলে থাকার অভিনয়টা আমি ঠিকই রপ্ত করে নেব !
০১-০২-২০১৪
১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৯
অদ্ভুত সমীকরণ বলেছেন: ধন্যবাদ
২| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৮
স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর
১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৬
অদ্ভুত সমীকরণ বলেছেন: ধন্যবাদ
৩| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৫
উদাস কিশোর বলেছেন: ভাল লিখেছেন ।
অব্যাহত থাকুক
১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৭
অদ্ভুত সমীকরণ বলেছেন: আর পাম মারিস না
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৩
মামুন রশিদ বলেছেন: সুন্দর লিখেছেন ।